আমার তোলা উভচর প্রাণীর মাইক্রো ফটোগ্রাফি।

in Steem For Tradition2 years ago

আমি @riyan1020
বাংলাদেশ থেকে।

১৮ই ডিসেম্বর ২০২২ খ্রিষ্টাব্দ ।


আজ রোজ রবিবার

সসালামু আলাইকুম, স্টিম ফর ট্রাডিশন কমিউনিটির সকল সদ্যসরা আপনারা কেমন আছেন? আল্লাহ তায়ালার অশেষ রহমতে আপনারা সকলে ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় ও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজ আমি আমার তোলা উভচর প্রাণীর কয়েকটি মাইক্রো ফটোগ্রাফি সম্পর্কে আপনাদের মাঝে উপস্থাপন করব। আশা করি সকলের ভালো লাগবে।



IMG_20220825_093520__01.jpg

লোকেশনঃ https://w3w.co/bumps.ribcage.ends

IMG_20220825_093429__01.jpg

লোকেশনঃ https://w3w.co/bumps.ribcage.ends

IMG_20220825_093454__01.jpg

লোকেশনঃ https://w3w.co/bumps.ribcage.ends

IMG_20220825_093625__01.jpg

লোকেশনঃ https://w3w.co/bumps.ribcage.ends

IMG_20220825_093712__01.jpg

লোকেশনঃ https://w3w.co/bumps.ribcage.ends

মাইক্রো-ফটোগ্রাফি সম্পর্কে আমার মতামত:

আজ আমি সকাল বেলা বাগানে গাভীর জন্য ঘাস কাটতে গিয়ে এই উভচর প্রাণীর দেখা পাই। আমরা সকলে এই উভচর প্রাণীকে চিনি ও জানি। আমাদের গ্রামের লোকেরা এই উভচর প্রাণীকে ব্যাঙ নামে চিনে। ব্যাঙটি দেখতে অনেক সুন্দর।

ব্যাঙ একটি প্রাচীন প্রজাতি হিসেবে পরিচিত। আমরা গরমে ও শীতে ব্যাঙ তেমন দেখতে পাই না। তবে বর্ষাকালে ব্যাঙ অধিক পরিমানে দেখা মিলে। তখন বাড়ির আনাচে কানাচে বিভিন্ন প্রজাতির উভচর প্রাণী আগমন ঘটে। আমরা গ্রামের লোকেরা খসখসে ব্যাঙ নামেও ডেকে থাকি।

আমি যখন এই ব্যাঙের ফটোগ্রাফি করি তখন আমি বিভিন্ন ভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। কখন মাইক্রো ফটোগ্রাফি আবার কখনো ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি করি। আমার মাইক্রো ফটোগ্রাফি করতে ভীষণ ভালো লাগে। এটা আমার পছন্দের মধ্যে পড়ে।

অনেক ব্যাঙ শিকারের চলাফেরার মাধ্যমকে চিহ্নিত করে তার ঘ্রাণশক্তির দ্বারা। ব্যাঙ খাদ্যবস্তু সমুহ বড় পরিসরে গ্রহন করে থাকে। তাদের শিকার উদাহরণঃ সরীসৃপ, পাখি,বাদুড়,ইদুর, অন্যান্য সরীসৃপ প্রাণী ইত্যাদি তারা ভক্ষণ করে থাকে।

মাইক্রো-ফটোগ্রাফি তোলার বিভিন্ন তথ্যাবলি :

ব্যাঙের ফটোগ্রাফি কোন যন্ত্রাংশ দিয়ে তোলা হয়। তার ক্যামেরার মোট কত মেগাপিক্সেল, কে ফটোগ্রাফি করেছেন,কোথায় করেছেন,লোকেশন কোথাকার তার বিস্তারিত আমি নিচে তুলে ধরার চেষ্টা করলাম।

মোবাইলওয়ান প্লাস এনটেন
ক্যামেরা৬৪ মেগাপিক্সেল
ফটোগ্রাফার@riyan1020
ফটোগ্রাফিউভচর প্রাণী (ব্যাঙ)
জায়গাপার্বতী পুর
লোকেশনhttps://w3w.co/bumps.ribcage.ends

আমার পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ জানাই সকলেকে। সকলে সুস্থ ও ভালো থাকবেন।

ধন্যবাদান্তে,
@riyan1020

Sort:  
 2 years ago 

চমৎকার লাগল আপনার এই ফটোগ্রাফি গুলো। খুবই সুন্দর ভাবে বর্ণনার মাধ্যমে উপস্থাপন করেছেন ভাই। ধন্যবাদ আপনাকে 💞

 2 years ago 

কুনো ব্যঙ দেখাই যায় না এখন খুব একটা। কুনো ব্যঙ উপকারী একটি প্রাণী। অসাধারণ কিছু মাইক্রো ফটোগ্রাফি শেয়ার করেছেন ভাই। ধন্যবাদ আপনাকে

 2 years ago 

কুনোব্যাঙ এখন শীতকাল বলে দেখা পাওয়া যায় না। আর ব্যাঙ আমাদের অনেক উপকার করে থাকে এটা সত্য। আপনার মূল্যবান মন্তব্যের জন্যের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

অসাধারণ ছবি তুলেছেন ব্যাঙ এর। ৫ নম্বর ছবিটি সব থেকে ভালো লেগেছে। ব্যাঙ এর আরো অসংখ্য প্রজাতি রয়েছে। ব্যাঙটি আসলেই সুন্দর।

 2 years ago 

জ্বি ভাই ব্যাঙটি দেখতে অনেক সুন্দর ছিল। আপনি অনেক সুন্দরভাবে মন্তব্য করেছেন।

 2 years ago (edited)

শীতে আমরা ব্যাঙ দেখতে পাই না কারন ব্যাঙ শীতকালে শীতনিদ্রায় যায়। এই শীতনিদ্রায় ব্যাঙ পুরো শীতকাল গর্তে কিংবা পাথরের নীচে ঘুমিয়ে থাকে। তবে সবচেয়ে মজার ব্যাপার হলো ব্যাঙ মাঝে মাঝে পানির ভেতরও শীতনিদ্রায় চলে যায় যদিও এটি খুব কমই দেখা যায়। আপনার মাইক্রো ফটোগ্রাফি দারুণ হয়েছে।

 2 years ago 

জ্বি আপু আপনি ঠিক কথা বলেছেন শীতে ব্যাঙ দেখা যায় না। আপনি অনেক সুন্দর ও চমৎকার ভাবে মন্তব্য করেছেন। এজন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

সুন্দর ফটোগ্রাফি করেছেন ভাই আপনি। ব্যাঙ নিয়ে অনেক সুন্দর ভাবে লিখেছেন। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে ছবিগুলো শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার মূল্যবান মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জনাই।

 2 years ago 
CategoryYes ✅ / No ❌
Club StatusClub100 ✅
plagiarism-free
#steemexclusive
Verified user
Bot-free
300 Words

We expected you to be friendly and active in the Steem For Tradition Community. We appreciate your effort. Thank you for sharing your beautiful content with us ❤️.


Regards
@shamimhossain (Moderator)

আপনার মাইক্রো-ফটোগ্রাফি ছবি গুলো অসাধারণ হয়েছে। উভচর প্রাণী নিয়ে ভালোই লিখেছেন।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.15
JST 0.030
BTC 65651.70
ETH 2676.03
USDT 1.00
SBD 2.91