মোহনপুর রাবার ড্যাম পরিদর্শন||

in Steem For Traditionlast year (edited)
আসসালামু আলাইকুম,

আশা করি মহান আল্লাহ তালার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব দিনাজপুরের মধ্যে অবস্থিত মোহনপুর রাবার ড্যাম নিয়ে। আশা করি আপনাদের সকলকে আমার এই পোস্টটি ভাল লাগবে। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক।

1000006235.jpg

দিনাজপুরের রাবার ড্যামের কথা উল্লেখ হলেই, সবার কাছে যে রাবার ড্যাম এর কথা মাথায় আসে সেই সেটি হল মোহনপুর রাবার ড্যাম। দিনাজপুর টু ফুলবাড়ী রোডের মধ্যে এই মোহনপুর রাবার ড্যাম অবস্থিত। মোহনপুর রাবারডেম আমাদের দিনাজপুরের মধ্যে সবচেয়ে বড় রাবার ড্যাম। আত্রাই নদী ও কাঁকড়া নদী এই রাবারড্যামের কয়েক মিটার উত্তরে মিলিত হয়েছে।সুতরাং এই দুই নদীর পানি মোহনপুর রাবারড্যামের নিচ দিয়ে বয়ে চলছে। তবে মোহনপুর রাবারড্যাম টি সাধারণত আত্রাই নদীর উপরে অবস্থিত একটি রাবার ড্যাম হিসেবেই ধরা হয়। তবে মূলত এই নদীটির উৎপত্তিস্থল হিসেবে খানসামা দিয়ে বয়ে যাওয়া কর্তা নদী কে ধরা হয়।

1000000697.jpg

দিনাজপুর সদর থেকে মোহনপুর রাবার ড্যামের দূরত্ব প্রায় ১৫ থেকে ২০ কিলোমিটার। আমাদের চিরিরবন্দর উপজেলা থেকে এ রাবার ড্যাম এর দূরত্ব প্রায় ৮ থেকে ১০ কিলোমিটার। এই রাবার ড্রামের চারপাশে বিভিন্ন ধরনের গাছপালা রয়েছে। মানুষের বসার জন্য ও ঘুরতে আসা মানুষদের জন্য একটি সুন্দর পরিবেশ এখানে বিদ্যমান।

1000000711.jpg


1000000700.jpg


1000000701.jpg


প্রতিদিন বিভিন্ন ধরনের জাল নিয়ে জেলেরা এখানে মাছ ধরার জন্য আসেন। বিভিন্ন ধরনের ও বয়সের মানুষ পানির সেই কলকল ধ্বনি ও চারপাশের প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য উপভোগ করতে এখানে প্রতিদিন ঘুরতে আসে। তবে কিছুদিন আগে এই রাবার ড্রামের চারপাশের গাছপালা সংখ্যা আরো বেশি ছিল ।বর্তমানে সেই গাছগুলো কেটে ফেলা হয়েছে। আর তাই চারপাশের পরিবেশটি একটু ফাঁকা লাগে।

1000006234.jpg

মোহনপুর রাবারড্যামে যদি দিনাজপুর থেকেই প্রবেশ করা হয় তবে প্রথমেই যেই জিনিসটি আমাদের চোখে পড়বে সেটি হলো এই রাবার দামের সামনের দুই পাশে দুইটি তোরণ বিদ্যমান। এই রাবার ড্যামের পাশেই মোহনপুর বাজার অবস্থিত। বেশ কিছুদিন আগেই রবার ড্যামে আমার ঘুরতে যাওয়া হয়েছিল ।এবং সেখান থেকেই কিছু ফটোগ্রাফি সংরক্ষণ করা হয় এবং আজকে এগুলো আপনাদের সাথে শেয়ার করা হলো।

1000006237.jpg


1000006233.jpg

আজকের এই পোস্টটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন ।সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন। ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।



ডিভাইসRedmi Note 11
ফটোগ্রাফার@rumana12
লোকেশনদিনাজপুর

Black & White Minimalist Business Logo.png


You can also vote for @bangla.witness witnesses

3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpvDGTmz6yM4BdeUwpQ8vMxtR3sQse9kG46R2Lk4NBaGfzPmL5tiA85DdFd7TDvbMGaNMAY2RBgSWfNp5kM1Qjr3515gWKvjxzADBcu4.png

Sort:  
 last year (edited)

মোহনপুর রাবার ড্যাম বিশেষ ঐতিহ্য বাহী একটি স্হান।এখানে অনেক লোক ঘুরতে যায়।আমি বেশ কয়েকবার গেছিলাম এখানে। এখানকার পরিবেশ বেশ চমৎকার। আপনি ছবি গুলো বেশ চমৎকার তুলেছেন।আমরা গত বছর গরমে বেশ কয়েকবার গেছিলাম এখানে।এখানে গোসল করতে বেশ মজা লাগে।আমি এবছর যেতে পারি নাই। আশা করি যেতে পারব।

 last year 

আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই।

 last year 

মোহনপুর রাবার ড্যামে কখনো আমি নেমে দেখিনি। তবে ব্রিজ থেকে দেখেছি সেখানে অনেক মানুষের সমাগম দেখতে পাওয়া যায়। সেখানে থাকা নৌকা দিয়ে অনেকেই চলাচল করে।বিকালে অনেক মানুষ সেখানে ঘুরতে আসে। জায়গাটির পরিবেশ আমার অনেক ভালো লাগে। আপনি ছবি গুলো অনেক সুন্দর তুলেছেন।

 last year 

আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ।

 last year 
DescriptionInformation
plagiarism-free
#steemexclusive
Ai Content - free

We expected you to be friendly and active in the Steem For Tradition Community. We appreciate your effort. Thank you for sharing your beautiful content with us ❤️.

 last year 

Thanks

 last year 

রাবার ড্যাম সম্পর্কে অনেক সুন্দর লিখেছেন আপনি। আসলেই আপনি ঠিক বলেছেন দিনাজপুরের রাবার ড্রামের কথা মনে পড়লে আগে এই মোহনপুর রাবার ড্যাম এর কথা মনে পড়ে যায়। আসলে এই রাবার ড্যামের আশেপাশে জায়গাটি অনেক সুন্দর এবং নিরিবিলি আমরা একবার এখানে গোসল করতে গিয়েছিলাম অনেক সুন্দর একটি মুহূর্ত কাটিয়ে এসেছি। এবং অনেকে গিয়েছিলাম অনেক আনন্দ করেছিলাম এবং অনেক ভালো লেগেছে জায়গাটি। ধন্যবাদ আপনাকে এরকম সুন্দর একটি পোস্ট আমাদের সকলের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

 last year 

মোহনপুর রাবার ড্রাম নিয়ে অনেক সুন্দর উপস্থাপন করেছেন আপু। আমি গিয়েছিলাম দুইবার এই রাবার ড্রাম দেখতে । রাবার ড্রামের মনোমুগ্ধকর পরিবেশ আমাকে মুগ্ধ করেছে। তবে রাবার ড্রাম টি এখন পর্যটক কেন্দ্রে পরিণত হয়েছে। অনেক দর্শনার্থীর ভিড় দেখা যায় এই রাবার ড্রামে। দূরদূরান্ত থেকে লোকজন আসে এই রাবার ড্রাম দেখতে। বিকালবেলা পর্যটকদের ভিড় বেশি দেখা যায়। রাবার ড্রামের আশেপাশের জেলেরা এই নদী থেকে মাছ ধরে, ওখান থেকে তরতাজা মাছ কিনে নিয়ে আসা যায়। আপনি দারুন ফটোগ্রাফি করেছেন আপু। অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

 last year 

মোহনপুর রাবার ড্যাম কখনো যাওয়া হয় নাই। তবে আপনাদের পোস্টের মাধ্যমে অনেক সুন্দর দেখা যাইতেছে। অনেক সুন্দর ভাবে বর্ণনার পাশাপাশি সুন্দর ভাবে ফটোগ্রাফি করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ

 last year 

ধন্যবাদ আপনাকে।

 last year 

মোহনপুর রাবার ড্যামে আমি গিয়েছিলাম এবং গোসলও করেছিলাম। অনেক সুন্দর একটি জায়গা। দুপুর বেলা গেলে অনেক মানুষকে গোসল করতে দেখা যায়। আশা করি সুন্দর একটি সময় অতিবাহিত করেছেন সেখানে। ভালো ফটোগ্রাফি করেছেন। রাবার ড্যাম নিয়ে সুন্দর একটি পোস্ট উপস্থাপন করেছেন। ধন্যবাদ।

 last year 

ধন্যবাদ আপনাকে।

 last year 

মোহনপুর রাবার ড্রাম আমাদের বাড়ি থেকে প্রায় ১৬ কিলোমিটার দূরে অবস্থিত। এই মোহনপুর রাবার ড্রামে অনেক পর্যটন ঘুরতে আসে। আমরা এই মোহনপুর রাবার ড্রামে গোসল করছি। মোহনপুর রাবার ড্রামে মাছ ধরার দৃশ্য আমার কাছে অন্যরকম লাগে। তবে নৌকায় উঠে এপার থেকে ওপাড়ে ঘুরা যায়। মোহনপুর রাবার ড্রাম নিয়ে অনেক সুন্দর লিখেছেন আপু।

 last year 

ধন্যবাদ আপনাকে।

 last year 

আমাদের দিনাজপুর জেলার মধ্যে সবচেয়ে বড় রাবার ড্রাম হলো মোহনপুর রাবার ড্রাম। এই মোহনপুর রাবার ড্রাম দিনাজপুর থেকে ফুলবাড়ি রোডে। তবে মোহনপুর রাবার ড্রাম কখনও যাওয়া হয়নি। একবার ফুলবাড়ি যাওয়ার সময় বাস থেকে দেখার সুযোগ হয়েছিল আপু।আপনার তোলা ছবিগুলো অসাধারণ লেগেছে আমার কাছে।

 last year 

ধন্যবাদ আপনাকে আপু।

Coin Marketplace

STEEM 0.24
TRX 0.24
JST 0.038
BTC 95135.46
ETH 3281.35
USDT 1.00
SBD 3.37