"STEEM FOR TRADITION"
স্টিম ফর ট্রাডিশন কমিউনিটির সকল সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ও আমার সালাম আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভাল আছি। আজকে আমি ফুটবলের একটি কিংবদন্ত খেলোয়াড় পেলে সম্পর্কে আপনাদের সঙ্গে কিছু কথা তুলে ধরব।আশা করি আপনাদের ভাল লাগবে।
Source
ফুটবলকে পছন্দ করি আবার পেলের নাম জানিনা এমন মানুষ পাওয়া খুব কঠিন। সর্বকালের সেরা ফুটবলার কে? পেলে নাকি ম্যারাডোনা। আসলে বলতে গেলে এসব বিতর্কে শুরু আছে কিন্তু শেষ নেই। যদি বলা হয় এক বাক্যে যে ফুটবলের সম্রাট কে? তাহলে এক বাক্যে বলা যাবে তিনি আর কেউ নন।তিনি হলেন পেলে।মেসি না রোনালদো , এসব বিতর্কের শুরু আছে শেষ নেই। কিন্তু ফুটবলের সম্রাট কে তাহলে সবাই বলবে পেলে।ব্রাজিল দলের হয়ে যে কৃতিত্বের স্বাক্ষর তিনি রেখেছেন এক কথায় বলতে গেলে তা হচ্ছে অতুলনীয়।পেলে ও ম্যারাডোনার মধ্যে পেলেকে যদি শৃংখলার প্রতীক বলা হয়,তাহলে ম্যারাডোনাকে অশৃঙ্খলার প্রতি হিসেবে ধরা হয়।একজন শৃঙ্খলার প্রতীক হিসেবে থাকলেও আরেকজন নানা কেলেঙ্কারির জন্য বিভিন্ন রকম প্রশ্নবিদ্ধ হয়েছেন।
Source
পেলে মাত্র শত ১৭ বছর বয়সে হাটুর ইনজুরি নিয়ে নেমেছিলেন। সন্তোষ ফুটবল ক্লাবের ক্ষুদে স্ট্রাইকার পেলে ১০ নম্বর জার্সি পরিহিত কালো কুচকুচে সেই ছেলেটিকে স্ট্রাইকে দেখে সবাই সেদিন বিস্মিত হয়েছিল। কিন্তু সেদিন তিনি তেমন কিছু দলকে উপহার দিতে পারেননি।কিন্তু তারপর একের পর এক এত চমৎকার কিছু উপহার দিয়েছেন পুরো বিশ্বকে তিনি। বলতে গেলে কাঁদিয়েছিলেন সবাইকে।পেলে ফুটবলকে নাম দিয়েছিলেন বিউটিফুল গেম হিসেবে।যার হাত ধরেই প্রথম সেরা ফুটবলারের ধারণা শুরু হয় বিশ্বে।ম্যারাডোনা, মেসি,পেলেকে যদি একসঙ্গে করা হয় তবে হয়তো পেলে কেই পাওয়া যাবে সবার সামনে।আমার নিজস্ব মতামতে রোনালদো মেসিকে একত্রে করলে তবেই পেলেকে পাওয়া যাবে।১৯৫৮, ১৯৬২ ও ১৯ ৭৪ সালে তিনবার বিশ্বকাপ জয়ী একজন খেলোয়াড় তিনি। কেনই বা তিনি সবার থেকে সেরা হবেন না ।
Source
পেলের পুরো নাম হলো এদসোঁ আরাঁচ দু নাসিমেঁতু। পেলে জন্মগ্রহণ করেন ২৩ শে অক্টোবর ১৯৪০ সালে ব্রাজিলে। তার ভক্তরা তাকে ফুটবলের সম্রাট বলে ডাকে।ব্রাজিলের হয়ে তিনি বেশ কয়েকটি বিশ্বকাপ খেলেছেন এর ভেতর ১৯৫৮,৬২,৬৬ ও ৭০ এর ফিফা বিশ্বকাপ।তিনি হলেন তিনবার বিশ্বকাপ জয়ী একজন কিংবদন্তি খেলোয়াড় ও ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা।পেলের খেলা আমি কখনো দেখিনি তবে মাঝে মাঝে ইউটিউব ও ফেসবুকে তার কিছু গোল ও খেলা দেখেছি। বিশেষ করে বিশ্বকাপের ম্যাচগুলো তার পায়ের চমৎকার কাজ আসলে মানুষকে মুগ্ধ করে তোলে।
পরিশেষে বলতে চাই পেলে আর আমাদের মাঝে নেই। তিনি গত ২৯শে ডিসেম্বর ২০২২ ইং ৮২ বছর বয়সে কোলন ক্যান্সার ও বিভিন্ন রোগে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।তিনি অবশ্য কয়েক বছর থেকে বিভিন্ন রোগে ভুগছিলেন ।তার মৃত্যুতে বিশ্ববাসী এক কিংবদন্তি ও সেরা খেলোয়াড় কে হারিয়েছে।পুরা বিশ্বে যেন শোকের ছায়া নেমে এসেছে।আজ জানুয়ারি ৩ তারিখ তার শেষ কীর্তি অনুষ্ঠান করা হবে।তাকে শেষ শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষ আজকে এসেছেন স্টেডিয়ামে।তার ধর্ম অনুযায়ী তাকে কফিনে করে দাফন করা হবে। |
ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি পড়ার জন্য |
সর্বকালের সেরা ফুটবলার পেলে, ধন্যবাদ ভাই পেলের সম্পর্কে সবাইকে জানার সুযোগ করিয়ে দেওয়ার জন্য।
ধন্যবাদ আপনাকে পোস্টটি পড়ার ও মন্তব্য করার জন্য
We expected you to be friendly and active in the Steem For Tradition Community. We appreciate your effort. Thank you for sharing your beautiful content with us ❤️.
খুবই ভালো লাগল যে ফুটবল কিংবদন্তি নিয়ে আলোচনা করেছেন এবং সবাই তো আর চিরকাল থাকবে নাহ। তাই সবাইকে চলে যেতে হবে।
ধন্যবাদ ভাই আপনার মন্তব্য করার জন্য
এখানে অনেকেই ফুটবল প্রেমী। খুবই সুন্দর একটি পোস্ট করেছেন আজকে আপনি। আপনার পোস্ট দেখে অনেক অজানা তথ্য জানতে পারলাম। ধন্যবাদ ভাইয়া
ধন্যবাদ ভাই আপনার মন্তব্য করার জন্য
পেলে তো ক্যানসারে মারা গেছেন৷ পেলে'র খেলা আমি দেখি নাই৷ আমি এই লোকটা কেমন দেখতে সেটাও জানতাম না৷ কিছুদিন আগে এই লোকের ছবি দেখছি। আর কিছুদিন আগে ফেসবুকে দেখলাম৷ যে ইনিই পেলে। কিংবদন্তি খেলোয়ার হারিয়ে গেলো। কিছুদিন আগে ম্যারাডোনা এবার পেলে৷ আস্তে আস্তে সবাই হারায় যাবে।
ধন্যবাদ ভাই আপনার মন্তব্য করার জন্য
পেলে ফুলবলের রাজা।পেলেকে নিয়ে এত সুন্দর একটি বিষয় পোস্ট করার জন্য ধন্যবাদ। পেলে তার জীবনে অনেক কিছু পেয়েছেন ফুটবলের ইইতিহাসে তিনি মারা গিয়েও এক উজ্বল নক্ষত্র।
ধন্যবাদ ভাই আপনার মন্তব্য করার জন্য
কিছুদিন আগে 'পেলে'-র বায়োগ্রাফি মুভিটা দেখলাম। পারিবার থেকে পেলের ডাক নাম রাখা হয়েছিল 'ডিকো' কিন্তু তারই বস্তির কিছু বন্ধুরা ব্যঙ্গ করার জন্য তাকে 'পেলে' নামে এক ফুটবল খেলায় রেজিষ্ট্রেশন করিয়ে দেয় এবং সেখান থেকেই 'পেলে' নামে তিনি জনপ্রিয় হয়ে যান।
ধন্যবাদ ভাই আপনার মন্তব্য করার জন্য
Your image is not copyright free. Please use copyright free images.
Use creative common picture.
These images are copyright free.
ছোটবেলা থেকেই ফুটবলে দুজনের নাম শুনেছি একজন হচ্ছে আর্জেন্টিনার ম্যারাডোনা আর একজন ব্রাজিলের পেলে। পেলের খেলা হয়তো কখনো দেখা হয়নি। তিনি সর্বকালের সেরা ফুটবলারদের একজন। যতদিন ফুটবল থাকবে ততদিন পেলের নাম থাকবে। শুভকামনা রইল
আপনার মন্তব্য করার জন্য ধন্যবাদ