বাংলাদেশের অন্যতম একটি বড় সমস্যা ট্রাফিক জ্যাম

in Steem For Traditionlast year

স্টিম ফর ট্রেডিশন


সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন।
আমি @rahulkazi, #bangladesh. থেকে।

Black & Beige Minimalist Elegant Monogram Initials Logo (1).png ছবিটি তৈরি করা হয়েছে ক্যানভা দিয়ে।

বাংলাদেশের একটি বড় সমস্যা ট্রাফিক জ্যাম

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPgGed8pU4cH2rA8Hx16HqG9PMWGnM3gfjBmGCHeMt4UCtucTcrF7jmweXEpitrkM5o7Ka2gDojhT36rGg...Fx9wg6WUb5ejzqWUBqpBKiA2y7re32cBUTqU7ofQL67evTq1REgbByXj7Asx7nJbFjm8HNBCUTP9MYtRkUtcV4Bp9AotapzRgntKKd2PJdU3zrH4oAwouB99Qr.png


বাংলাদেশের একটি অন্যতম সমস্যা হলো ট্রাফিক জ্যাম। বিশেষ করে ঢাকা শহরে এই ট্র্যাফিক জ্যাম সব থেকে বেশি দেখা যায়।আমাদের দেশে বিভিন্ন রকম গাড়ি চলে এর ভিতর মোটরসাইকেল,কার, বাস, ট্রাক আরো অনেক কিছুই। তবে দেখা যায় যে ২০ থেকে ৩০ বছরের ভিতরে এসব গাড়িগুলোর ব্যবহার বেশি হয়ে গেছে আমাদের দেশে যার ফলস্বরূপ এখন দেখা যায় ট্রাফিক জ্যাম।ট্রাফিক জ্যাম শুধু বাংলাদেশ নয় বিশ্বের অনেক বেশি একটি বড় সমস্যা। ট্র্যাফিক জ্যামে পড়ে সব থেকে বেশি দেশ হলো বেশ কয়েকটি এর মধ্যে উল্লেখযোগ্য হলো চীন,ভারত,বাংলাদেশ আরো বেশ কয়েকটি দেশ।



20230328_113906.jpg

দিনাজপুর শহরের ট্রাফিক জ্যাম /লোকেশন


শুধু যে এই সব দেশে ট্র্যাফিক জ্যাম হয় তা না বিশ্বের প্রায় প্রতিটি দেশে কম বেশি ট্রাফিক জ্যাম দেখা যায়। ট্র্যাফিক জ্যাম হওয়ার ফলে মানুষের ভোগান্তির কোন শেষ নেই।যারা এই ট্রাফিক জ্যামে পড়ে তারা বোঝে যে কি রকম অস্বস্তি লাগে এই ট্রাফিক জ্যামে।আমাদের দেশে বিভিন্ন পেশার মানুষ থাকে যারা দেখা যায় যে বেশিরভাগ সময় সকাল সকাল উঠে অফিসে যায় কারো কাছে যেন সময় নেই একটু।সবাই তাড়াতাড়ি যেতে চায় কিন্তু এই ট্রাফিক জ্যামের কারণে কেউ ঠিকমত সময় মতো ভালোভাবে কোন জায়গায় যেতে পারে না।

20230328_114228.jpg20230328_113946.jpg

দিন দিন যত যানবাহনের সংখ্যা বাড়বে শহরগুলোতে বা শহরের রাস্তায় দিন দিন তত এই ট্রাফিক জ্যাম বেড়ে যাবে।তবে বর্তমানে আগের তুলনায় ট্রাফিক জ্যাম অনেক বেড়ে গেছে বাংলাদেশে।এর প্রধান কারণ হিসেবে বলা চলে যানবাহন অনেক বেশি হয়ে গেছে।অর্থাৎ বর্তমান সময়ের জনসংখ্যা যত বেশি হবে যানবাহনের সংখ্যা তত বেশি হবে এটাই স্বাভাবিক।যানবাহনের সংখ্যা বেশি হওয়ার কারণে ট্রাফিক জ্যাম বেশি হয়ে গেছে।



ট্র্যাফিক জ্যামের কিছু কারণ ও অসুবিধা
  • ট্রাফিক জ্যামের ফলে সঠিক সময়ে সঠিক স্থানে পৌঁছেতে না পারা।

  • জনসংখ্যা বেড়ে যাওয়া যানবাহনের সংখ্যা বেড়ে যাওয়ায় ট্রাফিক জ্যাম দিন দিন বেড়ে যাওয়া।

  • অস্বস্তির এক অন্যতম কারণ হলো এই ট্র্যাফিক জ্যাম।

  • জনগণের অবহেলার কারণে ও ট্রাফিক জ্যাম হয়।

  • অপরিকল্পিত নগরায়ন খারাপ রাস্তা যার ফলে ট্রাফিক জ্যাম দেখা যায়।

  • ট্রাফিক আইন না মান।

MvwLKy3SfvJwXFKCRMDAFrt961JnKbKs2u3aeTo7L.png


20230328_114242.jpg

কালকে আমি এক কাজে অটোতে করে মুন্সিপাড়া দিকে গেছিলাম। সেখানে যেতে না যেতেই আমাকে ট্রাফিক জ্যামের শিকার হতে হয়।সেখান থেকে আমি কিছু ছবি তুলে নিই দিনাজপুরে দেখা যায় যে অটো ভ্যান গুলোর বা অটো রিক্সা গুলোর সংখ্যা আসলেই অনেক বেশি।আগেও এমন ছিল না এখন খুবই বেশি হয়ে গেছে এসব চার্জার চালিত অটোগুলো।আমার মতে দিনাজপুরে জ্যাম হওয়ার মূল কারণ হলো এইগুলোই।এরপর বলতে গেলে রাস্তা ও বেশ অনেক খারাপ হয়ে রয়েছে দিনাজপুরের ভিতরে।

MvwLKy3SfvJwXFKCRMDAFrt961JnKbKs2u3aeTo7L.png


20230328_114239.jpg20230328_114235.jpg

সেখানে আমি দুটি ট্রাফিক পুলিশ কে দেখতে পাই তারা বেশ ভালোভাবে জ্যামগুলো সারিয়ে দিচ্ছিলেন। আসলে সেখানে বেশ ভালোই ট্র্যাফিক জ্যাম লেগেছিল কালকে।বিশেষ করে চার্জার চালিত অটো গুলোর বেশ ভালো জ্যাম ছিল সেখানে।আসলে এই অটোগুলোর জন্যই প্রায় ও জ্যাম লেগে থাকে।যাইহোক সেখান থেকে আমি প্রায় দশ মিনিট পর বের হতে পেরেছিলাম।


ছবিগুলো তোলা হয়েছে,

Samsung Galaxy M10


DiHLrjiPetHt6ciV9azim9NPHuTMQ59H51nYE8xqo83cHvxqKWk8emGgPp3nrqWbcC7WV8LF6ALA7FMWHTdeiP11cpqpdF8ypep5hcKa5K6yCHNxFQpn2BK9d8GZow...fJ8efUchnTBQpLYAVgWT3mqQUtn1MVNz9gWjBjLYZYVb4esYCEQdYaUrYug3CUjZqt3mbv5N1GVMFNmwMdXrfutTwwJtbQmRwczmxLBBue1iStwWeMyWxohcD4.png

সবকিছু প্রস্তুতকারক,

@rahulkazi

FB_IMG_1673841505965.jpg
আসসালামু আলাইকুম, আমার নাম মোঃ রাহুল কাজী। আমার স্টিমিট ব্যবহারকারীর নাম @রাহুলকাজী। আমি দিনাজপুর জেলার চিরিবন্দর উপজেলার বাসিন্দা। আমি বর্তমানে দিনাজপুর সরকারি কলেজে অনার্স প্রথম বর্ষে পড়ছি। আমি আমার পরিবার ও সমাজের মানুষকে খুব ভালোবাসি। আমি খেতে এবং আঁকতে ভালোবাসি। আমি সত্যিই steemit কাজ উপভোগ করি।

Sort:  
 last year 

বাংলাদেশের শহর অঞ্চলের রাস্তা গুলোতে প্রচুর পরিমাণ জ্যাম হয় যাতে করে সাধারণ জনগণের যাতায়াতের সমস্যা হয়। জ্যামের কারণে অনেক শব্দ দূষণ হয় পরিবেশ দূষণ হয়। ট্র্যাফিক জ্যাম নিয়ে অসাধারণ একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করেছেন আপনাকে অনেক ধন্যবাদ এবং সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 last year 

ধন্যবাদ আপনাকে মূল্যবান কমেন্ট করার জন্য।

Your post has been supported by @josepha from team 2 of the Community Curation Program, at 30%. We invite you to continue sharing quality content on the platform, and continue to enjoy support, and also a likely spot in our weekly top 7.
Voting date:

29/03/2023


image.png

 last year 

Thank you so much for this curetion.

 last year 

ট্রাফিক জ্যাম নিয়ে অনেক সুন্দর একটি পোস্ট করেছেন।আমাদের দিনাজপুর শহরে প্রতিদিনই ট্রাফিক জ্যাম দেখা যায়। এই ট্রাফিক জ্যাম এর প্রথম কারণ হচ্ছে অতিরিক্ত যানবাহন। সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে লিখেছেন ভাই। সুন্দর একটি পোস্ট উপস্থাপন করার জন্য ধন্যবাদ ভাই।

 last year 

ধন্যবাদ আপনাকে মূল্যবান কমেন্ট করার জন্য।

 last year 

ট্রাফিক জ্যাম আসলেই বড় একটি সমস্যা। বিশেষ করে জেলা এবং বিভাগীয় শহরগুলোতে জ্যামের কারণে মানুষজন বেশি ভোগান্তির সম্মুখীন হয়। ঢাকা শহরের মানুষের এই সমস্যার কারণে অনেক মূল্যবান সময় নষ্ট হয়। সুন্দর একটি বিষয় তুলে ধরেছেন, ধন্যবাদ।

 last year 

ধন্যবাদ আপনাকে মূল্যবান কমেন্ট করার জন্য।

 last year 

ট্রাফিক জ্যাম বাংলাদেশের এক বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এই ট্র্যাফিক জ্যামের কারণে মানুষ নিজ গন্তব্যস্থলে পৌঁছাতে পারে না সঠিক সময়ে, অনেক এম্বুলেন্স আটকে যায় এই ট্রাফিক জামের কারণে। এটি বাংলাদেশের প্রতিনিয়ত একটি বিরাট সমস্যা, এই সমস্যা দূর করনে বাংলাদেশ সরকারের আরো উদ্যোগ গ্রহণ করা উচিত। আপনি রাস্তার মোড়ের ট্রাফিক জাম নিয়ে অনেক সুন্দর লিখেছেন। অসংখ্য ধন্যবাদ ভাই

 last year 

ধন্যবাদ আপনাকে মূল্যবান কমেন্ট করার জন্য।

Loading...

ভাই আপনি ট্রাফিক জ্যাম সম্পর্কে খুবই ভালো ধারণা দিয়েছেন। কারণ বাংলাদেশের প্রায় দেখা যায় ট্রাফিক জ্যাম হয়ে থাকে। আর আপনার পোস্টটি পড়ে বুঝতে পারলাম যে আপনি বলেছেন যে জনসংখ্যা বেড়ে যাওয়ার কারণেই ট্রাফিক হচ্ছে আসলে ঠিক জনসংখ্যা বেড়ে যাওয়ার কারণে ট্রাফিক জ্যাম হয়। এছাড়া গাড়িগুলো অসংখ্য হওয়ার কারণে ও ট্রাফিক জ্যাম হয়ে থাকে। আর আপনি আপনার পোস্টে বলেছেন সবচেয়ে বেশি ট্রাফিক জ্যাম হয়ে থাকে বাংলাদেশ, ভারত ও চীনে । তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ কোন কোন দেশে সবচেয়ে বেশি ট্রাফিক জ্যাম হয়ে থাকে আপনার পোষ্টের মাধ্যমে সেই দেশগুলো চিনতে পারলাম এটা জেনে আজকে খুবই ভালো লাগলো তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে এত সুন্দর পোস্ট করে উপহার দেওয়ার জন্য। ভালো থাকবেন

 last year 

ধন্যবাদ আপনাকে মূল্যবান কমেন্ট করার জন্য।

 last year 

ট্রাফিক জ্যাম নিয়ে খুব সুন্দর লেখছেন আপনি, একন কোনো না কোনো শহরে দেখা যায় ট্রাফিক জ্যাম,আর যারা ট্রাফিক জ্যামে পরে তারা বুঝতে পারে ট্রাফিক জ্যাম আসলে কি।আপনার পোস্ট পরে খুব ভালো লাগলো ভাই দিনাজপুর শহরে এইরকম প্রায় ট্রাফিক জ্যাম লেগে থাকে, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করেছেন।

 last year 

ধন্যবাদ আপনাকে মূল্যবান কমেন্ট করার জন্য।

 last year 

ট্রাফিক জ্যাম আমাদের মূল্যবান সময়কে নষ্ট করে দেয়। অনেক মানুষ এই জ্যামের কারনে সঠিক সময়ে কাজ করতে পারে না। ট্যাফিক জ্যামের কারনে অনেকে তাদের মূল্যবান পরিক্ষাও দিতে পারেনি এমন নজির ও আছে। আপনি ইনেক সুন্দর ভাবে ট্রাফিক জ্যাম নিয়ে উপস্থাপন করেছেন। আপনাকে অনেক ধন্যবাদ।

 last year 

ধন্যবাদ আপনাকে মূল্যবান কমেন্ট করার জন্য।

 last year 

বাংলাদেশের অন্যতম একটি বড় সমস্যা ট্রাফিক জ্যাম। যা প্রতিটি মানুষের জীবনে একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এ সমস্যার কারণে মানুষ সঠিক সময়ে সঠিক স্থানে পৌঁছাতে পারে না। আপনি উপস্থাপন করেছেন জনসংখ্যা বৃদ্ধির হারকে। বর্তমান বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হারের কারণে অনেক মানুষের ভিড় হয়েছে। এই বাংলাদেশের ছোট আয়তনের এই দেশে এত মানুষের জায়গা দেয়া সম্ভব হয়ে উঠতেছে না। তাই যানজটের সমস্যা বেশি হয়ে থাকতেছে। এই সমস্যায় ভুগতে হচ্ছে রোগীসহ স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী ও কর্মজীবী মানুষদেরকে। তারা তাদের সময় মতো নির্দিষ্ট স্থানে পৌঁছাতে পারতেছে না। ফলে তাদের সমস্যার মুখে পড়তে হচ্ছে। এটি প্রতিটি মানুষের জনজীবনকে হুমকির মুখে ফেলে দিয়েছে। এ সমস্যা দূরী করনে বাংলাদেশ সরকারের আরো উদ্যোগ গ্রহণ করতে হবে। আপনার ফটোগ্রাফি সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি উপস্থাপন করতে পেশ করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 60265.23
ETH 2324.47
USDT 1.00
SBD 2.55