প্রাচীনকালে জেলেদের মাছ ধরার মাধ্যম ছিল - ঐতিহ্যবাহী ঝাঁকি জাল।
আমি @riyan1020
বাংলাদেশ থেকে।
০৮ ই ফেব্রুয়ারী ২০২৩ খ্রিষ্টাব্দ ।
আজ রোজ বুধবার
আসসালামু আলাইকুম,প্রিয় স্টিম ফর ট্রাডিশন কমিউনিটির ব্লগারবৃন্দগন সকলে কেমন আছেন? আশা করি আল্লাহ তায়ালার অশেষ রহমতে আপনারা সকলে ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।
গ্রাম-বাংলার জেলেদের মাছ ধরার কৌশল হিসেবে কাজে লাগতেন ঐতিহ্যবাহী ঝাঁকি জাল। এই ঝাঁকি জাল আগেরকার যুগ থেকে বর্তমান যুগ পর্যন্ত ব্যবহার হয়ে আসতেছে। তবে ঐতিহ্যবাহী ঝাঁকি জাল বিভিন্ন ধরনের রয়েছে। এই ঝাঁকি জাল দিয়ে এখন গ্রামের লোকের বর্ষায় নদীতে বা পুকুরে মাছ ধরে থাকে।
ঐতিহ্যবাহী ঝাঁকি জালের উপরের অংশে সরু ও রশি লাগানো থাকে। তবে জালের নিচের অংশে ছোট ছোট লোহার কাঠির টুকরো দিয়ে যুক্ত থাকে। যেন পুকুরে জাল নিক্ষেপ করে পানিতে তাড়াতাড়ি ডুবে যায়। গ্রামের জেলে বা সাধারণ মানুষ যারা ঝাঁকি জাল দিয়ে মাছ মারে তারা খাল-বিল নদী বা পুকুরের তীর থেকে জাল নিক্ষেপ করে তখন তাদের হাতে রশিটি রেখে দেয় পরে জাল টেনে উপরে তোলার জন্য। এই ঝাঁকি জালের নিচের অংশে বিভিন্ন রকমের মাছ আটকা পড়ে। যেমনঃ পুঁটি,রুই,কাতল,চিংড়ি, বাটা,শোল মাছ প্রভূতি।
ঐতিহ্যবাহী ঝাঁকি জাল দিয়ে জেলেরা নদ-নদী, খাল-বিল ও পুকুরে মাছ ধরে থাকে। বিশেষ করে বর্ষার সময় জেলেরা নদীতে বা খালে মাছ ধরা নিয়ে ব্যস্তভাবে দিন পার করান। তারা বিভিন্ন ধরনের মাছ ঝাঁকি জালে ধরে নিয়ে বাজারে বা হাটে বিক্রি করে থাকে। এই বিক্রি করা টাকা দিয়ে জেলেরা তাদের পরিবারের চালায়। অনেক কষ্ট তাদের জীবন অতিবাহিত হয়। তবে আগেরকার মতো এখন আর এই ঝাঁকি জালের ব্যবহার কমে গেছে বিভিন্ন ধরনের জালের কারনে।
ঐতিহ্যবাহী ঝাঁকি জাল আগেরকার যুগে মানুষেরা বর্ষার সময় বাড়িতে বসে বসে জাল বুনতো।আর এই জাল তারা বাজারে নিয়ে এসে বিক্রি করত। তবে তখনকার চেয়ে এখন এই ঝাঁকি জালের দাম দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে একমাত্র ঝাঁকি জাল দিয়ে মাছ ধরার পরিমান কমার জন্য। তবে বর্ষার আগের হাট কিংবা বাজারে ঝাঁকি জালসহ বিভিন্ন ধরনের জাল নিয়ে আসে জাল বিক্রেতারা। জাল বিক্রেতারা তার জাল বিক্রয় করে তাদের সংসার ও পরিবার চালায়।
ধন্যবাদান্তে,
@riyan1020
ঝাকি জাল নিয়ে অনেক সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে লিখেছেন। সুন্দর একটি পোস্ট করেছে। অসাধারণ হয়েছে পোস্টি।ধন্যবাদ।
সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।
We expected you to be friendly and active in the Steem For Tradition Community. We appreciate your effort. Thank you for sharing your beautiful content with us ❤️.
জাল টা যে এইভাবে বিক্রি হয় তা আপনার পোষ্টের মাধ্যমে জানতে পারলাম। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর পোষ্ট করার জন্য
সুন্দর ভাবে মন্তব্য করার জন্য ধন্যবাদ।
ঝাঁকি জাল আমি অনেক কম দেখেছি। আর ঝাঁকি জাল অনেক লম্বা সেই জন্য মাছ ধরতে অনেকটা কষ্ট কর।
ঝাঁকি জালে মাছ ধরার মজা অন্যরকম। সুন্দর ভাবে মন্তব্য করার জন্য ধন্যবাদ।
মাছ ধরার জন্য এই পাক জাল অনেক বেশি ব্যাবহার করা হয়। আমার এমন জাল রয়েছে। আমি আমার পুকুরে এই জাল দিয়ে মাছ ধরি।ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
জ্বি ভাই ঝাঁকি জাল দিয়ে আমরাও পুকুরে মাছ ধরি। এটা গ্রাম অঞ্চলে ব্যবহার করা হয়। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
এই ঝাঁকিজাল দিয়ে গ্রাম বাংলার মানুষ নদীতে কিংবা পুকুরে মাছ ধরে। প্রাচীণকাল থেকে শুরু করে এখন পর্যন্ত এই ঝাঁকি জালের চাহিদা আছে। ঝাঁকি জাল মাছ ধরা যায় সহজেই । আপনার পোস্ট পড়ে ভাল লাগল বেশ সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করেছেন.
ঝাঁকি জালে পুকুরে বা নদীতে মাছ ধরা হয়। এই ঝাঁকি জাল গ্রামে প্রচলিত বেশি। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।
গ্রাম বাংলার ঐতিহ্য এই ঝাঁকি জাল। নদীতে বা খালে বিলে মাছ ধরার জন্য এ জাল ব্যবহার করা হয় এ জাল দিয়ে অনেক মাছ শিকার করা যায়। অনেক ধন্যবাদ ভাই সুন্দর পোস্ট করার জন্য
সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।
অনেক সুন্দর একটি বিষয় নিয়ে পোস্ট করেছেন। মাছ ধরার জাল আমাদের দেশের একটি ঐতিহ্য বাহী জিনিস। এই জাল বুঁনতে অনেক সময় লাগে।
সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।
এই রকম ঝাকি জাল দিয়েই মাছ ধরি আমরা পুকুরে।মাছ ধরার জাল আমাদের দেশের একটি ঐতিহ্য । আপনার পোস্ট অসাধারন সব সময় হয় আর এই রকম অসাধারন আমাদের মাঝে পোস্ট করার জন্য ধন্যবাদ
সুন্দর মন্তব্য করার জন্য।
ঐতিহ্যবাহী জাল হচ্ছে জেলেদের মাছ ধরার একটি মাধ্যম। এই জাল দিয়ে জেলেরা নদীতে পুকুরে মাছ ধরতো।গ্রামের বাজারে হাট গুলোতে এসব জাল নিয়ে লোকেরা বসে থাকে বিক্রি করার জন্য।
সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।