আমার অসাধারণ কিছু ফটোগ্রাফি-২|| ২৩ শে অগ্রহায়ণ ১৪২৯ বঙ্গাব্দ||by @rahulkazi

in Steem For Tradition2 years ago
আসসালামু আলাইকুম

"Steem for tradition"

20221209_095909.jpg

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPyPsMyHugtgimeGf4GaeSLBpLo19W7P5uB2gbyncoyGXD1NKkqukpZJFh2WSt9q1RpYyTa93fdYeW8A3d...99m7GH5RKMpgtKcjCjGPqhwrNS9phrmLSozKKEPgcSP214fZQvV9yqPMKUARL4j1np5YNnjfGMxUiYGEUmignDqyEjLR3oVuULXCc3JuAWkV6kG2cvDhvVQDdQ.png



আমার প্রিয় ব্লগবাসি,


আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভাল আছেন
স্টিম ফর ট্রেডিশন কনটেস্টে নিয়মিত ব্লগার হিসেবে আমি আজকে আবারও কিছু অসাধারণ আমার তোলা ফটোগ্রাফি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব । আজকে আমি দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজে আমার একজন ভাইকে দেখতে আসি সে অসুস্থ এ সময় নিচে গিয়ে কিছু ফুলের ছবি তুলি ।আশা করি আপনাদের অনেক ভালো লাগবে।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iQNSFeKzHLu6ntvgwdKZZ1WT2B86KwFdHVHmw5JB18By7J4NtQQiS2kcdFpiWi43BPzQvrEWQBp.png


🌺প্রথম চিত্র:-জবা ফুল🌺

20221209_100331.jpg


20221209_104509.jpg

রক্ত জবা



আমাদের খুব পরিচিত একটি ফুল হলো জবা ফুল। বাংলাদেশের সাধারণত এই ফুলকে রক্ত জবা বলা হয় ।রক্তের মতো লাল বলে এই ফুলকে এই নামে ডাকা হয়। জবা ফুল বিভিন্ন রঙের ও বর্ণের হয়ে থাকে। লাল, সাদা, হলুদ ,গোলাপি ইত্যাদি বনের হয়ে থাকে ।এই ফুলটির গোত্র হলো মালভেছি গোত্র ।এক দশক আগে আমাদের দেশের প্রায় প্রতিটি বাড়িতে রক্ত জবা বা লাল জবা দেখা যেত। বাড়ির সোভা বৃদ্ধি করার জন্য, স্কুলের বাগানে বা নার্সারিতে এই ফুল দেখা যায়।জবা ফুলের ডালগুলো হালকা কুচি হয় এবং পাতা চির সবুজ। জবা ফুল সাধারণত গ্রীষ্ম শরৎকালে ফোটে, তবে মাঝে মাঝে শীতকালে ফুল ফুটতে দেখা যায়।
জবা ফুলে রয়েছি বিভিন্ন ওষুধি গুণ। এছাড়া ও এই ফুল অর্থনৈতিক ও সামাজিকভাবে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিয়ে বাড়িতে বিভিন্ন প্রকার অনুষ্ঠানে এই ফুল ব্যবহার করা হয়।



🏵দ্বিতীয় চিত্র:- রঞ্জন ফুল🏵

20221209_104739.jpg

রঞ্জন ফুল

এই ফুলটির নাম হল রঞ্জন ফুল।শোভা বর্ধনকারী ফুল হিসেবে এই ফুল খুবই পরিচিত।এই ফুলের পাতাগুলো ডোরাকাটা ও ঘন ।এছাড়াও পাতা সরল ও এটি হল গুল্ম জাতীয় উদ্ভিদ।রঞ্জন ফুল সাধারণত লাল, কমলা, গোলাপি,সাদা হলুদ ইত্যাদি বর্ণের হয়ে থাকে। তবে সাধারণত বাংলাদেশের লাল ও হলুদ বর্ণের রঞ্জন ফুল সব থেকে বেশি দেখা পাওয়া যায়। এই ফুলটি দেখতে অনেকটা জবা ফুলের মত। এছাড়াও পাপড়িগুলো তারার মত মেলানো থাকে। শোভা বর্ধনের জন্য এই ফুল আমরা ব্যবহার করতে পারি ঘর সাজাতে,অফিস সাজাতে, স্কুলের ঘর সাজাতে,এছাড়াও বিভিন্ন অনুষ্ঠানে এই ফুল ব্যবহার করতে পারি।

20221208_162313.jpg

রঞ্জন ফুল


RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt5CQyyFo9AncCvZ5UDBDS6LkZdQQrvGskRbueaafTnHoyZXbCr41Chp8KAVQCPsU6CvYgz9g1w2vMYe9LFY.png

পরিশেষে বলতে চাই ফুল হলো সৌন্দর্য তার প্রতীক তাই আমাদের উচিত ফুলকে গাছেই স্থান দেওয়া, ফুল যেন না ছেড়ি বেশি । আমাদের আরো উচিত বাড়িতে ছোট বাগান করা খুব বেশি বেশি করে ফুল লাগানো ।গাছপালা এগুলো হলো আমাদের পৃথিবীর আগামী চালিকা শক্তি ।আমার পোস্টটি ভাল লাগলে আপনারা সবাই নিচে গুরুত্বপূর্ণ মন্তব্য করবেন আশা করি।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iQNSFeKzHLu6ntvgwdKZZ1WT2B86KwFdHVHmw5JB18By7J4NtQQiS2kcdFpiWi43BPzQvrEWQBp.png

😊সবাই ভালো ও সুস্থ থাকবেন।😊

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbaqqWL4b5UwttE.png



Regard's:@rahulkazi


7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6HdJ1rzTkqP7DxQzzUCHWpUMRKvntDgNpxXSvEqyRcB4kuX19QMBbp2ZPvur8DXm5WctkZNs9e5YTAL1rmZ9HcPAnmrMEKNAA.png

Sort:  
 2 years ago 
CategoryYes ✅ / No ❌
Club StatusNO CLUB
plagiarism-free
#steemexclusive
Verified user
Bot-free
300 Words

We expected you to be friendly and active in the Steem For Tradition Community. We appreciate your effort. Thank you for sharing your beautiful content with us ❤️.

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.12
JST 0.025
BTC 56556.00
ETH 2492.21
USDT 1.00
SBD 2.22