বায়ুদূষণের প্রধান সমস্যা হচ্ছে ইটভাটা

in Steem For Traditionlast year (edited)
স্টিম ফর ট্রেডিশন

স্টিম ফর ট্রেডিশন কমিউনিটির সকল সদস্য ও মডরেটরদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও হৃদয় নিংড়ানো ভালবাসা। সকলেই কেমন আছেন? আশা করি সকলেই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভাল আছি।

IMG_20230625_094639.jpg

বেঁচে থাকার জন্য অক্সিজেন গ্রহন করা আবশ্যক। পৃথিবীতে প্রতিটি প্রানীকে বেঁচে থাকার জন্য প্রয়োজন অক্সিজেন আর বায়ু প্রয়োজন। পানির অপর নাম জীবন হলেও জীবনে বেঁচে থাকতে হলে প্রয়োজন বায়ু দূষিত হলে বিভিন্ন রকমের রোগে আক্রান্ত হতে হয়।আমাদের দেশের বায়ুদূষণের প্রায় ৬৫ শতাংশ হচ্ছে ইটভাটা এরজন্য দায়ী। শীতকাল আসলেই শুরু হয়ে যায় ইটভাটার কার্যক্রম। এর ফলে বাড়বে বায়ুদূষণ। বায়ুদূষণের জন্য একমাত্র দায়ী হলো ইটভাটা। এছাড়াও রয়েছে যানবাহন, শিল্প, কারখানা ও নির্মান কাজের কারনে দিন দিন পরিবেশ দূষণ হচ্ছে।ইটভাটা ছাড়া যানবাহন ও অন্যান্য দূষণজনিত কারনেই প্রায় দুই লক্ষাধীক মানুষ মরে যাচ্ছে। দেশে বায়ুদূষন কমছে না বরং ক্রমাগতভাবে বেড়েই চলছে। তবে জরিপ করে দেখা যাচ্ছে, বায়ুদূষণের সংখ্যা যতদিন যাচ্ছে ততই বৃদ্ধি হচ্ছে।তবে ২০১৯ সালের তুলনায় ২০২০গড়ে বায়ু দূষণ বেড়েই চলেছে। এতে করে দেখা যাচ্ছে বায়ু দূষণের সংখ্যা ১৩ শতাংশ হারে বাড়ছে।

IMG_20230716_124556.jpg
IMG_20230716_124537.jpg

বাংলাদেশের ৬৪ টি জেলার মধ্যে ৫৪ টি জেলায় বায়ুর মান আর্দশের মাত্রা চেয়ে খারাপের দিকে যাচ্ছে। বায়ুদূষণের জন্য অনেক কিছুই দায়ী হলো ইটভাটা, শিল্প, কারখানা ও যানবাহন। যানবাহনের কালো ধোঁয়া, বিশেষ করে ক্ষতি করছে।ইটভাটা আমাদের দেশের প্রায় প্রতিটি জেলাতে রয়েছে। ইটভাটার কালো ধোয়া আমাদের শরীরের জন্য যেমন ক্ষতিকর ছিল ঠিক তেমনি আবাদী জমির ক্ষতিকর প্রধান। ফসল হচ্ছে না। আগেকার সময়ে তেমন ইটভাটা ছিল না আর বর্তমানে এত পরিমান যে ইটভাটা হয়েছে বলাবাহুল্য। এই ইটভাটার কারনে আজকাল মানুষ ঐতিহ্যবাহী মাটির তৈরি বাড়িঘর ভেঙে নির্মাণ করছে ইটের তৈরি বাড়িঘর। ইটভাটায় আমাদের পরিবেশকে ধংসের দিকে নিয়ে যাচ্ছে।

ইটভাটা আমাদের নানাদিক থেকে ক্ষতি করে যাচ্ছে। বাসস্থান থেকে শুরু করে কর্মসংস্থান জন্য ইটখোলার যেমন প্রয়োজনীয়তা রয়েছে ঠিক তেমনি বায়ুদূষণ থেকে মুক্তির পথ বেঁচে নেয়া উচিত ছিল ইটভাটার। তবে ইটভাটায় যে নির্গত দূষিত উপাদান আছে তার প্রভাব পরিবেশ এবং স্বাস্থ্যঝুঁকির উপর পড়বে। ইটভাটার কারনে আবাদী জমির ফসল থেকে শুরু করে কোন প্রকারের ফলের ফলনও তেমন হয় না। আমার ব্লগটি পরিদর্শন করার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।

IMG_20230716_124543.jpg
IMG_20230625_094512.jpg

4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q94i8e38qvF9HBknYTWLbKs3wg1cbtfZvU44CUYbBqLEEX6YDgQznQURMvBExn7FCAPjAUKLwJ1kpe.png

পোস্টটি পড়ার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ
Sort:  
 last year 

ইটের ভাটা একদিকে মানুষের উপকার করলে ও অপর দিকে মানুষের অপকার করে থাকে। সুন্দর একটি পোস্ট করেছেন।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 last year 

বর্তমানে ইটভাটাগুলোতে প্রচুর পরিমাণে টায়ার পোড়ানো হচ্ছে যার কারণে ইটভাটার বায়ু দূষণের পরিমাণ আলো বেড়ে যাচ্ছে। অক্সিজেনের ঘাটতি দেখার যাচ্ছে যার কারণে শরীরে বিভিন্ন রকমের চর্ম রোগের প্রাদুর্ভাব দেখা মিলে। ঠিক বলেছেন মামা ইট ভাটাই আমাদের পরিবেশকে নষ্ট করেছে। ভাটার পাশের তো জমিগুলো চাষাবাদ এ করা যায় না।

 last year 

ধন্যবাদ।

 last year 

দেশ অন্যত হচ্ছে তবে বায়ুদূষণের দিক টা আগের মতোই রয়েছে, সত্যি ইটভাটার জন্য আমাদের অনেক ক্ষতির সামুক্ষিন হতে হয়, এর পরেও আমাদের কিছুই করার থাকে না, আপনার পোস্টি পরে ভালোই লাগলো ভাইয়া, শুভকামনা রইলো আপনার জন্য।

 last year 

ধন্যবাদ।

 last year 

জি ভাই সঠিক বলেছেন বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় মাধ্যম হচ্ছে অক্সিজেন। ইট ভাটার ধোয়া বায়ূ অনেক দূষণ করে। কৃষকের ফসলি জমির ক্ষতিগ্রস্ত হচ্ছে। সুন্দর একটি পোস্ট উপস্থাপন করেছেন ভাই। অসংখ্য ধন্যবাদ ভাই

 last year 

ধন্যবাদ।

 last year 

বেঁচে থাকার জন্য আমাদের অক্সিজেন প্রয়োজন।বায়ুদূষণ করার মাধ্যম হচ্ছে ইটভাটা।এগুলো সমস্যার কারনে অনেক মানুষের সমস্যা হয়।আপনি অনেক সুন্দর বিস্তারিত আলোচনা করছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 last year 

ধন্যবাদ।

 last year 

ইট ভাটার কারনে যেমন বায়ু দূষিত হচ্ছে তেমনি এটার কারনে অনেক বেকার লোকের কর্মসংস্থানের ব্যবস্থাও হচ্ছে। ইট ভাটা যদি লোকালয় থেকে অনেক দূরে স্থাপন করা হয় তাহলে এটা মানুষের জন্য অতোটাও ক্ষতিকর হবে না। কিন্তু বর্তমানে ইট ভাটাগুলো লোকালয়ের কাছেই স্থাপিত হচ্ছে এবং এগুলো আমাদের ক্ষতি করছে।

 last year 

ইটভাটা মানে বায়ু দূষণ। এই বায়ু দূষণের মূল কারণের ভেতর ইটভাটা হলো অন্যতম। এই ভাটাগুলো থেকে ক্ষতিকর কালো ধোয়া বায়ু দূষণ করে করে ফসলের অত্যন্ত ক্ষতিসাধন করে। বিশেষ করে ভাটার আশেপাশে যেসব ফসলি জমি থাকে সেগুলো ভালো হয় না।দারুন একটি বিষয় শেয়ার করেছেন আমাদের মাঝে ধন্যবাদ আপনাকে ভাই।

 last year 

এই ইট ভাটার কারণে ব্যাপক পরিমাণে বায়ুদূষণ হয়। বায়ু দূষণ বর্তমানে একটি অন্যতম সমস্যা। যার কারনে মানুষ নানান রোগে আক্রান্ত হচ্ছেন। এই ইটভাটা গুলো থেকে কালো ধোয়া নির্গত হয়। যেগুলো বায়ু দূষিত করে। সুন্দর একটি বিষয় তুলে ধরেছেন। ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 58607.22
ETH 2616.94
USDT 1.00
SBD 2.43