You are viewing a single comment's thread from:
RE: গ্রাম বাংলার ঐতিহ্য গরুর হাল ও লাঙ্গল দিয়ে জমি চাষ এর পদ্ধতি
আগের কার যুগে মানুষ বীজ বপন থেকে শুরু করে নিয়ে জমিতে ধান লাগা পযন্ত জমি চাষ করতো গরুর হাল ও লাঙ্গল দিয়ে। লাঙ্গল দিয়ে জমি চাষ করলে মাটি বেশি নরম হয়
সেই প্রাচীনকাল থেকে এখন পর্যন্ত বলতে গেলে লাঙ্গল হলো মানুষের একমাত্র হাতিয়ার যেটি দ্বারা জমির সবথেকে বেশি কাজ করা হয়। আমরা এখানে যারা কাজ করি প্রায় সবাই হয়তো দেখেছি যে লাঙ্গল দিয়ে জমি চাষ করা হয়। আসলেই আপনার কথাটা ঠিক যে লাঙ্গল দিয়ে জমি চাষ করলে মাটি হাল্কা হয় এতে বীজবপনে সুবিধা হয়।কৃষকদের ও ফলন তাড়াতাড়ি পাওয়া যায়।যুগের সাথে তাল মিলিয়ে বর্তমানে আধুনিক যন্ত্রপাতি হওয়ার কারণে এই গরুর হাল বা লাংগল এখন আর নেই বললেই চলে।গ্রামেও তবুও মাঝে মাঝে দেখা যায় ,বলতে গেলে দেখাই যায় ন। খুব সুন্দর পোস্ট করেছেন ভাই ধন্যবাদ আপনাকে।