আমার অসাধারণ কিছু ফটোগ্রাফি-১|| ২৩ অগ্রহায়ণ ১৪২৯ বঙ্গাব্দ||by @rahulkazi

in Steem For Tradition2 years ago
আসসালামু আলাইকুম


"Steem for tradition"



আমার শুভাকাঙ্ক্ষী প্রিয় ব্লগবাসি,


আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভাল আছেন স্টিম ফর ট্রেডিশন কনটেস্টে নিয়মিত ব্লগার হিসেবে আমি আজকে কিছু অসাধারণ ফটোগ্রাফি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আশা করি আপনাদের অনেক ভালো লাগবে

প্রথম ছবি"বেলীফুল"

IMG-20221208-WA0012.jpg


বেলি ফুল একটি খুব সুন্দর ফুল ।বেলি ফুল দেখতে সাদা রংয়ের হয়। পাতা ও ডালগুলো খুব কচি হয় ।পাতাগুলো সাধারণত শিরা বিন্যাস আকারে থাকে। এ ফুলকে আরেকটি সুন্দর নামে ডাকা হয় তা হল মল্লিকা ।ফুলের পাপড়ি গুলো দেখতে সুন্দর বেলি ফুলের একটি সুন্দর ও সাধারণ বৈশিষ্ট্য হলো এ ফুল খুব সুন্দর গন্ধ যুক্ত। বেলি ফুল যদি কোন বাড়িতে লাগানো হয় তাহলে প্রায় পুরো বাড়ি জুড়েই এর গন্ধ সর্বক্ষণ থাকে ।চিকিৎসা ক্ষেত্রে এ ফুলের গুরুত্ব রয়েছে অনেক। বাংলাদেশে বেলী ফুলের অনেকগুলো জাত পাওয়া যায়, তবে সবচেয়ে বেশি দেখা যায় সাদা বেলি ফুল। বেলি ফুলের নামে আবার অনেকে তাদের সন্তানের নামও রাখে ।তাই বেলি ফুল সামাজিক ,সৌন্দর্য ও অর্থনৈতিক দিক থেকে খুব গুরুত্বপূর্ণ একটি ফুল



IMG-20221208-WA0010.jpg

IMG-20221208-WA0003.jpg



দ্বিতীয় ছবি "অপরাজিতা ফুল"

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbaqqWL4b5UwttE.png

এই ফুলটির নাম হল নীল অপরাজিতা। অপরাজিতা ফুলটি বিভিন্ন রং ও বিভিন্ন বর্ণের হয়ে থাকে ।এটি সাধারণত সাদা ,নীল ,হালকা বেগুনি রঙের হয়ে থাকে।এছাড়াও কিছুটা হলুদ বর্ণের ও হয়ে থাকে। এ ফুলের বিশেষ কোনো সাধারণ গন্ধ নেই। ফুলের পাতাগুলো কচি সবুজ রংয়ের হয়ে থাকে এবং পাতাগুলো কিছুটা ডিম্বাকার বর্ণের হয়ে থাকে।
গ্রামে বা শহরে সাধারণত ঝোপঝাঁড় এলাকায় এসব ফুল হয়ে থাকে।সাধারণত আঙ্গিনায় তবে বাগানে এসব ফুলের গাছ লাগানো হয়।এ ফুলের গাছ লতানো আকৃতির এজন্য ঝোপ ঝাড় বেয়ে উপর দিকে উঠতে থাকে। অপরাজিতা ফুলটি চিকিৎসা ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে ওষুধিগুনি এই ফুল খুব দরকারি।
আমাদের দেশে হিন্দুদের জন্য অপরাজিতা ফুল একটি গুরুত্বপূর্ণ ফুল। তাদের কাছে এই ফুল একটি পবিত্র ফুল ।সবগুলো জাতের ভেতর নীল অপরাজিতা বছরে প্রায় প্রত্যেকটি সময় ফোটে তবে শীতের এই সময় খুব কম ফোটে


RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt5CQyyFo9AncCvZ5UDBDS6LkZdQQrvGskRbueaafTnHoyZXbCr41Chp8KAVQCPsU6CvYgz9g1w2vMYe9LFY.png

পরিশেষে বলতে চাই ফুল হলো সৌন্দর্য তার প্রতীক তাই আমাদের উচিত ফুলকে গাছেই স্থান দেওয়া, ফুল যেন না ছেড়ি বেশি । আমাদের আরো উচিত বাড়িতে ছোট বাগান করা খুব বেশি বেশি করে ফুল লাগানো ।গাছপালা এগুলো হলো আমাদের পৃথিবীর আগামী চালিকা শক্তি ।আমার পোস্টটি ভাল লাগলে আপনারা সবাই নিচে গুরুত্বপূর্ণ মন্তব্য করবেন আশা করি।

😊সবাই ভালো ও সুস্থ থাকবেন।😊

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbaqqWL4b5UwttE.png



Regard's:@rahulkazi


received_900507717992074.jpeg

Sort:  
 2 years ago 
CategoryYes ✅ / No ❌
Club StatusNO CLUB
plagiarism-free
#steemexclusive
Verified user
Bot-free
300 Words

We expected you to be friendly and active in the Steem For Tradition Community. We appreciate your effort. Thank you for sharing your beautiful content with us ❤️.

 2 years ago 

আপনার ফুলের ফটোগ্রাফি পোস্ট অনেক সুন্দর হয়েছে তবে চারটি থেকে পাঁচটি বিভিন্ন ফুলের ফটোগ্রাফি দিয়ে বর্ননা দিলে ভাল হবে। পোস্ট কোয়ালিটি সম্পন্ন হবে।আপনার জন্য শুভ কামনা রইল।

 2 years ago 

আপনার সঠিক গাইডলাইন দেওয়ার জন্য ও আপনাকে অনেক ধন্যবাদ।

 2 years ago 

চমৎকার লাগল আপনার সবগুলো ফটোগ্রাফি।
নতুন সদস্য হিসেবে চমৎকার ভাবে উপস্থাপন করেছেন।
ধন্যবাদ ভাই। 🥰🥰

 2 years ago 

আপনার মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 2 years ago 

ভাইয়া আপনার ফুল গুলো খুবই সুন্দর। ফটোগ্রাফি অসাধারণ ছিল ভাইয়া।

 2 years ago 

ধন্যবাদ আপু আপনাকে।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.12
JST 0.025
BTC 56556.00
ETH 2492.21
USDT 1.00
SBD 2.22