প্রতিযোগিতার ১২তম সপ্তাহ - দর্শনীয় স্থান - সাগরকন্যা কুয়াকাটা সমুদ্র সৈকত।steemCreated with Sketch.

in Steem For Traditionlast year
আসসালামু আলাইকুম

আশা করি আপনারা সবাই ভালো আছেন।আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আমি প্রতিযোগিতার ১২ তম সপ্তাহ - দর্শনীয় একটি স্থান সম্পর্কে লিখব। এটি অত্যান্ত পরিচিত সমুদ্র সৈকত নিয়ে লিখব যা বাংলাদেশের সাগরকন্যা নামে পরিচিত এবং সূর্যোদয় ও সূর্যাস্তের জন্য বিশেষভাবে পরিচিত। চলুন তবে আমার সেই দর্শনীয় স্থান

কুয়াকাটা সমুদ্র সৈকত
সম্পর্কে জেনে নিই,

png_20230420_235120_0000.png

'Canva' এর মাধ্যমে তৈরি


প্রাকৃতিক সৌন্দর্যের অকৃত্রিম লীলাভূমি হলো এই কুয়াকাটা সমুদ্র সৈকত। এই সৈকতটি অবস্থিত বাংলাদেশের বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার কলাপাড়া থানার লতাচাপলি ইউনিয়নে অবস্থিত। আমি এই সমুদ্র সৈকত দেখতে গিয়েছিলাম ২০২০ সালের ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে। সমুদ্র সৈকতটি দেখতে আমি যেদিন গিয়েছিলাম সেদিন আকাশ মেঘাচ্ছন্ন থাকায় সমুদ্রের ছবিগুলো রৌদ্রোজ্জ্বল হয় নি। এই সমুদ্র সৈকতটি উইকিপিডিয়ার তথ্যানুসারে প্রায় ১৮ কিলোমিটার। বছরের নির্দিষ্ট সময়ে এই সমুদ্র সৈকতটি পর্যটকে ভরে যায়। আকাশ এবং সমুদ্র মিশে সেখানে চমৎকার একটি পরিবেশ তৈরি হয়েছে যা নিজ চোখে না দেখলে বিশ্বাস হবে না।

20200208_111817.jpg20200207_151804.jpg
iMarkup_20230420_220810.jpg20200208_120352.jpg

কুয়াকাটা সমুদ্র সৈকতটিতে বেশ কয়েকটি দর্শনীয় স্থান রয়েছে। নীচে আমি তা তুলে ধরলাম।

  • লেবুর চর


20200208_124037.jpg

লেবুর চর কুয়াকাটা সমুদ্র সৈকত হতে পূর্ব দিকে অবস্থিত এবং এটি প্রধান সমুদ্র সৈকত হতে প্রায় ৫ কিলোমিটার দূরে অবস্থিত। এটি হলো একটি ম্যানগ্রোভ বন যা পূর্বে সুন্দরবনের একটি অংশ ছিল যা পরবর্তী সময়ে সুন্দরবন হতে বিচ্ছিন্ন হয়ে যায়। এখানে গোলপাতা, কেওড়া, গরান, সুন্দরী গাছ রয়েছে। লেবুর চরকে স্থানীয় লোকেরা বিভিন্ন নামে ডাকে। তারা লেম্বুর চর, নেম্বুর চর বলে।কুয়াকাটা সমুদ্র সৈকত হতে অটোরিকশা, ভ্যান মোটরসাইকেলে এই চরে আসা যায়। আমরা অটোরিকশা দিয়ে লেবুর চরে এসেছিলাম। জায়গাটির নাম লেবির চর শুনে আমি ধরেই নিয়েছলাম সেখানে নিশ্চিত লেবুর বাগান রয়েছে এবং সেখানে পৌঁছানোর পর আমি চারদিকে লেবুর বাগান খুঁজেছি কিন্তু পাইনি কেননা নামের সাথে এখানকার গাছের কোনো মিল নেই। এই নামকরণের ঘটনাও আমার জানা নেই তবে কোথায় যেন পড়েছিলাম এই নামটি নেম্বু নামক একজন রাখাইন মেয়ের নাম অনুসারে রাখা হয়েছিল যা পরবর্তীতে পরিবর্তিত হয়ে লেবুর চর হয়েছে। আনন্দের বিষয় হলো এখান থেকে সুন্দরবনের একটি অংশ দেখা যায়।
20200213_095329.jpg

লেবুর চর হলো কুয়াকাটা সমুদ্র সৈকতের প্রধান আকর্ষন। এই জায়গাটিতে না গেলে আপনার ভ্রমণ অপূর্ণ রয়ে যাবে।আমার কাছে এই জায়গাটির সবচেয়ে পছন্দের যা লেগেছে তা হলো তাজা মাছ বাচাই করে আপনি সেগুলো রান্না করতে দিলে তারা তা রান্না করে গরম গরম আপনার সামনে পরিবেশন করবে। রান্নার পরিবেশও বেশ চমৎকার, পরিচ্ছন্ন এবং পরিপাটি। এখানে কাঁকড়ার বিভিন্ন রেসিপি পাপওয়া গেলেও আমরা সামুদ্রিক একটি মাছের আইটেম, চিংড়ি ভাজা, বাঁশপাতা মাছের ভর্তা, ভাল এবং ডাল অর্ডার করেছিলাম। সেগুলোর স্বাদ ছিল খুবই মুখরোচক। আপনি যদি লেবুরচর গিয়ে এখানে খেয়ে না আসেন তাহলে ভুল করবেন।

20200208_125400.jpg20200208_125404.jpg
20200208_130227.jpg20200208_130738.jpg

  • কুয়াকাটা বৌদ্ধ মন্দির


20200207_172252.jpg

এই জায়গাটিতেও বেশ সুন্দর। বৌদ্ধ মন্দিরের ঘরটি একটু ইউনিক ভাবে বানানো আছে।এই ঘরের ভেতর রয়েছে বিশাল আকৃতির একটি বৌদ্ধ মূর্তি। আর এই মন্দিরের কয়েক কদম সামনে ডানপাশে রয়েছে মিঠা পানির কুয়া।


  • ঝাউবন


কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে একটু দূরেই রয়েছে বিশাল আকৃতির ঝাউবন।দূর থেকে সাদা বালু আর ঝাউ গাছ দেখতে খুবই চমৎকার লাগছিল। আমরা কাছাকাছি গিয়েও ঝাউবনের কিছু ছবি তুলে আনি। এগুলো ছাড়াও সেখানে আরো অনেক পর্যটন স্পট রয়েছে যেগুলো আমি পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব।

20200208_120234.jpg20200208_122141.jpg
20200208_123038.jpg

এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি @mainuna এবং @aslamarfin কে।

ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি পড়ার জন্য

ধন্যবাদান্তে,
@pea07

Sort:  
 last year 

অসম্ভব সুন্দর জায়গা কুয়াকাটা সমুদ্র সৈকত। মনোমুগ্ধকর পরিবেশ, সমুদ্রের অসাধারণ অনূভুতি। কখনো যাওয়া হয় নাই এই সমুদ্র সৈকত এ, যাওয়ার ইচ্ছে আছে, অবশ্যই যাবো। আপনি অনেক সুন্দর ফটোগ্রাফি করছেন আপু, মুগ্ধ হয়ে গেলাম। আপু আমাকে আমন্ত্রণ জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ। তবে প্রথম স্থানটা আপনার দখলে😁

 last year 

অনেক ধন্যবাদ ভাইয়া

Loading...
 last year 

কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে একই সজায়গাতে দাঁড়িয়ে সূর্যকে ডুবা ও উঠা দেখতে পাওয়া যায়। অনেক সুন্দর একটি দর্শনীয় স্থান। আমাকে দর্শনীয় স্থান নিয়ে পোস্ট করতে আমন্ত্রণ করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 last year 

অনেক ধন্যবাদ আপনাকে

 last year 

ওয়াও! আপু অসাধারণ ফটোগ্রাফি করেছেন আপনি। আসলে কুয়াকাটার সমুদ্র সৈকত আমাদের দেশে অনেক জনপ্রিয় একটি জায়গা। প্রতি বছর এখানে বিভিন্ন জায়গা থেকে পর্যটন আসে। খুবই সুন্দর ভাবে আমাদের মাঝে কুয়াকাটার সমুদ্র সৈকত নিয়ে আমাদের মাঝে বিস্তারিত আলোচনা করেছেন। ধন্যবাদ ❤️❤️❤️

 last year 

ধন্যবাদ আপনাকে

this is very nice place. ami o ak din jabo.

 last year 

কুয়াকাটা সমুদ্র সৈকত নিয়ে অসাধারণ একটা পোস্ট উপস্থাপন করছেন।কুয়াকাটা সমুদ্র সৈকত জায়গাটি বেশ অনেক সুন্দর, এই সমুদ্র সৈকতে বিভিন্ন এলাকার মানুষ ঘুরতে আসে, আপনি দারুণ ভাবে পোস্ট টি সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করছেন,আপনার পোস্ট খুব সুন্দর লাগলো আপু,আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।

It is very beautiful place. thanks for sharing @pea07

 last year 

Thanks a lot.

 last year 

বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো এই কুয়াকাটা।যাকে সাধারণত বলা হয় সাগরকন্যা। এটি হলো প্রাকৃতিক সৌন্দর্যের এক অকৃত্রিম লীলাভূমি। খুব সুন্দর ফটোগ্রাফি করেছেন আপু ধন্যবাদ আপনাকে পোস্ট করার জন্য

 last year 

ধন্যবাদ আপনাকে

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.12
JST 0.029
BTC 66697.56
ETH 3490.05
USDT 1.00
SBD 3.17