গ্রামীন প্রাকৃতিক দৃশ্যের চিত্র অংকন করার চেষ্টা।
বুধবার,
তারিখ - ১৯ এপ্রিল ২০২৩
আসসালামু আলাইকুম
প্রিয় স্টিমবাসী। আপনারা সবাই কেমন আছেন?আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালোই আছেন। আমি ও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি স্টিম ফর ট্র্যাডিশন কমিউনিটি তে আজকে গ্রামীণ প্রাকৃতিক দৃশ্যের চিত্র অংকন করতে যাচ্ছি। আশা করি সবার ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক।
- একটি আর্ট পেপার
- স্কেল
- রাবার
- 4B পেন্সিল
- পেন্সিল কার্টার
- রঙ পেন্সিল
প্রথমে গ্রামীন প্রাকৃতিক দৃশ্য চিত্র অংকনের জন্য পাহাড় ও আকাশ আঁকার জন্য আর্ট পেপারের উপরের অংশ ভাগ করে নিলাম।
এরপর আর্ট পেপারের একপাশে একটি বট গাছ একেঁ নিলাম।
এরপর সেই বট গাছের পাশে ছাঁয়া নিবিড় পরিবেশ বজায় রাখার জন্য বা সৌন্দর্য বৃদ্ধির জন্য এক এক করে ২টি বাড়ি সংযুক্ত করে নিলাম।
এরপর বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া নদী ও নদীর ওপারে দুইটি বট গাছ এবং ঘাস ফুলের গাছ অংকন করে নিলাম।
এরপর বট গাছ দুইটির ডাল-পালা একেঁ সম্পন্ন করলাম।
তারপর নদীর উপরে একটি ভাসমান নৌকা ⛵আঁকলাম।
ছবি আঁকা শেষ করে এরপর অংকন করা বট গাছের পাতা ও বাড়ি দুটির উপর রংপেন্সিল দিয়ে রং করে নিলাম।
এরপর পাহাড় ও আকাশের মেঘ গুলোতে রং করে নিলাম।
এরপর নদীর ওপারে থাকা বট গাছ ও ঘাস ফুলের উপর রং করে নিলাম। তারপর ঘাস ফুল একেঁ তাতে রং করে নিলাম।
অবশেষে নদীর উপরে অংকন করা ভাসমান নৌকায় রংপেন্সিল দিয়ে রং করে ছবি আঁকা শেষ করলাম।
আমি আমার পোস্টের মাধ্যমে চিত্র অংকন দিয়ে গ্রাম-বাংলার প্রাকৃতিক দৃশ্য ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। গ্রাম-বাংলার প্রাকৃতিক দৃশ্য আমাকে মুগ্ধ করে। বিশেষ করে গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া নদী। সবুজের চাদরে মোড়ানো অপরুপ সৌন্দর্যের এই গ্রাম-বাংলার প্রকৃতি আমাদের সবাই কে বিমোহিত করে। গ্রামের প্রাকৃতিক দৃশ্যকে ভালোবেসে মনের মাধুরী দিয়ে চিত্র অংকন করার চেষ্টা করলাম।
আমার লেখায় কোন প্রকার ভুল-ভ্রান্তি হয়ে গেলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার পোস্ট দেখার জন্য ও পড়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলে সুস্থ ও ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।
ক্যামেরা | Oneplus |
---|---|
ধরণ | চিত্র অংকন। |
ক্যামেরা | ৬৪ মেগাপিক্সেল |
ফটোগ্রাফার | @riyan1020 |
অবস্থান | পার্বতীপুর, দিনাজপুর, বাংলাদেশ। |
ধন্যবাদান্তে,
@riyan1020
ওয়াও অসাধারণ ছবি অংকন করেছেন। আপনার ছবি অংকন দেখে আমি তো মুগ্ধ হয়ে গেলাম।গ্রামের ছবি অংকনের প্রতিটি ধাপ সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে উপাস্থপনা করেছেন ভাই। আপনাকে ধন্যবাদ ভাই
আপনি বেশ সুন্দর ছবি আর্ট করেন। আপনার আর্ট প্রশংসার যোগ্য। আপনার আর্ট দেখে কোনো একটি জীবন্ত চিত্র মনে হইতেছে। একটি সুন্দর গ্রামীন পরিবেশ। আপনি অনেক সুন্দর ভাবে প্রতিটি ধাপে ধাপে আর্ট করার বিষয়টি তুলে ধরেছেন। আপনাকে অনেক ধন্যবাদ।
অনেক সুন্দর চিত্র অংকন করেছেন ভাইয়া। সবচেয়ে ভালো লেগেছে আমার নদীর উপর নৌকাটা এবং নদীর তীরে দুইটি ঘর। সব মিলিয়ে সুন্দর একটি চিত্র অংকন করেছেন। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি চিত্রন আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।
বাহ্ আপনি তো চমৎকার ছবি আঁকতে পারেন আমার সবচেয়ে ভালো লেগেছে বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া নদী ও নৌকাটি।অংকনের সাথে সাথে প্রতিটি ধাপ ও আপনি সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর একটি অংকন আমাদের মাঝে শেয়ার করার জন্য।
গ্রামীণ প্রাকৃতিক দৃশ্যের অংকনটি অসাধারণ লেগেছে আমার কাছে।আপনি অনেক সুন্দর আর্ট করতে পারেন দেখে বোঝা যাচ্ছে। প্রতিটি ধাপ আপনি বেশ সুন্দর করে পোস্ট তুলে ধরেছেন। আপনার জন্য শুভকামনা৷ রইল।
We expected you to be friendly and active in the Steem For Tradition Community. We appreciate your effort. Thank you for sharing your beautiful content with us ❤️.
বাহ দারুণ আর্ট করেছেন মিয়া ভাই। খুবই সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। প্রতিটি ধাপ আমাদের মাঝে দারুণ ভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ ❤️❤️❤️
বাহ্ দারুণ হয়েছে আপনার প্রাকৃতিক দৃশ্য অঙ্কন, আপনার প্রাকৃতিক দৃশ্য অঙ্কন করা দেখে খুব ভালো লাগলো ভাইয়া,আপনি অনেক সুন্দর ভাবে ধাপ গুলো উপস্থাপন করেছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।
অনেক সুন্দর ভাবে গ্রামীন দৃশ্য অঙ্কন করছেন ভাই, আপনার চেষ্টা অনেক সুন্দর, আপনার গ্রামীন দৃশ্য অঙ্কন করা দেখে খুব ভালো লাগলো, আপনি অনেক সুন্দর ভাবে ধাপ গুলো সাজিয়ে গুছিয়ে পোস্ট উপস্থাপন করছেন, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই।
ভাই চমৎকার আর্ট করেন তো আপনি, গ্রামীণ চিত্র আমার কাছে অসাধারণ লাগছে ভাই। প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করেছেন। দেখে মুগ্ধ হয়ে গেলাম। অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর আর্ট আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য।