প্রতিযোগিতা- স্কুল জীবনের মজার স্মৃতি

in Steem For Traditionlast year
আসসালামু আলাইকুম

আশা করি আপনারা সবাই ভালো আছেন।আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আমি এই কমিউনিটি কর্তৃক আয়োজিত প্রতিযোগিতা স্কুল জীবনের মজার স্মৃতি অংশ গ্রহন করব। আশা করি আমার লেখাটি আপনাদের ভালো লাগবে। চলুন শুরু করি,

20221126_142356.jpg

আমাদের সকলেরই ছাত্র জীবন অত্যন্ত পছন্দের বলে আমার ধারণা। স্কুলে পড়াশোনাকালীন সময়ে আমাদের সকলের সাথেই কিছু না কিছু মজার ঘটনা ঘটেছে। আমি যখন স্কুলে পড়তাম তখন আমার সাথেও কিছু মজার ঘটনা ঘটেছে। আমরা ক্লাসে মোট ১১জন মেয়ে ছিলাম যাদের বেশীরভাগই ছিল খুবই দূরন্ত। আমাদের সবাই বলত ওরা ১১ জন। আমরা সবাই একসাথে অনেক মজার সময় কাটাতাম। সেগুলোর মাঝে একটি ঘটনা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব।


20221229_102934.jpg

একবার আমাদের স্কুলের প্রধান শিক্ষক অবসর নেওয়ার পর স্কুলের একজন স্যার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হন। উনি প্রধান শিক্ষক হওয়ার পর থেকে আমরা সবাই মিলে স্যারের সাথে নানারকম মজার কার্যক্রম করতাম। মূলত উনাকে বিরক্ত করতাম আমরা। স্যার ক্লাস করানোর সময় ৪৫ মিনিটের মাঝে কমপক্ষে ১৫ বার ক্লাস থেকে বের হতেন (কারণ উনার ক্লাসের সময় বাকী ক্লাসরুমে ঠিকমত ক্লাস হচ্ছে কি না তা দেখতেন তিনি, এতে বাকী টিচারের মনোযোগ দিয়ে ক্লাস নিতেন) আর উনি যতবার ক্লাসরুম থেকে বের হতেন এবং ক্লাসরুমে প্রবেশ করতেন ততবার আমরা ১১জন মেয়ে উনাকে দাঁড়িয়ে সালাম দিতাম। মানে হলো একটি ক্লাসে সময় থাকে টোটাল ৪৫ মিনিট এবং আমরা এই সময়ে প্রায় ৩০ বার দাঁড়াতাম আর বসতাম এবং উনাকে সালাম দিতাম। স্যার বেশ বিরক্ত হতেন এবং বকা দিতেন। উনার বকা আমরা চুপচাপ শুনতাম। উনার ক্লাসে আমরা কোনো কথা বলতাম না কিন্তু একটু পর পর একেক জন বলত, "স্যার, বুঝি নি, আবার বলেন"। মানে সেই স্যারকে এত বিরক্ত করতাম আমরা যে উনি আমাদের ক্লাস নেওয়াই বন্ধ করে দিয়েছিলেন। অন্য স্যার-মেমদের ক্লাসে আমরা যথেষ্ট ভালো ছিলাম এবং আমাদের ব্যাচের সবাই এসএসসি পরীক্ষায় স্কুলের পূর্ববর্তী ব্যাচগুলোর চেয়ে ভালো রেজাল্ট করেছিল দীর্ঘ বছর পর। সবচেয়ে ভালো রেজাল্ট ছিল আমার😇।

20220330_163136.jpg


আমরা মাঝে মাঝেই আমাদের স্কুলের একাউন্ট ম্যানেজমেন্টের স্যারের রুমে যেতাম এবং সেখানে গিয়ে স্যার ক্যালকুলেটর নিয়ে হুদাই নানা রকম হিসাব করতাম আর স্যার বলত, " নষ্ট করে ফেলবি তো তোরা ক্যালকুলেটরটা।" আমরা তবুও শুনতাম না তার কথা। নিজের মত কিছুক্ষণ হিসাব করে চলে আসতাম। এরপর স্যার আমাদের দেখে দূর থেকেই ক্যালকুলেটর লুকিয়ে রাখতেন। আমরা বলতাম, খুব জরুরি হিসাব করতে হবে, আমাদের দেন ক্যালকুলেটর টা। উনি বলতে তোরা যা এখান থেকে হিসাব বাসায় গিয়ে করিস। আমাদের দেখলেই বলত তার অনেক কাজ, তাকে বিরক্ত না করতে। আমরা হাসতাম। তবে কোনো স্যারদের সাথে অসম্মানজনক আচরণ করি নি। আমরা নিশ্চিত স্যারেরা আমাদের কথা মনে করে হাসেন কারন আমরা ভদ্রভাবে বিরক্ত করতাম তাঁদের।

20221114_132308.jpg20221114_132256.jpg

আমাদের সকলের উচিত আমাদের শিক্ষকদের সম্মান করা।

ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি পড়ার জন্য

ধন্যবাদান্তে,
@pea07

Sort:  
 last year 
 last year 

স্কুল জীবনে থাকা অবস্থায় প্রত্যেক মানুষের কিছু না কিছু স্মৃতি জড়িয়ে থাকে। যেগুলো মানুষকে সব সময় ভাবায়। কখনো আনন্দ দেয় আবার কখনো দুঃখ দেয়। অনেক ভালো লেগেছে আপনার পোস্টটি পড়ে। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য

 last year 

ধন্যবাদ

 last year 

আপনাদের ক্যালকুলেটর এর হিসাব টা আমার বেশ ভালো লেগেছে। আচ্ছা আপু আপনারা কিসের হিসাব করেন এটা একটু বলবেন, আমার খুব জানার ইচ্ছা করতেছে।

 last year (edited)

ক্যালকুলেটর দিয়ে আমরা কোনো হিসাবই করতাম না, এমনিই জোরে জোরে বাটনগুলাতে ট্যাপ করতাম😄

 last year 

আপনার পোস্টটি পড়ে আমার ও স্কুল জীবনের কথা মনে পড়ে গেল। স্কুল জীবনের এমন অনেক স্মৃতি রয়েছে যেগুলো কখনোই ভোলা যায় না।স্কুল জীবনের কাটানোর সময়টুকু ছিলঅনেক আনন্দের।ধন্যবাদ আপু আপনার স্কুল জীবনের মজার স্মৃতি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য

 last year 

ধন্যবাদ আপনাকেও

Congratulations...!!! Your Post Selected Got Upvote %
By: Urdu Community cruated by @yousafharoonkhan


Join our steemit Facebook page steemit community to promote the steemit all over the world, and keep continue your quality writing content on steemit


image.png

Subscribe URDU COMMUNITY

Quick Delegation Links

50SP100SP150SP200SP500SP1000SP1500SP2000SP

Our mission to promote Steemit in Urdu Community to all over the world
Stay together
Join the Urdu Community with more confidence.
Steem On

Join our steemit Facebook page steemit community

 last year 

Thanks for the support.

 last year 

বাহ্ আপু আপনি চমৎকার একটি পোস্ট শেয়ার করেছেন। স্কুল জীবনের সবারই এমন কিছু স্মৃতি থাকে। যেগুলো পড়ে মনে হলে মন থেকে হাসি আসে। আপনি অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। প্রতিযোগিতার জন্য শুভকামনা জানাচ্ছি ।

 last year 

ধন্যবাদ আপনাকে

 last year 

স্কুল জীবনের মজার কিছু স্মৃতি সবারই কম বেশি আছে ৷ স্কুল জীবনের স্মৃতি নিয়ে আপনি সুন্দর একটি পোস্ট উপস্থাপন করেছেন আমাদের মাঝে ৷ খুবই সুন্দর লিখেছেন ৷ ধন্যবাদ আপু

 last year 

স্কুল মজার স্মৃতি নিয়ে খুব সুন্দর উপস্থাপন করেছেন আপু,সবার জীবনে অনেক মজার স্মৃতি রয়েছে , বন্ধুদের সাথে আড্ডা দেওয়া স্কুল ফাঁকি দিয়ে অনেক স্মৃতি রয়েছে আমার জীবনে। অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য

Loading...
 last year 

স্কুল জীবনের মজার স্মৃতি নিয়ে অনেক সুন্দর হয়েছে পোস্ট। আপনার পোস্টি দেখে ছোট বেলার কথা মনে পড়ে গেল। সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে সেয়ার করেছে আপু।ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.17
JST 0.032
BTC 63639.69
ETH 2734.77
USDT 1.00
SBD 2.61