আধুনিকতার ছোঁয়ায় বিলুপ্তির পথে প্যাডেল রিক্সা

in Steem For Traditionlast year
আসসালামু আলাইকুম

আশা করি আপনারা সবাই ভালো আছেন।আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের সাথে ঐতিহ্যবাহী একটি যানবাহন নিয়ে লিখবো । আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগবে। চলুন শুরু করি,

GridArt_20230807_172014701.jpgGridArt এর সাহায্যের প্রস্তুত করা হয়েছে

বাংলাদেশের রাজধানী হলো ঢাকা আবার ঢাকাকে কে বলা হয় রিক্সার শহর। এখান থেকেই আপনারা বুঝতে পারছেন যে ঢাকা শহরে কি পরিমাণ রিক্সা রয়েছে। শুধু ঢাকা শহর নয় পুরো বাংলাদেশেই রিক্সা দেখা যায় তবে কালের সাথে সাথে এই রিক্সার মধ্যে অনেক পরিবর্তন এসেছে। আজকে আমি কথা বলব প্যাডেল চালিত রিক্সার নিয়ে। বর্তমানে আমাদের দেশে দুই ধরনের রিক্সা দেখতে পাওয়া যায়। একটি হল পায়ে চালিত বা প্যাডেল রিক্সা অপরটি হল মোটর চালিত রিক্সা বা অটোরিকশা। বিদ্যুতের সাহায্যে চার্জ করে চলা অটো রিক্সার বর্তমানে বাংলাদেশে বহুল ভাবে যানবাহনের প্রধান মাধ্যম হিসেবে ব্যবহার করা হচ্ছে যার কারনে বিলুপ্তির পথে প্যাডেল চালিত রিক্সা। আমি যে শহরে বাস করি সেখানে পা দিয়ে চালানোর রিক্সা দেখা যায় না বললেই চলে। তবে আজকে সকালে আমি একটি প্যাডেল চালিত রিক্সা দেখতে পাই। সাথে সাথে আমি কিছু ছবি তুলে রাখি আপনাদের সামনে উপস্থাপন করার জন্য।

20230806_155628.jpg20230806_155625.jpg

20230806_155559.jpg

ছোটবেলায় এই ধরনের রিক্সা আমি অনেকবার দেখলেও বড় হওয়ার পর তেমন একটা দেখতে পাইনি। এই রিক্সাগুলো চালাতে একজন মানুষের অনেক বেশি পরিশ্রম হয়ে থাকে পক্ষান্তরে অটোরের সাথে ব্যক্তির কোন কায়িক পরিশ্রম হয় না বরং সেটিকে ব্যালেন্স করতে পারলেই অটোমেটিক ভাবে চলে। প্যাডেল চালিত রিকশা সবচেয়ে বেশি আকর্ষণীয় যে অংশ আমার কাছে লাগে সেটি হল রিক্সার পিছনের চিত্র। রিক্সার পেছনের অংশটুকু আসলে বিভিন্ন প্রচারণার কাজে ব্যবহার করা হয়। আগের দিনের বিভিন্ন সিনেমার পোস্টার এ রিক্সার পেছনে ছাপানো হতো প্রচারণা করার জন্য। সেই এগুলো ছিল হাতে আঁকা। আমি এখন যে ছবিটি শেয়ার করছি সেটি অনেক পুরনো দিনের একটি রিকশা হওয়ায় পিছনের রঙিন চিত্রটি ভালোভাবে দেখা যাচ্ছে না কিন্তু এটি দেখে বুঝা যায় আসলে কি রকম চিত্র আঁকানো হত। বর্তমানে রিক্সা যেমন দেখা যায় না তেমনি রিক্সার পেছনের এই চিত্রগুলো দেখা যায় না। তবে এক সময় এই রিক্সার পেছনের অংশটুকু খুব জনপ্রিয় ছিল।

20230806_155633.jpg
20230806_155603.jpg20230806_155618.jpg

20230806_155645.jpg

বর্তমানে রিক্সার পেছনের এই প্রিন্ট এত বেশি জনপ্রিয় যে এই রিক্সা প্রিন্টের শাড়ি এবং থ্রিপিস বের হয়েছে এবং তা বেশ চড়া দামে বাজারে বিক্রি করা হচ্ছে। এছাড়াও একটা রিক্সায় থাকে তিনটি চাকা। পিছনে দুইটি চাকা ও সামনে একটি চাকা থাকে। পিছনে যাত্রী বসিয়ে সামনে রিক্সা চালক থেকে সামনে দিকে এগিয়ে নিয়ে যায়। আর রিক্সার হর্ন অবস্থায় হলো সবচেয়ে সুন্দর। হাতের আঙ্গুলের সাহায্যে হর্ন বাজিয়ে রিক্সা তার সামনের পশু এবং মানুষকে রিক্সার উপস্থিতি জানান দিয়ে থাকে।

20230806_155640.jpg20230806_155643.jpg

ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি পড়ার জন্য

ধন্যবাদান্তে,
@pea07

Sort:  
 last year 

রিক্সা আমাদের পুরনো দিনের একটি যাতায়াতের যানবাহন।আগের দিনে এই রিক্সা ছাড়া কোথাও যাওয়া সম্ভব ছিল না।যারা রিক্সা চালায় তারা অনেক কষ্ট করে প্যাডেল মেরে রিক্সা চালায়।বর্তমান আধুনিকতার ছোঁয়ায় এই ধরনের রিক্সা হারিয়ে যাচ্ছে।আপনি অনেক সুন্দর ভাবে প্যাডেল রিক্সা সম্পর্কে বিস্তারিত আলোচনা করছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু।

 last year 

ধন্যবাদ ভাইয়া

 last year 
 last year 

রিকশায় উঠতে আমার অনেক ভালো লাগতো। কিন্তু এখন আর রিক্সা দেখতে পাওয়া যায় না তাই রিক্সায় ওঠাও হয় না।
আপনার কথাটা একদম সত্য আপু, বর্তমানে আধুনিকতার ছোঁয়ায় রিক্সার ব্যবহার তেমন দেখা যায় না। প্যাডেল রিক্সার ব্যবহার একবারে নেই বললেই চলে। যদিও রিক্সা দেখা যায় সেগুলো মটার চালিত। রিক্সা নিয়ে অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করেছেন আপু। ধন্যবাদ আপনাকে।

 last year 

ধন্যবাদ আপু

 last year 

একটা সময় এই প্যাডেল রিকশা খুবই জনপ্রিয় ছিলো। এখন যেমন রাস্তায় অটো আর অটোরিকশা দেখা যায় আজ থেকে ১৫-২০ বছর আগে দেখা যেতো এই প্যাডেল রিকশাগুলো। এখন আর এগুলো সহজে দেখা যায় না। তবে এখনো অনেক গরীব মানুষ প্যাডেল রিকশা চালায় যারা টাকার অভাবে অটোরিকশা কিনতে পারে না।

 last year 

ধন্যবাদ আপনাকে

 last year 

একসময়ের জনপ্রিয় বাহন ছিল রিক্সা। পায়ে চালিত রিক্সা দ্বারা মানুষ দূরদূরান্তে যাতায়াত করতো। রিক্সা দিয়ে বিয়ের জন্য মানুষ বরযাত্রী যেতো। আপনি অনেক সুন্দর লিখছেন আপু। বেটারি চালিত রিক্সার জন্য পায়ে চালিত রিক্সা এখন বিলুপ্ত। অসংখ্য ধন্যবাদ আপনাকে এতো সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

ধন্যবাদ ভাইয়া

 last year 

এখন আর এই রিকশা গুলো তেমন দেখাই যায় না।রিকশায় উঠতে আমার অনেক ভালো লাগে। ছোট বেলায় এসব রিকশায় আমি অনেকবার উঠেছি।রিকশা নিয়ে আপনি সুন্দর একটি পোস্ট লিখেছেন। ফটোগ্রাফি গুলো ও দারুণ হয়েছে। আপনার পোস্টের মাধ্যমে এই রিকশাগুলো অনেক দিন পর দেখতে পেলাম। ধন্যবাদ আপু

 last year 

অনেক ধন্যবাদ আপু

 last year 

এই রিক্সাগুলো এখন আর নেই বললেই চলে। এই রিক্সাগুলোতে বিভিন্ন সিনেমার পোস্টারের ছবি আঁকা থাকত।এতে যাত্রীদের দৃষ্টি আকর্ষণ করা যায়। এই রিক্সাগুলোতে আমি খুবই কম উঠেছি।কারণ এগুলো শহরে বেশি থাকত।গ্রামে সচারাচর রিক্সা দেখা যায় না। সুন্দর একটি কন্টেন্ট শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে।

 last year 

ধন্যবাদ আপু

 last year 

বর্তমানে মানুষ আলসে হয়ে গেছে তাই আর তেমন প্যাটেল চালিত রিক্সা দেখতে পাওয়া যায় না। ঢাকা শহরে দেখা গেলেও আমাদের এলাকার ছোট ছোট শহর গুলোতে আওব চার্জার চালিত রিক্সা হয়ে গেছে। রিক্সার পিছনের আর্ট গুলো অনেক মাথা খাটিয়ে করা হয়। আগেকার দিনের ছবির দৃশ্যগুলোই মূলত এখানে তুলে ধরা হয়।

 last year 

অনেক ধন্যবাদ ভাইয়া

কি বলেন আপু, 🙂ঢাকার শহরে গেলে আপনি প্যাডেল রিক্সা বাদে অন্য কোনো রিক্সা খুঁজেই পাবেন না।রিক্সা সম্পর্কে খুব সুন্দর আলোচনা করেছেন আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ ।

 last year 

ধন্যবাদ আপনাকে

 last year 

জ্বি আপু ধীরে ধীরে এই প্যাডেল রিক্সা হারিয়ে যাচ্ছে কারণ আধুনিকতার সাথে তাল মিলিয়ে সবাই এখন আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তাদের নিজ নিজ গাড়িতে চার্জার করে নিচ্ছে। অনেক সুন্দর একটি টপিক আমাদের মাঝে শেয়ার করেছেন আপনি আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.15
JST 0.030
BTC 65641.55
ETH 2676.11
USDT 1.00
SBD 2.91