বাঁশ দিয়ে তৈরি খাঁচারি এর ব্যবহার।

in Steem For Traditionlast year
আসালামু আলাইকুম
ঐতিহ্যমূলক পোস্ট
🤗Hello Bloggers 🤗
আশা করি ,মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে সবাই অনেক ভাল আছেন।আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ। আমি @rumana12 আজকে আলোচনা করব গ্রামের বাড়িগুলোতে বিভিন্ন কাজে ব্যবহার হয়ে আসা বাঁশের তৈরি খাঁচারী নিয়ে। আশা করি আপনাদের সকলকে আমার পোস্টটি ভালো লাগবে।চলুন তবে দেরি না করে শুরু করা যাক।

1000000606.jpg



গ্রামের বাড়ি গুলোতে বিভিন্ন ধরনের পুরনো জিনিসপত্র খুঁজে পাওয়া যায়। গতকালকে পাশের বাড়িতে গিয়ে বাঁশের তৈরি জিনিসটা দেখতে পেলাম। বাঁশের তৈরি এই জিনিসটির নাম হলো খাঁচারি। অনেক সময় খাচাও বলা হয়। জিনিসটা দেখতে বেশ ভালো লাগলো। বাঁশ দিয়ে তৈরি করা হলেও জিনিসটির গঠন অনেক সুন্দর । গ্রামে এই জিনিসটি বিভিন্ন ধরনের কাজে ব্যবহার করা হয়।


1000000605.jpg


এই খাঁচারিটি মূলত তৈরি করা হয়েছিল লিচু বাগান থেকে লিচু ভাঙার পর সেই লিচুগুলো এতে করে বাড়িতে নিয়ে আসার জন্য। তখন থেকেই এই খাঁচারীটি তারা ব্যবহার করছে। খাঁচারিটি বেশ বড়। এক খাঁচারিটি এখন ব্যবহার করা হচ্ছে বিভিন্ন ধরনের জিনিস রাখার জন্য। খড় ,পাতা, বস্তা আরো অন্যান্য জিনিস এর ভিতর রাখতে এখন খাঁচারিটি ব্যবহার করছে তারা। খাঁচারিটি বেশ ভারী ছিল। খাঁচারীটি শক্ত ও মজবুত করে রাখার জন্য বাশের পাশাপাশি দড়ি দিয়ে খুব শক্ত করে বাধা হয়েছে। ফলে জিনিসটা আরও টেকসই পূর্ণ হয়েছে। তাদের বাসার এই খাঁচারীটি আট বছর থেকে তারা ব্যবহার করছে।

1000001476.jpg

এই খাচা গুলো এখনো বাজারে বিক্রি হয়। খাচা গুলোর উপরের অংশটি নষ্ট টায়ার বা টিউব জাতীয় জিনিস দিয়ে মোড়ানো থাকে। যেন উপরের অংশ থেকে কোন কাঠি খুলে না যায়। বিভিন্ন ধরনের ভারী জিনিস সহ এই খাঁচারীগুলোর মধ্যে রেখে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায়। কয়েকদিন আগে দেখলাম দুজন লোক আম ক্রয় করতে এসেছে ভ্যানে করে এই খাঁচারি নিয়ে। এই খাচারি গুলোতে নাকি প্রায় ২ থেকে ৩ মন আম রাখা যায়।


1000000612.jpg

1000000607.jpg


কাজেই বোঝা যাচ্ছে যে ,বাঁশ দিয়ে তৈরি খাঁচারীগুলো কত কাজে ব্যবহার করা হয় ।আরো বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন কাজে খাঁচারি এগুলোকে ব্যবহার করছে। তবে এসব খাঁচার ব্যবহার গ্রাম অঞ্চলেই দেখা যায়। শহরাঞ্চলের মানুষের এসব জিনিস তেমন একটা প্রয়োজন পড়ে না। গ্রামের মানুষেরা শুধু খাঁচারি নয় বরং বাঁশের তৈরি আরো বিভিন্ন ধরনের জিনিস বিভিন্ন প্রয়োজনে ব্যবহার করে।


1000000604.jpg

1000000604.jpg


আমাদের গ্রাম অঞ্চলের মানুষের কাছে এসব জিনিস অল্প দামের হলেও বেশ প্রয়োজনীয়। গ্রামের মানুষেরা তাদের নিত্যদিনের ব্যবহার করা এই জিনিসগুলো যত্ন করে রাখে বলেই হয়তো এতদিন টিকে থাকে। গ্রামের মানুষেরা অনেক সহজ সরল ও দরিদ্রতার সাথে জীবন পরিচালনা করলেও তাদের কাছে কোন জিনিস ফেলনা নয়। তারা চেষ্টা করে কমবেশি হাতের কাছে পাওয়া জিনিস গুলোকে কোন না কোন কাজে লাগাতে।



1000001477.jpg



আশা করি আমার পোস্টটি আপনাদের ভালো লেগেছে ।ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন ।সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন।আর, গ্রামের মানুষের ব্যবহার করা জিনিসগুলো আপনাদের কাছে কেমন লাগে তা অবশ্যই জানাবেন। পরিশেষে বলতে চাই, নিজ দেশ এবং দেশের ঐতিহ্যকে ভালোবাসবেন -সম্মান করবেন।




ধন্যবাদ সবাইকে ।



1000000844.png


1000000848.jpg

আসসালামু আলাইকুম, আমার নাম রুমানা পারভীন। আমার steemit আইডি নাম @rumana12 আমার বাসা দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলায়।আমি দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট এ কম্পিউটার ডিপার্টমেন্টে পড়াশোনা করি। আমি ভ্রমণ করতে এবং নতুন কিছু শিখতে খুব পছন্দ করি। অবসর সময় গান শুনতে আমার অনেক ভালো লাগে। আমি steemit এ কাজ উপভোগ করি।

Black & White Minimalist Business Logo.png


You can also vote for @bangla.witness witnesses

3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpvDGTmz6yM4BdeUwpQ8vMxtR3sQse9kG46R2Lk4NBaGfzPmL5tiA85DdFd7TDvbMGaNMAY2RBgSWfNp5kM1Qjr3515gWKvjxzADBcu4.png

Sort:  
 last year 

আজ প্রথম আপনার কাছ থেকে এমন ঐতিহ্যের একটি জিনিস দেখলাম, এর আগে খাঁচারি নামে কিছু ছিলো বলে জানতাম না, আপনার কাছ থেকে নতুন একটি জিনিসের সাথে পরিচিত হয়ে খুবই ভালো লাগলো, সত্যি খাঁচারি অনেক উপকারী একটি জিনিস, খাঁচারি নিয়ে অনেক সুন্দর লিখেছেন, শুভকামনা রইলো আপনার জন্য আপু।

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

 last year 

Thank you..

 last year 

আনাদের গ্রাম অঞ্চলের মানুষ বাঁশ দিয়ে বিভিন্ন ধরনের জিনিস বানিয়ে থাকে। তবে আপনি বাঁশ এর তৈরি খাঁচারি দেখানের সাথে সাথে সুন্দর ভাবে সেটার ব্যবহার আমাদের সামনে তুলে ধরেছেন।
আপনাকে অসংখ্য ধন্যবাদ

 last year 

ধন্যবাদ ভাইয়া।

 last year 

বাঁশের তৈরি খাঁচারি নিয়ে সুন্দর একটা পোস্ট উপস্থাপন করেছেন আপু।এই ধরনের বাঁশের তৈরি খাঁচারি আমি আমাদের গ্রামে দেখছি। তারা এগুলোর মধ্যে আম রাখে।এই খাঁচারির মধ্যে অনেক আম রাখা যায়।আবার কেউ কেউ এটা ময়লা আবর্জনা রেখে দেয়।আপনি খাঁচারি নিয়ে সুন্দর আলোচনা করছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু।

 last year 

বাঁশের তৈরি খাঁচা আমাদের দৈনন্দিন কাজে ব্যবহার করা হয়। বাড়িতে আলু, পিঁয়াজ রাখার জন্য ব্যবহার করা হয়। হাট বাজারে এসব খাঁচা করে মালামাল পরিবহন করা হয় সুন্দর লিখছেন আপু, অসংখ্য ধন্যবাদ আপনাকে

 last year 

বাঁশ দিয়ে বানানো এই খাচা গুলো অনেক বেশি মজবুত হয়ে থাকে। দেশের একপ্রান্ত থেকে অন্য প্রান্তে লিচু বা আম পাটানো হয় এইগুলাতে করে। আপনি ঠিক বলেছেন শহরের মানুষের তেমন লাগে না এই খাচা গুলো। গ্রামের মানুষ এখন এই খাচা গুলোতে ঘাস রাখে এবং তা গরুকে খেতে দেয়। অনেক সুন্দর পোস্ট করেছেন আপু।

 last year 

বাঁশের এমন খাঁচা আমাদের বাড়িতেও আছে।তবে সেগুলো এত পোক্ত না একটু হালকা।আমরা এমন খাঁচায় আলু রাখি।লিচুর ব্যবসায়ীরাও এমন খাঁচা ব্যবহার করেন।সুন্দর একটি বিষয় তুলে ধরেছেন। ধন্যবাদ আপনাকে।

 last year 

ধন্যবাদ আপু।

 last year 

বাঁশের তৈরি এই খাচা গুলো অনেক মজবুত ও হাডী হয়ে থাকে। কারণ এগুলোতে এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে অনেক প্রকার খাবার যেমন লিচু, আম ও সেমাই অনেক ধরনের খাবারে নিয়ে যাওয়া হয়। আর গ্রামাঞ্চলের মানুষ এগুলোতে অনেক প্রকার জিনিসপত্র রেখে। অসাধারণ একটি পোস্ট তৈরি করেছেন আপনি। অসংখ্য ধন্যবাদ আপনাকে...

 last year 

বাশের তৈরি খাচারি নিয়ে সুন্দর একটি পোস্ট করেছেন আপু। গ্রামের মহিলারা এই খাচারি গুলো বিভিন্ন কাকে ব্যবহার করে থাকে। কখনো এগুলোতে হাস-মুরগীর বাচ্চা ঢেকে রাখে আবার কখনো ঘাস, খড় ইত্যাদি বয়ে আনে এটায় করে। তবে এখন এগুলোর ব্যবহার অনেক কমে গিয়েছে। এখন মানুষ প্লাস্টিকের গামলা ব্যবহার করছে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 58522.85
ETH 2614.85
USDT 1.00
SBD 2.43