গ্রামীণ কৃষকদের ধানের চারা রোপনের দৃশ্য।

in Steem For Traditionlast year (edited)


স্টিম ফর ট্রেডিশন

আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন?আশা করছি ভাল আছেন। গ্রাম বাংলার কৃষকের ধানের চারা রোপণ সম্পর্কে আমি আপনাদের সামনে কিছু উপস্থাপন করব। আশা করি আপনাদের সবাইকে ভালো লাগবে আমার পোস্ট।


20230818_104051.jpg

গ্রামীণ কৃষকদের ধানের চারা রোপনের দৃশ্য


কৃষি নির্ভর আমাদের এই বাংলাদেশের চারিদিকে সবুজের সমারোহ। আর এই সবুজের ভেতর অন্যতম হলো ধান ক্ষেত। আমাদের দেশের ৮০ শতাংশ মানুষ গ্রামে বসবাস করে যার ভেতর ৯০ শতাংশ মানুষ কৃষিকাজ এর ওপর নির্ভরশীল।কৃষি কাজের ভেতর অন্যতম হলো ধান আবাদ করা। বছরে দুটি মৌসুম রয়েছে আমাদের দেশে এই দুটি মৌসুমে ধানের চারা রোপন করা হয় জমিতে।কারন আমাদের দেশের মানুষের প্রধান খাদ্য হলো ভাত।আর এই ভাত তৈরি হয় চাল থেকে যা আসে ধান থেকে।


20230818_104716.jpg


বছরে দুটি মৌসুম রয়েছে ইরি ও আমন। এই দুই মৌসুমে কৃষকেরা বীজতলা তৈরি করে ধান এর চারা লাগানোর জন্য। আবার অনেকে দেখা যায় যে বাজার থেকে ধানের বীজ কিনে আনেন এবং সেখান থেকে তারা বীজতলা তৈরি করে থাকেন। বীজ তলায় যখন ধানের চারা বড় হয় তখন সেগুলোকে ভালোভাবে উঠিয়ে আনা হয় তারপর বাঁধাই করা হয় এবং সেগুলো নিয়ে চাষ করা জমিতে নিয়ে যাওয়া হয় রোপন করার জন্য।প্রথমত ধানের চারা রোপন করার জন্য ভালো জমি দরকার উঁচু-নিচু জমি হলে সেখানে ধানের চারা রোপন করে কোন লাভ নেই। এতে ধানের চারার অনেক ক্ষতি হয়ে থাকে।


3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPg13dbw9cQZbWBAMsz6ohqaqkrCm7KQkkehxGNGyBHUtdhA93eZcSchXaVXZysREMB8zjUwUs3U28Dgq5...6GDBNJCmAd5JNGWLPSkuM888uyEzyBgMoeFJwAqVPrXj9kr2ZxfAAZ52YNYHTgxako2YfB8eBek887u6aX6V6xSrNFswxpNSqg9oo9aGj9PXQiHCj9R7TnZTvn.png


20230818_104813.jpg

20230818_104754.jpg

20230818_104736.jpg

তাই সেই প্রাচীনকাল থেকে কৃষকেরা আগে জমিতে হাল চাষ করেন এবং জমির মাটিকে সমান করে রাখেন। এরপর সেই ধানের চারা গুলোকে খুব ভালোভাবে যত্ন সহকারে জমিতে লাগানো হয়। ধানের চারা লাগানোর জন্য দক্ষতার প্রয়োজন হয় কারণ ধানের চারা লাগাতে গেলে সারিবদ্ধ ভাবে লাগাতে হয়।যদি ওলট-পালট করেন তাহলে ধানের চারা নষ্ট হয়ে যেতে পারে বা চারার ক্ষতি হতে পারে।আপনারা যে ছবিগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হলো আমাদের জমিতে ধানের চারা লাগানোর ছবি। তারা প্রায় সাত থেকে আট জনের মত ছিল যারা দলবেঁধে ধানের চারা রোপন করে দেয় মানুষের।

20230818_104655.jpg


বেশ কয়েকদিন আগে আমাদের জমিতে আমরা হাল চাষ করি এবং জমিতে ধানের চারা রোপন করার জন্য মানুষ ঠিক করি
কালকে তারা এসেছিল এবং বীজতলা থেকে ধানের চারা সংগ্রহ করেছিল।এরপর তারা আমাদের জমিতে আসে এবং ধানে চারা রোপন করে দেয়। আমাদের প্রায় তিন বিঘে জমিতে তারা ধানের চারা রোপন করে।এ সময় আমি তাদের বেশ কয়েকটি ফটোগ্রাফি করে নেই। তাদের ভেতর একজন বলে যে আমাদের ধানের চারাগুলো বেশ ভালোই হয়েছে কারণ ধানের চারা যদি ভালো না হয় তাহলে রোপণ করে কোন লাভ নেই।


20230818_104638.jpg

20230818_104621.jpg20230818_104605.jpg

আমাদের দেশের মাটি হলো উর্বর মাটি। এই মাটিতে খুব সহজেই ধান গাছ রোপন করা যায় এবং বেশ তাড়াতাড়ি ধান গাছ বড় হয়ে যায়।এই ধানে চারা রোপন করার তিন থেকে চার মাস গেলেই হয়তো ধানের ফুল বেরিয়ে আসবে এবং ধান গাছে ধান ধরবে।


20230818_104519.jpg20230815_110521.jpg
এই ছিল ধানের চারা রোপণ সম্পর্কে আমার কিছু লেখালেখি। আশা করি আপনাদের সবাইকে আমার পোস্টটি ভালো লাগবে। অবশ্যই মন্তব্য করবেন ধন্যবাদ সবাইকে আমার পোস্ট পড়ার জন্য।

আসসালামু আলাইকুম, আমার নাম মোঃ রাহুল কাজী। আমার স্টিমিট ব্যবহারকারীর নাম @রাহুলকাজী। আমি দিনাজপুর জেলার চিরিবন্দর উপজেলার বাসিন্দা। আমি বর্তমানে দিনাজপুর সরকারি কলেজে অনার্স প্রথম বর্ষে পড়ছি। আমি আমার পরিবার ও সমাজের মানুষকে খুব ভালোবাসি। আমি খেতে এবং আঁকতে ভালোবাসি। আমি সত্যিই steemit কাজ উপভোগ করি।

Black & White Minimalist Business Logo.png


You can also vote for @bangla.witness witnesses

3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpvDGTmz6yM4BdeUwpQ8vMxtR3sQse9kG46R2Lk4NBaGfzPmL5tiA85DdFd7TDvbMGaNMAY2RBgSWfNp5kM1Qjr3515gWKvjxzADBcu4.png
Vote for @bangla.witness

Sort:  
 last year 

কৃষকের ধান লাগানোর দৃশ্য দেখতে আসলেই খুবই চমৎকার দেখা যাচ্ছে।

আমাদের দেশের মাটি হলো উর্বর মাটি। এই মাটিতে খুব সহজেই ধান গাছ রোপন করা যায় এবং বেশ তাড়াতাড়ি ধান গাছ বড় হয়ে যায়।

আপনি ঠিকই বলেছেন বাংলাদেশের মাটি অত্যন্ত উর্বর যার কারণে যেকোনো ধরনের ফসলের উৎপাদন আমাদের দেশে অনেক ভালো হয়। ধন্যবাদ আপনাকে।

 last year 

অসংখ্য ধন্যবাদ আপনাকে মূল্যবান কমেন্ট করার জন্য। ভালো থাকবেন।

 last year 

সব গ্রাম অঞ্চলে কৃষকরা এখন ধান রোপন করতে ব্যস্ত। তবে আমাদের এলাকায় কিছু আগেই ধান রোপন করা শেষ হয়ে গিয়েছে। আমাদের বাংলাদেশে বেশিরভাগ কৃষক ধান চাষ করে থাকেন। আপনি ধান রোপন করা নিয়ে অনেক বিস্তারিত আলোচনা করেছেন। আপনার পোস্টটি পড়ে খুবই ভালো লাগলো। শুভকামনা রইল ভাইয়া।

 last year 

অসংখ্য ধন্যবাদ আপনাকে মূল্যবান কমেন্ট করার জন্য। ভালো থাকবেন।

Loading...
 last year 

গ্রামের অধিকাংশ মানুষ কৃষি নির্ভর। বছরে দুই থেকে তিনবার তারা ধান চাষ করেন। বর্তমান সময় গ্রামের কৃষকেরা ধানের চারা রোপনের কাজে ব্যস্ত। গ্রামের কৃষকেরা তাদের এই কৃষি কাজে অত্যন্ত যত্নশীল ও মনোযোগী হয়। গ্রামের কৃষকের এই ধানের চারা রোপন নিয়ে আপনি অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করেছেন । ফটোগ্রাফি গুলো সুন্দর হয়েছে।আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last year 

অসংখ্য ধন্যবাদ আপনাকে মূল্যবান কমেন্ট করার জন্য। ভালো থাকবেন।

 last year 

গ্রাম অঞ্চলের প্রায় সব মানুষেই কৃষি কাজের উপর নির্ভর করে থাকে। আর প্রতিটি গ্রামে এখন ধান রোপনের মৌসুম চলতেছে। এমনকি কোন কোন গ্রামে ধান রোপনের কাজ প্রায় শেষ হয়ে গিয়েছে। ধান রোপনের কিছু সুন্দর দৃশ্য আমাদের মাঝে তুলে ধরেছেন ভাইয়া। এছাড়াও ধান রোপন সম্পর্কে অনেক বিস্তারিত আলোচনা করেছেন। ধন্যবাদ আপনাকে

 last year 

অসংখ্য ধন্যবাদ আপনাকে মূল্যবান কমেন্ট করার জন্য। ভালো থাকবেন।

 last year 

ধান চাষ রোপনের অনেক সুন্দর একটি দৃশ্য আমাদের মাঝে উপস্থাপন করেছেন আপনি। গ্রামে কৃষকরা ধান চাষ করে তাদের জীবিকা নির্বাহ করে। এবং আমাদের বাংলাদেশে ৮০% মানুষ কৃষির উপর নির্ভরশীল। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করেছেন আপনি। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া

 last year 

অসংখ্য ধন্যবাদ আপনাকে মূল্যবান কমেন্ট করার জন্য। ভালো থাকবেন।

এখন ধান লাগানোর মৌসুম। গ্রাম অঞ্চলে কৃষকেরা এখন ধান লাগানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছে। ধান লাগানোর দৃশ্য নিয়ে খুব সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ফটোগ্রাফি গুলো খুব সুন্দর হয়েছে। সাজিয়ে গুছিয়ে খুব সুন্দর একটি পোস্ট উপস্থাপন করছেন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

অসংখ্য ধন্যবাদ আপনাকে মূল্যবান কমেন্ট করার জন্য। ভালো থাকবেন।

 last year 

এসব দৃশ্য দেখতে বেশ ভালো লাগে। বাসায় যখন থাকতাম তখন আমি নিজেই বাড়িতে আমাদের জমিতে ধান রোপন করতাম। ৫ কাঠা জমি ২ থেকে ৩ দিন ধরে রোপন করতাম। এ ধরনের কাজগুলো অনেক কষ্টের হয়ে থাকে। ধন্যবাদ অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last year 

অসংখ্য ধন্যবাদ আপনাকে মূল্যবান কমেন্ট করার জন্য। ভালো থাকবেন।

 last year 

বাহ চমৎকার একটা পোস্ট করছেন ভাই, আমাদের দেশ কৃষি প্রধান দেশ, এ দেশের সোনালী ফসল হচ্ছে ধান। আপনি ধান লাগানোর দৃশ্য অনেক সুন্দর ফটোগ্রাফি করছেন ভাই। অনেক সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করছেন ভাই। অসংখ্য ধন্যবাদ ভাই এতো সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

অসংখ্য ধন্যবাদ আপনাকে মূল্যবান কমেন্ট করার জন্য। ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.15
JST 0.030
BTC 65718.58
ETH 2677.48
USDT 1.00
SBD 2.91