ছয় ঋতুর মধ্যে ঋতুর রাজা হলো-বসন্তকাল।

in Steem For Tradition2 years ago (edited)

রবিবার
তারিখঃ ২৬ শে মার্চ ২০২৩

আসসালামু আলাইকুম,

প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সকলে কেমন আছেন?আশা করি মহান আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই ভালোই আছেন। আমিও আল্লাহ তায়ালার অশেষ নিয়ামতে ভালোই আছি। স্টিম ফর ট্রাডিশন আজ আমি বসন্তকাল নিয়ে উপস্থাপন করতে যাচ্ছি। আশা করি সবার ভালো লাগবে ইনশাআল্লাহ।

GridArt_20230326_150246823.jpg
এই ছবি গুলো Gridart অ্যাপ থেকে ইডিট করা।
mine.PNGষড়ঋতুঃmine.PNG

আমাদের দেশ ঋতু বৈচিত্র্যের দেশ। এদেশের প্রকৃতিতে বিভিন্ন সময়ে বিভিন্ন ঋতু আগমন হয়। আমাদের দেশ ষড়ঋতুর দেশ। আমাদের দেশের রুপ বৈচিত্র্য ও সৌন্দর্য নিয়ে গ্রীষ্ম,বর্ষা,শরৎ,হেমন্ত, শীত ও বসন্ত আসে। একটা ঋতুর পর আরেকটা ঋতুর আগমন ঘটে।

IMG-20230308-WA0020.jpg

mine.PNGবসন্তকালে গাছে গাছে নতুন ফুলের আগমনঃmine.PNG

শীতের পর আসে বসন্তকাল। সকল ঋতুর মধ্যে শ্রেষ্ঠ হলো বসন্ত কাল। বসন্তকালকে ঋতুর রাজা বলা হয়ে থাকে। ষড়ঋতু শেষ ঋতু হলো বসন্ত। ফাল্গুন ও চৈত্র এই দুই মাস হলো বসন্তকাল। শীতের সময় সকল গাছের পাতা ঝড়ে পড়ে। আবার বসন্ত এলে ঝড়ে পড়া গাছে নতুন করে পাতা জন্মায়। গাছে গাছে নতুন ফুলের সমাহার ঘঠে। এই সময় দেবদারু,পলাশ, মনিমালা,মহুয়া,পলক জুঁই প্রভূতি গাছে ফুল ফোটে।

IMG-20230308-WA0018.jpg

এই সময় শিমুল গাছে পাতাবিহীন শুধু ফুলের মেলা দেখা যায়। যেদিকেই চোখ যায় শুধু শিমুল ফুলের সমাহার। এই বসন্তকালেই শিমুল গাছ তার পূর্ণাঙ্গ রুপ নিয়ে আসে।বসন্তকালে বাতাস সবদিকে বিচলিত হয়, নিদিষ্ট কোন দিক থাকে না। বসন্তের আবহাওয়া থাকে স্থির। এই ঋতুতে আকাশ মাঝে মাঝে থাকে মেঘলা।

mine.PNGবসন্তকালে গ্রাম্য মেলার দৃশ্যপটঃmine.PNG

আদিমকাল থেকে বসন্তকালকে উদ্দেশ্য করে বাঙালিরা গ্রামে ও শহরে মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা থাকে। আবার শীতের সাথে তুলনা করে পিঠা উৎসবও চলে। বসন্তকালে সকালবেলায় চারিদিকে হালকা কুয়াশা পরিলক্ষিত হয়।

received_171494535302387.jpgreceived_588403909869994.jpg
received_722740725987288.jpgreceived_178676541598906.jpeg
received_664346995459757.jpeg

এই ছবি গুলো মেলা থেকে তোলা হয়েছে।

বসন্তকালকে সামনে রেখে আমাদের পার্শ্ববর্তী উপজেলা খয়েরপুকুরে চলে ঐতিহ্যবাহী মেলা। এই মেলাতে বিভিন্ন ধরনের সার্কাস,হাতি খেলা,যাত্রা-পালা ইত্যাদি আয়োজন করা হয়ে থাকে। মেলায় হরেক রকমের দোকান-পাট আসে।

আমার লেখায় কোন প্রকার ভুল-ভ্রান্তি হয়ে গেলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার এই বসন্তকাল নিয়ে পোস্ট পড়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলে সুস্থ ও ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।

ফোনের বিবরণঃ
ক্যামেরাOneplus
পোস্টের ধরণবসন্তকাল
ক্যামেরা৬৪ মেগাপিক্সেল
ফটোগ্রাফার@riyan1020
অবস্থানপার্বতীপুর, দিনাজপুর, বাংলাদেশ।


3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpvDGTmz6yM4BdeUwpQ8vMxtR3sQse9kG46R2Lk4NBaGfzPmL5tiA85DdFd7TDvbMGaNMAY2RBgSWfNp5kM1Qjr3515gWKvjxzADBcu4.png
Vote for @bangla.witness

ধন্যবাদান্তে,
@riyan1020.

Sort:  
 2 years ago 

ছয় ঋতুর দেশ বাংলাদেশ। এই ছয় ঋতুর মধ্যে আমার বসন্তকাল অনেক বেশি ভালো লাগে। কারণ বসন্তকালে গাছের সব পাতা ঝরে গিয়ে নতুন পাতা সৃষ্টি হয়। নতুন ফুল ফোটে। বিশেষ করে বসন্তকালে শিমুল গাছের ফুল দেখতে অনেক চমৎকার লাগে। ঋতুর রাজা বসন্তকাল নিয়ে অনেক সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই 🤍

 2 years ago 

আমার পোস্ট পড়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

ছয় ঋতুর দেশ আমাদের বাংলাদেশ। এই ছয়টি ঋতুর মধ্যে ঋতুর রাজা হচ্ছে বসন্তকাল। শীতকালের পর হয় বসন্তকাল।এই ঋতুতে গাছে গাছে ফুলের আগমন ঘটে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের কাছে সেয়ার করেছেন। অসাধারণ হয়েছে আপনার পোস্ট। ধন্যবাদ ভাই।

 2 years ago 

আমার পোস্ট পড়ার জন্য ও সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ঋতুরাজ বসন্ত সত্যিই অনেক সুন্দর। বসন্তকাল নিয়ে আপনি অত্যন্ত সুন্দর একটি পোস্ট করেছেন। বসন্তকাল মানেই হলো শিমুল ফুলের বাহার। আপনার শেয়ার করা শিমুল ফুলসহ শিমুল গাছের ছবি দুটি অত্যন্ত চমৎকার হয়েছে। ধন্যবাদ আপনাকে এই পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার পোস্ট পড়ার জন্য ও সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

বসন্তের হাওয়া আমাদের প্রত্যেকের মনে রাখুক। বসন্তের বাতাসে সবারই মন ভালো হয়ে যায়। গাছে গাছে শোভা পায় নতুন রকমের ফুল এবং পাতা।বসন্ত বাতাসে মানুষের শরীরে একরকম আমেষ তৈরি করে। আপনি বসন্ত ঋতু নিয়ে অনেক সুন্দর লিখেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আমার পোস্ট পড়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।

Loading...
 2 years ago 

ছয় ঋতুর দেশ আমাদের বাংলাদেশ। ছয় ঋতুর মধ্যে বসন্ত হলো ঋতুর রাজা। বসন্ত কালে কোকিলের ডাক মুখরিত করে চারদিকে, শিমুলের ফুলে রাঙ্গিয়ে তুলে চারপাশ। অসাধারণ লিখেছেন ভাই। অনেক সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করছেন ভাই অনেক ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে এতো সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার পোস্ট পড়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 
ঋতুর রাজা হলো বসন্ত।বসন্ত কালে অনেক ফুল ফোটে। আকাশ পরিচ্ছন্ন থাকে ও দক্ষিণা বাতাস বয়।যা মনকে ফুরফুরে করে দেয়।এছাড়া অনেক জায়গায় মেলা বসে।বসন্ত ঋতু নিয়ে আপনি অনেক সুন্দর একটি পোস্ট উপস্থাপন করেছেন। এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। ভালো থাকবেন।
 2 years ago 

আমার পোস্ট পড়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

বাসন্ত কে বলা হয় ঋতু রাজা। বসন্তের মাধ্যমে আমাদের দেশ এক যেন নতুন রূপে আবির্ভাব ঘটে।সবকিছু যেন নতুন লাগে শীতের পর আসে এই বসন্তকাল।বসন্তের আমেজ জেনো চারদিকে ছড়িয়ে পড়ে গ্রাম বাংলা হোক আর শহর।যেমন গ্রামে গ্রামে বিভিন্ন প্রকার মেলার অনুষ্ঠান আয়োজন করা হয়। বসন্তকাল সম্পর্কে খুব সুন্দর লিখেছেন ভাই ছবিগুলো খুব সুন্দর হয়েছে ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট উপস্থাপন করার জন্য।

 2 years ago 

আমার পোস্ট পড়ার জন্য ও সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনি বানানের দিকে লক্ষ্য রাখুন।

 2 years ago 

শিমুল গাছের ফুল গুলো দেখতে অনেক ভালো লাগে। রোদের মধ্যে এই ফুলগুলো আরো চকচক করে। বসন্তের আবহাওয়া আমার কাছে অনেক ভালো লাগে। তেমন শীত থাকে না,তেমন গরমও থাকে না। অসাধারণ একটি ঋতু। অনেক ভালো লিখেছেন ভাই শুভকামনা রইল

 2 years ago (edited)

আমার পোস্ট পড়ার জন্য ও সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.029
BTC 61956.82
ETH 2417.96
USDT 1.00
SBD 2.62