দিনাজপুর জেলায় বিখ্যাত লিচু চাষ

in Steem For Traditionlast year (edited)
স্টিম ফর ট্রেডিশন

আসসালামু আলাইকুম,
স্টিম ফর ট্রেডিশন কমিউনিটির সকল সদস্য ও মডরেটরবৃন্দদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও হৃদয় নিংড়ানো ভালবাসা অবিরাম। আপনারা সকলেই কেমন আছেন? আশা করি সকলেই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভাল আছি। আমাদের দিনাজপুর জেলাকে বলা হয় লিচুর রাজ্য। দিনাজপুর অঞ্চল লিচুর চাষাবাদের জন্য বিখ্যাত।

IMG-20230531-WA0007.jpg

লিচু দিনাজপুর জেলার জন্য বিখ্যাত। বাংলাদেশের মধ্যে দিনাজপুর জেলায় লিচু উৎপন্ন হয়ে থাকে।দিনাজপুর জেলায় বিভিন্ন জাতের লিচু দেখা যায় এর মধ্যে উল্লেখযোগ্য হলো,মাদ্রাজি, বোম্বাই,বেদনা ও চায়না৩। দিনাজপুর অঞ্চলে লিচুর বাম্পার ফলন হয়ে থাকে। দিন দিন লিচু চাষাবাদ বেড়েই চলছে এজন্য দিনাজপুর জেলাকে লিচুর রাজ্য বলে থাকে। প্রতি বছরই বিভিন্ন জাতের লিচু ক্রমাগত বেড়েই চলছে ফলে সারা দেশে লিচু আমদানি করতে সহজ হয়। সারাদেশে কম বেশি লিচুর চাষ হয়ে থাকে কিন্তু দিনাজপুর জেলায় ব্যতিক্রম।

লিচুর চাষাবাদে দিনাজপুর জেলার কদর কমে নি। লিচু গাছে মুকুল আসার পর গাছে অনেক দক্ষতার সাথে পরিচর্যা করা হয়। দিনাজপুর জেলার লিচু প্রতিবছরই সারা দেশে বিভিন্ন জেলা কিংবা উপজেলায় সরবরাহ করে থাকে।লিচু ব্যবসায় বেশি লাভজনক হওয়ায় প্রতি বছরই সারাদেশে লিচু চাষ দিন দিন বৃদ্ধি পেয়ে থাকে। আবহাওয়া অনুকূল ও প্রাকৃতিক কোনো দূর্যোগ না হলে দিনাজপুর সব জেলার থেকে রেকর্ড পরিমান লিচু চাষ হবে। তবে দিনাজপুর জেলার সবথেকে চিরিরবন্দর উপজেলায় লিচুর চাষাবাদ করা হয়।

IMG-20230531-WA0007.jpgIMG-20230531-WA0009.jpg
IMG-20230531-WA0008.jpgIMG-20230531-WA0006.jpg

ফুল আসার ১০ দিন আগে এবং ফুল আসার ১০ দিন পরে সেচের ব্যবস্থা করতে হবে।গাছে মুকুল আসার সাথে সাথেই মুকুলকে টিকিয়ে রাখতে লিচু চাষীরা বা যারা লিচুর বাগান নিয়ে থাকেন এক কথায় লিচু ব্যবসায়ী গাছে স্প্রে করে থাকেন। এরপর গাছের মুকুল যাতে ঝড়ে না পড়ে সেজন্য গাছের গোড়ায় নিয়মিত পানি বা সার প্রয়োগ করেন। দিনাজপুর জেলায় যে সব জায়গা বা স্থানে লিচু চাষের জন্য বিখ্যাত তার মধ্যে উল্লেখ্যযোগ্য হলো,সদর বিরল,চিরিরবন্দর,বীরগঞ্জ, খানসামা উপজেলা। এই কয়েকটি উপজেলা লিচু চাষাবাদের জন্য বেশ জনপ্রিয়তা লাভ করছে।

IMG-20230531-WA0011.jpg

  • ডিভাইসঃভিভো ওয়াইটুয়েন্টি
  • ফটোশুটঃলিচু বাগান থেকে
  • ফটো তোলার সময়ঃ দুপুর ১২ ঘটিকায়

4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q94i8e38qvF9HBknYTWLbKs3wg1cbtfZvU44CUYbBqLEEX6YDgQznQURMvBExn7FCAPjAUKLwJ1kpe.png

পোস্টটি পড়ার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ
Sort:  
 last year 

দিনাজপুরে লিচু হল বাংলাদেশের ভেতর সব থেকে বেশি বিখ্যাত। দিনাজপুরে সবথেকে বেশি লিচু পাওয়া যায়।দারুন লিখেছেন আপনি, দেখে ভালো লাগলো।খুব সুন্দর ফটোগ্রাফি করেছেন ধন্যবাদ ভাই আপনাকে এত সুন্দর একটি পোস্ট উপস্থাপন করার জন্য।

 last year 

ধন্যবাদ।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 last year 

দিনাজপুরের লিচু যার নাম ডাক সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ঐতিহ্যবাহী দিনাজপুরের লিচু সারা বাংলাদেশে এর ব্যাপক চাহিদা। আপনি দিনাজপুরের লিচু নিয়ে খুবই সুন্দর উপস্থাপন করেছেন ভাই। বাজারে অনেক ধরনের লিচু পাওয়া যায় তবে চায়না থ্রি লিচুটা বেশি সুস্বাদু। অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

ধন্যবাদ।

 last year 

লিচু গুলো দেখে মনে হচ্ছে এখন কাঁচা আছে৷ কিন্তু লিচু তো এখন পাকা শুরু হইছে৷ এই ছবি গুলো কি আগের তোলা নাকি৷ এগুলো তো দেশি লিচু মনে হচ্ছে।

 last year 

এ লিচুগুলো আমাদের গাছের। কয়েকদিন আগের তোলা ছবি।

 last year 

লিচু আমাদের দেশের উত্তরবঙ্গের একটি জনপ্রিয় ফল।। আমাদের দেশের দিনাজপুর জেলায় প্রচুর পরিমানে পাওয়া যায়। এই উত্তরবঙ্গের লিচু সারা দেশব্যাপী বিক্রি করা হয়। সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন।

 last year 

ধন্যবাদ।

 last year 

দিনাজপুর জেলার লিচু সবারই পছন্দ। অনেকে দিনাজপুর থেকে লিচু কিনে দূর-দূরান্তে থাকা আত্নীয়দের কাছে পাঠান। এই জেলা আসলেই লিচুর জন্য বিখ্যাত।

 last year 

অসংখ্য ধন্যবাদ ভাই।

 last year 

দিনাজপুর জেলা লিচুর জন্য বিখ্যাত। দিনাজপুর জেলায় অনেক ধরনের লিচু চাষ হয়। এই দিনাজপুরের লিচু সারা বাংলাদেশ আমদানি হয়। আপনি দিনাজপুরের লিচু নিয়ে দারুণ লিখেছেন ভাই। ধন্যবাদ

 last year 

ধন্যবাদ।

 last year 

দিনাজপুর জেলা লিচুর জন্য বিখ্যাত। লিচুর সময় আসলেই দেশের বিভিন্ন প্রান্তে থেকে কল আসে লিচু পাঠানোর জন্য। চায়না থ্রি লিচুর যে পরিমানে দাম গাছ লাগানো ছাড়া কিনে খাওয়া সম্ভব না। আশা করি আপনার লিচুর বাগান থেকে আমাদের কিছু পাঠিয়ে দিবেন।

 last year 

ধন্যবাদ।

 last year 

দিনাজপুর জেলা লিচুর জন্য বিখ্যাত। প্রতিবছর লিচুর সিজনে দিনাজপুর থেকে লিচু সারাদেশে সরবরাহ করা হয়ে থাকে। এ জেলায় উৎপাদিত লিচু অনেক মিষ্টি এবং বিভিন্ন প্রজাতির হয়ে থাকে।ধন্যবাদ আপনাকে এই পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last year 

সুন্দর একটি কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

দিনাজপুর জেলা হলো লিচুর জন্য বিখ্যাত, আর আমাদের দিনাজপুর জেলায় অনেক মানুষ লিচু চাষ করতেছে। আপনি সুন্দর একটা বিষয় নিয়ে আমাদের মাঝে উপস্থাপন করেছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 last year 

ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.15
JST 0.029
BTC 63608.16
ETH 2621.61
USDT 1.00
SBD 2.77