কোলাহলপূর্ণ চিরিরবন্দর রেলওয়ে স্টেশন

in Steem For Traditionlast year

আসসালামু আলাইকুম,
স্টিম ফর ট্রেডিশন কমিউনিটির সকল সদস্য ও মডরেটরদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও হৃদয় নিংড়ানো ভালবাসা। সকলেই কেমন আছেন? আশা করি সকলেই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভাল আছি।আজকে চিরিরবন্দর রেলওয়ে স্টেশন সম্পর্কে কিছু আলোচনা শেয়ার করবো।

IMG_20230904_144451.jpg

চিরিরবন্দর রেলওয়ে স্টেশন

দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলায় অবস্থিত চিরিরবন্দর রেলওয়ে স্টেশন। তবে পার্বতীপুর এবং দিনাজপুরের মধ্যবত্তী রেলওয়ে স্টেশন হলো চিরিরবন্দর রেলওয়ে স্টেশন। চিরিবন্দর রেলওয়ে স্টেশন খুব একটা ছোট বা বড় ও না মাঝারি আকারে হবে। তবে প্রতিদিন কয়েক শতাধিক লোকের ভিড় লেগেই থাকে এই রেলওয়ে স্টেশনে। তবে সব ট্রেনেই এই স্টেশন থামে যাত্রী নেয়ার জন্য। চিরিরবন্দর রেলওয়ে স্টেশন কিছুু নিদিষ্ট সময়ের জন্য ট্রেন এখানে থামে এরপর যাত্রীরা দিনাজপুরের উদ্দেশ্যে রওনা দেয়। প্রতিদিনই চিরিরবন্দর রেলওয়ে স্টেশন থেকে নানা সংখ্যক লোক তাদের শুরু করে পরিবার -পরিজন,ছাত্র -ছাত্রী, চাকুরী জীবি ইত্যাদি শ্রেণির লোক কর্মব্যস্ততার উদ্দেশ্য তাদের যাত্রা শুরু করেন। এই স্টেশন আমাদের এলাকা থেকে থেকে প্রায় ১৪ কিলোমিটার দূরে অবস্থিত।

IMG_20230904_144419.jpg

চিরিরবন্দর রেলওয়ে স্টেশনটি অনেকদিনের পুরন একটি রেলওয়ে স্টেশন। অনেক আগে থেকেই এই স্টশনে অনেক লোকের ভীড় হয়ে থাকে। তার কারন হলো চিরিরবন্দর উপজেলায় থেকে শুরু করে সবখানের লোক এই স্টশনে এসে তাদের গন্তব্যে পৌছানোর জন্য রেলওয়ে স্টেশন এসে ট্রেন চড়ে যাত্রা করেন। তবে প্রতিটি ট্রেনের জন্য অপেক্ষায় প্রহর গুনে নানা বয়সে যাত্রী ।


চিরিরবন্দর রেলওয়ে স্টেশনের দৃশ্য


IMG_20230904_144531.jpg
IMG_20230904_144518.jpg
IMG_20230904_144505.jpg
IMG_20230904_144433.jpg

চিরিরবন্দর রেলওয়ে স্টেশনে প্রবেশ করার জন্য মেইন গেট রয়েছে। যাতে যাত্রীরা বৈধভবে ট্রেনে ভ্রমণ করে এবং কর্মরত বেশ কিছু কর্মকর্তা রয়েছে যারা টিকিট কাউন্টার টিকিট নিশ্চিত করে দেন। এসব কর্মকর্তা তারা তাদের দায়িত্ব পালনে সর্বদা প্রস্তুত আছেন। তবে স্টেশনে প্রবেশ করতে না করতেই মসজিদ তারপরে টিকিট কাউন্টার। আর বটগাছের নিচে অনেক ধরনের দোকান রয়েছে যারা জীবিকার তাগিদে লড়াই করছেন প্রতিনিয়তই।এছাড়াও রেলওয়ে স্টেশন প্রবেশ পথে নানা রকমের যাতায়াতের ব্যবস্থা রয়েছে। আসলে যারা ট্রেন থেকে নামার পর অটো কিংবা ভ্যানে করে বাজারে যান। এছাড়াও স্টেশনে রয়েছে বাদাম বিক্রেতা, ঝালমুড়ি বিক্রেতা । যাত্রীদের জন্য বিশ্রামগারের ব্যবস্থা আছে।এর পূর্ব পাশ্বে একটি ওভারব্রীজ আছে এর উপর দিয়েপ মানুষের চলাচল রয়েছে।

IMG_20230904_144543.jpg

চিরিরবন্দর রেলওয়ে স্টেশন ঝালমুড়ি বিক্রেতা

তবে সব সময় বিভিন্ন পেশা যাত্রী ট্রেনের জন্য অপেক্ষার প্রহর গুনে। এই স্টশনে মেইন গেট ছাড়াও দুই পাশে উন্মুক্ত পথ আছে সেখান থেকে ও মানুষ জন ছুটে চলে আসে ট্রেনে যাতায়াত করার জন্য। তবে চিরিরবন্দর রেলওয়ে স্টেশনটি বেশ কোলাহল পূর্ণ একটি রেলওয়ে স্টেশন। স্টেশন থেকে চিরিরবন্দর উপজেলা খুব কাছেই। আমার ব্লগটি পরিদর্শন করার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আমার কোন রকম ভূলুণ্ঠিত হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q94i8e38qvF9HBknYTWLbKs3wg1cbtfZvU44CUYbBqLEEX6YDgQznQURMvBExn7FCAPjAUKLwJ1kpe.png

আমার পরিচয়
IMG_20230902_160100.jpg
আসসালামুআলাইকুম,আমার নাম মোঃ রাহুল । আমার স্টিমিট ইউজার নেম @rahul989। আমি দিনাজপুর জেলার, পার্বতীপুর উপজেলার একজন বাসিন্দা। আমি পড়াশোনা শেষ করছি। এখন ব্যবসার পাশাপাশি স্টিমিট প্লাটফর্মে কাজ করতেছি। আমি ফটোগ্রাফি অনেক ভালবাসি।মাঝে মাঝে সময় পেলে যে কোন ধরনের ফটোগ্রাফি করি। অংকন করতে ভালবাসি এবং তাছাড়া আমি ও নিজেই ভাল ভাল রান্না রেসিপি করি।সকলেই ভাল থাকবেন এবং সুস্থ ও নিরাপদে থাকবেন।

4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q94i8e38qvF9HBknYTWLbKs3wg1cbtfZvU44CUYbBqLEEX6YDgQznQURMvBExn7FCAPjAUKLwJ1kpe.png

You can also vote for @bangla.witness witnesses

3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpvDGTmz6yM4BdeUwpQ8vMxtR3sQse9kG46R2Lk4NBaGfzPmL5tiA85DdFd7TDvbMGaNMAY2RBgSWfNp5kM1Qjr3515gWKvjxzADBcu4.png
Vote for @bangla.witness
Sort:  
 last year 

চিরিরবন্দর রেলওয়ে স্টেশন নিয়ে সুন্দর একটি উপস্থাপনা। আমি চিরিরবন্দর উপজেলার রেলওয়ে স্টেশনে অনেক বার গিয়েছি। স্টেশনটি আকারে ছোট হলেও সেখানকার পরিবেশ অনেক সুন্দর। রেলওয়ে স্টেশনে একটি ওভারব্রীজ রয়েছে। ওভারব্রীজের উপর দিয়ে চলাচল করা যায়।

 last year 

ধন্যবাদ।

 last year 

আমার খুব পরিচিত একটি রেলওয়ে স্টেশন হলো চিরিরবন্দর রেলওয়ে স্টেশন। এই স্টেশনে আমি ছোটবেলা থেকে দেখে আসতেছি।স্টেশন দিয়ে আমি অনেক ট্রেনে চড়ে দিনাজপুরের পথে গিয়েছি আমার নানার বাড়ির উদ্দেশ্যে। প্রায় সব সময় কোলাহলপূর্ণ থাকে এই স্টেশন। স্টেশনে অনেক দোকানপাট রয়েছে যেগুলো অস্থায়ীভাবে বসে থাকে। দারুন একটি পোস্ট উপস্থাপন করেছেন স্টেশন সম্পর্কে শুভকামনা রইল আপনার জন্য।

 last year 

ধন্যবাদ।

 last year 

চিরিরবন্দর রেলস্টেশনটি অনেক পুরনো একটি রেলস্টেশন। রেল স্টেশন ঘিরে মানুষের অনেক আগ্রহ থাকে, মানুষ রেল এ চলাচল বেশি করে। রেল চলাচলের একমাত্র মাধ্যম হচ্ছে রেল স্টেশন। চিরিরবন্দর রেল স্টেশনে বটগাছের নিচে দোকানগুলো জীবন জীবিকার তাগিদে অনেক সংগ্রাম করে। আপনি অনেক সুন্দর সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করেছেন ভাই। চিরিরবন্দর রেলওয়ে স্টেশনে আমার যাওয়া হয়নি। তবে চিরিরবন্দর যাওয়া হয়েছে। পার্বতীপুর এবং দিনাজপুরের মধ্যে চিরিরবন্দর স্টেশনটি বর্তমানে আন্তঃনগর স্টপেস বন্ধ রয়েছে। তবে আন্তঃনগর স্টপেস চালু করা উচিত, তাতে করে চিরিরবন্দর মানুষের ভোগান্তি কম হবে। অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য । ফটোগ্রাফি দারুন হয়েছে, সময় পেলে চিরিরবন্দর স্টেশন ঘুরে দেখে আসবো।

 last year 

ধন্যবাদ।

 last year 

চিনির বন্দর স্টেশনে জীবনে প্রথম এক বার গিয়েছিলাম কিন্তু তখন ভালো করে দেখা হয় নি। ট্রেন থেকে নেমে সোজা বাসে করে দিনাজ পুর গিয়ে ছিলাম ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য। দিনাজ পুর স্টেশন সম্পকে অনেক সুন্দর কথা লিখেছেন।ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে।অনেক ধন্যবাদ ভাই পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য....

 last year 

ধন্যবাদ।

কোলাহলপূর্ণ চিরিরবন্দর রেলওয়ে স্টেশন সম্পর্কে সুন্দর একটি পোস্ট উপস্থাপন করেছেন। এই স্টেশন আমি আগে কখনো দেখিনি নামও শুনিনি। আপনার এই পোস্টের মাধ্যমে চিরিরবন্দর রেলওয়ে স্টেশন সম্পর্কে জানতে পারলাম এবং দেখতে পারলাম। আপনার পোস্টের শেষের চারটার ছবি অনেক সুন্দর লাগছে। সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

ধন্যবাদ ভাই।

 last year 

চিরিরবন্দর স্টেশনটি নিয়ে আপনি দারুন একটি পোস্ট শেয়ার করেছেন। চিরিরবন্দর স্টেশন আমি সরাসরি কখনোই ভালোভাবে দেখিনি। একদিন শুধু ট্রেনে করে দেখেছিলাম। তবে বাইরের দিকটা ভালোভাবে দেখা হয়নি। আপনার পোস্টটি পড়ে শেষ পর্যন্ত স্টেশন সম্পর্কে অনেক তথ্য জানতে পারলাম। চিরিরবন্দর স্টেশনের দারুন কিছু ছবি শেয়ার করেছেন। সাধারণত প্রত্যেকটি স্টেশনে বিভিন্ন ধরনের জীবিকার মানুষ থাকেন। অনেকেই সেখানে ঝাল মুড়ি ও বিভিন্ন ধরনের জিনিসপত্র বিক্রি করেন। এই স্টেশনটিও তার ব্যতিক্রম নয়।এটি একটি কোলাহলপূর্ণ স্টেশন । ধন্যবাদ আপনার সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 last year 

ধন্যবাদ।

 last year 

চিরিরবান্দর রেলওয়ে স্টেশন নিয়ে অনেক সুন্দর লিখেছেন ভাইয়া। আমিও দেখেছি ভাইয়া চিরিরবন্দর রেলওয়ে স্টেশনটি অনেক পুরনো স্টেশন। এছাড়াও রেলওয়ে স্টেশন গুলোতে এরকম নানার পেশার লোক ট্রেনের অপেক্ষায় প্রহর গুনে। আপনি চিরিরবন্দর রেলওয়ে স্টেশনের অনেক সুন্দর ফটোগ্রাফি করেছেন ভাইয়া। আপনার উপস্থাপনাটা অনেক দারুন ছিল। ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 60583.13
ETH 2342.84
USDT 1.00
SBD 2.48