ঐতিহ্যবাহী গোয়ালের মেলা পর্ব ১
- ১৯মে২০২৩
- রোজ শুক্রবার
আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন।আজকে আমি গ্রামীন ঐতিহ্যবাহী গোয়াল মেলা সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করব। আশা করি আপনাদের সবাইকে ভালো লাগবে।।
আমরা যারা গ্রামে বসবাস করি তারা হয়তো অনেকের গ্রামীণ মেলা সম্পর্কে ধারণা আছে।আমাদের গ্রামীন ঐতিহ্যের এক অন্যতম প্রতীক হলো এই গ্রামীণ মেলা।বাংলাদেশের দেখা যাবে বিশেষ একটি মাসে বা নির্দিষ্ট একটি সময়ে এই গ্রামের মেলাগুলো বসে থাকে। গ্রামীণ মেলার ফলে আশেপাশের গ্রামগুলোতে বেশ অনেকটা উৎসবের আমেজ যেন ছড়িয়ে পড়ে।অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে মেলায়।মেলায় বিভিন্ন রকম দোকানপাট বসে।খাবারের দোকান,বিভিন্ন রকম পন্যের দোকান, বিভিন্ন রকম বিনোদনমূল ব্যবসা এখানে চলে।
তেমনি একটি গ্রামের মেলা হল গোয়ালের মেলা।প্রতিবছর জানুয়ারি মাসের শুরুর দিকে এই মেলাটি বসে থাকে। দিনাজপুর থেকে প্রায় দক্ষিনে ৭ কিলোমিটার গেলে এই মেলাটি দেখা যাবে। গোয়াল হাট নামে একটি জায়গা রয়েছে সেখানে এই মেলাটির বসে। এই মেলাটি হলো এক ঐতিহ্যবাহী গ্রামীণ মেলা। আশেপাশের উপজেলাতে এই মেলাটি খুবই পরিচিত একটি মেলা। মূলত আগে এর পরিচিতি তেমন ছিল না কিন্তু যখন থেকে মেলায় লটারি সিস্টেম চালু করা হয় তখন থেকে এর জনপ্রিয়তা আরো বেড়ে যায়।
মেলাতে বিভিন্ন রকম দোকানপাট দেখা যায়।আজকে আমি মেলার একটি ছোট করে রিভিউ দেব।মেলায় বিনোদনের জন্য আমি দেখতে পেয়েছিলাম একটি ইঞ্জিন চালিত ঘুরনী দোলনা। এটি অনেকটা মাছের মতো আকৃতি করে বানানো হয়েছিল। বিশেষ করে শিশুদের কাছে এইসব রাইটগুলো খুব জনপ্রিয়। সেখানে টিকিটের মূল্য ছিল ৩০ টাকা করে।ছোট বাচ্চারা তার ওপর উঠে বেশ আনন্দ ও মজা উপভোগ করেছিল। তখন আমি তাদের কিছু ছবি তুলে নেই।
সেখান থেকে আমি সামনে গিয়ে আমি একটি বড় সার্কাসের গেট দেখতে পাই।বেশ কয়েকদিন থেকেই এই সার্কাসের নাম সেই সময় শুনতেছিলাম। কিন্তু আমি যখন যাই তখন সার্কাসটি প্রায় উঠিয়ে ফেলা হয়েছিল। গ্রামীণ মেলায় প্রায় সব জায়গায় এই সার্কাস গুলো দেখা যায়।যেখানে বিভিন্ন রকম পশুপাখি দ্বারা খেলা দেখানো হয়। মানুষ মাঝে মাঝে খেলা দেখায়। ছোট বড় প্রায় সবার কাছেই এই সার্কাস গুলো খুব জনপ্রিয়। ছোটবেলায় যখন আমাদের গ্রামে মেলা লাগতো তখন মাঝে মাঝে সার্কাসে ঢুকতে অনেক আনন্দ লাগতো। তখন সেই দিনগুলো কথা সেই সময় মনে পড়ে গিয়েছিল।
এরপর আমি একটু মেলার পাশে চলে যাই।সেখানে গিয়ে দেখি যে অনেকগুলো কাপড়ের দোকান বসেছে।আসলে মেলার ভেতরে কাপড় ব্যবসায়ীরা কাপড়ের দোকান দিয়ে থাকে তাদের কাপড় গুলো বিক্রি করার জন্য। সেখানে প্রায় সব ধরনের কাপড় বিক্রি করা হয়েছিল। ছোট বাচ্চা থেকে শুরু করে বড় মানুষ প্রায় সবার জন্যই কাপড় রয়েছিল। আমি সেখানে কিছু ছবি তুলে নেই।তবে শীতে সময় তাই শীতের কাপড় গুলো সব থেকে বেশি বিক্রি করা হয়েছিল।আর ছোট বাচ্চাদের কাপড় সব থেকে বেশি ছিল মেলাতে।
মেলাতে আমি একটু ভিতরে ঢুকি দেখতে পাই যে অনেকগুলো সবজির দোকান বসেছে।মেলাতে এসব সবজির দোকান প্রায় দেখা যায়। কারণ গ্রামীণ মেলাতে সবজি বিক্রি হয় সবথেকে বেশি।দেখা যাবে আশেপাশের গ্রামের মানুষগুলো এসব সবজির দোকান দিয়ে থাকে। প্রায় ১০ থেকে ১১টির মত সবজির দোকান সেখানে বসেছিল।
এরপর মুল মেলাতে আমি ঢুকে পড়ি সেখানে আমি একটি দোকান দেখতে পাই। যে দোকানগুলোতে বিভিন্ন রকম পুঁথি বিক্রি করা হয়েছিল।বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন রকম জিনিসপাতি সেখানে ছিল। স্টিলের তৈরি ছোট ছোট কুপিগুলো সেখানে ছিল।যেগুলো দিয়ে হিন্দু সম্প্রদায়ের মানুষেরা পূজা করে।বিভিন্ন রকম নকশা করার কাঠের তৈরি জিনিস ছিল।আমি অবশ্য সেগুলোর নাম ঠিক যানি না। ধুপ চন্দনকাঠী আরো বিভিন্ন রকম মালা সেখানে ছিল। দোকানটিতে বেশ ভালো ভিড় ছিল দেখে খুব ভালো লাগতেছিল মেলাতে।
আসসালামু আলাইকুম, আমার নাম মোঃ রাহুল কাজী। আমার স্টিমিট ব্যবহারকারীর নাম @রাহুলকাজী। আমি দিনাজপুর জেলার চিরিবন্দর উপজেলার বাসিন্দা। আমি বর্তমানে দিনাজপুর সরকারি কলেজে অনার্স প্রথম বর্ষে পড়ছি। আমি আমার পরিবার ও সমাজের মানুষকে খুব ভালোবাসি। আমি খেতে এবং আঁকতে ভালোবাসি। আমি সত্যিই steemit কাজ উপভোগ করি। |
---|
You can also vote for @bangla.witness witnesses
Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
https://twitter.com/kazirahul25804/status/1659392920112484352?t=gvGKVtpnxlzwqH_ihY_Qkg&s=19
দিনাজপুর থেকে প্রায় ৭ থেকে ৮ কিলোমিটার দূরে অবস্থিত এই ঐতিহ্যবাহী গোয়াল হাটের মেলা।এই গোয়ালের মেলা আমি কয়েকবার গেছি। গোয়াল হাটের গ্রামীণ মেলা নিয়ে বেশ সুন্দর একটি পোস্ট উপস্থাপন করেছেন। আপনার পোস্টে কিছু বানান ভূল আছে সংশোধন করে নিবেন। আর মেলার সাইডে হবে না এটা হবে মেলার পাশে।আপনার জন্য শুভকামনা রইলো ধন্যবাদ।
ধন্যবাদ ভাই ভুলগুলো ধরিয়ে দেওয়ার জন্য।
ঐতিহ্যবাহী গোয়ালের মেলা সম্পর্কে অনেক সুন্দর তথ্য উপস্থাপন করেছেন আমাদের মাঝে, মেলাতে যে সবজির দোকান উঠে তা আজ প্রথম দেখলাম আপনার পোস্টের মাধ্যমে। অনেক সাজিয়ে গুছিয়ে লিখেছেন। ফটোগ্রাফি দারুন হয়েছে ভাই। অনেক ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ ভাই।
ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।
We expected you to be friendly and active in the Steem For Tradition Community. We appreciate your effort. Thank you for sharing your beautiful content with us ❤️.
গোয়ালের মেলা নিয়ে অনেক সুন্দর একটি পোস্ট করেছেন।এই গোয়াল হাটের মেলা আমাদের বাসা থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে অবস্থিত।এই মেলাটি গোয়াল হাটে অবস্থিত। সুন্দর একটি পোস্ট আমাদের কাছে উপস্থাপন করার জন্য ধন্যবাদ ভাই।
ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।
গোয়াল হাট মেলায় আমি কয়েকবার গিয়েছিলাম। মেলায় অনেক ধরনের মিষ্টি পাওয়া যায়। অনেক দুইটি সার্কাস এসেছিলো। মেলার পরিবেশ অনেক সুন্দর ছিলো। কাপড়ের দোকানে রেডিমেট কোর্ট পাওয়া জাইত সেখানে। সুন্দর লিখেছেন ভাই।
ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।
গোয়ালের মেলা সম্পর্কে অনেক সুন্দর লেখছেন আপনি,আমি কিন্তু তেমন গোয়ালে মেলা দেখি নাই, আমার জানা মতে একবার গেছিলাম এই মেলায়, আপনি দারুণ ফটোগ্রাফি করছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুন্দর একটা পোস্ট করার জন্য।
ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।
This seems like a really different kind of market. In the regions of our country, there is a weekday market every week, and most of them are vegetable stalls. Thanks for sharing the information about your traditional cattle market.