মেয়েদের সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে দেয় ঝুমকা কানের দুল

in Steem For Traditionlast year (edited)
স্টিম ট্রাডিশন কমিউনিটি

আসসালামু আলাইকুম,
স্টিম ফর ট্রেডিশন কমিউনিটির সকল সদস্য ও মডরেটরদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও হৃদয় নিংড়ানো ভালবাসা। সকলেই কেমন আছেন? আশা করি সকলেই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভাল আছি।

IMG-20230622-WA0006.jpg

মেয়েদের সাজগোছ বিষয়টি আগেকার সময়ে থেকে চলে আসছে। মেয়েরা সাজগোছ করতে ভালবাসে। সাজগোজের মাধ্যমে মেয়েদের সৌন্দর্য বাড়িয়ে দেয় বহুগুনে।কানের দুল মেয়েদের সৌন্দর্যের আরেকটি প্রতীক।তবে ব্যবহারিক হিসেবে কানের দুল গুলো মেয়েরা রিং দুল হিসেবে ব্যবহার করে। আর যেকোন অনুষ্ঠানে গেলে সোনার ঝুমকা পড়ে যায়।

IMG-20230622-WA0005.jpgIMG-20230622-WA0004.jpg

প্রাচীনকাল থেকেই নারীদের আবদার ছিলো গহনা। আর এই আবদারের কারণ ছিলো এক জোড়া কানের দুল। একটা সময়ে দেখা যেত মেয়েরা তাদের কানে জুড়ে দিত ছোট বা মাঝারি আকারের সোনার রিং।সময়ের পরিবর্তনে হারিয়ে গেল নানা আকৃতির দুলগুলো।এরপর সোনার পরিবর্তে সিটি গোল্ড,রুপার দুল ইত্যাদি। কানের দুল হলো মেয়েদের সৌন্দর্য বৃদ্ধির আরেকটি মাধ্যম।সাধারণত এধরণের দোকানগুলো দেখা যায় মেলা,ইসলামি জলসা,হিন্দু পুজো উৎসবে থাকা দোকান গুলোতে কানের দুলের সমাহার।

IMG-20230622-WA0003.jpgIMG-20230622-WA0002.jpg

নানা রং ও আকৃতির দুলগুলো অনায়াসেই দেখা যায় টিভির পর্দার অনেক তারকা কানে। আগেকার সময়ের কানের দুল গুলোর ডিজাইন ছিল কান থেকে শুরু করে কাঁধ পর্যন্ত ডিম্বাকৃতির ঝুমকা। এই দুলগুলো নিত্যদিনে পড়ার জন্য নয় বরং দাওয়াত কিংবা কোন অনুষ্ঠানে।
তবে আজকালকার মেয়েদের পছন্দের অন্যতম বিভিন্ন বিচিত্র উপকরণ দিয়ে এসব কানের দুল যেমনঃমেটাল, বিডস, পিতল, বাঁশ, কাঠ, হাড়গোড়, মাটি, সুতা, ধাতু, পালক, নারিকেলের মালা, ঝিনুক, শামুকের দুল তৈরি করে।

IMG-20230622-WA0001.jpgIMG-20230622-WA0000.jpg

মেয়েদের সবচেয়ে পছন্দের কানের দুল হল ঝুমকা।ঝুমকা যেকোনো উৎসব অনুষ্ঠানে সহজেই মানিয়ে যায়।আমারও এই ধরনের দুল ভাল লাগে। ঝুমকা দুলে সাধারনত দুলের উপরিভাগে যেকোনো ফুল বা নকশা দেওয়া থাকে। এর নিচে একটি ঝুমকা লাগানো থাকে।কোনো কোনো দুলে দুটি বা তিনটিও ঝুমকা ঝুলানো থাকে। তবে বেশি ঝুমকা লাগালে দলগুলো অনেক ভারী হয়ে যায়। বর্তমান বাজারে স্টোন বসানো ঝুমকা বেশি পাওয়া যায়। তাছাড়া মেটালের দুল গুলোতে আকর্ষণীয় রং বসিয়ে নকশা করা হচ্ছে। যেগুলোর চাহিদা বর্তমানে অনেক বেড়ে গেছে। ডিজাইন ও মেটালের ভিত্তিতে ঝুমকা গুলোর দাম নির্ধারণ করা হয়। এগুলোর দাম ১৫০ টাকা থেকে শুরু করে ৫০০ টাকা পর্যন্ত হয়ে থাকে। এই ধরনের দুলগুলো মেলায় বা কসমেটিক্স দোকানগুলোতে পাওয়া যায়। অল্প বয়সী মেয়েরা এগুলোর প্রতি বেশি আগ্রহী থাকে। শাড়ির সাথে ঝুমকা বেশ মানানসই হয়ে থাকে। অনেকেই আবার শাড়ির সাথে ম্যাচিং করে ঝুমকা কিনে থাকে।আমার ব্লগটি পরিদর্শন করার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।

4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q94i8e38qvF9HBknYTWLbKs3wg1cbtfZvU44CUYbBqLEEX6YDgQznQURMvBExn7FCAPjAUKLwJ1kpe.png

পোস্টটি পড়ার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ

You can also vote for @bangla.witness witnesses

3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpvDGTmz6yM4BdeUwpQ8vMxtR3sQse9kG46R2Lk4NBaGfzPmL5tiA85DdFd7TDvbMGaNMAY2RBgSWfNp5kM1Qjr3515gWKvjxzADBcu4.png
Vote for @bangla.witness
Sort:  
 last year 

Feedback / Observation

মেয়েরা সাজতে ভালোবাসে। কানের দুল বা ঝুমকা মেয়েদের একটি অংশ। মেলা ও হাট-বাজারে গেলে মনিহারির দোকানে কানের দুল দেখতে পাওয়া যায়।

ভুল বানানঃ নাই। 🙂
অনুপস্থিত শব্দ(Missing Word): 🙂
ভাষার গরমিলঃ নাই। 🙂
Regards
@md-sajalislam (Moderator)
Steem For Tradition