প্রাচীন কাল থেকে ব্যবহৃত হয়ে আসা পিতল এর তৈরি জিনিস:
ঐতিহ্যমূলক পোস্ট 🤗Hello Bloggers 🤗 |
---|
আশা করি,সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় ও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব আমাদের দেশে মানুষ আর প্রয়োজনে প্রাচীন কাল থেকে ব্যবহৃত হয়ে আসা পিতল এর তৈরি তৈজসপত্রের সম্পর্কে। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক-
বাংলাদেশের মানুষের কাছে বেশ কিছু জিনিস এখন প্রায় অপ্রয়োজনীয় হিসেবে পড়ে আছে। গ্রামে কিংবা শহরে বেশিরভাগ মানুষ এসব জিনিস প্রাচীনকাল থেকেই ব্যবহার করত। কিন্তু অত্যাধুনিক প্রযুক্তির উন্নতির কারণে দিন দিন এসব তৈজসপত্র যেন আমাদের কাছে ঐতিহ্য হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ ,আমি আলোচনা করতে চলেছি আমাদের বাড়িতে ব্যবহৃত না হওয়া পিতলের তৈরি সেইসব জিনিসের কথা। যেসব পণ্য হয়তো আমাদের পরিবারের ছোট সদস্যরা চেনেনা। কিন্তু আমাদের দাদী- নানী হয়তো তাদের প্রতিদিনের বিভিন্ন কাজে তাদের বিভিন্ন প্রয়োজনে এসব পণ্য ব্যবহার করত।
হঠাৎ করেই একদিন আমাদের বাড়িতে এই দুটি জিনিস দেখতে পাই। মাকে প্রশ্ন করলে শুনি, আমার দাদু ওযু করার জন্য এই বদনাটি ব্যবহার করত। তিনি মাঝে মাঝে পানি ও খেতেন এই বদনা এর সাহায্যে।
আর এই বাটিটি আমার দাদি ব্যবহার করত মসলার বাটা ও তরকারি রাখার কাজে।
পিতলের তৈরি এই জিনিসগুলো অনেক পুরনো। এসব জিনিসের ব্যবহার বর্তমানে একদম নেই বললেই চলে। পিতল সোনালী রঙের হওয়ায় এগুলো অনেক চকচক ও ঝলমলে হয়। কিন্তু বর্তমানে এই জিনিসগুলো ব্যবহার না করার কারণে কেমন জানি ফ্যাকাশে ও কালচে হয়ে গেছে।
আজ থেকে প্রায় 20 বছর আগেও এই জিনিসগুলো বিয়েতে কিংবা বিভিন্ন অনুষ্ঠানে উপহারস্বরূপ দেয়া হতো। তখন এসব জিনিসের দামও ছিল এখনকার তুলনায় অনেক কম। এসব জিনিসের ব্যবহার যেমন কমে গেছে ঠিক তেমনি ভাবে কমে গেছে এসব জিনিসের বেচা কেনা। এই জিনিসগুলো এখন তেমনভাবে কোন দোকানে পাওয়া যায় না অনেক খোঁজাখুঁজি পরই হয়তো পাওয়া যাবে।
পিতলের তৈরি এই জিনিসগুলো যেমন দেখতে সুন্দর ঠিক তেমনি জিনিসগুলো ওজন এও বেশ ভারী। কঠিন হলেও এটি বাস্তব চেয়ে আমরা বর্তমানে আমাদের প্রয়োজনে বিভিন্ন জিনিস কিনলেও এসবের সঠিক ব্যবহার ও যত্ন আমরা করতে পারি না। যার কারণে দিন দিন আমাদের চাহিদা ও খরচের সংখ্যা ঠিকই বাড়ছে কিন্তু হাতের কাছে থাকা জিনিসগুলোর ব্যবহার কমে যাচ্ছে।
ধন্যবদান্তে,
@rumana12
পিতল এর তৈরি জিনিসপত্র নিয়ে অনেক সুন্দর একটি পোস্ট করেছেন।পিতলের তৈরি জিনিসপত্র প্রাচীনকালের মানুষ ব্যবহার করত। কিন্তু এখন আর তেমন একটা দেখা যায় না। সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করার জন্য ধন্যবাদ।
আপনার মূল্যবান মন্তব্য এর জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
পিতলের তৈরি বিভিন্ন প্রকার আসবাবপত্র যুগ যুগ ধলে আমাদের পরিবার গুলোতে।আসবাবপত্র চাহিদা পূরণ করে আসতেছে। এসব জিনিস হলো বাংলার অন্যরকম এক অন্য ঐতিহ্য ।পিতলের তৈরি জিনিস আমাদের বাড়িতেও ছিল কিছু তবে এখন হারিয়ে গেছে। খুব সুন্দর পোস্ট উপস্থাপন করেছেন ধন্যবাদ আপনাকে।
আপনার মূল্যবান সময় দিয়ে মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ।
পিতলের তৈরি জিনিসপত্র এখন আর তেমন দেখতে পাওয়া যায় না। কোথাও দেখা গেলে সেইটা আবার জারা ধরে পড়ে আছে।শরীরের জন্য বিশেষ উপগার বয়ে নিয়ে আনে এই সকল পাত্র। কাসা,পিতলের তৈরি জিনিসগুলা আভিজাত্য বলা চলে।অনেক সুন্দর লিখেছেন আপনি।
আপনাকে ধন্যবাদ ভাইয়া।
পিতলের তৈরি জিনিসপত্রগুলো আমার খুব ভালো লাগে। বর্তমানে পিতলের তৈরি জিনিসপত্রের ব্যবহার ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। তেতুল কিংবা লেবু দিয়ে পিতলের তৈরি জিনিসপত্র গুলো ধোয়ার পর এগুলো নতুনের মত চকচক করে। ধন্যবাদ আপনাকে এই পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
কাসা তামার পিতলের জিনিসপত্র আমাদের অনেক ঐতিহ্যের সাক্ষী, এমন সময় ছিলো মানুষ এসব আসবাবপত্র অনেক মূল্যায়ণ করতো, এবং প্রতিটি বাড়িতে থাকতো, এখন আধুনিকতার সব কেড়ে নিয়েছে, আমার বাড়িতে পিতলের থালা আছে যেটাতে আমার আব্বা ভাত খায়, পিতলের থালা এবং গ্লাস যেটা আগে দাদী ব্যবহার করতো, এখন বাবা করে, যুগ যুগ ধরে এসব পিতলের আসবাবপত্র মানুষের ঘরের সৌন্দর্য ছিলো, আজকাল এগুলো দেখাই যায় না, আগের দিনে বিয়েতেও এসব আসবাবপত্র ব্যবহার করার জন্য উপহার দেওয়া হতো, এখন সে প্রথা বিলুপ্ত প্রায়। অনেক ইতিহাসের সাক্ষী এসব আসবাবপত্র, আপনি অনেক সুন্দর সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করছেন, অনেক ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ আপনাকে।
এত সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
পিতলের এই জিনিসগুলো একসময় অনেক বেশি দেখা যেত। বর্তমানে প্রায় হারিয়ে যেতে বসেছে। প্লাস্টিক সামগ্রীর প্রতি সবার আকর্ষণ অনেক বেড়ে গেছে। অনেক পুরাতন একটি জিনিস নিয়ে আপনি পোস্ট করেছেন। শুভকামনা রইল আপনার জন্য
এত সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
পিতলের তৈরি জিনিসপত্র এখন আর তেমন দেখতে পাওয়া যায় না। পিতলের তৈরি জিনিস পত্র প্রাচীনকালের মানুষ ব্যবহার করত। পিতলের তৈরি জিনিস আমাদের বাড়িতেও ছিল কিছু তবে এখন হারিয়ে গেছে। আপনি খুব সুন্দর করে উপাস্থপনা করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ ভাইয়া।
পিতলের এই সব জিনিস এখন আর দেখা যায় না আগে এই সব জিনিস খুব ছিল। কিন্তু এখন আধুনিকতার ছোঁয়ায় সব কিছু জিনিস হারিয়ে গেছে, আমাদের বাসায় একটা পিতলের প্লেট ছিল আমি ঐ পিতলের প্লেটে ভাত খাইছিলাম।আপনি অনেক আগের দিনের একটা ঐতিহ্য আমাদের মাঝে তুলে ধরছেন আপু, আপনার পোস্ট পরে খুব ভালো লাগলো। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটা পোস্ট করার জন্য।
একটা সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
Curated by - @ripon0630
পিতলের তৈরি বিভিন্ন প্রকার জিনিস পত্র যুগের পর যুগ ধরে ব্যবহারের সঙ্গী হয়ে আছে আমাদের পরিবার গুলোর সাথে। অত্যাধুনিক প্রযুক্তির উন্নতির কারণে দিন দিন এসব জিনিসপত্র ঐতিহ্য হয়ে দাঁড়াচ্ছে আমাদের বর্তমান সভ্যতার সমাজে। পিতলের তৈরি জিনিসপত্র এখন আর তেমন দেখতে পাওয়া যায় না। তবে সনাতন ধর্মাবলম্বী মানুষদের বাসায় কিছুটা বিরাজমান রয়েছে প্রায় বিলুপ্তের পথ যাত্রীর শেষ ঠিকানায়। গ্রাম বা শহর বেশিরভাগ মানুষ এসব জিনিস অনেক আগে থেকেই ব্যবহার করত পিতলের আসবাবপত্র। আরো ভালো লাগলো এগুলো ব্যবহার করতো আপনার দাদা-দাদী। আজ এই জিনিসগুলোর সাথে জড়িয়ে আছে আপনার দাদা-দাদীর স্মৃতি। হয়তো বা আমরা এখন যা ব্যবহার করছি কালের বিবর্তনের এগুলো ঐতিহ্য হতে পারে। আপনাকে অসংখ ধন্যবাদ। আপনি পুরোনে জিনিস নিয়ে পোস্ট করেছেন। আপনার উপস্থাপনা অনেক সুন্দর হয়েছে।