ঐতিহ্যবাহী বাঁশের তৈরি ভার বা বাংকুয়া।

in Steem For Traditionlast year


স্টিম ফর ট্রেডিশন

আসসালামালাইকুম আপনারা সবাই কেমন আছেন?আশা করছি ভাল আছেন। আজকে আমি গ্রাম বাংলার একটি ঐতিহ্যবাহী জিনিস কৃষকদের প্রধান উপকরণ ভার নিয়ে আলোচনা করব। আশা করি আপনাদের সবাইকে ভালো লাগবে।


20230816_110500.jpg

গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বাংকুয়া বা ভারের ছবি


আমাদের দেশ হলো কৃষি প্রধান দেশ।আমাদের দেশে সব থেকে বেশি ধান উৎপাদন করা হয়।বছরে দুটি মৌসুমে কৃষকেরা ধান উৎপাদন করে থাকে।তারা তাদের কঠোর পরিশ্রমের মাধ্যমে জমিতে ধান ফলান। যখন ধান কাটা হয় তারপর কৃষকেরা সেগুলো বাড়িতে নিয়ে আসেন। বর্তমানে জমিতে ধান কাটার পর বিভিন্ন মাধ্যমে সেগুলোকে বাড়িতে নিয়ে আসা হয়। তবে সেই প্রাচীনকাল থেকে মানুষ বাঁশের তৈরি ভার দিয়ে ধান নিয়ে আসতো বাড়িতে। ভার দিয়ে ধান আনতে হলে কৃষকদের কায়িক পরিশ্রম করতে হয় যা অনেক কষ্টসাধ্য।


20230816_110517.jpg


আপনারা যেই জিনিসটি দেখতে পাচ্ছেন তার নাম হলো ভার। আবার অনেক এলাকায় একে নাম দেওয়া হয়েছে বাংকুয়া। তবে আমাদের এদিকে সবাই বাংকুয়া বলে চেনে। আবার অনেকে ভার বলেও ডাকে।প্রথমে বাঁশকে ভালো করে কাটা হয় তারপর বাঁশ সাইজ করে এসব ভার গুলো তৈরি করা হয়। আর ভার তৈরি করার ক্ষেত্রে একটি জিনিস লক্ষ্য করতে হয় যে বাঁশটি অনেক মজবুত হতে হবে। কারণ এতে অনেক ওজন দেওয়া হয় যখন ধান আনা হয়। তাই অনেক শক্তপোক্ত বাঁশ দিয়ে এসব ভার তৈরি করা হয়।

20230816_110614.jpg20230816_110438.jpg

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPg13dbw9cQZbWBAMsz6ohqaqkrCm7KQkkehxGNGyBHUtdhA93eZcSchXaVXZysREMB8zjUwUs3U28Dgq5...6GDBNJCmAd5JNGWLPSkuM888uyEzyBgMoeFJwAqVPrXj9kr2ZxfAAZ52YNYHTgxako2YfB8eBek887u6aX6V6xSrNFswxpNSqg9oo9aGj9PXQiHCj9R7TnZTvn.png


20230816_105957.jpg

কৃষকেরা প্রথমে ধান কেটে সেগুলোকে দড়ি দিয়ে বাঁধাই করে তারপর ভারের মাথায় সেই দড়িটিকে ঢুকিয়ে দেয়। এভাবে আরেকটি প্রান্তে আরও একটি দড়ি ঢুকিয়ে দেয় এবং কৃষকেরা তাদের কাঁধে করে নিয়ে আসেন ধান। আমি হয়তো কখনো ভার দিয়ে ধান নিয়ে আসিনি তবে কিছুটা হলেও বুঝতে পারি তাদের অনেক কষ্ট হয়।কারণ এগুলো হলো অনেক কষ্টসাধ্য একটি কাজ।আমাদের এদিকে এমনও মানুষ রয়েছে যারা রমজান মাসে রোজা রেখেও ভার দিয়ে ধান নিয়ে আসেন।

20230816_105923.jpg

আপনারা যে ছবিগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হলো কয়েকটি ভারের ছবি। কালকে আমাদের জমিতে কয়েকজন কৃষক ধানের চারা লাগানোর জন্য এসেছিল। তারা এই ভার গুলো দিয়ে ধানের চারা বাঁধাই করে নিয়ে এসেছিল জমিতে ধান রোপন করার জন্য। এ সময় আমি তাদের একজনকে জিজ্ঞেস করি যে আপনার এই ভারের বয়স কত হচ্ছে।তিনি আমাকে বললেন যে তিনি এই ভার এক বছর থেকে ব্যবহার করতেছেন। এই ভার গুলো বাজারে কিনতে পাওয়া যায় আবার অনেকে বাড়িতেই তৈরি করে। শুধু যে ধান আনার জন্য এই ভারগুলো ব্যবহার করা হয় তা না।

20230816_110555.jpg


এই ভার গুলো দিয়ে আরো অনেক কাজ করা হয়। যেমন যাদের বাড়িতে গরু রয়েছে গরুর গোবর ঢোয়ানোর জন্য এই ভারগুলো ব্যবহার করা হয়। আবার অনেক ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছে যারা তাদের পণ্যগুলো গ্রামে গ্রামে বিক্রি করে বেড়ায়। তারা তাদের পণ্যগুলো ঢোয়ানোর জন্য এই বাঁশের তৈরি ভারগুলো ব্যবহার করে থাকেন। এক সময় আমাদের দেশে এই ভারগুলো দিয়ে কলসিতে করে পানি নিয়ে যাওয়া হতো তবে সেই দিনগুলো আর নেই।


20230816_110357.jpg20230816_105907.jpg

বর্তমানে প্রযুক্তির উন্নয়নের ফলে অনেকে দেখা যায় যে এসব ভার ব্যবহার করে না। তবে আমার মনে হয় আর পাঁচ থেকে দশ বছরের মধ্যে এই ঐতিহ্যবাহী জিনিসটি আর থাকবে না আমাদের মাঝে। এক সময় বিলীন হয়ে যাবে।


যাই হোক আপনাদের সবাইকে কেমন লেগেছে আমার পোস্ট তা অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি পড়ার জন্য।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRQ2cJZBsiyuMbbQNbt2XY3bPDP3soCEvgarH2Jwxn58HCSwZqnJoPtfVfPHherMXdd7WgN8njYmw78rCTC...923jDPN36y1mC6nREgXLxpVNKY67PEB4YJ8cskAjk61zvxTRrXgaQQvTunA3og4Yf8mwMEEke9xojaKLxamdxm2nQR1Pken3K2jviauVWtn2WPfY4gwfKMThHP.gif



FB_IMG_1673841505965.jpg
আসসালামু আলাইকুম, আমার নাম মোঃ রাহুল কাজী। আমার স্টিমিট ব্যবহারকারীর নাম @রাহুলকাজী। আমি দিনাজপুর জেলার চিরিবন্দর উপজেলার বাসিন্দা। আমি বর্তমানে দিনাজপুর সরকারি কলেজে অনার্স প্রথম বর্ষে পড়ছি। আমি আমার পরিবার ও সমাজের মানুষকে খুব ভালোবাসি। আমি খেতে এবং আঁকতে ভালোবাসি। আমি সত্যিই steemit কাজ উপভোগ করি।

Black & White Minimalist Business Logo.png


You can also vote for @bangla.witness witnesses

3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpvDGTmz6yM4BdeUwpQ8vMxtR3sQse9kG46R2Lk4NBaGfzPmL5tiA85DdFd7TDvbMGaNMAY2RBgSWfNp5kM1Qjr3515gWKvjxzADBcu4.png
Vote for @bangla.witness

Sort:  
 last year 

আপনি বাংলাদেশের তথা বাঙালির ঐতিহ্যবাহী একটি বিষয়বস্তু নিয়ে পোস্ট করেছেন। এগুলো শুধু ধান ঘরে আনার জন্য ব্যবহার করা হয় না। এগুলোর সাহায্যে মানুষ বাড়ি বাড়ি গিয়ে বিভিন্ন ধরনের জিনিসপত্র বিক্রি করে থাকেন। তবে বর্তমানে এগুলোর ব্যবহার কম দেখা যায়। ধন্যবাদ আপনাকে এই বিষয়বস্তু নিয়ে পোস্ট করার জন্য।

 last year 

অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

আপনি সুন্দর একটা পোস্ট উপস্থাপন করেছেন ভাই। আমাদের এলাকায় একে বাংকুয়া ভার দুটায় বলে।বাঁশের তৈরি বাংকুয়া প্রাচীন কাল থেকে চলতেছে।আমাদের দেশ কৃষি প্রধান দেশ। আপনি ঠিক বলছেন কেউ কেউ রমজান মাসেও বাংকুয়া করে ধান নিয়ে আসে।এগুলো অনেক কষ্টের কাজ।আপনি সুন্দর আলোচনা করছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 last year 

অসংখ্য ধন্যবাদ আপনাকে।

ঐতিহ্যবাহী বাঁশের তৈরি ভার, নিয়ে খুব সুন্দর একটি পোস্ট উপস্থাপন করছেন ভাই। এটি পাকা ধান, চার ধান ইত্যাদি বহন করার কাজে বেশি ব্যবহার করতে দেখা যায়। সাজিয়ে গুছিয়ে খুব সুন্দর একটি পোস্ট উপস্থাপন করছেন ভাই। ফটোগ্রাফিগুলো ও অসাধারণ হয়েছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

গ্রামের কৃষকদের কাছে এই ভার এর গুরুত্ব অপরিসীম। বিভিন্ন ধরনের জিনিস এক জায়গা থেকে অন্য জায়গায় বহন করে নিয়ে যাওয়ার জন্য তারা এই ভার ব্যবহার করেন। বিশেষ করে ধান কাটার পর জমি থেকে ধান মাড়াই করার জন্য নিয়ে আসার সময় তারা এই ভারে করে রশির সাহায্যে ধান গুলোকে বেঁধে নিয়ে আসেন। ভার নিয়ে অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করেছেন । ধন্যবাদ আপনাকে।

 last year 

অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

ঐতিহ্যবাহী বাঁশের তৈরি ভার বা বাংকুয়া। বাঁশের তৈরি এই ভার আমাদের বিভিন্ন ধরনের কাজে লাগে। বিশেষ করে ধান,গম, চাল ইত্যাদি ভারী জাতীয় জিনিসপত্র বহন করার কাজে এই ভার বিশেষ ভূমিকা পালন করে। আবার দেখা যায় ধানের চারা নিয়ে যাওয়ার কাজেও এই ভার লাগে।বাঁশের ভার বা বাংকুয়া নিয়ে আপনি অনেক সুন্দর একটি পোস্ট উপস্থাপন করেছেন।

 last year 

অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

ধান রোপন করা আর ধান কাটার সময় এই ধরনের বাংকু য়া বেশি দেখা যায়। এখন বর্ষার মৌসুমে ধান রোপন করা হচ্ছে বিধায় এখন বেশি দেখা যাইতেছে। প্রতিদিন আমার বাড়ির সামনে দিয়ে কিছু লোক বাংকুয়ায় ধানের বীজ নিয়ে কেটে যায়। অনেক সুন্দর পোস্ট করেছেন আপনি ধন্যবাদ আপনাকে।

 last year 

অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

বাহ্ চমৎকার পোস্ট করেছেন ভাই। বাংলাদেশ কৃষি প্রধান দেশ। এদের প্রধান খাদ্য শস্য ধান। আর এই ধান কাটার পর ধান বাড়িতে নেওয়ার জন্য কৃষকেরা বাঁশের তৈরি ভার ব্যবহার করে। ধান কাটার মৌসুমে এই দৃশ্য দেখা যায়। অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

Feedback / Observation

ভার নিয়ে সুন্দর একটি পোস্ট করেছেন। আমাদের এই দিকেও কৃষকরা ধান বহন করার কাজে ভার ব্যবহার করা হয়। আমাদের গ্রামে ভারকে গ্রাম্য ভাষায় বাংকুয়া 🙂বলে থাকে।

ভুল বানানঃ নাই। 🙂
অনুপস্থিত শব্দ(Missing Word): 🙂
ভাষার গরমিলঃ নাই। 🙂
Regards
@md-sajalislam (Moderator)
Steem For Tradition

 last year 

অসংখ্য ধন্যবাদ আপনাকে।