গ্রামবাংলার রীতি অনুযায়ী বিয়ে অনুষ্ঠিত

in Steem For Traditionlast year (edited)
স্টিম ট্রাডিশন কমিউনিটি

আসসালামু আলাইকুম,
স্টিম ফর ট্রেডিশন কমিউনিটির সকল সদস্য ও মডরেটরদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও হৃদয় নিংড়ানো ভালবাসা। সকলেই কেমন আছেন? আশা করি সকলেই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভাল আছি।

IMG-20230817-WA0008.jpg

আমাদের দেশের বিবাহপ্রথা বিভিন্ন অঞ্চলে অনুষ্ঠিত হয়। বিয়ের অনুষ্ঠান প্রাচীনকালের প্রথা হয়ে থাকে।আমাদের দেশের বিয়েকে "বিয়ে" এবং "বিবাহ" নামে ডেকে থাকে। অঞ্চলভেদে বা আঞ্চলিক ভাষায় আরো বিভিন্ন নামে ডাকা হয় যেমনঃ বিয়া বা বিয়্যা তবে হিন্দী ভাষায় বলে থাকে শাদী। তবে বিয়ের তিনটি অংশ মুলত গায়ে হলুদ,বিয়ে এবং বৌভাত। বিয়ে মুলত প্রথম ঘটকি দিয়ে ঠিক করা হয়। মুসলমানদের বিয়ে সাধারণত বাড়িতে কিংবা কমিউনিটি সেন্টারে হয়ে থাকে।কাজি বিয়ের কাজ সম্পূর্ণ করে। দুই পক্ষের উপস্থিততে কাজি ডেকে এনে বিয়ে পড়ানো হয়। তবে বর বা কনের সম্মতিতে হয়ে থাকে।বিয়ের সময় খুতবা পাঠ বা দম্পতির সুখের জন্য আল্লাহর নিকট দোয়া করা হয়। তবে হিন্দু ধর্মীয় লোকদের বিয়েতে পুরোহিত মন্ত্রপাটকের বিয়ে পড়ান হয়।

গায়ে হলুদঃ

গায়ে হলুদ হলো বিয়ের মুল আর্কষণ। গায়ে হলুদ বিয়ের আগে অনুষ্ঠিত হয়। আগেকার সময়ে দেখা যেত বিয়ের গায়ে হলুদে গীত গাওয়া হতো। গ্রামের অনেক মহিলা আছেন তারা গীত গেয়ে গায়ে হলুদকে জাকযমোক করে তোলে। কিন্তু বর্তমান সময়ে দেখা যায় গায়ে হলুদে গীত না গেয়ে বড় বড় সাউন্ড সিস্টেম বক্স বাজিয়ে মুলত গায়ে হলুদ করা হয়। গায়ে হলুদে সাধারণত বর এবং কনকে গায়ে হলুদ মাখানো হয়।

IMG-20230817-WA0011.jpg
IMG_20230721_174850.jpg
IMG_20230721_174924.jpg
IMG_20230721_174949.jpg
বিয়েঃ

বিয়ের অনুষ্ঠানটি সাধারণত দুই পক্ষের লোক উপস্থিত হয়। বিশেষ করে কনপক্ষে এবং বরপক্ষ অতিথি হিসেবে এসে উপস্থিত হন। বিয়ের অনুষ্ঠানে বরপক্ষ তার আত্মীয় স্বজন,প্রতিবেশী, বন্ধুবান্ধব নিয়ে উপস্থিত হন। সাধারণত বর ও কনের জন্য আলাদা আলাদা স্থান নিধারিত করা হয়। বর গিয়ে নির্ধারিত জায়গায় গিয়ে বসেন। মুসলমানদের বিয়েতে একজন কাজির দ্বারাই পড়ানো হয়। প্রথমে বর ও কনপক্ষের মুরব্বিদের উপস্থিতিতে বিয়েতে সম্মতি জানানো হয়। এভাবেই বিয়ের মুল অনুষ্ঠান সম্পূর্ণ হয়। এরপরে খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়।বরপক্ষের জন্য বিশেষ একটি আলাদা প্লেটে খাবার সাজানো থাকে।এছাড়াও বর ও কনে পক্ষের অতিথিদের আলাদাভাবে খাবার পরিবেশিত হয়। খাওয়া দাওয়ার পর শেষে বর ও কনের উঠানোর পালা।

IMG_20230817_215954.jpg
IMG-20230817-WA0009.jpg
বৌভাতঃ

বিয়ের অনুষ্ঠানের একদিন বা দুইদিন পরে বরপক্ষের আয়োজনে অনুষ্ঠিত হয় বৌভাত৷ বৌভাতে বরপক্ষ তাদের আত্মীয় স্বজন,প্রতিবেশী ও কনেপক্ষের আত্মীয় স্বজনরা এসে খাওয়া দাওয়া করে।বিয়ের দাওয়া খাওয়ার পর বর কনের আত্মীয় স্বজনদের কাছে পান সাজিয়ে নিয়ে যান। এরপর পানের ডাবরে পান সাজানো থাকে। বর পান সুপারি সবাইকে খাওয়ায় আর পরিচিত হয়ে থাকেন। আমার ব্লগটি পরিদর্শন করার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।

4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q94i8e38qvF9HBknYTWLbKs3wg1cbtfZvU44CUYbBqLEEX6YDgQznQURMvBExn7FCAPjAUKLwJ1kpe.png

পোস্টটি পড়ার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ

You can also vote for @bangla.witness witnesses

3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpvDGTmz6yM4BdeUwpQ8vMxtR3sQse9kG46R2Lk4NBaGfzPmL5tiA85DdFd7TDvbMGaNMAY2RBgSWfNp5kM1Qjr3515gWKvjxzADBcu4.png
Vote for @bangla.witness
Sort:  
 last year 

Feedback / Observation

বিয়ের রীতি নিয়ে সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। আমাদের গ্রাম্য সংস্কৃতিতে বিয়ে অনুষ্ঠিত হয়।

ভুল বানানঃ নাই। 🙂
অনুপস্থিত শব্দ(Missing Word): 🙂
ভাষার গরমিলঃ নাই। 🙂
Regards
@md-sajalislam (Moderator)
Steem For Tradition