ঐতিহ্যবাহী খাবার সম্পর্কীয় প্রতিযোগিতা সপ্তাহ-১ || Traditional Food Contest Week- 1 | @pea07

in Steem For Tradition2 years ago
আসসালামু আলাইকুম

বাঙালির উৎসব মানেই নানা রকমের পিঠা-পুলি। যেকোন ধরনের আনন্দের অনুষ্ঠানে পিঠা একটি অতি পরিচিত খাবার।

20221214_001052_0000.png

'Canva' এর মাধ্যমে তৈরি

সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে আমাদের দেশের ঐতিহ্যবাহী একটি পিঠার রেসিপি বা প্রস্তুত প্রণালী শেয়ার করবো। হয়তো আপনারা অনেকেই এই পিঠাটি খেতে অনেক পছন্দ করেন। আশা করি আপনাদের ভালো লাগবে এই রেসিপিটি।


রেসিপির নামঃ তেলের পিঠা


প্রয়োজনীয় উপকরণ সমূহ


তেলের পিঠা বানাতে খুব বেশী উপকরণের প্রয়োজন হয় না। হাতের কাছেই সকল উপাদান রয়েছে এই পিঠা বানানোর জন্য। আপনি চাইলেই কম উপাদান দিয়ে এই পিঠাটি তৈরি করতে পারবেন।

উপকরণপরিমান
চালের গুঁড়ো২ কাপ
খেজুরের গুড়১ কাপ
ময়দা১/৩ কাপ
লবনএক চিমটি পরিমাণ
তেলপরিমাণ মত
পানিপরিমাণ মত

প্রস্তুত প্রনালী


ধাপ-১


প্রথমে একটি বড় পাত্রে গুড় এবং ১ কাপ পরিমাণ পানি মিশিয়ে সেটি চুলায় ভালো করে মিশিয়ে তাপ দিয়ে নিন। একটু ভালো করে গরম করে নিন কিন্তু পানি আর চিনি ফোটানোর প্রয়োজন নেই। ফোটানো শেষ হলে পানি আর গুড়ের মিশ্রণটি ঠান্ডা হতে রেখে দিন।


ধাপ-২


এখন সেই পাত্রের মিশ্রণটি ঠান্ডা হওয়ার পর তাতে অল্প অল্প করে চালের গুড়ো মিশাতে থাকুন। চালের গুড়ার সাথে ময়দাও দিয়ে দিন। ময়দা তেলের পিঠাকে অনেক নরম বানায়। অনেকে চাইলে গুড়ের পরিবর্তে চিনি দিয়েও এই পিঠা বানাতে পারবেন। সেক্ষেত্রে চিনির তৈরি পিঠাগুলো সাদা রং এর হবে আর গুড়ের তৈরি পিঠা গুড়ের রং এর হয়।


ধাপ-৩


এ ধাপে পিঠা বানানোর মিশ্রণটিতে এক চিমটি পরিমাণ লবন দিয়ে নিন। এখন মিশ্রণ টি ভালো ভাবে মিশিয়ে নিন। যত নরম পিঠার মিশ্রণটি তৈরি করবেন, পিঠা তত সুন্দর হবে।

20221201_174210.jpg

ধাপ-৩

ধাপ-৪


এখন একটি কড়ায় মিডিয়াম তাপে চুলায় বসিয়ে দিন। তাপে কড়াই গরম হওয়ার পর তাতে বেশী করে তেল ঢালুন। আমি এখানে সয়াবিন তেল ব্যবহার করেছি। তেল ভালো করে গরম করে নিন।

20221030_173429.jpg

ধাপ-৪

ধাপ-৫


এই ধাপে তেল গরম হওয়ার পর তাতে একটি গোল চামুচের সাহায্যে পিঠার আগে থেকে বানানো মিশ্রনটি হালকা হাতে ঢালুন।কয়েক সেকেন্ড অপেক্ষা করুন তারপর দেখবেন আপনার পিঠা ফুলে উঠেছে। কিছু সময় গরম তেলে ভেজে তা উঠিয়ে রাখুন।

20221201_174346.jpg

ধাপ-৫

ধাপ-৬


আপনার পিঠাগুলো বানানো শেষ হয়ে গেলে তা টিস্যুর উপর রাখুন তাহলে অতিরিক্ত তেলগুলো টিস্যুতে চলে যাবে। এবং গরম গরম পরিবেশন করুন।

20221201_174546.jpg

20221201_180020.jpg

ধাপ- ৬

এই প্রতিযোগীতায় অংশ গ্রহণ করার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি আমার বন্ধুদের।
@jannatmou
@arjinarahman
@sumi20

Sort:  
 2 years ago 

দারুন, বাড়ির কথা মনে করিয়ে দিলেন, কই ছিলেন আপনি এতোদিন,মেনশন দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ,

 2 years ago 

ধন্যবাদ আপনাকে, আমি একটু অসুস্থ ছিলাম তবে এখন আবার আপনাদের মাঝে ফিরে এসেছি। আশা করি আপনি অংশগ্রহণ করবেন এই কনটেস্টে। খোঁজ নেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে। ❣️

 2 years ago 

খুবই সুন্দরভাবে উপস্থাপন করেছেন। তেলের পিঠা আমারও খুব প্রিয় আর গুড়ের পিঠা বেশি প্রিয়। চমৎকার রেসিপি।

 2 years ago 

masha allah..খাওয়ার জন্য আসিতেছি বেইবি।

 2 years ago 

তেলের পিঠা আমার পছন্দের খাবার।আমি ভিষণ ভালবাসি এই গুড়ের তৈরি করা তেলের পিঠা।আপনি বেশ সুন্দর করে পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করেছেন।আপনার জন্য শুভ কামনা রইল।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে বপনার মন্তব্যের জন্য। শীতকাল মানেই আমাদের দেশে পিঠার উৎসব। পুরো শীতকাল জুড়েই তৈরি হয় নানা রকম পিঠা।

 2 years ago 
CategoryYes ✅ / No ❌
Club StatusClub100 ✅
plagiarism-free
#steemexclusive
Verified user
Bot-free
300 Words

We expected you to be friendly and active in the Steem For Tradition Community. We appreciate your effort. Thank you for sharing your beautiful content with us ❤️.

 2 years ago 

বাহ সত্যি চমৎকার লাগল। আমার কাছে অসম্ভব সুন্দর লাগে এই পিঠা। দাওয়াত দিয়েন আপু😁😁।

 2 years ago 

অবশ্যই, আপনি আমার বাসায় আমন্ত্রিত। সময় করে চলে আসুন। আমি এই পিঠা ভালো বানাতে পারি। ধনয়বাদ আপনাকে।

People in Sri Lanka call this Vandu or Pusnappa. This is a very tasty dish. I have eaten too.

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 61159.70
ETH 2631.81
USDT 1.00
SBD 2.63