প্রতিযোগিতার ১২তম সপ্তাহ - দর্শনীয় স্থান - ঐতিহ্যবাহী স্থান সোনারগাঁও ও পানাম নগরী।

in Steem For Traditionlast year


আসসালামু আলাইকুম,

সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন।

Sage Green Feminine Natural Enjoy Your Life Photo Collage.png


ঐতিহ্যবাহী নগরী সোনারগাঁও ও পানাম নগর


আমাদের দেশে বিভিন্ন রকম ঐতিহ্যবাহী স্থান রয়েছে।এর ভিতর অন্যতম হলো ঢাকা শহরে অবস্থিত সোনারগাঁও। সোনারগাঁও হল একটি উপজেলা মধ্যযুগে মুসলিম শাসনামলে এই সোনারগাঁও ছিল বাংলার রাজধানী। এখান থেকেই মূলত শাসন কার্য পরিচালনা করতেন বাংলা সুলতানরা। এটি মূলত বাংলার মুসলিম সা সুলতানি আমলের রাজধানী ছিল।


IMG-20230313-WA0007.jpg

বড় সরদার বাড়ি ভেতরের অংশ

MvwLKy3SfvJwXFKCRMDAFrt961JnKbKs2u3aeTo7L.png


সোনারগাঁও পানাম নগর সেসময় কেমন ছিল?


সোনারগাঁও সব থেকে বেশি বিখ্যাত হল ইসাখার শাসনামলের সময়ের। তখন ইসাখার শাসনামলের সোনারগাঁও ছিল বাংলার রাজধানী। অনেক বিখ্যাত বিখ্যাত ইতিহাস ও ঐতিহ্য রয়েছে এই নগরটি ঘিরে।মধ্যযুগ থেকে এই নগরের বেশ কদর ছিল ভারত বর্ষ ও বাংলায় চারপাশে। বিভিন্ন রকম নদী ও নদ থাকার কারণে এই অঞ্চলটিকেই মূলত রাজধানী হিসেবে ধরা হয়েছিল সেই সময়ে। কারণ এখানে নদনদীর মাধ্যমে বাণিজ্য করা হতো।


IMG-20230313-WA0002.jpgIMG-20230313-WA0008.jpg

Location


সোনারগাঁও সে সময় বিশেষ করে পূর্ব বাংলার সবথেকে বড় জনপদে পরিণত হয়।দেশ ও বিদেশ থেকে বিভিন্ন রকম বণিকেরা এখানে এসে তাদের কুঠি স্থাপন করে ও বাণিজ্য শুরু করে।এর ভেতর সবথেকে বিখ্যাত একটি বাণিজ্য হলো মসলিম কাপড়।এই মুসলিম কাপড়ের কারণেই বিদেশীদের সবচেয়ে বেশি আকর্ষণ ছিল ভারত বর্ষ ও বাংলা।


IMG-20230313-WA0006.jpg

বড় সরদার বাড়ির মহল



সোনারগাঁয়ের একটি গুরুত্বপূর্ণ জনপদ হলো পানাম নগরী। পানাম নগরটি হল সোনারগাঁয়ের একটি গুরুত্বপূর্ণ নগরী।এই নগরে বর্তমানে বেশ অনেকগুলোই ধ্বংসাবশেষ রয়েছে চারপাশে। বিভিন্ন রকম মধ্যযুগীয় নির্মাণশৈলী রয়েছে। দুইতলা তিনতলা একতলা বেশ অনেকগুলো ভবন রয়েছে পরিত্যক্ত। সেখানে মূলত পানাম নগরী ইশাখার আমলেই সব থেকে বেশি কদর লাভ করে। তার আমলেই সব থেকে বেশি এই স্থাপত্যগুলো নির্মাণ করা হয়।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPg13dbw9cQZbWBAMsz6ohqaqkrCm7KQkkehxGNGyBHUtdhA93eZcSchXaVXZysREMB8zjUwUs3U28Dgq5...6GDBNJCmAd5JNGWLPSkuM888uyEzyBgMoeFJwAqVPrXj9kr2ZxfAAZ52YNYHTgxako2YfB8eBek887u6aX6V6xSrNFswxpNSqg9oo9aGj9PXQiHCj9R7TnZTvn.png

IMG-20230313-WA0004.jpg

পানাম নগরীর রাস্তা ও দুপাশে পরিত্যক্ত ভবন

পানাম নগরী হলো মূলত ধনী ও অভিজাতদের জন্য একটি গুরুত্বপূর্ণ জায়গা। কারণ সে সময় ব্যবসায়িক বা অভিজাত লোকদের অনেকেরই বাড়িঘর সেখানে ছিল।তারা সেখান থেকে তাদের বাণিজ্যকে বিস্তার করতো দেশ বিদেশের বিভিন্ন জায়গায়।মূলত ব্রিটিশ আমলে সবথেকে বেশি এসব স্থাপনা গুলো নির্মাণ করা হয়েছিল। যদিও ঈসাখাঁর আমলে খুব কম এসব ছিল।

IMG-20230313-WA0000.jpg

বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন (সোনারগাঁও জাদুঘর) সোনারগাঁও/Location


সোনারগাঁও পানাম নগরীর সঙ্গে বাংলার ইতিহাস ও ঐতিহ্য যুগ যুগ ধরে লালিত হয়ে আসতেছে। ব্রিটিশ আমলে এই নগরীতে কিছু সংস্কারের কাজ করা হয়।তবে বর্তমানে এটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে।


IMG-20230313-WA0001.jpg

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPg13dbw9cQZbWBAMsz6ohqaqkrCm7KQkkehxGNGyBHUtdhA93eZcSchXaVXZysREMB8zjUwUs3U28Dgq5...6GDBNJCmAd5JNGWLPSkuM888uyEzyBgMoeFJwAqVPrXj9kr2ZxfAAZ52YNYHTgxako2YfB8eBek887u6aX6V6xSrNFswxpNSqg9oo9aGj9PXQiHCj9R7TnZTvn.png

কিছু কিছু গুরুত্বপূর্ণ স্পর্ট বা জায়গা রয়েছে।এর ভেতর অন্যতম হলো ঐতিহ্যবাহী দালান কাশীনাথ ভবন, গোয়ালদি মসজিদ,শিল্পাচার্য জয়নুল লোক ও কারো শিল্প জাদুঘর, নীলকুঠি,তাজমহল বাংলাদেশ ইত্যাদি।

ছবিগুলো নেওয়া হয়েছে এনার কাছ থেকে

আমি আমার দুজন বন্ধুকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।

@shihab24 @rahul989

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRQ2cJZBsiyuMbbQNbt2XY3bPDP3soCEvgarH2Jwxn58HCSwZqnJoPtfVfPHherMXdd7WgN8njYmw78rCTC...923jDPN36y1mC6nREgXLxpVNKY67PEB4YJ8cskAjk61zvxTRrXgaQQvTunA3og4Yf8mwMEEke9xojaKLxamdxm2nQR1Pken3K2jviauVWtn2WPfY4gwfKMThHP.gif



FB_IMG_1673841505965.jpg
আসসালামু আলাইকুম, আমার নাম মোঃ রাহুল কাজী। আমার স্টিমিট ব্যবহারকারীর নাম @রাহুলকাজী। আমি দিনাজপুর জেলার চিরিবন্দর উপজেলার বাসিন্দা। আমি বর্তমানে দিনাজপুর সরকারি কলেজে অনার্স প্রথম বর্ষে পড়ছি। আমি আমার পরিবার ও সমাজের মানুষকে খুব ভালোবাসি। আমি খেতে এবং আঁকতে ভালোবাসি। আমি সত্যিই steemit কাজ উপভোগ করি।

Black & White Minimalist Business Logo.png


You can also vote for @bangla.witness witnesses

3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpvDGTmz6yM4BdeUwpQ8vMxtR3sQse9kG46R2Lk4NBaGfzPmL5tiA85DdFd7TDvbMGaNMAY2RBgSWfNp5kM1Qjr3515gWKvjxzADBcu4.png
Vote for @bangla.witness


Sort:  
 last year 

বাহ্ চমৎকার তো সোনারগাঁও ও পানাম নগরী। অনেক সুন্দর সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করছেন। সুন্দর একটা জায়গা। ব্রিটিশ আমলের তৈরি সমস্ত স্থাপনা। এখন এগুলা সংস্কারের ব্যবস্থা আছে এটা শুনে অনেক ভালো লাগলো। আপনার পোস্ট অনেক ভালো লাগলো ভাই অসংখ্য ধন্যবাদ।

 last year 

ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য।

 last year 

পানাম নগরী আমাদের দেশের বিখ্যাত একটি জায়গা। পানাম নগরীতে যাওয়ার ইচ্ছা আছে আমারও। এই জায়গাটি ঘিরে অনেক ইতিহাস আছে। আপনি কবে ঘুরতে গিয়েছিলেন? খুবই সুন্দর জায়গা এটি।

 last year 

আমি প্রায় দুই বছর আগে সেখানে গিয়েছিলাম।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Loading...

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.12
JST 0.029
BTC 67118.32
ETH 3521.09
USDT 1.00
SBD 3.20