গ্রাম বাংলার মালামাল বহনকারী ঐতিহ্যবাহী ঠেলাগাড়ি।

in Steem For Traditionlast year
সবাইকে স্বাগতম

০৬-০৭-২০২৩ ইং

রোজ বৃহস্পতিবার

আসসালামু আলাইকুম

আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় এবং আল্লাহ তায়ালার অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে আমি সবার প্রিয় কমিউনিটিতে ছোট্ট একটি পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আলোচনা করবো সেটি হলো লোহার তৈরি ঠেলাগাড়ি। তাহলে বন্ধুরা চলুন দেরি না করে আজকের বিষয় নিয়ে আলোচনা করা যাক :--

কভার ফটো
ঠেলাগাড়ি

প্রাচীন কাল থেকে ঠেলাগাড়ি মানব জীবনের গুরুত্বপূর্ণ একটি বিশেষ ভূমিকা পালন করে আসতেছে। ঠেলাগাড়িতে করে মানুষেরা বিভিন্ন ভারী বস্তু বহন করতো। আবার ঠেলাগাড়িতে করে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করেছিলো।

Picsart_23-07-06_09-01-02-055.jpg

ঠেলাগাড়ি সাধারণত বাঁশ কাঠ দিয়ে তৈরি করা হয় যা অনেকটাই শক্ত এবং মজবুত। আগে ব্যবহার হয়ে আসছিলো কাঠের তৈরি চাকা যা অনেকটাই মজবুত ছিলো অনায়াসে মালামাল বহন করা যেতো। এইসব ঠেলাগাড়ি পরিচালনা করার জন্য দুই থেকে তিনজন লোক লাগে। ঠেলাগাড়ির চালক ঠেলাগাড়ি নিয়ন্ত্রণ করবে এবং গতি নিয়ন্ত্রণ করবে আর সুন্দরভাবে পরিচালনা করবে। অপরদিকে দুই থেকে তিনজন মালবাহী ঠেলাগাড়িকে ধাক্কা দিবে।

Picsart_23-07-06_09-01-15-515.jpg
Picsart_23-07-06_09-00-36-308.jpg

এক কথায় গাড়ি পরিচালনা করবে একজন আর শক্তি প্রয়োগ করবে দুই থেকে তিনজন। ঠেলাগাড়িতে করে অনেক কিছু পরিবহন করা যায়। ঠেলাগাড়ি দিন দিন আরো উন্নত হতে চলেছে। উন্নত প্রযুক্তির মাধ্যমে এখন বেশিটা ঠেলাগাড়ি দেখা যায় না। ঠেলাগাড়ি দেখা না যাওয়ার কারণ হলো বিভিন্ন ধরনের মেশিন চালিত গাড়ি। মেশিন চালিত গাড়িগুলো অনেকটাই শক্তি সম্পৃক্ত যা মালামাল অতি সহজে স্থানান্তর করতে পারে।

Picsart_23-07-06_09-00-21-696.jpg

আমাদের পূর্বপুরুষেরা ঠেলাগাড়ি ব্যবহার করত যেটাতে কাঠের চাকা লাগানো থাকতো। তারপর অনেকটাই উন্নত হতে হতে কাঠের চাকার বদলে টায়ার টিউব লাগানো হলো। উন্নত করা হলো ঠেলাগাড়ির ডালাগুলো যা লোহার অ্যাঙ্গেল দিয়ে তৈরি করা। এখন বর্তমানে যেসব ঠেলাগাড়ি দেখতে পাওয়া যায় তা অনেকটাই ছোট। এখন শুধু ঠেলাগাড়ি দেখতে পাওয়া যায় রেলওয়ে স্টেশনের সাথে কিংবা বড় বড় বাজার ঘাটে। আমি চট্টগ্রামে মাছ বাজারে ঠেলাগাড়ি দেখেছি যেখানে মাছের ড্রাম পরিবহন করেছিলো।

Picsart_23-07-06_09-00-10-647.jpg
Picsart_23-07-06_08-59-27-441.jpg
Picsart_23-07-06_08-59-40-428.jpg

আমাদের গ্রাম অঞ্চলে এখন বেশিটা ঠেলাগাড়ি দেখতে পাওয়া যায় না। আমাদের গ্রামাঞ্চলে এখন ছোট ছোট ঠেলাগাড়ি বেশি দেখতে পাওয়া যায় যেগুলোতে তারা বিভিন্ন ধরনের উপকরণ সামগ্রী পরিবহন করে থাকে। আমাদের এলাকায় এইসব ঠেলাগাড়িতে করে স্যালো মেশিন, ধানের বস্তা আবাদকৃত নেপিয়ার ঘাস, এবং কাঠ খড়ি বহন করা হয়। আমাদের এলাকায় ব্যবহৃত ঠেলাগাড়িগুলো একজন অনায়াসে চালাতে পারবে। ঠেলাগাড়িতে বিভিন্ন ধরনের ভারী মালামাল হলে সর্বোচ্চ দুইজন লাগবে।

Picsart_23-07-06_08-59-54-353.jpg
তো বন্ধুরা এই ছিলো আমার আজকের গ্রাম অঞ্চলে ব্যবহৃত ঠেলাগাড়ি নিয়ে ছোট্ট একটি পোস্ট। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করি, সকলে ভালো থাকবেন ধন্যবাদ।
ডিভাইসরিয়ালমি ছি১৫
ফটোগ্রাফার@mdparvaj
বিষয়ঠেলাগাড়ি
স্থানপার্বতীপুর, জমির হাট

🙋‍♂️আমার পরিচয়🙋‍♂️

আমার নাম মোঃ পারভেজ আকতার, আমার স্টিমিট ইউজার আইডির নাম @mdparvaj. আমি পড়ালেখার পাশাপাশি স্টিমিট প্লাটফর্মে কাজ করি। আমি দিনাজপুর জেলায় পার্বতীপুর থানায় জমিরহাট তোকেয়াপাড়ায় বসবাস করি। আমি খেলাধুলা এবং ভ্রমণ করতে অনেক ভালোবাসি।


Vote for @bangla.witness

Sort:  
 last year 

গ্রামবাংলার ঐতিহ্য হলো মালামাল বহন ঠেলাগাড়ি। এই ঠেলাগাড়ি তেমন আর দেখা যায় না। আমাদের গ্রামে ছিল এখন আর নেই। ঠেলাগাড়ি সাধারণত মালামাল বহন করার কাজে লাগে।

 last year 

মালামাল নিয়ে যাতায়াত করার জন্য আগেকার সময়ে এই ঠেলাগাড়ি দেখা যেত। আমাদের গ্রামে আগে এই ঠেলা গাড়ি ছিল কিন্তু কালের বিবর্তনে এখন এই ঠেলাগাড়ি হারিয়ে গেছে।মালামাল বহন করার জন্য ঠেলাগাড়ি নিয়ে অনেক সুন্দর একটি পোস্ট উপস্থাপন করেছেন।

 last year 

ধন্যবাদ ভাই

 last year 

ঠেলাগাড়ি নিয়ে খুব সুন্দর লেখছেন ভাই।এই ঠেলাগাড়ির মধ্যে বিভিন্ন ধরনের মালামাল নেয়া আসা করে।আমাদের গ্রামে এগুলো আগে ছিল বর্তমান এখন এগুলো চোখে পরে না।আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 last year 

গ্রাম বাংলা ও প্রাচীনকালের এক অন্যতম ঐতিহ্য হলো ঠেলাগাড়ি। ঠেলাগাড়ি এখন তেমন আর চোখে পড়ে না।আমি অবশ্য আমার নানার বাড়ির ওইদিকে রাস্তায় ঠেলাগাড়ি চলতে দেখি। বেশি দারুন পোস্ট করেছেন ভাই ধন্যবাদ আপনাকে।

 last year 

কয়েক বছর আগেও এই ধরনের মাল বাহী ঠেলা গাড়ি গুলো দেখা যেতো। কিন্তু বর্তমান সময়ে এই ঠেলা গাড়ি গুলো খুবই কম দেখা যায়। এই গাড়িগুলোর মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে মালামাল আনা নেওয়া করা যায়। ধন্যবাদ

 last year 

ধন্যবাদ ভাই

 last year 

আমাদের গ্রামের এর চেয়ে বড় সাইজের ঠেলাগাড়ি দেখা যেত আগে তবে বর্তমানে ঠেলাগাড়ি দেখা যায় না বললেই চলে। বাড়িতে মালপত্র উঠিয়ে তা এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া হতো এই ঠেলাগাড়ির সাহায্যে। একজন ব্যক্তি ঠেলাগাড়ি থেকে টেনে টেনে সামনের দিকে এগিয়ে নিয়ে যেত। ধন্যবাদ আপনাকে।

 last year 

ধন্যবাদ আপু

 last year 

ছবিগুলো দেখে মনে হচ্ছে এটা ভ্যানগাড়ির পিছনের অংশ। যেটা বাচ্চাটা ঠেলাগাড়ি হিসাবে ব্যবহার করছে। আজকার ঠেলাগাড়ি দেখতে পাওয়া যায় না। ঠেলাগাড়ি নিয়ে খুবই সুন্দর একটি পোস্ট করেছেন।

 last year 

ধন্যবাদ দাদো

 last year 

অনেক প্রাচীনকাল থেকে মাল পরিবহনের জন্য এই সকল ঠেলাগাড়ি ব্যবহার হয়ে আসছে। বিশেষ করে বস্তা বহন করার জন্য সবথেকে বেশি ঠ্যালা গাড়ির ব্যবহার দেখা যেত। কিন্তু ববর্তমানে তেমন এই গাড়ি দেখতে পাওয়া যায় না।

 last year 

ধন্যবাদ ভাই

Loading...

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 58304.13
ETH 2575.50
USDT 1.00
SBD 2.43