সেলাই মেশিনে অনেক মানুষের অভাব দুর

in Steem For Traditionlast year (edited)
স্টিম ফর ট্রেডিশন

স্টিম ফর ট্রেডিশন কমিউনিটির সকল সদস্য ও মডরেটরদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও হৃদয় নিংড়ানো ভালবাসা। সকলেই কেমন আছেন? আশা করি সকলেই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভাল আছি।

IMG_20230622_151727.jpg

ঊনিশ শতকের শুরুতেই সেলাই মেশিন তৈরির বেশ কিছু প্রচেষ্টা অনেক ভাবে ব্যর্থ হয়। এক্ষেত্রে মানুষ সেলাই মেশিন অনেক ভাবেই স্বাবলম্বী হচ্ছে । আমাদের দেশে সেলাই মেশিনের মাধ্যমে অনেক লোক বেকারত্ব সমস্যা দুর করছে। সেলাই মেশিন মুলত একটি কাপড় শিলাইকৃত মেশিন এবং এর মুল কাজ উপকরণগুলো সুতোর মাধ্যমে সেলাই করা হয়। সেলাই মেশিন প্রথম শিল্প বিপ্লবের সময় এর উদ্বোধন হয়। যাতে অনেক গার্মেন্টস ফেক্টরীতে কাপড় সেলাইয়ের পরিমাণ কমে যায়। সেলাই মেশিন প্রথম আবিষ্কার করা হয়। এরপর ১৭৯০ সালে থমাস সেন্টের কাজ করেন। পোশাক শিল্পের প্রধান দক্ষতা হলো সেলাই মেশিন। সেলাই মেশিনটি কমবেশি প্রতিটি বাড়িতেই দেখা যায়।

IMG_20230622_151708.jpg

আমাদের দেশে দেখা যায় বাজার বেশ ছোট ধরনের। বাজার ছোট হলেও এই সেলাই মেশিনের চাহিদা বেশি পরিমানে। সেলাই মেশিনের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সকলেই চায়,কমবেশি বাড়িতে সেলাই মেশিন থাক। কাজেই নিজের কাপড় অন্তত নিজেই সেলাই করতে পারে। কাপড় সেলাই করতে অন্তত টাকা বাঁচবে। আবার কেউ বানিজ্যিক ভাবে সেলাই মেশিন নিয়ে টাকা ইনকাম করছে।

IMG_20230622_151643.jpg

এই সেলাই মেশিনের মাধ্যমে অনেক মানুষের অভাব মিটছে। সেলাই মেশিন গুলো হাত ও পা চালিত একটি মেশিন। এতে করে সেলাই মেশিন গুলো প্রত্যন্ত এলাকায় ও এর প্রচলন রয়েছে।আগেকার সময়ে দেখা যেত কাপড় শেলাই করার জন্য বাজারে যেত হতো। কিন্তু বর্তমান সময়ে সেলাই মেশিন গুলো বাড়ি বাড়ি হওয়ায় সহজেই কাপড় শেলাই করা যাচ্ছে। অনেক হতো দরিদ্র মানুষ আছে যারা কিনা সেলাই মেশিনের উপর নির্ভরশীল। সেলাই মেশিন গুলো মূল্য ৫০০০/৬০০০ টাকা পর্যয়ে আনুমানিক। তবে সরকারি ভাবে সেলাই মেশিন দিচ্ছে এবং দর্জির কাজ শিখাচ্ছে।সেলাই মেশিন অনেক আগের পুরনো যা পোশাক শিল্পের অন্যতম হাতিয়ার বলা যায়।আমার ব্লগটি পরিদর্শন করার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।

4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q94i8e38qvF9HBknYTWLbKs3wg1cbtfZvU44CUYbBqLEEX6YDgQznQURMvBExn7FCAPjAUKLwJ1kpe.png

পোস্টটি পড়ার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ
Sort:  
 last year 

সেলাই মেশিন মানুষের সংসার অভাব দূর করে। আপনি ঠিকই বলেছেন ভাই। মেয়েরা সংসারের কাজের পাশাপাশি সেলাই মেশিন এর মাধ্যমে মানুষের বানিয়ে দেওয়ার জন্য কিছু টাকা পায়, সেই টাকা দিয়ে নারীরা স্বাবলম্বী হতে পারে। সংসারের অভাব দূর করতে পারে। অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

ধন্যবাদ।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 last year 

পোশাকশিল্প তৈরির অন্যতম একটি মাধ্যম হলো সেলাই মেশিন সেলাই মেশিন ছাড়া কোন ভাবে পোশাক তৈরি করা সম্ভব নয়। সেলাই মেশিন যারা চালাতে পারে তারা অন্তত নিজের কাপড় গুলো নিজেই তৈরি করতে পারে। যা নিজেকে স্বাবলম্বী করে তোলার জন্য এই মেশিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মামিমে কি নিয়ে দিছেন?

 last year 

ধন্যবাদ।

 last year 

এই সেলাই মেশিনের মাধ্যমে গ্রামাঞ্চলে মহিলা মানুষেরা স্বাবলম্বী হচ্ছে। তারা নিজেদের কাপড় তো সেলাই করে এবং এলাকার মানুষেরও কাপড় সেলাই করে দেন। তার বিনিময়ে তারা কিছু অর্থ নেন।দারুন একটি পোস্ট শেয়ার করেছেন ভাই ধন্যবাদ আপনাকে।

 last year 

ধন্যবাদ।

 last year 

আপনি ঠিকই বলেছেন সেলাই মেশিন মানুষের অভাব দূর করে। একটা পরিবারে পুরুষ অন্য পেশায় নিয়োজিত থাকলে নারীরা সেলাই মেশিনের কাজ করে থাকে যা পরিবারের সচলতা ফিরিয়ে আনে। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 last year 

ধন্যবাদ।

 last year 

অনেক হতো দরিদ্র মানুষ আছে যারা কিনা সেলাই মেশিনের উপর নির্ভরশীল।

আপনি ঠিকই বলছেন ভাই।বর্তমান সময় কম বেশি সবাই সেলাই মেশিনের উপর নির্ভলশীল।আমার ভাবি সেলাই মেশিন দিয়ে অনেক মানুষ কাপড় সেলাই করে।সেলাই মেশিন নিয়ে অনেক সুন্দর বিস্তারিত আলোচনা করছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 last year 

ধন্যবাদ।

 last year 

এওরকম একটি সেলাই মেশিন আমাদের বাড়িতেও আছে। গ্রামের মহিলারা সেলাই মেশিন দিয়ে যেমন নিজের বাড়ির জিনিসপত্র সেলাই করে তেমনি কিছু বাড়তি টাকা উপার্জনও করতে পারে। গ্রামীন মানুষের জীবনে সেলাই মেশিনের গুরুত্ব অপরিসীম।

 last year 

ধন্যবাদ।

 last year (edited)

গ্রাম অঞ্চলের অনেক মানুষ এই সেলাই মেশিন চালিয়ে জীবিকা নির্বাহ করে। অনেক মানুষকে আমি সাবলম্বী হতে দেখেছি । বর্তমানে সেলাই মেশিনের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। অসাধারণ একটি পোস্ট শেয়ার করেছেন। শুভকামনা রইল

 last year 

আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 last year 

এই সেলাই মেশিন ব্যবহার করে কাপড় সেলাইয়ের পদ্ধতি অনেক আগের। আগে এই মেশিনের দাম কিছুটা কম ছিল। বর্তমানে যদিও বৃদ্ধি পেয়েছে তবুও এর ব্যবহার কোন অংশেই কমেনি। গ্রামের অধিকাংশ মেয়ে এই মেশিন ব্যবহার করে সেলাইয়ের কাজ জানে। অনেকে এই মেশিন চালিয়ে স্বাবলম্বী ও হয়েছে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করেছেন ভাইয়া। ধন্যবাদ আপনাকে ।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 58097.21
ETH 2581.79
USDT 1.00
SBD 2.41