হারিয়ে যাচ্ছে গ্রামীণ ঐতিহ্য মাটির তৈরি জালা

in Steem For Tradition2 years ago
IMG_20230326_092912.jpg
মাটির তৈরি জালা

আসসালামু আলাইকুম, সকলেই কেমন আছেন? আশা করি সকলেই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভাল আছি। অনেক আগের পুরনো মাটির তৈরি জালা। এই মাটির তৈরি জালাতে দেখা যেত অনেক গৃহস্থ্য তারা ধান সংরক্ষণ করে রাখত। এই মাটির তৈরি জালা এখন বিলুপ্তি প্রায়।

প্রাচীনকালে গৃহস্থ্যদের বাড়ির প্রতীক হিসেবে ছিল মাটির তৈরি জালা। আর এই জালায় রাখা হতো কৃষকের ধান। আগেকার সময়ে যেভাবে জালায় ধান মজুদ করে রাখতো কৃষকেরা। বর্তমান সময়ে কৃষকেরা ধান মজুদ রাখার জন্য ইটের তৈরি গোডাউন ঘরে মজুদ করে রাখে।আগেকার মানুষ বিভিন্ন ভাবে ধান সংরক্ষণ করে রাখতো। অনেকেই দেখা যেত ঘরের ভিতরে মাচা বা ডুলির ভিতরে ধান রাখতেন। আবার অনেকেই মাটির তৈরি জালায় সংরক্ষণ করে রাখতেন। মাটির তৈরি যে পাত্রটি দেখতে পাচ্ছেন সেটিকে আমাদের গ্রামে বলা হতো মাটির তৈরি জালা নামেই এটি পরিচিত। এই জালাটির বয়স বলতে পারব না তবে আমার ধারণা মতে ৩০ থেকে ৫০ বছর হবে।এখনো খোঁজ করলে অনেকের বাড়িতে এই মাটির তৈরি ধান রাখার জালা পাওয়া যাবে।

IMG_20230326_093348.jpgIMG_20230326_093426.jpgIMG_20230326_093359.jpg

এই জালাটি আমার শশুর বাড়িতে দেখতে পেয়েছি আজ প্রায় ১৫ বছর পরে। এই জালাটিতে প্রায় ১৫ কেজির বেশি ধান রাখা যায়।এই জালাটি ঘরের কোণে ছিল আমি এই জালাটি বাহিরে নিয়ে আসি। এরপর জালাটি নেড়েচেড়ে দেখলাম অনেক ওজন হবে অনেক আগেই এটি তৈরি করা হয়েছে কুমার দিয়ে। এই জালাটি তেমন নকশা ছিল না। অনেকেই আবার জালার মধ্যে চাল, গম আর চিড়া সংরক্ষণ করে রাখতো।জালা গুলো বিলুপ্ত হওয়া সে ভাবে আমাদের চোখে পড়ে না। তবে অনেকেরই বাড়িতে এই মাটির তৈরি জালা আছে কিন্তু সেই জালা আর কোন কাজে নেই এমনি ভাবে পড়ে আছে নয়তো ভেঙ্গে পড়ে আছে।

আগেকার সময়ে দেখা যেত মাটির বাড়ি বা বাঁশের চাটায় দিয়ে তৈরি বাড়িতে এসব পুরনো ঐতিহ্য খুঁজে পাওয়া যেত। তবে বর্তমান সময়ে মাটির বাড়ি বা চাটায়ের বাড়ি কমে যাওয়া মাটির তৈরি জালার আর দেখা যায় না। এই ধান সংরক্ষণের জালা গুলো সাধারণত ঘরের কোণে রাখা হতো। আধুনিকতা ছোঁয়ায় গ্রামীণ অনেক ঐতিহ্য আমরা হারাতে বসছি। এক সময়ে আমরা এইসব ঐতিহ্য গুলো দেখতে পারবো না একেবারেই বিলুপ্তি হয়ে যাবে।


মাটির তৈরি জালার ফটোঃ


IMG_20230326_093319.jpgIMG_20230326_093228.jpgIMG_20230326_092848.jpg
IMG_20230326_093037.jpgIMG_20230326_093003.jpgIMG_20230326_092940.jpg

বর্তমান সময়ে যদিও বা আমরা মাটির তৈরি জালা হয়তো দেখতে পাচ্ছি এমনও সময় আসবে মানুষ ঐতিহ্য গুলো ভূলে যাবে। আমাদের প্রজন্ম যারা আছি তারা হয়তো ঐতিহ্যগুলো সম্পর্কে জানতে পারতেছি কিন্তু নতুন প্রজন্ম যারা আসতেছে বা আসবে তারা হয়তো ঐতিহ্য গুলো সম্পর্কে তেমন কিছুই জানবে না। তাই আমাদের ঐতিহ্য গুলোকে ঠিকে রাখা।আমার ব্লগটি পরিদর্শন করার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।

4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q94i8e38qvF9HBknYTWLbKs3wg1cbtfZvU44CUYbBqLEEX6YDgQznQURMvBExn7FCAPjAUKLwJ1kpe.png

আমার পরিচয়
IMG_20211213_135300.jpg
আসসালামুআলাইকুম,আমার নাম মোঃ রাহুল । আমার স্টিমিট ইউজার নেম @rahul989। আমি দিনাজপুর জেলার, পার্বতীপুর উপজেলার একজন বাসিন্দা। আমি পড়াশোনা শেষ করছি এখন ব্যবসার পাশাপাশি স্টিমিট প্লাটফর্মে কাজ করতেছি। আমি ফটোগ্রাফি অনেক ভালবাসি।মাঝে মাঝে সময় পেলে যে কোন ধরনের ফটোগ্রাফি করি। অংকন করতে ভালবাসি এবং তাছাড়া আমি ও নিজেই ভাল ভাল রান্না রেসিপি করি।সকলেই ভাল থাকবেন এবং সুস্থ ও নিরাপদে থাকবেন।

4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q94i8e38qvF9HBknYTWLbKs3wg1cbtfZvU44CUYbBqLEEX6YDgQznQURMvBExn7FCAPjAUKLwJ1kpe.png

You can also vote for @bangla.witness witnesses

3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpvDGTmz6yM4BdeUwpQ8vMxtR3sQse9kG46R2Lk4NBaGfzPmL5tiA85DdFd7TDvbMGaNMAY2RBgSWfNp5kM1Qjr3515gWKvjxzADBcu4.png
Vote for @bangla.witness
Sort:  
 2 years ago 

মাটির তৈরি জালা গুলো আমাদের বাঙ্গালীদের ঐতিহ্যের একটি প্রতীক। আধুনিকতার ছোঁয়ায় আমাদের এই ঐতিহ্যগুলো ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে। এই মাটির জ্বালাতে ধান বীজ সংরক্ষণ করা হতো এক সময়। আপনি একটি গুরুত্বপূর্ণ পোস্ট করেছেন ভাই। অতি অসাধারণ হয়েছে। ধন্যবাদ ভাইয়া আপনাকে 🖤

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

গ্রামাঞ্চলে এই মাটির তৈরি চালাতে ধান বীজ সংগ্রহ করে রাখা হতো এবং পরবর্তীতে এই বীজ থেকে বংশ বিস্তার করার জন্য জমিতে প্রয়োগ করা হতো। এতে ধানের মান অনেক ভালো থাকতো। অনেকে আবার চাল সংগ্রহ করে এই জ্বালার মধ্যে রাখত।কিন্তু কালক্রমে এই জ্বালার পরিবর্তন ঘটেছে এখন জায়গা করে নিয়েছে স্টিল। আজ এই মাটির তৈরি জ্বালা প্রায় বিলুপ্তির দ্বারপ্রান্তে ।

 2 years ago 

অনেক সুন্দর একটি কমেন্ট করছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। 💞

Loading...
 2 years ago 

মাটির তৈরি জালা গুলো আমাদের ঐতিহ্য এর সাক্ষী। এখন এগুলো বিলুপ্ত প্রায়। ছোট সময় দেখতাম আমাদের বাড়িতে ধান চাল রাখার জন্য এগুলো ব্যবহার করা হতো। আজ অনেকদিন পরে আপনার পোস্ট এর মাধ্যমে দেখতে পেলাম ভাই। অনেক ধন্যবাদ আপনাকে জালা নিয়ে এতো সুন্দর উপস্থাপন করার জন্য।

 2 years ago 

এই জালাগুলোকে মটকাও বলা হয়ে থাকে। আগে মানুষ এই জালাগুলোতে ধান,গম সংরক্ষণ করা হতো।আমাদের বাড়িতেও এমন জালা রয়েছে যেগুলো আগে ব্যবহার করা হতো কিন্তু এখন আর এগুলো ব্যবহার করা হয় না। এগুলো এখন পরিত্যক্ত।এগুলো এখন ঐতিহ্যে পরিনত হয়েছে যা খুবই দুঃখজনক।মাটির মটকা নিয়ে আপনি অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করেছেন। এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।

 2 years ago 

মাটির তৈরি জালা নিয়ে অনেক সুন্দর একটি পোস্ট করেছেন।এই জালা আমাদের গ্রাম অঞ্চলের ঐতিহ্য। আগেরকার মানুষ জালায় করে ধান চাল সংগ্রহ করতো।সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে লিখেছেন ভাই। অসাধারণ হয়েছে পোস্ট।ধন্যবাদ।

 2 years ago 

মাটি তৈরি সব জালা গুলোতে সাধারণত ধান চাল আরো অনেক কিছু রাখা হয়।তবে সব থেকে বেশি ধান এই রাখা হয়।ধান সংগ্রহ করার জন্য এসব জ্বালা গুলো আমাদের দেশে সবথেকে বেশি গ্রহণযোগ্য ও ব্যবহার করা হতো আগে। তবে বর্তমানে ধান সংগ্রহ করার বিভিন্ন রকম পদ্ধতির কারণে এসব আর তেমন দেখা যায় না গ্রাম বাংলায়। ছবিগুলো খুব সুন্দর তুলেছেন ভাই খুব সুন্দর উপস্থাপন করেছেন। খুব সুন্দর লিখেছেন ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

এখনকার সময়ে এই জালা এর ব্যবহার অনেকাংশে কমে গেছে বললেই চলে। এখন প্রযুক্তির সাথে সাথে সবকিছুই পরিবর্তন হতে চলেছে। আমাদের ও এক সময় ধান ,চাল , গম ইত্যাদি রাখার জন্য ব্যবহার করত। এতে খুব সুন্দর থাকত জিনিস পত্র গুলো। এখন এর ব্যবহার অনেক কমে গেছে। আর আপনি অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন আমাদের মাঝে এই জালা নিয়ে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আগের কার দিনে মানুষ এই জালায় ধান সংরক্ষণ করে রাখতো। কিন্তু বর্তমানে এখন মানুষ ইটের তৈরি গোডাউনে ধান সংরক্ষণ করে রাখে।আমাদের বাসায় ও এরকম দুটি জালা আছে যেগুলো অনেক ভারি।জালা নিয়ে আপনি খুব সুন্দর একটি পোস্ট করেছে। ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.029
BTC 61869.35
ETH 2414.51
USDT 1.00
SBD 2.63