মামাতো বোনের বিয়েতে কিছু সুন্দর মুহূর্ত💓💓💓

in Steem For Traditionlast year (edited)

সবাইকে স্বাগতম



২২-০৬-২০২৩ ইং
রোজ বৃহস্পতিবার


আসসালামু আলাইকুম


আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় এবং আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি সবার প্রিয় কমিউনিটিতে আজকে আমি আপনাদের সামনে একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আলোচনা করবো সেটি হলো মামাতো বোনের শুভ বিবাহ। তো বন্ধুরা চলুন দেরি না করে আজকের বিষয়টা নিয়ে আপনাদের সামনে আলোচনা করা যাক:-----------

কভার ফটো

Picsart_23-06-22_15-24-57-821.png

🍁শুভ বিবাহ🍁

বিবাহ হলো একটি সামাজিক বন্ধন যার মাধ্যমে দুটি দাম্পত্য জীবন শুরু হয়। গায়ে হলুদের পর বিবাহ অনুষ্ঠানের পালা। বিবাহে বিদায়ের জন্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিলো। অনুষ্ঠানে দেখা মেলে আরো অনেক আত্মীয় স্বজনদের। সকাল ১১:৩০ থেকে আত্মীয় স্বজনদের খাওয়া দাওয়ার পালা শুরু হয়ে যায়। এই খাওয়া দাওয়ার পর্বকে আমরা গ্রামের ভাষায় বলে থাকি দানপড়ানি।

এই দানপড়ানিতে বর কনের দাম্পত্য জীবনের প্রয়োজনীয় উপকরণ সামগ্রী দিয়ে থাকে। এই বিবাহ অনুষ্ঠানে খাওয়া দাওয়া করে আত্মীয় স্বজনরা টাকা, টিভি,ফ্রিজ,আলমারি,বাটি সেট,বাসন ইত্যাদি। এইসব গ্রাম অঞ্চলে দেওয়া নেওয়া বেশি হয়ে থাকে। খাওয়া-দাওয়ার পর্ব প্রায় আছর পর্যন্ত চললো। অনেক আত্মীয়-স্বজনদের সাথে সাক্ষাৎ করলাম অনেক ভালই লাগলো। বিশেষ করে ছোট ভাই বোনদের সাথে অনেক সুন্দর সময় কাটিয়েছি।

অনেকদিন পর তাদের সাথে গল্প করে বেশ ভালই লাগলো। আত্মীয়-স্বজনদের খাওয়া-দাওয়া শেষ করার পর সুন্দরভাবে প্যান্ডেলটি সাজিয়ে রাখা হলো বরপক্ষের জন্য। অতঃপর মাগরিবের একটু পর বরপক্ষের গাড়ি চলে আসলো। প্রত্যেকটি বিয়ে বাড়িতে যেমন বরদের গেটে আটকে রেখে শালিকারা চাওয়া পাওয়া নিয়ে ব্যস্ত থাকে সেরকম এখানেও হলো।

সবাই নিলে যখন গেটে হই-হুল্লোড় আতশবাজি পার্টি স্প্রে ইত্যাদি নিয়ে অনেক মজায় হয়েছিলো তখন। গেটের মূল্য পাঁচ হাজার টাকা দেওয়া ছিলো তার মধ্যে বর পক্ষের লোকেরা সাড়ে তিন হাজার টাকা দিয়েছে। তারপর রীতিনীতি অনুযায়ী বরপক্ষকে একটি নির্দিষ্ট জায়গায় বসানো হলো। কাজী সাহেবের মাধ্যমে বিবাহ রেজিস্টারি করা হলো এবং মৌলভীর মাধ্যমে বিবাহ কাজ সম্পূর্ণ করা হলো। বিবাহ কাজ সম্পূর্ণ করার পর মৌলভী সাহেব তাদের দাম্পত্য জীবনের জন্য দোয়া করে দিলেন।

আর দোয়া শেষ হওয়ার পর সকলের জন্য মিষ্টি বিতরণ করা হলো। তারপর শুরু হলো তাদের খাওয়া দাওয়ার পর্ব। প্রতিটি বিয়েতে শালিকারা দুলাভাইদের বিশেষ খাতির দারি করে থাকে। খাতির দারিটা হলো এমন দুলাভাইয়ের পকেট ফাঁকা করার জন্য। সবকিছু নিয়ম রীতিনীতি মেনে তাদের বিবাহটা সম্পূর্ণ হলো। তাদেরও খাওয়া-দাওয়া পর্ব শেষ হওয়ার পর তাদেরকে বিদায় দিলো।

তো বন্ধুরা এই ছিলো আমার আজকের বিয়ে বাড়ি নিয়ে ছোট্ট একটি পোষ্ট। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। সকলে সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করি সকলে ভালো থাকবেন ধন্যবাদ।

ডিভাইসরিয়ালমি ছি১৫
ফটোগ্রাফার@mdparvaj
বিষয়বিবাহ অনুষ্ঠান
স্থানপার্বতীপুর, জমির হাট

🙋‍♂️আমার পরিচয়🙋‍♂️

আমার নাম মোঃ পারভেজ আকতার, আমার স্টিমিট ইউজার আইডির নাম @mdparvaj. আমি পড়ালেখার পাশাপাশি স্টিমিট প্লাটফর্মে কাজ করি। আমি দিনাজপুর জেলায় পার্বতীপুর থানায় জমিরহাট তোকেয়াপাড়ায় বসবাস করি। আমি খেলাধুলা এবং ভ্রমণ করতে অনেক ভালোবাসি।


Vote for @bangla.witness

Sort:  
 last year 

বিয়ে বাড়ি মানেই অনেক আনন্দ। বিয়ে বাড়িতে ভাই বোন সবাই মিলে একসাথে আনন্দ করার মজাই আলাদা। তবে আমার বিয়ের দিনের থেকে গায়ে হলুদের অনুষ্ঠান বেশি ভালো লাগে। আপনার পোস্টটি পড়ে বোঝাই যাচ্ছে আপনার মামাতো বোনের বিয়েতে অনেক মজা করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো ও খুব সুন্দর হয়েছে ধন্যবাদ ভাইয়া

 last year 

ধন্যবাদ আপু

 last year 

অনেক দিন থেকে বিয়ে খাওয়া হয়নি। আসলে বিয়ের অনুষ্ঠানে অনেক আনন্দ উপভোগ করা যায়। তবে বিয়ের মজা হলো গায়ে হলুদ দেয়ার সময়। আপনার তোলা ছবিগুলো বেশ সুন্দর হয়েছে। মামাতো বোনের বিয়েতে অনেক আনন্দ করছেন অবশ্যই।

 last year 

হুম ভাই

Loading...
 last year 

বাহ্ খুব সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করেছেন ভাই।আমি বিয়ে অনেক দিন ধরে খাই নাই। মামাতো বোনের বিয়ের কথা চলছিল বাট সেটা বন্ধ হয়ে গেছে। আপনি কিন্তু দারুণ ফটোগ্রাফি করছেন ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।

 last year 

ধন্যবাদ ভাই

 last year 

বোঝাই যাচ্ছে মামাতো বোনের বিয়েতে আপনি অনেক সুন্দর একটি সময় কাটিয়েছেন। বিয়ে বাড়ি মানেই যেন একটা উৎসব। আমারও বিয়ে বাড়ি অনেক ভালো লাগে। অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 last year 

ধন্যবাদ আপু

 last year 

সেই রকমের খাওয়া-দাওয়া দিয়েছো মনে হয়। আর সোহান তো মনে হয় গোটা গামলা নিয়ে বসছে। যাইহোক অনেক ভালো সময় কাটিয়েছো বিয়ের বাড়িতে। সুন্দর একটা পোস্ট করার জন্য অনেক ধন্যবাদ।

 last year 

ধন্যবাদ ব্রো

 last year 

হুজুর যে থালা ধরি বসছে, খাওন দাওন ভালোয় হইছে মনে হয়৷ মেলা দিন বিয়ে খাওয়া হয় না৷ আর বিয়ে বাড়িতে গেলে খাইতে মন চায় না কেন জানি। আমার মামাতো আর খালাতো ভাই-বোন সব ছোট ছোট, কবে বিয়ে হবে আল্লাহ ভালো জানেন। ভালোই মজা করছো বিয়েতে। শুভ কামনা রইলো নয়া দম্পতির জন্য।

 last year 

ধন্যবাদ ভাই

 last year 

তাদের দাম্পত্য জীবন সুখের হোক এই কামনা করি। দুলাভাই কি করে...??? আর আমার দাওয়াতটা গেলো কই🙄

 last year 

মুই কোনমতে দাওয়াত পাছু

 last year 

বিয়ের দিন সব মেয়েকেই সুন্দর লাগে, আপনার মামাতো বোনকেও অসম্ভব সুন্দর দেখা যাচ্ছে। আপনার মামাতো বোনের বিবাহিত জীবন সুন্দর, সফল এবং আনন্দময় হোক।ধন্যবাদ আপনাকে।

 last year 

ধন্যবাদ আপু

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 58300.22
ETH 2638.09
USDT 1.00
SBD 2.44