চঞ্চল রিসোর্ট, বিরল, দিনাজপুর ভ্রমণ

in Steem For Traditionlast year
আসসালামু আলাইকুম

আশা করি আপনারা সবাই ভালো আছেন।আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের সাথে একটি রিসোর্ট সম্পর্কে লিখব যেটি আমার শহরে অবস্থিত। আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগবে। চলুন শুরু করি,

20220513_192502.jpg

চঞ্চল রিসোর্টটি শংকরপুর, ধুকুর-ঝাড়ি রোড, বিরল, দিনাজপুর-5210 এ অবস্থিত। এই রিসোর্টটি মূলত ছোট বড় কিছু পুকুরের উপর ভিত্তি করে বানানো হয়েছে। এটি একটি গ্রামের মাঝে বিশাল জায়গা নিয়ে স্থাপন করা হয়েছে। রিসোর্টটি সেই পুকুরের চারপাশে বিভিন্ন ধরণের সাজসজ্জা এবং বসার জায়গার উপর ভিত্তি করে। নীচের আমি এই রিসোর্টের কিছু তথ্যা তুলে ধরছি।

অবস্থান : বিরল রোড, দিনাজপুর
গুগল প্লাস কোড :JGVX+PR বিরল


20220513_181224.jpg20220513_181225.jpg
20220513_182116.jpg20220513_181340.jpg

আমি আমার পরিবারের সাথে সেখানে গিয়েছিলাম। আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিই সেখানে ঘুরতে যাওয়ার। রিসোর্টের দিকে রওনা দিতে দিতে আমাদের প্রায় বিকেল ছয়টা বেজে গিয়েছিল। এটি আমার বাসা থেকে খুব বেশি দূরে নয়। সেখানে যাওয়ার রাস্তাটি ছিল অত্যন্ত সুন্দর এবং মনোরম। দুপাশে সবুজ গাছ এবং রাস্তাটি বেশি কোলাহলপূর্ণ নয়। অল্প কিছু গাড়ি চলাচল রয়েছে এই রাস্তায়। এই রাস্তা দিয়ে আপনি ঘুরতে বের হলে আপনার অবশ্যই অনেক ভালো লাগবে।


20220513_185519.jpg

আমরা যাত্রা শুরু করার ২০ মিনিট পর অর্থাৎ ৬ টা ২০ দিকে সেখানে পৌঁছাই।যেহেতু আমরা আগে কখনো এই রিসোর্ট টিতে যাইনি তাই একটি সম্পর্কে আমাদের ধারণা ছিল না। সেখানে যাওয়ার পর জানতে পারি টিকেট কেটে ভিতরে প্রবেশ করতে হবে। তাই আমরা টিকিট কাউন্টার থেকে টিকিট কাটি। ভেতরে প্রবেশ করার জন্য ৪ বছরের কম বয়সী বাচ্চা ছাড়া সবার জন্য টিকিট কিনতে হবে।

20220513_185621.jpg

রিসোর্টে ঢোকার পর দেখলাম একটা খোলা মাঠ চারদিকে সুন্দর স্থাপনা দিয়ে ঘেরা। সেখানে একটি ঘোড়া ঘাস খাচ্ছিল। যেহেতু আমরা যেতে যেতে সন্ধ্যা হয়ে গিয়েছিল ততক্ষণে চারদিক থেকে অন্ধকার নাম শুরু হয়েছে। গোধূলি বেলায় আমি সেই সুন্দর মুহূর্তটি ক্যাপচার করি। এটি সত্যিই একটি দারুণ দৃশ্য ছিল। তারপর আমরা হাঁটতে থাকলাম এবং রিসোর্টের পরবর্তী অংশে গেলাম। ভেতরে যাওয়ার ছোট রাস্তাটি খুব সুন্দর ছিল এবং বিভিন্ন রঙের আলো দিয়ে আলোকিত ছিল। আপনি ছবিতে দেখতে পাচ্ছেন।আমরা রাতের বেলা সেখানে যাওয়ার কারণে আলোর দেখে বেশী ভালো লাগলো।

20220513_191504.jpg20220513_191910.jpg
20220513_191901.jpg

পরিবহন ব্যবস্থা এবং খরচ বিষয়ে বলতে গেলে প্রথমেই বলতে হবে দিনাজপুর শহর থেকে এর দূরত্ব নিয়ে।দিনাজপুর শহর থেকে চঞ্চল রিসোর্ট মাত্র ১২ কিমি দূরে এবং আমার বাসা থেকে মাত্র ৯.৩ কিমি দূরে। তাই দিনাজপুর থেকে যাতায়াত ব্যবস্থা নিয়ে লিখব। আপনি চাইলে বাস, গাড়ি, মোটরসাইকেল বা অটোরিকশা বা সাইকেলে করেও সেখানে যেতে পারেন। দিনাজপুর শহর থেকে খুব বেশি দূরে নয়। এটি পৌঁছাতে মাত্র 18-20 মিনিট সময় নেয়। আমার বেশিরভাগ বন্ধু সেখানে বাইকে করে যায়। আপনি ২০০ টাকা খরচ করে এখান থেকে ফিরে আসতে পারবেন।

20220513_192241.jpg20220513_192229.jpg
20220513_191010.jpg20220513_185426.jpg

আপনার সেখানে বেশি সময় ছিলাম না কিন্তু অল্প কিছু সময়ের মধ্যে অনেক বেশি ভালো লেগেছে আমাদের। আপনারা চাইলে সেখানে গিয়ে ঘুরে আসতে পারেন। যেহেতু এটি একটি রিসোর্ট এইখানে আপনি চাইলে রাত কাটাতে পারবেন। তবে কেমন খরচ হবে সেটি সম্পর্কে আমি জানি না।

ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি পড়ার জন্য

ধন্যবাদান্তে,
@pea07

Sort:  

Congratulations, your post is upvoted by CCS curation trail from CCS - A community by witness @visionaer3003.

png_20230714_223610_0000.png

"Home is where your heart is !❤️."

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81LgoDfTovZFjKgw6zMQtAnAPjGMC8RWTcjJfJscBJfnwR4Gi8DzYa91VcGQiVQ6nybhCecG6tn97bGn4jfYjj26.png
Vote for @visionaer3003 as witness.

 last year 
 last year 

গ্রামের মাঝে এমন রিসোর্ট দেখে খুবই ভালো লাগলো আপু, চঞ্জল রিসোর্টের নাম কখনো শুনা হয়নি, তবে রিসোর্টি আমার ভীষণ ভালো লেগেছে, মনোরঞ্জন একটি পরিবেশ, রিসোর্ট সম্পর্কে আপনার রিভিউ শুনে খুবই ভালো লাগলো, এছাড়াও ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর ছিলো, শুভকামনা রইলো আপনার জন্য আপু।

 last year 

বিরল উপজেলায় অবস্থিত এই চঞ্চল রিসোর্ট সম্পর্কে অসাধারণ একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করেছেন আপু। গুরুত্বপূর্ণ অনেকগুলো তথ্য তুলে ধরেছেন। ফটোগ্রাফি গুলো দেখেই মনে হচ্ছে রিসোর্টটি আসলেই অনেক সুন্দর। যদিও কখনো সেখানে যাওয়া হয়নি। আপনার পোষ্টের মাধ্যমে অনেকটা দেখা হল। ধন্যবাদ আপু আপনাকে।

 last year 

বিরহের চঞ্চল রির্সোটির নাম আমি অনেক শুনেছি।কিন্তু কখনো যাওয়া হয়নি।আপনার পোস্টটি পড়ে চঞ্চল রিসোট সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম।আপনার ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে।ধন্যবাদ আপু চঞ্চল রির্সোট নিয়ে সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

চঞ্চল রিসোর্ট নিয়ে সুন্দর লেখছেন আপু। দিনাজপুর বিরলে এই চঞ্চল রিসোর্ট অবস্থিত।আমি আজ থেকে প্রায় ২ বছর আগে চঞ্চল রিসোর্ট ঘুরতে গেছিলাম।তবে আমি রাতের দৃশ্য গুলো দেখতে পারি নাই।আপনি সুন্দর ভাবে চঞ্চল রিসোর্ট এর আলোচনা করছেন তার সাথে সুন্দর ভাবে ফটোগ্রাফি করছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু

 last year 

দিনাজপুর এর চঞ্চল রিসোর্টে দিনের বেলা অনেকবার এ গেছিলাম। কিন্তু রাতের বেলায় জায়গাটা যে এতটা ফুটে উঠে সেটা আগে জানতাম না। আপনার পোস্টের মাধ্যমে সেটা দেখে অনেক ভালো লাগলো।
আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

বাহ চমৎকার রিসোর্ট চঞ্চল রিসোর্ট, রিসোর্ট এর পরিবেশের সুন্দর লাগলো, তাহলে রিসোর্ট। রাত কাটানোর ব্যবস্থা রয়েছে। ফটোগ্রাফি দারুণ হয়েছে আপি।অসংখ্য ধন্যবাদ আপনাকে

 last year 

আশা করি চঞ্চল রিসোর্টে অনেক ভাল সময় পার করেছেন। আপনার বাসা কি বালুয়াডাঙ্গায় আপু? দিনাজপুর জেলায় এই রিসোর্টের বেশ নামডাক রয়েছে। অনেকবার যাব যাব করে যাওয়া হয়নি।অনেক সুন্দর কিছু ছবি শেয়ার করেছেন। ধন্যবাদ আপনার অভিজ্ঞতা শেয়ার করার জন্য।

 last year 

এর আগে আমাদের একটি মাসিক মিটিং হয়েছিলো এই চঞ্চল রিসোর্টে। আমার কাছে একদম একটা পারফেক্ট যায়গা মনে হয়েছে আপু। সেখানে অবশ্য নিরিবিলি থাকে৷ বেশির ভাগ সময় দেখা যায় সেখানো কোনো না কোনো দল মিটিং করছে। রাতের বেলায় তো আরো সুন্দর লাগছে। আপনি ছবি গুলো অনেক সুন্দর তুলেছেন।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 58607.22
ETH 2616.94
USDT 1.00
SBD 2.43