রেসিপিঃ আলু দিয়ে বাটা মাছের রেসিপি

in Steem For Tradition9 months ago

আসসালামু আলাইকুম,
স্টিম ফর ট্রেডিশন কমিউনিটির সকল সদস্য ও মডরেটরদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও হৃদয় নিংড়ানো ভালবাসা। সকলেই কেমন আছেন? আশা করি সকলেই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভাল আছি।আলু দিয়ে বাটা মাছের রেসিপি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি।

রেসিপি: আলু দিয়ে বাটা মাছ রান্নার রেসিপি
IMG_20230914_165740.jpg

4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q94i8e38qvF9HBknYTWLbKs3wg1cbtfZvU44CUYbBqLEEX6YDgQznQURMvBExn7FCAPjAUKLwJ1kpe.png

প্রয়োজনীয় উপকরণ
20230914_175812_0000.png
আলু৩০০গ্রামবাটা মাছ৫০০ গ্রাম
পেঁয়াজ কুচিচার পিচহলুদ গুঁড়াএক চামচ
মরিচ গুঁড়াএক চামচজিরা গুঁড়াএক চামচ
রসুন বাটা২ পিচলবণস্বাদমতো
সোয়াবিন তেলপরিমাণ মতোতেজ পাতাতিন পিচ
চলুন তাহলে রান্নার কাজ শুরু করা যাক,
ধাপঃ১

পুকুর থেকে মাছ তোলা হয়েছে। এরপর মাছ গুলো কেটে নেয়ার পর ভাল ভাবে ধুয়ে একটি পাত্রে রাখা হয়েছে।

IMG_20230914_092051.jpg
ধাপঃ২

এরপর আলু নিয়ে নিলাম। আলু গুলোর খোসা তুলে ভালভাবে ধুয়ে নিয়ে একটি আলাদা পাত্রে রেখে দিব।

IMG_20230914_092137.jpg
ধাপঃ৩

এরপরে কড়াই চুলাই দিয়ে দিলাম কড়াই গরম হলে তেল ঢেলে দিলাম। এরপর পিয়াজ দিয়ে নাড়তে থাকলাম। পিয়াজ লাল রঙের করে নিলাম।

IMG_20230914_094200.jpgIMG_20230914_094322.jpg
ধাপঃ৪

এরপরে মাছ গুলো পাত্র থেকে পানি নিংড়ে ঢেলে দিলাম।তারপর মাছ গুলো এপাশ ওপাশ করে নেড়ে দিতে হবে।

IMG_20230914_092051.jpgIMG_20230914_094526.jpg
ধাপঃ৫

আলু ঢেলে দেয়ার পর লবন একচা চামুচ আর হলুদ গুড়ো একচা চামুচ দিয়ে দিতে হবে।

IMG_20230914_094836.jpg
ধাপঃ৬

আলু গুলো একবারে ঢেলে একটু এপাশ ওপাশ করে নেড়ে দিতে হবে। এরপর পরিমান মতো পানি দিতে হবে।এরপর কড়াইয়ে ঢাকনা দিয়ে দিতে হবে।

IMG_20230914_095820.jpgIMG_20230914_095058.jpg
ধাপঃ৭

এরপরে পানি কমে ঢাকনা তুলে নাড়তে হবে। এরপর আলু গুলো কসাতে হবে।

IMG_20230914_100742.jpgIMG_20230914_101202.jpg
ধাপঃ৮

সর্বশেষ আলু কসে নেয়ার পর পানি ঢেলে দিব। তারপরে কিছুক্ষণ পরে মাছ ঢেলে দিব।মাছ ঢেলে দেয়ার পর রস রেখে মাছ নামিয়ে নিব।মাছ আলুর তরকারি শেষমেশ হয়ে গেল।

IMG_20230914_101327.jpgIMG_20230914_102804.jpg
পরিবেশনঃ

আলু দিয়ে বাটা মাছের রেসিপি আমার পছন্দের একটি খাবার। রান্না হয়ে গেলে পরিবেশন করার জন্য একটি নামিয়ে নিব। গরম ভাতে হালকা আলু দিয়ে বাটা মাছের ঝোল খেতে বেশ ভালই লাগে। তবে আমাদের দেশের মাছ প্রিয় মানুষদের কি মাছ ছাড়া চলে।মাছে ভাতে বাঙালি বলে কথা।

IMG_20230914_165733.jpg
Sort:  
 9 months ago 

চমৎকার একটা রেসিপি পোস্ট আমাদের সাথে শেয়ার করেছেন ভাই। পুকুরে চাষকৃত মাছগুলোর মধ্যে বাটা মাছের স্বাদ একটু ভিন্ন রকম। বাটা মাছ অন্যান্য মাছের তুলনায় একটু বেশি মিষ্টি জাতীয় মাছ। আলু দিয়ে বাটা মাছের রেসিপিটি আসলেই অনেক মজাদার হয়। আমাদের বাড়িতেও মাঝে মাঝে এই রেসিপি বানানো হয়। চমৎকারভাবে গুছিয়ে প্রতিটি ধাপ আমাদের সাথে শেয়ার করেছেন। এত সুন্দর একটা রেসিপি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 9 months ago 

ধন্যবাদ।

 9 months ago 

আলু দিয়ে প্রায় সব মাছের রান্না এ অনেক সুস্বাদু ও মজা হয়।আর আপনার তৈরি করা আলু দিয়ে বাটা মাছের রেসেপিটি দেখতে অনেক সুন্দর হয়েছে। সুন্দর ভাবে তৈরি করার পাশাপাশি ধাপগুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 9 months ago 

ধন্যবাদ।

 9 months ago 

ছোটবেলায় আমি বাটা মাছ চিনতাম না সবগুলোকেই রুই মাছ মনে করতাম। সাদা রুম আর কালো রুই। বাটা মাছ ভালো করে রান্না করলে অনেক মজা লাগে। খুবই চমৎকারভাবে আলু দিয়ে বাটা মাছের রেসিপিটি দেখিয়েছেন। আসলে বাঙালি সব খাবারেই আলু খায়। আলু একটি জাতীয় সবজি হয়ে গেছে।

 9 months ago 

ধন্যবাদ ভাই।

 9 months ago 

আলু দিয়ে বাটা মাছের রেসিপি খেতে বেশ ভালই লাগে। তবে আলু সাথে বেগুন হলে আর মজাদার হতো খেতে। যাই হোক আপনার আলু দিয়ে বাটা মাছের রেসিপি দেখে পানি চলে আসছে।বাটা মাছ খেতে বেশ মিষ্টি। আপনি সহজেই রেসিপি শেয়ার করেছেন আমি ও বাড়িতে চেষ্টা করব। অনেক সুন্দর করে পোস্ট সাজিয়ে গুছিয়ে লিখেছেন।

 9 months ago 

ধন্যবাদ আপনাকে।

 9 months ago 

আপনার রান্নার হাতটা আমি একটু দেখতে ভাই। আপনি অনেক ভালো রান্না করতে পারেন তা মানতে হবে। আপনার প্রয়োজনীয় উপকরণ গুলো অনেক সঠিক ছিলো বলে হচ্ছে। আপনার প্রতিটি ধাপ আমার কাছে অনেক সহজ লেগেছে। এমন সুন্দর একটি রান্না শেয়ার করার জন্য ধন্যবাদ।

 9 months ago 

ধন্যবাদ।

 9 months ago 

আপনি বেশ চমৎকার একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করেছেন। আপনি বেশ চমৎকার ভাবে ধাপে ধাপে সবগুলো বিষয় আমাদের কাছে তুলে ধরেছেন। আপনার রান্না বেশ মজাদার হবে মনে হচ্ছে। বাটা মাছ বেশ মজাদার একটি মাছ।বাটা মাছ খেতে বেশ মজা লাগে আমার।ধন্যবাদ আপনাকে এত চমৎকার একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 9 months ago 

ধন্যবাদ।

 9 months ago (edited)

মাছের রেসিপি নিয়ে অনেক সুন্দর একটি পোস্ট আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন ভাইয়া। আসলে মাছের রেসিপি অথবা যে কোন রেসিপি দেখতে অনেক সুন্দর লাগে এবং রেসিপিগুলো দেখতে অনেক ভালো দেখায়। এবং বাটা মাছ খাওয়ার মজাই আলাদা এই মাছগুলো খেতে অনেক বেশি ভালো লাগে। আমার অনেক পছন্দের একটি মাছ এটি। অনেক সুন্দর হয়েছে ভাইয়া ধন্যবাদ আপনাকে এরকম সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 9 months ago 

ধন্যবাদ।

 9 months ago 

বাহ চমৎকার রেসিপি, বাটা মাছ আমারো খেতে অনেক সুস্বাদু লাগে, বাসায় মাঝে মাঝেই বাটা মাছ কিনে আনা হয়। আপনি প্রতিটি ধাপ অনেক সুন্দর করে উপস্থাপন করছেন ভাই। মনে হয় রান্নাটা অনেক সুস্বাদু হয়েছে। আপনার এই রেসিপি দেখে যে কেউ সহজেই রান্না করতে পারবে। আলু দিয়ে এভাবে রান্না করে কখনো খাওয়া হয় নি। তবে আপনার রেসিপি দেখে একদিন বাসায় চেষ্টা করবো। অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 9 months ago 

ধন্যবাদ।

 9 months ago 
DescriptionInformation
plagiarism-free
#steemexclusive
Ai Content - free

We expected you to be friendly and active in the Steem For Tradition Community. We appreciate your effort. Thank you for sharing your beautiful content with us ❤️.

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 69081.21
ETH 3809.03
USDT 1.00
SBD 3.50