একজন ক্ষুদ্র ফল ব্যবসায়ীর দোকান

in Steem For Traditionlast year
স্টিম ফর ট্রেডিশন

স্টিম ফর ট্রেডিশন কমিউনিটির সকল সদস্য ও মডরেটরদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও হৃদয় নিংড়ানো ভালবাসা। সকলেই কেমন আছেন? আশা করি সকলেই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভাল আছি।

IMG_20230706_131709.jpg

আমাদের বাসা থেকে আমবাড়ী বাজার প্রায় ৬ কিলোমিটার দূরে অবস্থিত। তবে আমবাড়ী বাজারটি পার্বতীপুর উপজেলার মধ্যে পড়ে। আমাদের আশপাশের বাজার থেকে আমবাড়ী বাজারটি বেশ উন্নত। আমবাড়ী বাজারে অনেকগুলো ভাল ভাল শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। আমরা প্রায় সময়ই আমবাড়ী বাজারে যাই যেকোন ধরনের কেনাকাটা করার জন্য। অনেক সস্তা ও সহজলভ্য দামে এখানে সবকিছুই পাওয়া যায়। আমবাড়ী বাজারে বেশ কয়েকটি ফলের দোকান রয়েছে। ফলের দোকানগুলো আকারে মাঝারি আকারে আর দোকানদারেরা বেশ ভালভাবেই কেনাবেচা করে থাকেন।ফলের দোকানগুলোর পরিবেশ মোটামুটি ভাল। আমি আমবাড়ী বাজারের সব দোকানে ঘুরে ঘুরে দেখার পর একটি দোকান আমার কাছে বেশি ভাল মনে হয়েছে আর দোকানদার ছিলে একেবারে কম বয়সের। যে সময়ে তার স্কুলে যাওয়ার কথা ছিল কিন্তুু পরিবারের চিন্তাভাবনা করে সে এই ফলের দোকানে বসে ফল বিক্রি করে থাকেন। ছেলেটির বয়স খু়ৃব কম।

IMG_20230706_130846.jpg
IMG_20230706_131110.jpg

বলতে গেলে আমবাড়ী বাজারে বেশ কয়েকটি ফলের দোকান রয়েছে। ফলের দোকানগুলো সাধারণঁঁত মেইন রাস্তা বলতে দিনাজপুর রোডে রাস্তার দক্ষিণ পাশে । তবে মজার বিষয় হলো এই ফলের দোকানটি শাহ্ হোটেলর সামনে। এই ফলের দোকানের আশেপাশে কোন ফলের দোকান নেই তবে কিছু মুদি খানার দোকান পড়ে। ছেলেটির বয়স খুব একটা নয়। মেইন রাস্তায় ফলের দোকান হওয়ায় বাসের অনেক যাত্রী এসে সস্তায় ফল কিনে। এই৷ দোকানটিতে পরিবেশ বেশ ভালই।ছেলেটি নাম হচ্ছে বাবু। দোকানটি বলা যায় বেশ নিরিবিলি। দোকানে অনেক মানুষের। বাংলাদেশে যে সব ফলগুলো দোকান রয়েছে তার মধ্যে জনপ্রিয় হলো ফলের দোকান গুলো। ছেলেটি ছোট হলেও তার ব্যবসায়ের ধরন ছিল ব্যতিক্রম। তার ব্যবহারের প্রসংশা না করে পারলাম না। আমার কাছে ভিষণ ভাল লাগে তার ব্যবহার। ব্যসায়ের মুল নীতি হলো ব্যবহার। আসলে ব্যবহার ভাল হলে ব্যবসায়ের উন্নতির শিকড়ে পৌছা যায়।

IMG_20230706_130831.jpg
IMG_20230706_130826.jpg

4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q94i8e38qvF9HBknYTWLbKs3wg1cbtfZvU44CUYbBqLEEX6YDgQznQURMvBExn7FCAPjAUKLwJ1kpe.png

পোস্টটি পড়ার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ
Sort:  
 last year 

আমবাড়ি বাজার আমি প্রায় যায়।তবে ফলের দোকান গুলো মেইন রোডে পরে।আপনি ঠিক বলছেন এই বয়সে তাকে স্কুলে যাওয়ার কথা। কিন্তু সে পরিবারের চিন্তা করে ব্যবসায় লিপ্ত হয়ে গেছে।এটা পরিস্থিতির শিকার।আপনি এই ফলের দোকান নিয়ে সুন্দর আলোচনা করছেন।এবার আমবাড়ি বাজার গেলে এই ভাইয়ের দোকানে যাবো।ধন্যবাদ ভাই এতো সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য।

 last year 

ধন্যবাদ।

 last year 

একজন ক্ষুদ্র ব্যবসায়ী ফলের দোকান নিয়ে খুবই সুন্দর উপস্থাপন করেছেন ভাই, হাটে বাজারে মোড়ে এসব ফলের দোকান দেখা যায়। এরা অনেক সাজিয়ে গুছিয়ে ফল রাখে। তবে দিন দিন ফলের দাম অনেক বৃদ্ধি পাচ্ছে। মধ্যবিত্ত এবং নিম্নবিত্তদের কেনার সাধ্যের বাইরে। সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন ভাই, ফটোগ্রাফি দারুন হয়েছে। অসংখ্য ধন্যবাদ ভাই

 last year 

ধন্যবাদ।

 last year 

আমবাড়ি এখজ উন্নত মামা।শাহ হোটেলের কাছে এই দোকানটি আমি দেখেছিলাম।দোকানটিতে এই ছেলে বসে বিক্রি করে। সেখানে সবসময় টাটকা ফল পাওয়া যায়।আপেলের ছবি সেই রকম আসছে মামা। আপনি কি কি ফল কিনেছিলেন?

 last year 

ধন্যবাদ আপনাকে।

আমবাড়ী বাজার এবং আমবাড়ী বাজারের ফলের দোকান সম্পর্কে খুব সুন্দর উপস্থাপন করেছেন ভাই।ফলগুলো দেখেই মনে হচ্ছে অনেক টাটকা। সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

ধন্যবাদ

 last year 

সব সময় ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে টাটকা ফল পাওয়া যায়, কারণ এরা অল্প মালামাল করে খুব তারাতাড়ি বিক্রি হয়ে যায়, তাই ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছেই ফল নেওয়া বেশি ভালো, আপনি অনেক সুন্দর একটি পোস্ট আমাদের উপহার দিয়েছেন, আলোচনার বিষয় বস্তু অনেক সুন্দর ছিলো, শুভকামনা রইলো আপনার জন্য ভাইয়া।

 last year 

ধন্যবাদ।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 last year 

আপনি ঠিক বলেছেন ভাইয়া আমবাড়ি বাজারটি অনেক বড় একটি বাজার। সব ধরনের জিনিস এ বাজারে পাওয়া যায়। আপনি ফলের দোকানটি নিয়ে আমাদের সাথে সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন ভাইয়া। ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে। এসব ফল আমাদের সকলেরই অনেক প্রিয়। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 last year 

ধন্যবাদ।

 last year 

সততাই ব্যবসার মূলধন। যে কোনো কাজে সততা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সততার সাথে কাজ করলে সফলতা নিশ্চয়ই আসবে।এমন দোকান প্রত্যেক বড় বাজারেই থাকে এবং তারা আপেল-কমলার পাশাপাশি সিজনাল ফলও বিক্রি করেন।অনেক ধন্যবাদ আপনাকে।

 last year 

ধন্যবাদ।

 last year 

আমাদের দেশে প্রায় সব জায়গাতে বিভিন্ন ধরনের ফল বিক্রেতা দেখা যায়। তবে সব ফল ব্যবসায়ি ক্ষুদ্র প্রতিষ্ঠান পরিচালনা করেন। দারুণ ফটোগ্রাফি করেছেন আপনি। ধন্যবাদ

 last year 

ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 56769.00
ETH 2325.34
USDT 1.00
SBD 2.36