কৃষক বাঁচলে বাঁচবে দেশ

in Steem For Traditionlast year
স্টিম ফর ট্রেডিশন

স্টিম ফর ট্রেডিশন কমিউনিটির সকল সদস্য ও মডরেটরদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও হৃদয় নিংড়ানো ভালবাসা। সকলেই কেমন আছেন? আশা করি সকলেই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভাল আছি।

IMG_20230730_104827.jpg

বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। বাংলাদেশের অর্থনীতি বিশেষভাবে কৃষির সাথে ওতোপ্রোতো ভাবেই জড়িত। বাংলাদেশের বেশির ভাগ মানুষের জীবিকার একমাত্র উৎস হলো কৃষিখাত। ভৌগোলিক অবস্থানে কৃষিখাতে উপযুক্ত তবে বাংলাদেশের মাটি যে কোন দেশের থেকে উর্বর। ফলস উৎপাদনের জন্য বিশেষ জরুরি।বাংলাদেশের অর্থনীতিকে শক্তিশালী করতে হলে কৃষিখাতের কোন বিকল্প নেই। বর্তমানে বাংলাদেশের কৃষি অবস্থা ও কৃষকের অবস্থা একেবারেই নাজেহাল। বাংলাদেশে ৮০শতাংশ লোক কৃষিকাজের উপর নির্ভর করে জীবিকা নির্বাহ করে। আমাদের দেশে ধানের চাষাবাদ না হলে অনেক বিপাকের মধ্যে পড়তে হবে।কৃষক বাঁচলে বাঁচবে দেশ এটাই শ্লোগান।ধানের চাষাবাদ হলে আমাদের দেশ অনেক বিপর্যয় মধ্যে পড়বে।

IMG_20230730_104908.jpg
IMG_20230730_104920.jpg

আমাদের দেশের শ্রমিক যারা আছেন তারাই একমাত্র ভরসা হলো কৃষক। আর কৃষক যদি না বাঁচে তাহলে শ্রমিকরাও বাঁচবে না। কৃষকের উপর নির্ভর করে তারা জীবিকা নির্বাহ করে। শ্রমিকেরা না থাকলে এই ধান চাষাবাদ করা হতো না। শ্রমিকেরা এই রোদ আর বৃষ্টিকে কোন কিছু মনে করে না। তাদের সহ্য করার ক্ষমতা আছে।কৃষকেরা সাধারণ রোপা আমনের থেকে দোগাছি চারা দিয়ে অধিক পরিমাণে ফলন পাবে বলে আশাবাদী সবদিকে শুরু হয়েছে ধানের চারা লাগানর ধুম এতে করে শ্রমিকের সংকট দেখা দিচ্ছে। তবে এই শ্রমিকেরা দিন হাজুরা হিসেবে পাঁচশত টাকা থেকে শুরু করে এক হাজার টাকা পর্যন্ত উপার্জন করছেন। শ্রমিকেরা অনেক সময় বিঘা প্রতি দুই হাজার টাকা বিঘা জমিতে চারা লাগাচ্ছে।

IMG_20230730_104823.jpg
IMG_20230730_104324_Burst02.jpg
IMG_20230730_104324_Burst01.jpg

আমাদের দেশে কৃষির ওপর বেশি জোরদার করা হয়েছে। এবারের আমন মৌসুমে ধানের চারা উৎপন্ন করার জন্য সঠিক জমি নির্বাচন করতে হবে। তবে আবহাওয়া প্রতিকুলতার মাঝেও এবারের ধানের চারা উৎপন্ন করা অনেক দেরি হয়ে গেছে। তার মুলকারন হলো বৃষ্টি না হওয়ার কারনে। এবারের মৌসুমে কোন বৃষ্টি না হওয়া মানুষ অনেক বিপদে পড়ে গেছে। আকাশের বৃষ্টির অপেক্ষায় না থেকে অনেকেই শ্যালোমেশিন আর বিদ্যুৎ চালি মটর দিয়ে জমি চাষাবাদ করে ধানের চারা ফলাচ্ছে।কৃষকেরা প্রথমত ধানের চারা গুলো তুলে তুলে আঠি আঠি করে বেধে রাখে। এরপরে জমির পাওয়ার ট্রিলার দিয়ে কাঁদা কারার পর মই দেয়া হয়। এরপর কৃষকেরা দলবদ্ধভাবে জমি ঠিকা নেয়। এরপর তারা ধানের চারা জমিতে ফলায়।আমার ব্লগটি পরিদর্শন করার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।

4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q94i8e38qvF9HBknYTWLbKs3wg1cbtfZvU44CUYbBqLEEX6YDgQznQURMvBExn7FCAPjAUKLwJ1kpe.png

পোস্টটি পড়ার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ
Sort:  
 last year 

আমাদের এই দেশ কৃষি প্রধান দেশ৷ আমাদের দেশে বছরে ২ বার ধান চাষ করা হয়। এখন ইরির সিজন কৃষকরা মাঠে ধানের চারা রোপন করছে। কৃষকরা আছে বলেই আমরা ভাত খেতে পারছি।

 last year 

ধন্যবাদ।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 last year 

ভাই কৃষকদের অসাধারণ ছবি তুলেছেন। কৃষকরা আমাদের দেশের গর্ব। কৃষকদের উন্নয়নের জন্য সরকারের‍ যথাযথ ব্যবস্থা নেয়া উচিত। আশা করি আগামী কয়েক দিনে পর্যাপ্ত বৃষ্টি হবে এবং ফসলের চেহারা পালটে যাবে।

 last year 

ধন্যবাদ।

 last year 

বাংলাদেশ কৃষি নির্ভর একটি দেশ। আমাদের দেশের অঅর্থনীতির বেশির ভাগ নির্ভর করে থাকে কৃষির।উপরে। এই গরমের মধ্যেও কৃষক সম্প্রদায় ধানের গাছ রোপণ করতেছে যা কষ্টসাধ্য হলেও লাগানো অনেক প্রয়োজন। তবে আমাদের এলাকার তুলনায় আপনার এলাকায় কৃষকদের মজুরি কম মামা।

 last year 

ধন্যবাদ।

 last year 

বাংলাদেশ কৃষি প্রধান দেশ। এ দেশের কৃষক আমাদের সম্পদ। কৃষক তার নায্য মূল্য পায় না, যার কারণে কৃষক চায়না তার সত্বান কৃষক হোক। এ দেশের অর্থনৈতিক চাকা ঘোরায় কৃষক। আপনি অনেক সুন্দর ফটোগ্রাফি করছেন ভাই। অনেক ভালো লাগলো, দেখে মুগ্ধ হয়ে গেলাম। সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করছেন ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে এতো সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

ধন্যবাদ।

 last year 

বাংলাদেশের অধিকাংশ মানুষ কৃষিকাজ করে তাদের জীবিকা নির্বাহ করে। কৃষকেরা অনেক পরিশ্রম করে তাদের জমিগুলোতে ফসল ফলায়। যে ফসল আমাদের প্রত্যেকের বেঁচে থাকার জন্য দরকারি। কৃষক ও কৃষি নিয়ে অসাধারণ একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করেছেন ভাইয়া। ধন্যবাদ আপনাকে।

 last year 

ধন্যবাদ।

 last year 

বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। এদেশের বেশীরভাগ মানুষই কৃষির সাথে সরাসরি সম্পৃক্ত। মৌসুমি জয়বায়ুর কারনে এদেশে ভালোই ফসল উৎপাদন হয়। যার কারনে দেশের অর্থনীতিতে কৃষকরা ব্যাপক ভূমিকা রাখে। কৃষকদের নিয়ে চমৎকার একটি পোস্ট করেছেন ভাই। আর শ্রমিকরা অন্রক কষ্ট করে তার জন্য বিঘা প্রতি চারা লাগানো ২হাজার টাকাটা বেশী হয় ন্যায্য বলেই আমার মনে হয়।

 last year 

ধন্যবাদ।

 last year 

আপনি ঠিকই বলেছেন যে কৃষক বাঁচলে দেশ বাঁচবে। বাংলাদেশ কৃষি নির্ভর দেশ। কৃষকদের উৎপাদিত পণ্যই আমরা ভোগ করি। আমাদের দেশের 80 পার্সেন্ট লোকই কৃষি পেশায় নিয়োজিত। তাই তারা যদি ফসল উৎপাদন না করে তাহলে আমরাও বাঁচতে পারব না। সুন্দর একটি বিষয় তুলে ধরেছেন। ধন্যবাদ আপনাকে।

 last year 

ধন্যবাদ।

 last year 

মূলত কৃষি ছাড়া বাংলাদেশ অচল।কৃষি হলো আমাদের একমাত্র মাধ্যম যাতে আমরা আমাদের খাদ্যের চাহিদা পূরণ করতে পারি। অধিক জনসংখ্যার এই দেশে খাদ্যের চাহিদা পূরণের জন্য কৃষক ও কৃষিকাজ অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দারুন একটি পোস্ট শেয়ার করেছেন ধন্যবাদ আপনাকে ভাই।

 last year 

ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 58607.22
ETH 2616.94
USDT 1.00
SBD 2.43