গ্রাম অঞ্চলের ঐতিহ্যবাহী বাঁশের তৈরি "টং"

in Steem For Traditionlast year


☘️প্রিয় বন্ধুরা☘️


আসসালামু আলাইকুম"
Steem__For__Tradition এর সকল ভাই বোন বন্ধু ও সদস্যবৃন্দগণ সবাইকে জানাই আমার সালাম আসসালামু আলাইকুম এবং অন্য সম্প্রদায়র প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালো বাসা আশা করি আপনারা সবাই ভাল আছেন।আলহামদুলিল্লাহ আমি আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের ছোট বড় দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি

GridArt_20230724_175950729.jpg

আজকে আমি আপনাদের মাঝে ঐতিহ্যবাহী বাঁশের তৈরি টং নিয়ে আলোচনা করবো।আশা করি আমার আলোচনা সবার ভালো লাগবে।আমাদের দেশে কিছু কিছু ঐতিহ্য টিকিয়ে আছে আবার কিছু কিছু ঐতিহ্য বিলুপ্ত হয়ে যাচ্ছে।বাঁশের তৈরি টং আমাদের পুরনো দিনের ঐতিহ্য।বর্তমান এটা এখনো চলমান রয়েছে।টং হলো আমাদের বিশ্রাম নেওয়ার একটি স্থান।টং আমাদের প্রতিটা গ্রাম অঞ্চলে দেখা পাওয়া যায়।গ্রাম অঞ্চলের মানুষ টংগের মধ্যে অনেক আড্ডা হাসাহাসি করে।

IMG-20230721-WA0001.jpg

বর্তমান সময় আমাদের দেশে সব সময় কারেন্ট যাওয়া আসা করতেছে।এবং মানুষের কাছে এটা অধৈর্য কর মনে হচ্ছে।মানুষ রাতে দিনে এক সময়েও ভালো ভাবে ঘুম পারতে না পারে।শুধু মাত্র কারেন্টের জন্য।যখন কারেন্ট চলে যাচ্ছে তখন দেখা যাচ্ছে অধিকাংশ মানুষ বাইরে টংগে বসে আছে।বাইরে বসে থাকলে অনেকটায় শান্তি পাওয়া যায়।আমাদের গ্রাম অঞ্চলে অনেক আগে একটা টং ছিল বর্তমান সময় নেই।এবং আমরা কিছু ছেলে বুদ্ধি করে সবাই মিলে একটা টং দেওয়ার চিন্তা ভাবনা করি।সবাই যখন এক মত,তখন আমরা সঙ্গে সঙ্গে কিছু বাঁশ কেটে আনলাম।

IMG-20230721-WA0003.jpg
IMG_20230724_160101.jpg
IMG_20230721_111317.jpg
IMG-20230721-WA0001.jpg
IMG_20230724_160120_1.jpg
IMG_20230721_111325_1.jpg
IMG-20230721-WA0002.jpg

টং তৈরি করতে গেলে সর্বপ্রথম বাঁশের প্রয়োজন।আমরা কয়েকটি বাঁশ আনলাম এবং সুন্দর করে সেগুলো কিছু বাতা করলাম আর কিছু নিচের খুঁটি করলাম।সব কিছু হওয়ার পর এখন আমরা কিছু দড়ি কিনে আনলাম।তার পর গ্রামের এক মুরব্বির কাছ থেকে সব গুলো সুন্দর করে বেঁধে নিলাম।আমাদের গ্রামে টং হওয়ার পর এখন অনেক মানুষ সেখানে বসে থাকে।কারেন্ট চলে গেলে সবাই সঙ্গে সঙ্গে সেই টংগের মধ্যে আসে।কিছু কিছু মানুষ বলতেছে এই টং দিয়ে আমাদের অনেক উপকার হয়েছে।কারন গ্রামের অধিকাংশ মানুষ কাজ করে তাদের জীবিকা নির্বাহ করে।যখন কোনো কৃষক কাজ করে বাসায় আসে তখন তারা সেখানে কিছু সময় বিশ্রাম নিতে পারবে।

IMG-20230721-WA0001.jpg

এটা তাদের জন্য খুব ভালো একটা কাজ।আমি যখনই টংগের মধ্যে বসতে যায় তখনই কেউ না কেউ সেখানে বসে থাকে।তাহলে টং দিয়ে আমাদের সবার উপকার হয়েছে।যেমন আমাদের বাসায় কারেন্ট না থাকলে সেখানে বসে থাকি।আবার গ্রামে টং দিয়ে সবাই ভালো মন্তব্য করতেছে।বলে যে টং টা দিয়ে আমাদের সবার ভালো হয়েছে।তাহলে আমরা গ্রামের মানুষের একটা ভালো কাজ করে দিলাম।আর আমাদেরও ভালো হলো।তো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।




💞আল্লাহ হাফেজ 💞

ছবি সংক্রান্ত তথ্যাবলিঃ
ডিভাইসRedmi 9A
ফটোগ্রাফার@polash123
লোকেশনযশাই হাট,পার্বতীপুর

4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q94i8e38qvF9HBknYTWLbKs3wg1cbtfZvU44CUYbBqLEEX6YDgQznQURMvBExn7FCAPjAUKLwJ1kpe.png

💥আমার পরিচয়💥
আসসালামুআলাইকুম,আমার নাম মোঃ পলাশ সরকার রাজু । আমার স্টিমিট ইউজার নেম @polash123 আমি দিনাজপুর জেলার, পার্বতীপুর উপজেলার একজন বাসিন্দা। আমি পড়া শুনা করি এবং পড়াশোনার পাশাপাশি স্টিমিট প্লাটফর্মে কাজ করি। আমি ক্রিকেট খেলতে অনেক ভালোবাসি।আর ক্রিকেট খেলা দেখতেও খুব ভালবাসি।মাঝে মাঝে সময় পেলে যে কোন ধরনের ফটোগ্রাফি করি। আর অংকন করতেও ভালবাসি।আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদে থাকবেন।


4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q94i8e38qvF9HBknYTWLbKs3wg1cbtfZvU44CUYbBqLEEX6YDgQznQURMvBExn7FCAPjAUKLwJ1kpe.png

You can also vote for @bangla.witness witnesses

3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpvDGTmz6yM4BdeUwpQ8vMxtR3sQse9kG46R2Lk4NBaGfzPmL5tiA85DdFd7TDvbMGaNMAY2RBgSWfNp5kM1Qjr3515gWKvjxzADBcu4.png
Vote for @bangla.witness
Sort:  
 last year 

বাঁশের তৈরি টং গ্রাম অঞ্চলে দেখতে পাওয়া যায়। এই টংয়ে বসে গ্রামের লোকেরা গরমের সময় শীতল হওয়ার জন্য বিশ্রাম নেই। আবার অনেকে ঠান্ডার সময় টংয়ে বসে রোদ গায়ে লাগানোর জন্য বসে।

 last year 

ধন্যবাদ

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

 last year 

গ্রাম অঞ্চলে এই টং গুলো অনেক বেশি আড্ডা জমায়। এই টং গুলো বিশেষ করে তৈরি করা হয় সুপারি গাছের বাতা এবং বাঁশ দিয়ে। বর্তমান সময়ে দিনে বিদ্যুৎ থাকলেও রাত্রেবেলা থাকে না যার কারণে গায়ে একটু বাতাস লাগার জন্য বেশিরভাগ সময় আমরাও এরকম টঙে গিয়ে আড্ডা দেই।

 last year 

ধন্যবাদ ভাই

 last year 

ভাইয়া আপনাদের টংটি অনেক সুন্দর এবং মজবুত হয়েছে, এছাড়াও টং তৈরির প্রসেসটি অনেক সুন্দর করে আলোচনা করেছেন, আমরাও এভাবে টং তৈরি করি ভাইয়া, আপনার পোস্টি পড়ে খুবই ভালো লাগলো, শুভকামনা রইলো ভাইয়া

 last year 

ধন্যবাদ আপনাকে

 last year 

গ্রামের মানুষদের গরমে আশ্রয়ের স্থান হলো এই বাশের তৈরি টং। প্রতিটি গ্রামেই এরকম টং আছে। এখন আবার যখন লোডশেডিং হয় তখন রাতেও গ্রামের মানুষ টং-এ বসে আড্ডা দেয়। বাশের তৈরি টং নিয়ে খুবই চমৎকার একটি পোস্ট করেছেন।

 last year 

ধন্যবাদ

 last year 

গরমে দেখছি সবাই বাঁশের টং নিয়ে পোস্ট করছেন। আসলে এখন এই বাঁশের টঙ এ সবারই বেশি যাতায়াত হচ্ছে। বাঁশর টং নিয়ে আপনি অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। গরমে টঙে বসলে একটু আরাম লাগে। আর এগুলো মূলত ছায়াযুক্ত স্থানে স্থাপন করা হয়। এগুলোতে বসে আড্ডা দেওয়া হয়। ধন্যবাদ আপনার সুন্দর পোস্টটি উপস্থাপন করার জন্য।

 last year 

অসংখ্য ধন্যবাদ আপনাকে

 last year 

বাঁশের তৈরি টং গ্রাম গঞ্জের ঐতিহ্য, গ্রামের মানুষ আড্ডা দেওয়ার জন্য এবং বিশ্রাম করার জন্য এইসব টং স্থাপন করে। বিকেল বেলা থেকে আড্ডা চলে অনেক রাতভর পর্যন্ত। সুন্দর সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করেছেন ভাই। ফটোগ্রাফি দারুন হয়েছে। অসংখ্য ধন্যবাদ ভাই।

 last year 

ধন্যবাদ ভাই

 last year 

thank you

 last year 

গ্রামের মানুষের আড্ডার জন্য অন্যতম একটি স্থান হলো এই টং। বিভিন্ন বয়সের মানুষ এখানে বসে শীতল আবহাওয়ার উপভোগ এবং বিশ্রাম নেওয়ার জন্য একত্রিত হয়। গ্রামে বিভিন্ন ছায়াযুক্ত স্থানে তৈরি করা হয় বাঁশের তৈরি টং। আপনি চমৎকার ভাবে এই পোস্টটি উপস্থাপন করেছেন ।ধন্যবাদ আপনাকে।

 last year 

অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.16
JST 0.030
BTC 65726.71
ETH 2677.61
USDT 1.00
SBD 2.91