যেভাবে আপনার প্রতিটি পোস্টে বেনিফিসিয়ারি সেট করবেন by @pea07

in Steem For Tradition2 years ago
প্রিয় বন্ধুরা,

আজকে আমি আপনাদের সাথে অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় শেয়ার করব। এই প্লাটফর্মে অনেক সদস্য রয়েছে।যাদের মধ্যে অনেকেই একদম নতুন আবার অনেকেই দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। যারা পুরাতন তারা অভিজ্ঞ এবং তারা মোটামুটি সব রকমের নিয়মকানুন সম্পর্কে অবগত এবং সচেতন। তবে নতুন সদস্যদের অনেকেই গুরুত্বপূর্ণ কিছু বিষয় সম্পর্কে জানেন না , বিশেষ করে কিভাবে একটি পোস্টে বেনেফিশিয়ারি যোগ করতে হয় সেটি জানেন না। সে সকল সদস্যদের সুবিধার্থে আজকে আমি একটি পোষ্টে কিভাবে বেনেফিশিয়ারি প্রদান করতে হয় সেটি সম্পর্কে একটি টিউটোরিয়াল পোস্ট শেয়ার করব। চলুন শুরু করি,

20230106_002227_0000.png

'Canva' এর মাধ্যমে তৈরি


ধাপ-১


প্রথমে আপনি যে কমিউনিটিতে পোস্ট করবেন সেই কমিউনিটিতে প্রবেশ করুন। তারপর আপনি নীল রঙের 'পোস্ট' লেখা অপশন দেখতে পাবেন। তারপর সেখানে ক্লিক করে আপনি আপনার পোষ্টটি লিখুন।

IMG-20230105-WA0024.jpg


ধাপ-২


আপনার লেখাটি শেষ হলে ট্যাগ সেকশনের (tag) একদম নিচে এডভান্সড সেটিংস (advanced settings) এ ক্লিক করুন।

IMG-20230105-WA0025.jpg


ধাপ-৩


এডভান্স সেটিংস এ আপনি দুইটি অপশন দেখতে পারবেন। দ্বিতীয় অপশনটি অর্থাৎ "Who should receive any rewards?" এর ঠিক নীচে এড একাউন্ট ( add account) এ ক্লিক করুন। আমি নীচের ছবিতে লাল রং দিয়ে চিহ্নিত করে দিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে।

IMG-20230105-WA0020.jpg


ধাপ-৪


Add account এ ক্লিক করার পর আপনি দুটি বাক্স দেখতে পারবেন। ১ম বক্সটি হলো আপনি কত পারসেন্ট বেনিফিসিয়ারি দিবেন সেটার এবং ২য় বক্সটি হলো আপনি যার একাউন্টে বেনিফিসিয়ারি দিবেন তার ইউজার আইডি।

IMG-20230105-WA0022.jpg

ধাপ-৫


এখানে আমি ১ম বক্সে ১০% দিয়েছি। বেনিফিসিয়ারি কমপক্ষে ১০% দিতে হয় চাইলে আপনি আরো বেশী দিতে পারবেন। ১০% এর উপরের যেকোন এমাউন্টে বেনিফিসিয়ারি দিতে পারবেন। তারপর ২য় বক্সে আমি @shy-fox লিখেছি কারণ আমি আমার এই পোস্ট থেকে ১০% বেনিফিসিয়ারি @shy-fox কে দিয়েছি।

IMG-20230105-WA0019.jpg


ধাপ-৬


তারপর নীচের সেভ (Save) অপশনে ক্লিক করুন। আপনার বেনিফিসিয়ারি সেট হয়ে যাবে।

IMG-20230105-WA0026.jpg

ধাপ-৭


আপনার বেনিফিশিয়ারি যোগ হয়েছে কি না সেটি চেক করার জন্য দেখুন 'বেনিফিসিয়ারিসঃ ১ সেট' লিখা রয়েছে। যার মানে হলো আপনার পোস্টে একটি বেনিফিসিয়ারি সেট করা হয়েছে। এভাবে আপনি আপনার পোস্টে বেনিফিসিয়ারি যোগ করবেন।

IMG-20230105-WA0023.jpg


বেনিফিসিয়ারি আপনাকে প্রতিবার প্রতিটি পোস্ট করার পূর্বে সেট করে নিতে হবে কেননা এটি অটোমেটিক ভাবে সেট হয় না তাই প্রতিবার ম্যানুয়ালি আপনাকে সেট করে নিতে হবে।


ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি পড়ার জন্য

ধন্যবাদান্তে,
@pea07

স্টীম ফর ট্রেডিশন ডিসকর্ড

image.png


Vote for @bangla.witness

ধন্যবাদ

Sort:  

একটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

 2 years ago 

মন্তব্য করার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ।

 2 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর একটা পোস্ট সম্পর্কে ধারণা দেওয়া জন্য।
ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর একটা পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকেও ধন্যবাদ আমার পোস্টটি পড়ার জন্য।

 2 years ago 

নতুন সদস্য দের বুঝতে সুবিধা হবে। খুবই সুন্দর একটা পোস্ট
ধন্যবাদ আপু

 2 years ago 

নতুনদের জন্য পোস্টটি করা। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আমিও নতুন,, তবে এটা বুঝািয়ে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ

 2 years ago 

ইহা একটি কার্যকরী পোস্ট যারা জানেন না কিভাবে বেনিফিসিয়ারি সেট করতে তাদের জন্য। অনেক ধন্যবাদ সুন্দর ভাবে গুছিয়ে সহজ করে উপস্থাপন করেছেন আপনি।

 2 years ago 

আপনাকেও ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

অনেক সুন্দর ভাবে বুজিয়ে দিয়েছেন।নতুনদের অনেক উপকারে আসবে

 2 years ago 

ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 2 years ago 

খুবই সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে বেনিফিসিয়ারি সেট করার টিউটোরিয়াল শেয়ার করেছেন। নতুনদের বুঝতে খুবই সুবিধা হবে ইনশাআল্লাহ্‌। ধন্যবাদ।

 2 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ এইভাবে বুঝিয়ে দেওয়ার জন্য ।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.030
BTC 63526.15
ETH 3387.82
USDT 1.00
SBD 2.56