কবুতর ও পোষা প্রানীর হাট যশাই

in Steem For Traditionlast year (edited)
স্টিম ফর ট্রাডিশন

আসসালামু আলাইকুম,
স্টিম ফর ট্রেডিশন কমিউনিটির সকল সদস্য ও মডরেটরদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও হৃদয় নিংড়ানো ভালবাসা। সকলেই কেমন আছেন? আশা করি সকলেই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভাল আছি।

IMG-20230815-WA0007.jpg
কবুতর বিক্রেতা

হাট-বাজার বলতে মুলত আমরা কি বুঝি? আসলে যেসব জায়গায় বা স্থানে দোকান প্রতিদিন বসে এবং বেচাকেনার জন্য অনেক লোকের সমাগম হয় সেসব স্থান বা জায়গাকে বলা হয় বাজার। আবার যে সব জায়গা বা স্থানে সপ্তাহে দুই দিন কিংবা একদিন কেনাবেচা হয় তাকে সাধারণত হাট বলে থাকি।সপ্তাহে দুইদিন কিংবা একদিন হাট বসার কারনে ক্রেতা-বিক্রেতার সমাগম বেশি হয়ে থাকে। আর অনেক লোকের সমাগমও ঘটে। আমাদের দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার ৬নং মোমিনপুর ইউনিয়নে এই যশাই হাট বা বাজারটি অবস্থিত। এই যশাই হাটটি অনেক পুরনো একটি হাট-বাজার নামে পরিচিত । এই যশাই হাট মুলত আমার বাবার জন্মের আগে থেকেই গঠিত হয়। অতএব এই যশাই হাটটি অনেক পুরনো একটি হাট-বাজার। এই হাট-বাজারে কাঁচামালের দোকান থেকে শুরু করে সবধরনের দোকানই আছে। এই যশাই হাটে পাইকারি ভাবে কবুতর বিক্রি করে। তবে যশাই হাট মুলত দুই দিন হয়ে থাকে। রবিবার ও বৃহস্পতিবার এই দিন হাট হয়ে থাকে। আর বাকি দিনগুলো বাজার বসে।

IMG-20230815-WA0005.jpg
IMG-20230815-WA0006.jpg

কবুতর আমাদের দেশে বিভিন্ন পালন করা হয়। তবে এই কবুতর গুলো মুলত সব দেশি দুই একটা অন্য জাতের কবুতর। কবুতর গুলো বাড়িতে কাঠে বা বাঁশের ঘর বানিয়ে পালন করে থাকেন। এরপর এই কবুতর গুলো বাচ্চাও বাজারে বিক্রি করে থাকে। আমাদের দেশের আবহাওয়া কবুতর পালনের জন্য বিশেষ উপযোগী। গ্রামে বা শহরে কবুতর পালন করে অনেকেই স্বাবলম্বী হয়েছে। কবুতর পালন করে বেকারত্ব সমস্যা দুর করা সম্ভব। কবুতর এমন সহজে পোষমানা যায় বলে গ্রামাঞ্চলে কিংবা শহরের বাসা বাড়িতে অনেকেই কবুতর পালন করেন। বাড়ির যেকোন জায়গায় কবুতর পালন করা যায়। বেশির ভাগ সময়ে দেখা পুরনো পদ্ধতিতে কাঠের ঘর বানিয়ে কবুতর পালন করে আসছে গ্রামাঞ্চলের মানুষ। কবুতরের মাংস খেতে বেশ সুস্বাদু ও প্রচুর পরিমানে প্রোটিন রয়েছে। বানিজ্যকভাবে কবুতর পালন করে অনেকেই লাভজনক হচ্ছে। দেশি জাতের কবুতরের দাম জোড়া প্রতি ৫০০ থেকে ১০০০টাকা করে। এই কবুতর বিক্রেতা গুলো বানিজ্যিক ভাবে লালন পালন করে হাটে এনে বিক্রি করে। এতে করে তারা কবুতর বিক্রি করে সংসার চালায়। আমাদের যশাই হাটে প্রতি রবিবার ও বৃহস্পতিবার সবধরনের কবুতর বিক্রি হয়ে থাকে।

IMG-20230815-WA0003.jpgIMG-20230815-WA0004.jpg

দেশিয় ভাবে কবুতর পালন করে হাটে নিয়ে গিয়ে বিক্রি করা প্রচুর পরিমানে অর্থ উপার্জন করা যায়। ব্যবসা করতে হলে একটা বিষয় মনে রাখতে হবে সেটা হচ্ছে সুষ্ঠ পরিকল্পনা করা। ধৈর্যের সাথে ব্যবসা এবং পরিশ্রম অবশ্যই করতে হবে। সর্বশেষে হচ্ছে ব্যবসা করতে হলে সততার সাথে করা। এই গুন গুলো প্রতিটি ব্যবসায়ীর হওয়া উচিৎ। আমাদের যশাই হাটে অল্প দামে এবং সস্তায় অনেক জিনিসপত্র পাওয়া যায়। এই হাটটি বেশ জনপ্রিয় একটি হাট-বাজার।আমার ব্লগটি পরিদর্শন করার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।

4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q94i8e38qvF9HBknYTWLbKs3wg1cbtfZvU44CUYbBqLEEX6YDgQznQURMvBExn7FCAPjAUKLwJ1kpe.png

You can also vote for @bangla.witness witnesses

3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpvDGTmz6yM4BdeUwpQ8vMxtR3sQse9kG46R2Lk4NBaGfzPmL5tiA85DdFd7TDvbMGaNMAY2RBgSWfNp5kM1Qjr3515gWKvjxzADBcu4.png
Vote for @bangla.witness
Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 last year 

আমাদের এলাকায় গ্রামীণ হাট বাজারের মধ্যে সবথেকে বড় হাট হল এই যশাই হাট।যশারে হাটের অনেক নাম রয়েছে।এখানে গরু ছাগল থেকে শুরু করে হাঁস-মুরগি পাখি নানা রকম পশু পাখির হাট বসে।এখান থেকে বেশ কয়েকবার আমি হাঁস নিয়েছি এছাড়াও কোরবানির সময় বকরি কিনতে গিয়েছিলাম।যাইহোক দারুণ একটি পোষ্ট উপস্থাপন করেছেন আমাদের মাঝে শুভকামনা রইল আপনার জন্য।

 last year 

ধন্যবাদ।

 last year 

কবুতরকে সুখের পায়রা বলা হয়। গ্রামগঞ্জের প্রত্যেকটি বাড়িতে শখের বসে কবুতর পালন করা হয়। এবং কি শহরেও কবুতর পালন করা হয়। কবুতরের মাংস স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। বিভিন্ন হাটবাজারে কবুতর বিক্রি করতে দেখা যায়। কবুতরের মাংসের শরীরের রক্ত পূরণে সহায়তা করে। যশাই হাটের কথা আমি অনেকবার শুনেছি। এই হাটে বিভিন্ন রকমের পশুপাখি বেঁচা কেনা করা হয়। দূরদূরান্ত থেকে লোক আসে এই হাটে কবুতর এবং অন্যান্য পাখি কিনতে। আপনি অনেক সুন্দর সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করেছেন ভাই। ফটোগ্রাফির দারুণ হয়েছে। যদি কখনো সুযোগ হয় তাহলে যশাই হাটে যাবো। অসংখ্য ধন্যবাদ ভাই।

 last year 

ধন্যবাদ ভাই।

 last year 

আপনি সুন্দর একটা বিষয় নিয়ে আমাদের মাঝে পোস্ট উপস্থাপন করেছেন ভাই। যশাই বাজার আমাদের পুরনো একটি বাজার।এই বাজারে বিভিন্ন ধরনের পশু পাওয়া যায়। আমি কিছু দিন আগে আমার এক ভাইয়ের কবুতর বিক্রি করতে গেছিলাম।কবুতর গুলোর দাম ২০০ টাকা জোড়া দিতে চাচ্ছে।আপনি ঠিক বলছেন কবুতরের মাংস খেতে অনেক সুস্বাদু।আপনি যশাই হাট এবং কবুতর নিয়ে সুন্দর আলোচনা করছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 last year 

ধন্যবাদ।

 last year 

যশাই আমার নানা বাড়ি।এ হাটের কথা ছোট বেলা থেকে শুনে আসছি।কবুতর ও পোষা প্রাণীর হাটে অনেক লাভবান হোন ব্যবসায়ীরা।কেউ শখের বশে কিনে আর কেউ প্র‍য়োজনে কিনে থাকেন।এতে আর্থিক দিক থেকে লাভবান হয়ে থাকে ব্যবসায়ীরা।আপনি অনেক সুন্দর করে যশাই হাটের প্রানিদের নিয়ে বিস্তারিত উপস্থাপন করেছেন।ফটোগ্রাফিও অনেক সুন্দর হয়েছে।ধন্যবাদ আপনাকে

 last year 

ধন্যবাদ।

 last year 

পোষা প্রাণীর হাট নিয়ে আপনি দারুন লিখেছেন।যশাই হাটে মূলত সব ধরনের জিনিস পাওয়া যায়।তার মধ্যে পোষা প্রাণী অন্যতম। তবে যশাইহাটে যে কোন জিনিসের দাম তুলনামূলক কম। কবুতর মূলত অনেকে শখের বসে কিনে আবার অনেকে প্রয়োজনের কারণেও কিনে থাকে। অনেকেই এগুলো প্রতিপালন করে অনেকেই আবার কিনে খায়।খুব সুন্দর লিখেছেন। ধন্যবাদ আপনাকে।

 last year 

ধন্যবাদ।

 last year 

Feedback / Observation

কবুতর ও পোষা প্রানীর হাট যশাই নিয়ে সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। যশাই হাটে গেলে হাঁস,মুরগি, ছাগল ও কবুতরের কেনা বেচার মেলা বসে। কবুতর নিয়ে সুন্দর একটি উপস্থাপনা।

ভুল বানানঃ নাই। 🙂
অনুপস্থিত শব্দ(Missing Word): 🙂
ভাষার গরমিলঃ নাই। 🙂
Regards
@md-sajalislam (Moderator)
Steem For Tradition