ঐতিহ্যবাহি খাবার বড়া

in Steem For Tradition2 years ago (edited)

আসসালামু আলাইকুম, আমার ব্লগে আপনাদেরকে স্বাগতমl

স্টিম ফর ট্রেডিশন কমিউনিটির সকল সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও বুক ভরা ভালবাসা। সকলেই কেমন আছেন? আশা করি সকলেই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালোই আছি ,আজকে আপনাদের মাঝে আমি ঐতিহ্যবাহি খাবার ডালের বড়া নিয়ে আলোচনা করবো ।
IMG_20230131_192952.jpgIMG_20230131_192956.jpg

ইতিহাস :

আজকে আমি বড়া নিয়ে কিছু ইতিহাস বলবো আশা করি।আপনাদের অনেক ভালোই লাগবে আচ্য'র মতে, ১০০ খ্রিস্টপূর্ব - ৩০০ খ্রিস্টাব্দে প্রাচীন তামিলদের মধ্যে নাকি এই বড়া জনপ্রিয় খাবার ছিল। বড়াকে এর ধরন "ভাটাকা" হিসেবে উল্লেখ রয়েছে ১২তম শতাব্দীর সংষ্কৃত বিশ্বকোষ মানাসোলাসা-তে, যেটি তৃতীয় সোমেশ্বর কর্তৃক প্রণীত, যিনি বর্তমান কর্ণাটক থেকে শাসন করেছিলেন। আর ও অনেক ইতিহাস আছে এই বড়া নিয়ে যাই হউক এবার আপনার মাঝে শেয়ার করব কি ভাবে বড়া আপনারা বানাবেন ।

IMG_20230131_193204.jpg

আপনারে কি ভাবে বড়া বানাবেন বা ভাজবেন

আসলে আমি সব কিছু একবারে বলতেছি সে জন্য আমি অনেক দুঃখতো, ডালের বড়া আমার অনেক পছন্দের খাবার,আর ডালারে বড়া প্রায় সব বাড়িতে কম বেশি বানানো হয়।আর অনেক স্বাদের একটা খাবার ডালের বড়া , আমার মনে হয় ডালের বড়া খেতে আপনাদের ও অনেক ভালোই লাগে ।ডালকে বাটার জন্য ডাল পানিতে ভিজিয়ে রাখতে হবে কিছুক্ষন ভিজিয়ে রাখার পর ভাল ভাবে শিলপাট,পাসুন বা পাটার মধ্যে ডালকে ভাল ভাবে বাটটে হবে তার পর ডাল বাটা হলে , আসলে যেইখানে ডাল বাটে অনেক জায়গায় অনেক নাম বলে আমাদের এইদিকে পাসুন,শিলপাট অথবা কেউ পাটা বলে যাই হউক। তারপর একটা পাত্র ঢেলে নিতে হবে,আর ওর মধ্যে দিয়ে দিতে হবে কিছু পরিমান মতো লবন । আর ডালের বড়া ভাজার জন্য চুলায় আগুন দিয়ে পাত্র চুলার উপরে রেখে পাত্র তেল দিয়ে পাত্র গরম করতে হবে।
IMG_20230131_194750.jpgIMG_20230131_194754.jpg

উপাদান:

1. আপনারা যে পরিমানের ডালের বড়া বানাবেন ওই পরিমানের ডাল পানিতে ভিজি রাখবেন ,2. পিয়াজঁ কুচি কুচি করে কাটবেন ,তারপর 3.রসুন ছেচা ছাড়িয়ে নিবেন রসুন থেকে , 4. কাচা মরিচ ,5.হলুদ এর গুড়ো, লবন তারপর জিরা । যা কিছু বড়াতে দিতে হবে সব কিছু দিবেন ।

IMG_20230131_194942.jpg
তারপর বড়াকে ভাল করে বানার জন্য হাতের মধ্যে নিয়ে গোল গোল বানিয়ে একটু চ্যাপ্টা বানিয়ে নিতে হবে । তার পর বড়া ভাজার জন্য তেলের মধ্যে বড়াকে দিতে হবে তার পর বড়াকে উল্টা পাল্টা লালচে করে ভেজে নিতে হবে। ভাল ভাবে বড়া ভাজা হলে বড়াকে তুলে নিতে হবে ,এই রকম করেই সব বড়া ভেজে নিতে হবে।
IMG_20230131_195348.jpgIMG_20230131_195343.jpg

স্টিম ফর ট্রেডিশন কমিউনিটির সকল বন্ধুরা, আমার বড়া ভাজা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন?

Sort:  
 2 years ago 

আমার অনেক পছন্দের খাবার হচ্ছে এই ডালের বড়া।একটু আগেও খেয়েছি। আপনে অনেক সুন্দর ধাপে ধাপে লিখছেন। ধন্যবাদ

 2 years ago 

ধন্যবাদ 💐

 2 years ago 

আপনার পোস্টের মধ্যে অনেকগুলো ভুল আমরা স্পষ্টভাবে লক্ষ্য করতে পারছি। আপনাকে ভাই নিয়মিত ক্লাস করে শিখতে হবে।

 2 years ago 

ঠিক আছে ভাই করব নি ক্লাস

 2 years ago 

বড়া সবাই পছন্দ করে। বড়া নিয়ে সুন্দর একটি পোস্ট করেছেন। বড়া আমাদের এলাকায় সবার প্রিয় একটি খাবার। ধন্যবাদ সুন্দর একটি পোস্ট করার জন্য।

 2 years ago 

অনেক সুন্দর কমেন্ট করার জন্য ধন্যবাদ💐

 2 years ago 

বড়া খেতে বেশ ভালো লাগে যদি গরম হয়, বাড়িতে তেমন একটা বানানো হয় না দোকানের গুলো মাঝে মাঝে খাওয়া হয়। বাড়িতে বানালে স্বাস্থ্য সম্মত হয়।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ধন্যবাদ 💐

 2 years ago 

আপনার পোস্ট এর কিছু লেখা ইন্টারনেট থেকে নেওয়া এভাবে পোষ্ট করা যাবে না৷ সব সময় নিজের মত করে লেখার চেষ্টা করবেন৷ নিজে যা পারবেন তাই লিখবেন।

 2 years ago 

ধন্যবাদ

 2 years ago 

বড়া আমার অনেক পছন্দের একটি খাবার। সুন্দর ভাবে উপস্থাপন করেছেন ভাই । অসাধারন হয়েছে। ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ 💐

 2 years ago 

ধন্যবাদ আপনাকে ডালের বড়া নিয়ে একটি পোস্ট করার জন্য। এই ডালের বড়া খেতে সবাই খুব পছন্দ করে।

 2 years ago 

ধন্যবাদ আপি

 2 years ago 

বড়া সবাই পছন্দ করে, বড়া সবার প্রিয়,আমিও বড়া খেতে খুব ভালো বাসি, ভাজা পোরা জিনিস খেতেই অন্য রকম,ধন্যবাদ আপনাকে সুন্দর একটা পোস্ট উপস্থাপন করার জন্য

 2 years ago 

ধন্যবাদ

 2 years ago 

ডালের ভরা খেতে খুবই সুস্বাদু লাগে। আমার বাড়িতে মাঝে মাঝেই এ ভরা তৈরি করা হয়। যার স্বাদ মনে হয় সব সময় মূখে লেগেই আছে, অনেক সুন্দর রেসিপি শেয়ার করছেন ভাই

 2 years ago 

ধন্যবাদ 💐

 2 years ago 

বড়া খেতে খুব ভালো লাগে বিশেষ করে বাজারে যখন যায় প্রায়ই আমি বড়া খাই।বড়া তৈরি সম্পর্কে খুব সুন্দর ভাবে লিখেছেন ধন্যবাদ আপনাকে ভাই।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া💐

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.26
JST 0.043
BTC 98728.13
ETH 3636.70
USDT 1.00
SBD 2.81