ফটোগ্রাফি প্রতিযোগিতা -প্রথম সপ্তাহ(বিলুপ্ত হওয়া কৃষকের লাঙ্গল দিয়ে হালচাষ।)
আসসালামু আলাইকুম, সুপ্রিয় ভাই ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ তায়ালার অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। ফটোগ্রাফি প্রতিযোগিতা-প্রথম সপ্তাহে আজ আমি আপনাদের মাঝে উপস্থাপন করব প্রায় বিলুপ্ত হয়ে যাওয়া কৃষকের লাঙ্গল দিয়ে জমি সম্পর্কে।
প্রাচীনকালে ঐতিহ্যবাহী জমি চাষের একটি মাত্র মাধ্যম ছিলো গরু-মহিষ, লাঙল দিয়ে জমি চাষ। লাঙ্গল দিয়ে জমি চাষের তা জমির জন্য অনেক উপকারী এক পদ্ধতি ছিল। এর ফলে কৃষকেরা লাঙল দিয়ে জমি চাষ করার ফলে লাঙ্গলের ফলা অনেক গভীর অংশ পর্যন্ত মাটি আলগা করতো। জমিতে অনেক কাঁদা হত গরু দিয়ে চাষ করার কারনে। তখন গোবর সার জমিতে পরে মাটির উর্বরতা বৃদ্ধির শক্তিকে দ্বিগুণ করত। কিন্তু বর্তমান কালে সময় পরিবর্তনের সাথে সাথে গ্রাম-বাংলার ঐতিহ্য হারিয়ে যাচ্ছে আধুনিকতার ছোঁয়ায়।
আগে দেখা যেত সকালে বেলা কৃষকরা গরু ও লাঙল-জোয়াল কাঁধে নিয়ে মাঠে বেরিয়ে পড়ত হাল চাষ করার জন্য। আর এই কৃষি প্রধান দেশে কৃষকরা প্রাচীনকালে গরু,মহিষ ব্যবহার করে লাঙ্গল দিয়ে জমি চাষ করত। লাঙ্গল দিয়ে জমি চাষ হাজার বছরের ইতিহাসের সাথে জড়িয়ে রয়েছে। আগের যুগে মানুষেরা গরু,মহিষ,লাঙ্গল ও জোয়াল দিয়ে জমি চাষ করে ফসল উৎপাদন করছে।
কৃষকেরা এক সময় আমাদের দেশের বিভিন্ন স্থানে গরু,মহিষ পালন করতেন বাণিজ্যিকভাবে লাভবান হতে। এছাড়াও অনেকে আবার এই হালচাষকে পেশা হিসেবে বেঁচে নিয়েছেন। ধান গম, ভুট্টা, তিল, সরিষা, কলাই, আলু প্রভৃতি চাষের জন্য হাল ব্যবহার করতেন। অনেকে নিজের জমির পাশাপাশি অন্যের জমিতে হালচাষ করে তারা জীবীকা নির্বাহ করত। দরিদ্র মানুষের হালচাষ করে তাদের সংসারে স্বচ্ছলতা বয়ে এনেছে।
বর্তমানে আধুনিক প্রযুক্তির কারনে এখন আর হাল দিয়ে কৃষকেরা আগের মতো জমি চাষ করে না। এর ফলে জমির মাটিও বেশি উর্বর না। আধুনিক ও বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কারের ফলে কৃষকের জীবনে অনেক পরিবর্তন।
পরিশেষে বলতে চাই, আমাদের সকলের উচিৎ প্রাচীন ঐতিহ্যকে টিকিয়ে রাখা। এই হালচাষ করে কৃষকেরা তাদের ঐতিহ্য ধরে রাখার পাশাপাশি তাদের জীবিকা নির্বাহ করুক। আমার লেখা পোস্টটি পড়ার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলে সুস্থ ও ভালো থাকবেন।
@doctorstrips
@steem-for-future
@arjinarahman
@labib04
@rme
@hungry-griffin
@disconnect
You can also vote for @visionaer3003 and @bangla.witness witnesses
Vote for @visionaer3003 witness | Vote for @bangla.witness |
vote for @visionaer3003 and @bangla.witness witnesses on steemit wallet- https://steemitwallet.com/~witnesses
Support us by delegating STEEM POWER.
20 sp | 50 sp | 100 sp | 250 sp | 500 sp |
---|
ধন্যবাদ অসাধারণ একটি পোস্ট শেয়ার করার জন্য।
আসলে আমাদের আধুনিক বৈজ্ঞানিক কৃষি প্রযুক্তি পদ্ধতি অতীত উপকারী পদ্ধতিকে ঢেকে রেখেছে আধুনিক বৈজ্ঞানিক ছোঁয়া। যার ফলে আমাদের আবাদি জমিগুলো দিন দিন উর্বরা শক্তি হারিয়ে ফেলছে অতিরিক্ত কেমিক্যাল এবং কীটনাশক ব্যবহারের ফলে।
শুভকামনা রইল আপনার জন্য।
আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য। আপনি আমাদের কমিউনিটিতে পোস্ট করতে পারেন।
লাঙ্গল দিয়ে জমি চাষ পদ্ধতি একটি প্রাচীন পদ্ধতি, কিন্তু এ পদ্ধতিতে জমি চাষ করলে চাষের খরচ অনেক কম হয়। ছবিগুলো খুব সুন্দরভাবে তুলেছেন।
সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।
গরু আর লাঙল দিয়ে জমি চাষ প্রায় বিলুপ্তির পথে। মানুষ এখন আধুনিক প্রযুক্তি ব্যবহারে বেশি আগ্রহী। সুন্দর একটি টপিক তুলে ধরেছেন পোস্টে।
জি আপু এখন এসব বিলুপ্ত হয়ে যাচ্ছে। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।
We expected you to be friendly and active in the Steem For Tradition Community. We appreciate your effort. Thank you for sharing your beautiful content with us ❤️.
গ্রাম বাংলার ঐতিহ্য উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। গরুর হাল দিয়ে জমি চাষ এখন বিলুপ্ত প্রায়। গরুর হাল চাষ সম্পর্কে ভাল বর্ণনা দিয়েছেন। সব মিলিয়ে ভাল হয়েছে।
একটি চমৎকার মন্তব্য করার অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
এই বর্তমান সময়ে কৃষকদের এই দৃশ্য দেখা যায় না। আগে মানুষ এই লাঙ্গল দিয়ে জমিতে হাল চাষ করে ফসল উৎপাদন করত। কিন্তু এখন এই লাঙ্গল আর দেখা যায় না। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে এত সুন্দর একটি পোস্ট করার জন্য।
আপনি সঠিক কথায় বলেছেন ভাই। প্রায় সব এখন বিলুপ্তর পথে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুন্দর মন্তব্য করার জন্য।
এখন তো গরু দিয়ে হালচাষ দেখাই যায় না৷ আগের বছর দেখেছিলাম মনে হয়৷ আমাদের এখানে পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করে। আসলে সবাই কম সময়ে কাজ সারতে চায়৷ গরু দিয়ে চাষ করতে গেলে অনেক সময় লাগে৷ তাই এটি এখন বিলুপ্তির পথে।
জ্বি ভাই আগের মতো দেখা যায় না। তবে আমাদের গ্রামে ২-১ জন এখনো আগের ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করছে। এই হালচাষ করে তার টাকা উপার্জন করে সংসার ও চালায়। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ। ❤️