ঐতিহ্যবাহী হস্তচালিত সেলাই মেশিন

in Steem For Traditionlast year (edited)
আসসালামু আলাইকুম

আশা করি আপনারা সবাই ভালো আছেন।আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের সাথে পুরো পৃথিবীর ঐতিহ্যবাহী একটি বিষয় নিয়ে লিখবো। আপনারা সবাই এই বিষয়বস্তুটির সাথে পরিচিত। আজ আমি যা নিয়ে লিখব সেটির নাম হলো হস্তচালিত সেলাই মেশিন। চলুন শুরু করি,

20230411_114948.jpg

গুগল এবং উইকিপিডিয়া হতে প্রাপ্ত তথ্য থেকে আমরা জানতে পারি যে, আজ থেকে প্রায় ২০ হাজার বছর পূর্বে মানুষ সেলাই কাজ শুরু করে। তবে তখন সেই সেলাই গুলো করা হত শুধমাত্র হাত দিয়ে। কোন ধরনের মেশিনের সাহায্য ছাড়া। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে সেখানে সেলাই করার জন্য সূচ কি দিয়ে বানানো হতো। হ্যাঁ আপনারা ঠিকই অনুমান করতে পেরেছেন, তখন সূচ হিসেবে ব্যবহার করা হতো বিভিন্ন প্রাণীর হাড় এবং শিং। প্রাণীর হাড় এবং শিং দিয়ে সুচ বানানো হত, সুতা বানানো হতো বিভিন্ন প্রাণীর পেশি থেকে।


20230411_130735.jpg

সেলাই মেশিন আবিষ্কারের ইতিহাস শুরু হয় ১৭৫৫ সাল থেকে। তখন থেকেই বিভিন্ন জ্ঞানী এবং গুণী ব্যক্তিদের বহু চেষ্টার ফলে সর্বপ্রথম ১৮৩৩ সালে একটি সেলাই মেশিন সফলভাবে কাজ করে এবং সেই সেলাই মেশিনটি ছিল একটি হস্তচালিত সেলাই মেশিন। ১৮৩৩ সালের আগে যে সকল হস্ত চালিত মেশিন আবিস্কৃত হয়েছিল সেগুলো শতভাগ সফল ছিলো না।

20230411_114931.jpg

আপনারা চাইলে গুগল থেকে সার্চ করে পৃথিবীর সর্বপ্রথম বানানো হস্তচালিত সেলাই মেশিনটির ছবি দেখে আসতে পারেন। তবে সৃষ্টির শুরু থেকে এখন পর্যন্ত সেলাই মেশিনে খুব বেশি পরিবর্তন দেখা যায়নি। শুধুমাত্র নতুন কিছু সংস্করণ করা হয়েছে পূর্বের সেলাই মেশিনটির থেকে। আমার কাছে বর্তমান সেলাই মেশিনের নকশা অপেক্ষা পূর্বের সেই সেলাই মেশিনটির নকশা খুব বেশি ভালো লেগেছে। যেহেতু এই কমিউনিটিতে নিজের ক্যাপচার করা ছবি ছাড়া অন্য কোন ছবি ব্যবহার করার উপর বিশেষ বিধি-নিষেধ রয়েছে তাই আমি আপনাদের সামনে সেই নকশাটি উপস্থাপন করতে পারছি না।


20230411_114928.jpg
20230411_130730.jpg20230411_115309.jpg

উপরে আমি আপনাদের সাথে যে হস্ত চালিত সেলাই মেশিনটার ছবি শেয়ার করেছি সেটি আমি সম্প্রতি আমার নানা বাড়িতে গিয়ে তুলেছি। এই হস্তচালিত সেলাই মেশিনটির বয়স ৩০ বছরেরও বেশি। তবে এই মেশিনটি খুব বেশি ব্যবহার করা হয় না বলে এটি এখন নতুনের মতই রয়ে গেছে। এটি আমার নানির সেলাই মেশিন। আসলে যত্ন করে যে কোন জিনিস সংরক্ষণ করলে তা নতুনের মতোই থাকে দীর্ঘদিন। একটি হস্ত চালিত সেলাই মেশিনের বিভিন্ন অংশ রয়েছে এবং এটি ব্যবহার করার জন্য কিছু উপাদানের প্রয়োজন। যেমন : কাঁচি, সুতা এবং কাপড়। নিচে আমি একটি সেলাই মেশিনের সাথে যে সকল জিনিসগুলো থাকে তা শেয়ার করছি।

20230411_115316.jpg20230411_120137.jpg
20230411_115025.jpg20230411_115120.jpg

ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি পড়ার জন্য

ধন্যবাদান্তে,
@pea07

Sort:  
 last year 

ঐতিহ্যবাহী হস্তশিল্প সেলাই মেশিন নিয়ে খুব সুন্দর আলোচনা করছেন আপু। আমার বড় ভাবি সেলাই মেশিন ব্যবহার করে।মাঝে মাঝে দেখি তার কাছে অনেক মানুষ আসে সেলাই করতে।আপনি অনেক সুন্দর একটা বিষয় নিয়ে আমাদের পোস্ট উপস্থাপন করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 last year 

আপনাকেও ধন্যবাদ ভাইয়া

 last year 
 last year 

হস্তচালিত সেলাই মেশিনটি দেখেই বোঝা যাচ্ছে অনেক পুরনো। সেলাই মেশিনে কাপড় সেলাই করা এখনো গ্রামগঞ্জে দেখা যায়। আপনি কি সেলাই মেশিনে কাপড় সিলাই করতে পারেন। হস্তচালিত সেলাই মেশিন অনেক সুন্দর একটি পোস্ট উপস্থাপন করেছেন।

 last year 

ধন্যবাদ

 last year 

ঐতিহ্যবাহী হস্তচালিত সেলাই মেশিন নিয়ে অনেক সুন্দর একটি পোস্ট করেছেন।গ্রামের মহিলারা এই সেলাই মেশিন এ কাপড় সেলাই করে তাদের জীবিকা নির্বাহ করে। সুন্দর একটি পোস্ট উপস্থাপন করার জন্য ধন্যবাদ।

 last year 

ধন্যবাদ আপনাকে

 last year 

, আমাদের বাড়িতেও এরকম একটি সেলাই মেশিন রয়েছে। যেটির সাহায্যে আমি সব ধরনের কাজ করি নিজের প্রয়োজন মিটানোর জন্য। আসলে বাড়িতে একটা সেলাই মেশিন থাকলে অনেক উপকার হয়।।

 last year 

ধন্যবাদ আপনাকে ভাইয়া

 last year 

ঐতিহ্যবাহী হস্তচালিত সেলাই মেশিন নিয়ে অনেক সুন্দর একটি পোস্ট করেছেন। হাত দিয়ে চালানো মেশিনগুলো অনেক স্লোলি কাজ করে। একটা কাজ করতে প্রায় অনেক সময় লেগে যায়। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট আমাদের সামনে উপস্থাপন করার জন্য।

 last year 

ধন্যবাদ আপনাকে

 last year 

আপু আপনার পোস্ট দেখে ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেল। পাশের বাসার এক আন্টি দেখতাম এরকম মেশিন দিয়ে সেলাই করতেন।অনেক সময় আগ্রহ নিয়ে সেলাই করা দেখতাম। অসাধারণ একটি পোস্ট শেয়ার করেছেন আপু। শুভকামনা রইল আপনার জন্য

 last year 

ধন্যবাদ আপনাকে

 last year 

আমাদের বাড়িতে এরকম একটি সেলাই মেশিন ছিল। তবে বর্তমানে নেই।আমার চাচি সেটি ব্যবহার করতেন।গ্রামের মহিলাদের এক অন্যতম আয়ের উৎস হলো এই ধরনের সেলাই মেশিন গুলো। খুব সুন্দর পোস্ট করেছেন ধন্যবাদ আপনাকে।

 last year 

ধন্যবাদ ভাইয়া

 last year 

সেলাই মেশিন দিয়ে কাপড় সেলাই করা এখন আর তেমন দেখা যায় না। আগে এই মেশিন গুলো বেশ দেখা যেত। এখন আধুনিক যুগে নতুন কিছু মেশিন বাহির হয়েছে যেগুলো দিয়ে খুব সহজে কাপড় সেলাই করা হয়। আপনি বেশ চমৎকার কিছু তথ্য আমাদের সাথে শেয়ার করেছেন।

 last year 

ধন্যবাদ

Loading...

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 58450.19
ETH 2652.63
USDT 1.00
SBD 2.43