বাঙ্গালী নারীদের চাহিদা ও রুচিসম্মত টাঙ্গাইল শাড়ি

in Steem For Traditionlast year

স্টিম ফর ট্রেডিশন কমিউনিটির সকল সদস্য ও মডরেটরদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও হৃদয় নিংড়ানো ভালবাসা। সকলেই কেমন আছেন? আশা করি সকলেই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভাল আছি।

IMG_20230813_173054.jpg

আমাদের দেশের বাঙালি নারীদের চাহিদা ও রুচিসম্মত পোশাক হলো শাড়ি।আমাদের দেশের নারীদের ঐতিহ্য, সংস্কৃতি দিক থেকে শিল্পের ধারক ও বাহক বলা যায় শাড়িকে।আদিকাল থেকেই নারীরা শাড়িতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ মনে করে আসছে।আগেরকার সময়ের হাত ধরেই এখনো নারীরা তাদের রুচিশীলতা বজায় রেখে শাড়িকে প্রাধান্য দেয় বেশি। তবে একটা বিষয় হলো আগের তুলনায় বর্তমান সময়ে শাড়ি কম পড়ছে মেয়েরা। কিন্তু যেকোন অনুষ্ঠানে গেলে শাড়িকে বেছে নয়ে বাঙালির নারীরা। তবে এই শাড়িতে নারীদের মানায়।

IMG_20230813_173025.jpg

আমাদের দেশের প্রতিটি অঞ্চল ভেদে নারীরা শাড়ি ঐতিহ্যকে ফুটিয়ে তুলছে।তবে কিছু কিছু অঞ্চলে বিভিন্ন স্বতন্ত্র ইতিহাস ও ঐতিহ্যের পরিপূর্ণ হলো শাড়ি। এই অঞ্চল গুলোতে লুকিয়ে আছে জনপ্রিয় শাড়ির ইতিহাস। শুধু এসব অঞ্চলেই নয় বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে শাড়ি বিশেষ ভুমিকা পালন করে আসছে। তবে নারীরা শাড়িপ্রেমী তাদের আলমারিতে গুছিয়ে রাখা থাকে। শাড়ি ঐতিহ্যবাহী হলেও এসব শা্রি তারা সংগ্রহ করে রাখেন। এইসব শাড়ি বিভিন্ন মার্কেটে পাওয়া যায়। তবে অরিজিনাল শাড়ি পেতে হলে যেখানে শাড়িশিল্প রয়েছে সেখানেই পাওয়া যায়। আজ আমি টাঙ্গাইল তাঁতের শাড়ি নিয়ে আলোচনা করব।

টাঙ্গাইল তাঁতের শাড়িঃ

আমাদের দেশে টাঙ্গাইল শাড়ীর চাহিদা বেশি। টাঙ্গাইল থেকে প্রচলন তাঁতের শাড়ির প্রচলন শুরু হয়। তবে ঐতিহ্যবাহী মসলিন শাড়ির তাঁতিদের হাত ধরেই টাঙ্গাইল শাড়ীর বুনন হয় থাকে। এই শাড়ি টাঙ্গাইলে তৈরি হয় বলেই বেশ পরিচিত অর্জন করে টাঙ্গাইল তাঁতের শাড়ি নামেই। টাঙ্গাইল শাড়ীর চাহিদা বেশি হওয়া কারন হলো এই শাড়িটি পড়তে বেশ আরামদায়ক। এই শাড়ি যেকোন বয়সের নারীদের পছন্দের একটি শাড়ি।টাঙ্গাইল শাড়ি শুধু বাংলাদেশে জনপ্রিয়তা অর্জন করে নি ইউরোপ ও মধ্যরাজ্যের বিভিন্ন দেশেও জনপ্রিয়তা অর্জন করে।টাঙ্গাইল শাড়ির উৎপত্তি স্থান টাঙ্গাইলে হলে বর্তমানে গোটা বাংলাদেশের তাঁতিরাই শাড়ি বুনেন।

IMG_20230813_172930.jpg

টাঙ্গাইল খেশ শাড়িঃ

টাঙ্গাইলে কুটির শিল্পের অন্যতম সৃষ্টি হলো খেশ শাড়ি। এই শাড়িটির অন্যতম হলো এটি পুরনো কাপড়ের তৈরি হয়ে থাকে। এই শাড়িটি এক রঙের হয়ে থাকে এবং এর অন্যতম আর্কষণ হলো নান্দনিক ডিজাইনের দ্বারা। আগেকার পুরনো কাপড় ছিড়ে শেখ শাড়ির কাপড়ের সুতা বের করা হয়। এই শাড়ির তৈরিতে অনেক সময় শ্রমসাধ্যের ব্যাপার হয়ে থাকে।এই শেখ শাড়িটি টাঙ্গাইলের তাঁতিদের কাছে তৈরি করা হয়। আমার ব্লগটি পরিদর্শন করার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।

IMG_20230813_172704.jpgIMG_20230813_172659.jpg

4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q94i8e38qvF9HBknYTWLbKs3wg1cbtfZvU44CUYbBqLEEX6YDgQznQURMvBExn7FCAPjAUKLwJ1kpe.png

পোস্টটি পড়ার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ
Sort:  
 last year 

শাড়ি আমাদের পুরনো দিনের ঐতিহ্য।শাড়িতে নারী সুন্দর।শাড়ি পরলে মেয়েদের সৌন্দর্য বৃদ্ধি পায়।আপনি ঠিক বলছেন আগের দিনের মত এখন কেউ শাড়ি পরে না।তবে এটা ঠিক যে শাড়ি না পরলেও তারা আলমারিতে সুন্দর করে রেখে দেয়। টাঙ্গাইল শাড়ি পরতে আসলে অনেক আরামদায়ক।অন্য শাড়ির থেকে টাঙ্গাইল শাড়ির চাহিদা দিগুণ।আপনি টাঙ্গাইল শাড়ি নিয়ে সুন্দর আলোচনা করছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 last year 

ধন্যবাদ।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 last year 
শাড়ি বাংলাদেশের নারীদের ঐতিহ্যবাহী একটি পোশাক। রুচিশীল বাঙালির এক অন্যতম উদাহরণ হল শাড়ি। আমি ছাড়া সব নারীই শাড়ি পড়তে পছন্দ করে। টাঙ্গাইল শাড়ি সম্পর্কে আপনি অনেক সুন্দর বর্ণনা দিয়েছেন। আমাদের দেশে নারীদের এই শাড়িগুলোর চাহিদা সবথেকে বেশি। তাছাড়া এই শাড়িগুলোর দাম হাতের নাগালের মধ্যে। সুন্দর একটি বিষয় তুলে ধরেছেন। ধন্যবাদ আপনাকে।
 last year 

ধন্যবাদ।

 last year 

বাঙালি খুব কম মেয়ে পাওয়া যাবে যারা শাড়ি পরতে পছন্দ করেনা।তার উপর যদি হয় বাঙালি পন্য এ সুযোগ হাত ছাড়া কখনোই করেনা।আগের যুগের অবিবাহিত মেয়েরাও শাড়ি পরে কলেজ চাকরি সংসার করেছে তবে এখনকার মেয়েরা বেশির ভাগই সেলোয়ার কামিজ পরে শাড়ি সখের পোশাক হয়ে দাঁড়িয়েছে।আপনার পোস্টের উপস্থাপন সুন্দর হয়েছে।ধন্যবাদ আপনাকে।

 last year 

ধন্যবাদ সুন্দর একটি আপনার মতামত দেয়ার জন্য।

 last year 

টাঙ্গাইল শাড়ী সম্পর্কে আপনি অনেক সুন্দর লিখেছেন। এই শাড়ীগুলো পড়তে আরামদায়ক ও অনেকদিন টেকসই হয়। শাড়ী পড়তে পছন্দ করে না এমন মেয়ের সংখ্যা খুবই কম।আমিও শাড়ী পড়তে পছন্দ করি। ধন্যবাদ ভাইয়া টাঙ্গাইল শাড়ী নিয়ে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 last year 

ধন্যবাদ।

 last year 

আমার বাসা টাংগাইলে, টাংগাইলের তাঁতের শাড়ি আমাদের অনেক পুরাতন ঐতিহ্য। আমাদের দেশে টাংগাইলের শাড়ির চাহিদা অনেক। সমগ্র বাংলাদেশে এই শাড়ির সুনাম রয়েছে। আপনি আমাদের টাংগাইলের শাড়ি নিয়ে অনেক তথ্য শেয়ার করছেন ভাই। টাংগাইলের খেশ শাড়ি কুটির শিল্পের তৈরি শাড়ি। পুরাতন শাড়ির সুতা থেকে এই শাড়ির জন্ম। অনেক ধন্যবাদ ভাই টাংগাইলের শাড়ি নিয়ে এতো সুন্দর পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 last year 

ধন্যবাদ।

 last year 

বাঙালি নারীদের ক্ষেত্রে একটা কথা বলা হয় যে- শাড়িতেই নারী। মেয়েদের ক্ষেত্রে শাড়ি পছন্দ করে না এরকম মেয়ের সংখ্যা খুবই কম। বাজারে পাওয়া যায় এমন বিভিন্ন রকম শাড়ির মধ্যে টাঙ্গাইলের শাড়ি গুলো নতুন বধু থেকে শুরু করে বাড়ির পূর্ণবয়স্ক নারীর জন্যও ব্যবহারযোগ্য। টাঙ্গাইলের শাড়িগুলো অনেক সুন্দর ডিজাইনের এবং সুতার বুননে তৈরি। আমার মা টাঙ্গাইলের শাড়ি খুব পছন্দ করেন। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করেছেন ভাইয়া। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

ধন্যবাদ।

 last year 

বাঙালি মেয়েদের কালেকশনের একটি টাঙ্গাইল শাড়ি, একটি জামদানি এবং একটি মনিপুরী শাড়ি থাকবেই। এই তিন ধরনের শাড়ি ছাড়া নারীদের মনে শান্তি থাকে না😬। টাঙ্গাইলের ঐতিহ্যবাহী শাড়ীরও বেশ কিছু ধরন রয়েছে। আপনি খুব সুন্দর করে এই পোস্টটি আমাদের কাছে উপস্থাপন করেছেন। এরকম একটি বিষয়বস্তু নিয়ে আমিও একটি কনটেন্ট তৈরি করে রেখেছি খুব দ্রুতই আপনাদের সবার মাঝে উপস্থাপন করব। ধন্যবাদ আপনাকে।

 last year 

আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি মতামত দেয়ার জন্য।

Loading...

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.15
JST 0.030
BTC 65651.70
ETH 2676.03
USDT 1.00
SBD 2.91