কনটেস্ট:- হাট বাজারের সুন্দর মুহূর্তের কিছু সুন্দর সুন্দর ফটোগ্রাফি ||

in Steem For Traditionlast year (edited)



আসসালামু আলাইকুম

"স্টিম ফর ট্রাডিশন" কমিউনিটিতে আপনারা সকলে কেমন আছেন? আশা করি পরমকরুনাময় আল্লাহ তায়ালার অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। "স্টিম ফর ট্রাডিশন" কমিউনিটিতে আমার সৃজনশীলতা এবং অভিজ্ঞতা দিয়ে একটি পোস্ট উপস্থাপনা করতে যাচ্ছি। আশা করি সকলের কাছে ভালো লাগবে, ইনশাআল্লাহ....



কভার ফটো

20230804_103843.jpg

তো বন্ধুরা চলুন তাহলে শুরু করা যাক....

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

IMG_20230804_095853-01.jpeg

IMG_20230804_095913-01.jpegIMG_20230804_095756-01.jpeg

আমাদের বাজার যাওয়ার প্রধান উদ্দেশ্য হলো আমাদের দৈনন্দিন জীবনে যা কিছু প্রয়োজন হয় সব বাজার থেকে কিনে আনা। এবং বাজারের মধ্যে সব কিছুই পাওয়া যায় যেমন সবজি হাটিতে গেলে সব ধরনের শাক-সবজি, শসা, লেবু ইত্যাদি অনেক কিছুই পাওয়া যায়। এবং আমরা যদি মাছ হাঁটিতে গিয়ে থাকি ওখানে অনেক প্রকারের মাছ পাওয়া যায়। এবং আমরা যদি মাংস হাঁটিতে গিয়ে থাকি তাহলে ওখানে গরুর মাংস, খাসির মাংস, বয়লার ও দেশি মুরগির মাংস ইত্যাদি পাওয়া যায়। আমাদের পার্বতীপুরের এই বাজার প্রায় নব্বই দশক ধরে টিকে আছে। এবং আমি সেই ছোটবেলা থেকেই দেখে আসতেছি এই বাজার।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

IMG_20230804_095550-01.jpegIMG_20230804_095511-01.jpeg

IMG_20230804_095511-01.jpeg

যেমন আমি আজকে মাছ হাটিতে গিয়েছিলাম মাছ কেনার জন্য কিন্তু গিয়ে দেখি অনেক প্রকার বড় বড় মাছ রয়েছে দেখেই তো প্রত্যেকটি নেওয়ার ইচ্ছে করতেছে কিন্তু বাসায় তো আর এতগুলো মাছ নিয়ে যাওয়ার মত কোন অবস্থা নেই আর প্রত্যেকটি মাছ দেখতে এত সুন্দর লাগতাছে কি বলবো দেখেই মন ভরে গেছে। আমাকে এখানের মধ্যে সবচেয়ে বেশি ভালো লেগেছে বড় বোয়াল মাছগুলো কারণ বোয়াল মাছ খাওয়ার মজাই আলাদা আমি যখন নানু বাড়িতে পুকুরে মাছ মারতাম তখন এগুলো বোয়াল মাছ অনেক খেতাম আসলেই অনেক বেশি ভালো লাগে, এই বোয়াল মাছগুলো এবং অনেক মিষ্টি হয়ে থাকে যদি পুকুরের হয় তাহলে তো আর তো কোন কথাই নেই।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

IMG_20230804_100134-01.jpeg

IMG_20230804_100107-01.jpegIMG_20230804_095830-01.jpeg

এবার আপনারা এই দৃশ্যে যেটি দেখতে পারতেছেন এটি হলো সবজির হাঁটি। এবং এখানে ছোট-বড় মিলে অনেক প্রকার সবজির দোকান রয়েছে এবং এই দোকান গুলো তারা এত সুন্দর ভাবে সাজিয়ে রাখে এবং হাতের আশে পাশেই রাখে চাইলেই তারা সবকিছু একসঙ্গে দিতে পারে আসলে বিষয়টি অনেক সুন্দর। তাদের এই সুন্দর ডিসিপ্লিনগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এবং এইসব দোকানে এমন কোন কাঁচামাল নেই যে পাওয়া যায় না সব প্রকাশ কাঁচামাল এখানে পাওয়া যায়। তাই তো মানুষ সভ্যতার মধ্যে এটি একটি সুন্দর পরিবেশ তৈরি করেছে যেখানে গিয়ে সব কিছুই পাওয়া যাবে কিন্তু এই হাট গুলো প্রত্যেকদিন বসে না তাদের কিছু দিন থাকে ওই সকল দিনেই তারা হাট বসিয়ে থাকে এবং ঐ দিনের সব কিছু পাওয়া যায়। তাছাড়া এমনি দিনেও তারা বাজার বসায় কিন্তু সব প্রকার জিনিস পাওয়া যায় না বেশিটা।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

IMG_20230804_100315-01.jpeg

IMG_20230804_100248-01.jpeg

IMG_20230804_095628-01.jpeg


এই দৃশ্যটি হলো সকাল বেলা। আজকে শুক্রবার তাই সবাই সকাল সকাল বাজার করতে এসেছে এবং বাজারে এতটাই ভিড় হয়েছে যে কি বলব খরচ নেওয়ার জন্য দাঁড়িয়ে থাকার লাগতাছে। আমি বেশিটা বাজার করি না। আব্বু সব সময়ই বাজার করে থাকে, কিন্তু মাঝে মাঝে আমি বাজার করি। বাজারে গিয়ে অনেক সুন্দর একটি সময় উপভোগ করি। আবার বাজারে কখনো কখনো এত পরিমানে জ্যাম থাকে এবং হইচই করে কি বলবো মাঝে মাঝে তো বিরক্ত হয়ে যাই। কিন্তু কি আর করার এটাতো বাজার তো একটু এরকম হবেই কিছু করার নেই। এবং আমাদের পার্বতীপুরের এই বাজারটি এতটাই বিখ্যাত যে আমি আমার আব্বুর কাছে শুনেছিলাম যুদ্ধের পরপর থেকেই এই বাজারটি এখানে হয়ে থাকে। এবং অনেক দুর্দান্ত থেকেও মাঝে মাঝে মানুষ এসে থাকে কারণ এখানে পাইকারি রেডেও অনেক কিছু বিক্রি করা হয়ে থাকে। এবং এখানে দিনে প্রচুর পরিমাণে বেচাকেনা হয়ে থাকে। এখানে ছোট ছোট ক্ষুদ্র ব্যবসায়ী দোকানদার এবং বড় বড় ব্যবসায়ী দোকানদারও রয়েছে।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

IMG_20230804_100222-01.jpeg

IMG_20230804_100345-01.jpeg



ডিভাইসরিলেলমি ছি ১২
ফটোগ্রাফার@rimon03
বিষয়বাজারের ফটোগ্রাফি
লোকেশনবাংলাদেশ




আমার পোস্টটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ❤️...

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

ধন্যবাদ সবাইকে
...
🧡🧡🧡


E8fRY4dhuR5sTLZsFHQGy2Dnv1izoNa9kDDwNf6SWjwUiF4nkVKP1PC25WhWdSqY9SQf2TJzmqgxFMWjuNkHw5XsLARCErjQCJttWSghQw...HWK2gGpEFGB8xQqyomTH1nvn7CPz2SMnooXwX61WyzcpU63uoNSxy8gfgvGdwRzK9nB2bEQrLPQvvnQVp6n6xDEV7NQgpdcANjWF3XJwB2tbgXcKKDcWfvHLG6.png

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

20230505_161413.jpg

আমার সম্পর্কে কিছু কথা:

আমি মো: খায়রুল ইসলাম। আর আমার ডাক নাম রিমন। আমি একজন ছাত্র। আমি লিখতে, পড়তে, খেলতে, ফটোগ্রাফি এবং অজানা বিষয় সম্পর্কে শিখতে অনেক ভালোবাসি।
..❤️..

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

E8fRY4dhuR5sTLZsFHQGy2Dnv1izoNa9kDDwNf6SWjwUiF4nkVKP1PC25WhWdSqY9SQf2TJzmqgxFMWjuNkHw5XsLARCErjQCJttWSghQw...HWK2gGpEFGB8xQqyomTH1nvn7CPz2SMnooXwX61WyzcpU63uoNSxy8gfgvGdwRzK9nB2bEQrLPQvvnQVp6n6xDEV7NQgpdcANjWF3XJwB2tbgXcKKDcWfvHLG6.png


Sort:  
Loading...
 last year 

মানুষের দৈনন্দিন জীবনে বাজার থাকবেই, আমাদের সব প্রয়োজনী জিনিস পত্র বাজারে পাওয়া যায়, বাজার সম্পর্কে অনেক সুন্দর আলোচনা করেছেন, আর প্রতিটি ফটোগ্রাফি অসম্ভব সুন্দর হয়েছে, শুভকামনা রইলো আপনার জন্য।

 last year 

ধন্যবাদ আপনাকে

 last year 

দেখে মনে হচ্ছে অনেক বড় বাজার। বাজারের মাছ গুলো কিন্তু অনেক বড়। বড় বড় বোয়াল মাছগুলো কেজি কত আপনাদের এলাকায়। ধন্যবাদ বাজার নিয়ে অনেক সুন্দর একটা পোস্ট করেছেন।

 last year 

ধন্যবাদ

 last year 

গ্রামীণ হাট বাজার নিয়ে খুবই সুন্দর উপস্থাপন করেছেন ভাই। বোয়াল মাছ দেখে অনেক ভালো লাগলো। গ্রামীণ হাটবাজারে সবকিছু টাটকা পাওয়া যায়। হাটবাজার আমাদের কেনাকাটা করার জন্য এক অন্যতম মাধ্যম। আপনি অনেক সুন্দর সাজিয়েছে উপস্থাপন করেছেন, ফটোগ্রাফি দারুন হয়েছে। অসংখ্য ধন্যবাদ ভাই

 last year 

আপনাকে অসংখ্য ধন্যবাদ

 last year 

পার্বতীপুরের এই বাজারটি সম্পর্কে আপনি দারুণ লিখেছেন। বাজারে নিত্য প্রয়োজনীয় প্রায় সবকিছুই পাওয়া যায়। বাজারগুলোতে টাটকা টাটকা সবজি পাওয়া যায়। বাজারের ফটোগ্রাফি গুলো খুব সুন্দর করেছেন দারুন লিখেছেন আপনি ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট করার জন্য।

 last year 

ধন্যবাদ

 last year 

আপনার তোলা হাট বাজারের দৃশ্য গুলো দেখেই আমার মন ভরে গেলো।আপনার যে মাছটি পছন্দ হয়েছে সেই মাছ টা আমারো অনেক পছন্দ হয়েছে।বোয়াল মাছ টা দেখতে অসাধারণ লাগতেছে। কাঁচা বাজারের দৃশ্য গুলোও দারুণ হয়েছে।হাটের দিনে সব ধরনের টাটকা জিনিস পাওয়া যায়।আপনি হাট বাজারের দৃশ্য গুলো নিয়ে খুব সুন্দর আলোচনা করছেন ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।

 last year 

ধন্যবাদ

 last year 

গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাট-বাজারের দৃশ্য নিয়ে অনেক সুন্দর লিখেছেন। গ্রাম্য হাট-বাজার গুলো দেখলেই মন জুড়িয়ে যায়। খোলা আকাশের নিচে বসে হাট-বাজারে বসে থাকা কাঁচামালের দোকান, মুরগীর দোকান, মাছের দোকান এসব দৃশ্য দেখার মতো। গ্রামীণ হাট-বাজার গুলো সাধারণত এমনি হয়।

 last year 

ধন্যবাদ ভাইয়া

 last year 

কন্টেস্টে অংশগ্রহণ করায় আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া। দুঃখিত ! কিন্তু আপনার কভার ফটোতে যে লাইনটি লিখেছেন সেখানে একটু ভুল আছে ওইটা একটু ঠিক করে নিয়েন। কভার ফটোর ওই বানানটা ঠিক করলে বিষয়টা অনেক ভালো দেখায়। অনেক সুন্দর ফটোগ্রাফি করেছেন ভাইয়া। আপনার ফটোগ্রাফির মাছগুলো সত্যিই অনেক বড়। বাজারটি সম্পর্কে বেশ ভালোই উপস্থাপন করেছেন ।ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 last year 

ধন্যবাদ

 last year 

এটা কি পার্বতীপুর হাট? মাছগুলো কিন্তু আমার অত্যন্ত পছন্দ হয়েছে। বিশেষ করে বোয়াল মাছটি। আপনি হাটটির অনেক সুন্দর বিবরণ দিয়েছেন। আপনার তোলা ছবিগুলো অনেক সুন্দর হয়েছে। যুদ্ধের পরপরই এই হাটটি শুরু হয়েছে। সুতরাং বোঝাই যাচ্ছে হাটটি অনেক পুরনো। প্রতিযোগিতার জন্য শুভকামনা রইল।

 last year 

ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.029
BTC 60364.09
ETH 2378.39
USDT 1.00
SBD 2.57