RE: গ্রাম বাংলার ঐতিহ্য গরুর হাল ও লাঙ্গল দিয়ে জমি চাষ এর পদ্ধতি
গরু ও লাঙ্গল দিয়ে জমি চাষ করা অনেক পুরাতন একটা পদ্ধতি, আপনি গরু ও লাঙ্গল দিয়ে অনেক সুন্দর লেখছেন ভাই। আগের কার দিনের মানুষ এই লাঙ্গল দিয়ে জমি চাষ করতো। তবে এখন আধুনিকতার ছোঁয়ায় এই সব পদ্ধতি আর কেউ করে না।গরু আর লাঙ্গল দিয়ে জমি করলে সেই জমিতে অনেক সুন্দর ফসল উৎপন্ন হয়।আপনার পোস্ট পরে খুব ভালো লাগলো ভাই। গরু দিয়ে হাল চাষ করলে জমির উর্বরতা বৃদ্ধি পায়।বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। এ দেশের মানুষের প্রধান কাজ কৃষি। আর লাঙ্গল দিয়ে জমি চাষ আমাদের ঐতিহ্য। তবে এখন লাঙ্গল দিয়ে জমি চাষ দেখা যায় না,আমাদের গ্রামে মাঝে মাঝে আমি গরু ও লাঙ্গল দিয়ে জমি চাষ করা দেখতে পাই। তবে বেশির ভাগ মানুষ এখন আধুনিক পদ্ধতিতে জমি চাষ করে।আসলে আগের মানুষ গুলো অনেক কষ্ট করে তারা জীবন যাপন নির্বাহ করছিল। আমাদের এই গরু ও লাঙ্গল দিয়ে জমি চাষ করা হারিয়ে যাচ্ছে দুইটা আধুনিক যন্ত্রতে,সেটা হলো পাওয়ার টিলার আর একটি হলো ট্রাক্টর এই দুই পদ্ধতি মানুষ এখন বেশি জমি চাষ করে।আগে ছিল শুধু পাওয়ার টিলার আর এখন পাওয়ার টিলারের সাথে সাথে ট্রাক্টর বের হয়েছে যার কারনে আমাদের সেই গরু ও লাঙ্গল দিয়ে জমি চাষ করা দেখতে পাওয়া যায় না। তবে যারা এখনো গরু ও লাঙ্গল দিয়ে জমি চাষ করে তারা সেই আগের ঐতিহ্য এখনো টিকে রাখছে।আপনার পোস্ট পরে খুব ভালো লাগলো ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।