চিরিরবন্দর কাঁকড়া রেলব্রীজ

in Steem For Tradition10 months ago
স্টিম ফর ট্রাডিশন

আসসালামু আলাইকুম,
স্টিম ফর ট্রেডিশন কমিউনিটির সকল সদস্য ও মডরেটরদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও হৃদয় নিংড়ানো ভালবাসা। সকলেই কেমন আছেন? আশা করি সকলেই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভাল আছি।আজকে চিরিরবন্দর উপজেলায় রেলব্রীজ সম্পর্কে আলোচনা করব।

IMG-20230825-WA0024.jpg
কাঁকড়া রেলব্রীজ

আমাদের বাড়িতে চিরিরবন্দর রেলব্রীজ প্রায় ১৬ কিলোমিটার দূরে অবস্থিত। এই রেলব্রীজটি যেতে অটোভ্যান,মোটরসাইকেল, বাস যেকোন পরিবহনে যাওয়া যায়। তবে আমাদের বাড়ি থেকে যেতো হলে সড়ক যোগাযোগ বলা যায় মোটামুটি ভাল। আমি ও কয়েকবার গিয়েছিলাম এই রেলব্রীজে ঘুরার জন্য। চিরিরবন্দরের এই রেলব্রীজটি অনেক পুরনো একটি রেলব্রীজ।তবে আগেকার পুরনো রেলব্রীজটি ভেঙ্গে নতুন করে নির্মাণ করা হয়। রেলব্রীজে অনেক পর্যটন ঘুরতে আসে বেশ ভালই লাগে। কাঁকড়া নদীর উপর নির্মাণ করা এই রেলব্রীজ।

IMG-20230825-WA0023.jpg
IMG-20230825-WA0021.jpg

চিরিরবন্দর রেল স্টেশন থেকে প্রায় ২০০ ফিট দূরে অবস্থিত। তবে এই জায়গাটি খুব সুন্দর আর মনোরম পরিবেশ দ্বারা অন্তর্ভুক্ত। এই কাঁকড়া রেলব্রীজটি দেখার মতো। আগেকার বেইলি ব্রীজের পরিবর্তে বর্তমান সময়ে কনক্রিট এর ব্রিজ। নদীটিতে সারাবছরই পানি থাকে কম বেশি। তবে শুকনো মৌসুমে এই ব্রীজে নিচে চর ভেসে ওঠে আরো দেখার মতো হয়। চিরিরবন্দর উপজেলায় কাঁকড়া নদীর পানি শুকিয়ে গেলে প্রয়োজনীয় অধিকাংশ সব ধরণের বালী এখান থেকে উত্তোলন করা হয়। এছাড়া এই নদীর আশে পাশের জেলেরা এখান থেকে মাছ সংগ্রহ করে জীবিকা নির্বাহ করে থাকে।জেলেদের মাছ ধরার দৃশ্ বেশ ভাল লাগে। আমি দেখেছি জেলেদের মাছ ধরা।

IMG-20230825-WA0023.jpg
IMG-20230825-WA0017.jpg

এই কাঁকড়া নদীর উপর দিয়ে বয়ে যাওয়া রেলব্রীজটি দেখতে বেশ সুন্দর। এখানকার পরিবেশ বেশ সুন্দর ও মনোরম তাই তো পর্যটকদের এখানে আনাগোনা বেশি। প্রায় সবসময় দেখা যায় এই ব্রীজে লোকের সমাগম।অনেকেই ঈদের সময় কাঁকড়া ব্রীজে আসে প্রিয়জনকে সাথে নিয়ে ঘুরে। এখানে নৌকায় চড়ে নদীর এপার থেকে ওপারে ঘুরাঘুরি করা যায়। তবে বর্তমান সময়ে বর্ষাকাল তাই নদীর পানি কানায় কানায় পরিপূর্ণ। কাঁকড়া ব্রীজ থেকে কারেন্টের হাট দুই কিলোমিটার দূরে অবস্থিত। তো এই ছিল আমার আজকে কাঁকড়া ব্রীজ নিয়ে পোস্ট সকলেই ভাল থাকবেন এবং সুস্থ থাকবেন। আমার ব্লগটি পরিদর্শন করার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।

IMG-20230825-WA0016.jpg
কাঁকড়া নদী

4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q94i8e38qvF9HBknYTWLbKs3wg1cbtfZvU44CUYbBqLEEX6YDgQznQURMvBExn7FCAPjAUKLwJ1kpe.png

You can also vote for @bangla.witness witnesses

3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpvDGTmz6yM4BdeUwpQ8vMxtR3sQse9kG46R2Lk4NBaGfzPmL5tiA85DdFd7TDvbMGaNMAY2RBgSWfNp5kM1Qjr3515gWKvjxzADBcu4.png
Vote for @bangla.witness
Sort:  
 10 months ago 

অসাধারণ একটা পোস্ট আমাদের সাথে শেয়ার করেছেন ভাই। কাঁকড়া রেলব্রিজ সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনি এখানে তুলে ধরেছেন। তবে যখন কাশফুল ফোটে তখন আমাদের এলাকার এই কাঁকড়া রেল ব্রিজের সৌন্দর্য আরো কয়েকগুণ বেড়ে যায়। এমনিতে সাধারণ দিন গুলোতেও অনেক মানুষ এখানে ঘুরতে আসে। প্রতিবছর ঈদের দিনগুলোতে এখানে এতটাই ভিড় থাকে যা অবাক করার মত। আপনার পোষ্ট দেখে অনেক ভালো লাগলো ভাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 10 months ago 

চিরিরবন্দর কাঁকড়া রেলব্রিজ এ জায়গায় অনেক ছোট বেলায় গিয়েছিলাম।আপনার ফটোগ্রাফি দেখে বুঝলাম অনেক কিছু পরিবর্তন হয়েছে সে জায়গাটির।আপনি অনেক সুন্দর করে লিখেছেন জায়গাটি সম্পর্কে।যারা কখনো যায়নি তারা জানতে পারবে আপনার পোস্ট পড়ে।আপনার ছবি গুলো অনেক সুন্দর হয়েছে।ধন্যবাদ আপনাকে।

 10 months ago 

ধন্যবাদ।

 10 months ago 

চিরিরবন্দর কাকড়া ব্রিজটি আসলেই সত্যি দেখার মত একটি জায়গা। এটি বর্তমানে একটি পিকনিক স্পটে পরিণত হয়েছে। আপনি দারুন কিছু ছবি উপহার দিয়েছেন। শীতকালে এখানে যখন চর বের হয় তখন এটি দেখতে আরো সুন্দর লাগে। অবশ্য কিছুদিন পর এখানে কাশফুল ফুটবে। অনেকেই ঈদের সময় এখানে ঘুরতে যায়।আমরাও এ বছর যেতে চেয়েছিলাম কিন্তু পরে আর যাওয়া হয়নি। আপনি দারুণভাবে ব্যাখ্যা করেছেন। ধন্যবাদ আপনার সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 10 months ago 

ধন্যবাদ।

 10 months ago 

চিরিরবন্দর কাঁকড়া রেলব্রীজ দেখতে অসাধারণ, আমরা গিয়েছিলাম এই ব্রীজ দেখতে, ওখানকার পরিবেশ অনেক সুন্দর। মুগ্ধ হবার মতো, কাঁকড়া নদীর পানির স্রোত অনেক। অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর উপস্থাপন করার জন্য। ফটোগ্রাফি দারুন হয়েছে। এ ব্রীজ এখন পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। অনেক দর্শনার্থীর ভীড় থাকে এই কাঁকড়া রেল ব্রীজ এ। অসংখ্য ধন্যবাদ ভাই।

 10 months ago 

ধন্যবাদ ভাই।💞

চিরিরবন্দর কাঁকড়া রেলব্রীজ সম্পর্কে খুব সুন্দর আলোচনা করেছেন ভাই।আপনার তোলা ছবিগুলো অনেক সুন্দর হয়েছে। ব্রীজটা দেখতে অনেক সুন্দর লাগছে এবং আশেপাশের পরিবেশ অনেক সুন্দর। অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 10 months ago 

ধন্যবাদ ভাই।

 10 months ago 

চিরিরবন্দর কাঁকড়া রেলব্রিজ নিয়ে সুন্দর একটা পোস্ট উপস্থাপন করেছেন ভাই। আমি এই কাঁকড়া নদীতে কয়েকবার গেছিলাম। তবে ওই সময় রেলব্রিজটি পুরাতন ছিল। বর্তমান রেলব্রিজ নতুন করে আরো সুন্দর লাগে।কাঁকড়া রেলব্রিজ দেখার জন্য অনেক জায়গা থেকে মানুষ ঘুরতে আসে। আপনি কাঁকড়া রেলব্রিজ নিয়ে সুন্দর ভাবে বিস্তারিত আলোচনা করছেন।আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 10 months ago 

Feedback / Observation

চিরিরবন্দর কাঁকড়া রেলব্রীজে অনেকবার গিয়েছি যা বলে শেষ করা যাবে না। এটি একটি দর্শনীয় স্থান। অনেক লোকের সমাগম এখানে হয়।

ভুল বানানঃ নাই। 🙂
অনুপস্থিত শব্দ(Missing Word): 🙂
ভাষার গরমিলঃ নাই। 🙂
Regards
@md-sajalislam (Moderator)
Steem For Tradition