|| "দর্জিদের কাপড় কাটার জন্য আগে প্রয়োজন হয় এই কাঁচির" ||

in Steem For Traditionlast year (edited)



আসসালামু আলাইকুম

"স্টিম ফর ট্রাডিশন" কমিউনিটিতে আপনারা সকলে কেমন আছেন? আশা করি পরমকরুনাময় আল্লাহ তায়ালার অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। "স্টিম ফর ট্রাডিশন" কমিউনিটিতে আমার সৃজনশীলতা এবং অভিজ্ঞতা দিয়ে একটি পোস্ট উপস্থাপনা করতে যাচ্ছি। আশা করি সকলের কাছে ভালো লাগবে, ইনশাআল্লাহ।



কভার ফটো

20230818_112431.jpg

তো বন্ধুরা চলুন তাহলে শুরু করা যাক....



IMG_20230818_090301-01.jpegIMG_20230818_090240-01.jpeg
আমি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম কাপড় কাটা কাঁচি সম্পর্কে কিছু কথা। আপনারা দৃশ্যে যেটি দেখতে পারতেছেন এগুলো দিয়ে দর্জিরা কাপড় কেটে থাকে। এবং দর্জিদের কাপড় কাটার জন্য প্রথমত এই কাঁচি দরকার হয় কারণ এই কাঁচি ছাড়া তারা কাপড় কখনোই কাটতে পারবেনা। এবং এই কাঁচি গুলো আমি সেই ছোটবেলা থেকেই দেখে আসতেছি তাদের হাতে। এবং তারা এতটাই এই কাঁচি চালাতে সক্ষম যে এই কাঁচির সাহায্যে তারা ডিজাইন করে কাপড় কাটতে পারে। এবং এই কাঁচিগুলো প্রথমে অনেক বড় থাকে এবং দেখতেও অনেক সুন্দর দেখায় কিন্তু তারা কাপড় কাটতে কাটতে কাঁচি এতটাই ক্ষয় করে ফেলে যে দেখতে অনেক ছোট হয়ে যায়।


IMG_20230818_090217-01.jpeg

IMG_20230818_090156-01.jpeg


এবং এই কাঁচিগুলো তারা প্রথমে আনার পর একটু শান দিয়ে নেয়। যাতে করে কাপড় কাটতে কোন অসুবিধা না হয় এবং হাতের কাছে কিছু কাপড় পেঁচিয়ে দেয় কারণ ওগুলো ধরার সময় যদি কাপড় না থাকে তাহলে অনেকের হাতে দাগ পড়ে যায়। এবং যে জায়গায় দাগ পড়ে সে জায়গায় কাল সিঁড়ি হয়ে যায় দেখতে অনেকটা খারাপ দেখায় এবং মাঝে মাঝে ওখানে ঘায়া এর মতো হয়ে যায়। এবং আমার দেখায় আমাদের বাজারের এক দর্জির হাতে এই সমস্যা হয়েছিল তাই তিনি পরবর্তী সময়ে যেখানে হাত দিয়ে ধরা হয় সেখানে কাপড় পেচিয়ে সুন্দর করে নিয়ে নেয়। যাতে করে কাঁচি চালানোর সময় হাতে কোন আঘাত না লাগে। কারণটা হলো তারা তো শুধু দুই একদিন এর জন্য এই কাঁচি ব্যবহার করে না তারা প্রত্যেক দিনের জন্যই এই কাঁচি ব্যবহার করে থাকে।


IMG_20230818_090117-01.jpeg

তাদের এই কাঁচি প্রত্যেকদিন চালানোর কারণ হলো তার দর্জি এবং তাদের কাজেই হলো কাপড় সেলাই করা এবং কাপড় কাটার জন্য প্রথমত ব্যবহার করা এই কাঁচি এবং তাদের কাঁচি গুলোতে অনেক ধার থাকে এর কারণেই কাঁচি গুলো একটু চালালেই কাপড় গুলো কচ কচে কেটে যায়। এবং কাঁচি গুলো দিয়ে তারা এতো পরিমাণে কাপড় কেটেছে যে কাঁচিগুলো দেখতে চকচকে লাগে। এবং আমরা মনে করি কাঁচি দিয়ে কাপড় কাটা অনেক সহজ কিন্তু যে কাটে সেই বুঝে কারণ একটু এদিক-ওদিক হলে কাপড় নষ্ট হয়ে যাবে। এবং দর্জিরা তারা প্রত্যেক দিন কাপড় কাটায় তাদের হাত একেবারেই মেশিনের মত হয়ে গেছে। তারা একবার একটা কাপড় কাটার ডিজাইন দেখলে তা অনেক সুন্দরভাবে কেটে ফেলে। তো বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার কোন নতুন এক গল্পে।

IMG_20230818_085941-01.jpegIMG_20230818_090017-01.jpeg



ডিভাইসরিলেলমি ছি ১২
ফটোগ্রাফার@rimon03
বিষয়ফটোগ্রাফি
লোকেশনবাংলাদেশ




আমার পোস্টটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ❤️...

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

ধন্যবাদ সবাইকে
...
🧡🧡🧡


E8fRY4dhuR5sTLZsFHQGy2Dnv1izoNa9kDDwNf6SWjwUiF4nkVKP1PC25WhWdSqY9SQf2TJzmqgxFMWjuNkHw5XsLARCErjQCJttWSghQw...HWK2gGpEFGB8xQqyomTH1nvn7CPz2SMnooXwX61WyzcpU63uoNSxy8gfgvGdwRzK9nB2bEQrLPQvvnQVp6n6xDEV7NQgpdcANjWF3XJwB2tbgXcKKDcWfvHLG6.png

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

20230505_161413.jpg

আমার সম্পর্কে কিছু কথা:

আমি মো: খায়রুল ইসলাম। আর আমার ডাক নাম রিমন। আমি একজন ছাত্র। আমি লিখতে, পড়তে, খেলতে, ফটোগ্রাফি এবং অজানা বিষয় সম্পর্কে শিখতে অনেক ভালোবাসি।..❤️..

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

can also vote for @bangla.witness witnesses

IMG-20230513-WA0000.jpg

VOTE for @bangla.witness

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

E8fRY4dhuR5sTLZsFHQGy2Dnv1izoNa9kDDwNf6SWjwUiF4nkVKP1PC25WhWdSqY9SQf2TJzmqgxFMWjuNkHw5XsLARCErjQCJttWSghQw...HWK2gGpEFGB8xQqyomTH1nvn7CPz2SMnooXwX61WyzcpU63uoNSxy8gfgvGdwRzK9nB2bEQrLPQvvnQVp6n6xDEV7NQgpdcANjWF3XJwB2tbgXcKKDcWfvHLG6.png


Sort:  
 last year 

দর্জিদের কাপড় কাটার জন্য কাঁচি একটি অত্যাবশ্যকীয় গুরুত্বপূর্ণ উপাদান। কাঁচি দিয়ে দর্জিদের কাপড় কাটার বাইরেও আরো বিভিন্ন ধরনের কাজে কাঁচি প্রয়োজন হয়। বিভিন্ন ধরনের কাগজ কেটে ফুল বানানোর কাজে ,নাপিত এর চুল কাটার কাজে সহ আরো বিভিন্ন ধরনের কাজে কাঁচি ব্যবহার করা হয়। সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করেছেন ভাই ।আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

আপনাকে ও অসংখ্য ধন্যবাদ আপু

 last year 

দর্জিদের একটি অন্যতম হাতিয়ার হলো কাচি। কাচি দিয়ে তারা কাপড় কাটেন কাপড়কে ভালোভাবে সাইজ করে নেন।আমাদের দেশে বিভিন্ন প্রকার কাচি রয়েছে লোহার কাচি,প্লাস্টিকের কাচি।এছাড়াও অন্যান্য প্রকৃতির কাচি রয়েছে। দারুন একটি পোস্ট শেয়ার করেছেন আমাদের মাঝে শুভকামনা রইল।

 last year 

ধন্যবাদ ভাই

 last year 

দর্জিরা তারা প্রত্যেক দিন কাপড় কাটায় তাদের হাত একেবারেই মেশিনের মত হয়ে গেছে।

আপনি ঠিকই বলেছেন প্রতিদিন কাজ করার মাধ্যমে তাদের হাত মেশিনের মত কাজ করে। আসলে মাঝে মাঝে এমন ভাবে কাজ করে যেন চোখের পলকে কাপড়টা কেটে নেয়। আমাদের বাড়িতেও এরকম একটি কাঁচি রয়েছে যেটা দিয়ে মাঝে মাঝে আমি আমার প্রয়োজন মিটাই। এত সুন্দর একটা পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে

 last year 

ধন্যবাদ

 last year 

কাঁচি দর্জিদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা মাধ্যম। কাপড় কাটার জন্য কাঁচি ব্যবহার করা হয়। এখন প্রায় প্রতিটি বাড়িতে সেলাই মেশিন রয়েছে। তাই কাঁচিও রয়েছে। অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

ধন্যবাদ আপনাকে

Loading...
 last year 

আমাদের নৃত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মধ্যে ✂ কাঁচি একটি। কাপড় কাটার জন্য ব্যবহার করা হয় কাঁচি। দর্জির দোকান ছাড়াও গ্রামের প্রায় বাড়িতেই রয়েছে এই কাঁচি। আমাদের বাসায় এমন একটি কাঁচি রয়েছে। কাঁচি দিয়ে কাপড় কাটা ছাড়া জামা বানানো প্রায় অসম্ভব। কাঁচি দিয়ে কাপড় কাটা এতোটা সহজ না। কাটতে ধরলে বাকা হয়ে যায়। সুন্দর লিখেছেন ভাই আপনি।

 last year 

দর্জিদের জন্য কাঁচি গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে। কারণ তারা কাঁচি দিয়েই কাপড় কাটে এবং কাপড়ের ডিজাইনগুলো করে নেয়। তাই দর্জিরা কাঁচিকে খুবই গুরুত্ব দেন। এছাড়াও আমরা সাধারণ মানুষেরা কাঁচি অনেক কাজে ব্যবহার করে থাকি। কাঁচি সম্পর্কে আপনি অনেক বিস্তারিত আলোচনা করেছেন। ধন্যবাদ আপনাকে

 last year 

আপনি সুন্দর একটা বিষয় নিয়ে আমাদের মাঝে পোস্ট উপস্থাপন করেছেন ভাই। দর্জির কাপড় কাটার জন্য কাঁচি অনেক গুরুত্বপূর্ণ। কারন কাঁচি ছাড়া তারা কোন কাপড় কাটতে পারবে না। আমার বড় ভাবি আমাদের বাসায় কাপড় সেলাই করে।আমি দেখছি কাপড় কাটার জন্য এই কাঁচি ব্যবহার করে।আপনি ঠিক বলছেন যারা কাঁচি দিয়ে কাপড় কাটে তারা বুঝতে পারে।কারন কাপড় কাটার সময় একটু যদি এদিক ওদিক হয়ে যায় তাহলে পুরো কাপড় নষ্ট। আপনি দারুণ আলোচনা করছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 67237.66
ETH 2668.80
USDT 1.00
SBD 2.70