বিবাহ বন্ধনে আবদ্ধ স্বামী স্ত্রীর অভিমানের চিত্রাংকন
আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভাল আছেন আপনাদের দোয়ায় এবং আল্লাহতালার অশেষ রহমতে আমিও ভাল আছি। সবার প্রিয় কমিউনিটিতে আজকে আমি আমার অংকন করা যে চিত্র আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি তা হল:--------
বিবাহ বন্ধনে আবদ্ধ অভিমানী স্বামী ও স্ত্রী।
তাহলে চলুন চিত্র অংকনের ধাপগুলো জেনে নেওয়া যাক:---- |
---|
উপকরন | পরিমান |
---|---|
পেন্সিল | 2B HB |
স্কেল | ১টি |
কলম | ১টি |
রাবার | ১টি |
কাটার | ১টি |
👩❤️👨ধাপ:০১👩❤️👨 |
---|
বিবাহ বন্ধনে আবদ্ধ যে স্বামী এবং স্ত্রীর চিত্র অংকন করতে যাচ্ছি প্রথমে আমি পুরুষটির মুখের চিত্রাংকন করি। চোখ নাক মুখ কান গোঁফ দাড়ি লাগিয়ে পরিপূর্ণ একটি পুরুষের রূপ দেই। আমার চিত্রাংকনের একটু আগ্রহ রয়েছে কিন্তু আমি মানুষের চিত্র অঙ্কন করতে পারি না। আমি সাধারণত ঘরবাড়ি যে কোন প্রকার বস্তু গাড়ি ঘোড়া বেশ সুন্দরভাবে অঙ্কন করতে পারি। কোনরকম ভাবে আমি পুরুষের মাথার অংশটা শেষ করে ফেললাম।
👩❤️👨ধাপ:০২👩❤️👨 |
---|
পুরুষের মুখ অংকনের করার পর বডি অংকন করার পালা। মাথার সাইজ অনুযায়ী আমাদেরকে সুন্দরভাবে বডি অংকন করে নিতে হবে। মাথার সাইজ অনুযায়ী যদি বডি অংকন না করি তাহলে দেখতে অসুন্দর দেখা যাবে।
👩❤️👨ধাপ:০৩👩❤️👨 |
---|
আমরা যেহেতু স্বামী এবং স্ত্রীর পিকচারটি একসঙ্গে অঙ্কন করব তো স্বামীর সাইডে স্ত্রীর মুখের চিত্রটি সুন্দরভাবে অংকন করে নিবো। আমার ছবিতে তারা অভিমানী স্বামী এবং স্ত্রী তাই এমন ভাবে আমাকে অংকন করতে হবে যেন তারা দুজনেই অভিমান করে রয়েছে। তাই আমাকে ভেবেচিন্তে সুন্দরভাবে অভিমানী মেয়েটার মুখের নাক চোখ ইত্যাদি বুঝে শুনে অঙ্কন করতে হবে। যাতে করে মনে হয় মেয়েটি কারো উপর অভিমান করে রয়েছে।
👩❤️👨ধাপ:০৪👩❤️👨 |
---|
মেয়েটির বডি এমন ভাবে অঙ্কন করব যেন পুরুষের চেয়ে তুলনামূলক কম হয়। কারণ মাথার চেয়ে বডি ছোট বড় হলে সেটা দেখতে অসুন্দর দেখা যাবে।
👩❤️👨ধাপ:০৫👩❤️👨 |
---|
স্বামী এবং স্ত্রীর এবার চুল অংকনের পালা। আমি প্রথমেই স্ত্রীটির চুল সুন্দরভাবে অঙ্কন করি একবারে অসাধারণ লাগছিল দেখতে ছবিটি। আমি একটু নিজের প্রতি আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছিলাম তাই সরাসরি কলম দিয়ে অংকন করতে গিয়েছিলাম কিন্তু পরে পুরুষটির চুল এমন ভাবে অঙ্কন করি যে আমার কাছে দেখতে অসুন্দর লাগছিলো। তারপর যখন আমি সুন্দরভাবে অঙ্কন করা শেষ করলাম তখন আমার বেশ ভালই লাগছিল।
👩❤️👨ধাপ:০৬👩❤️👨 |
---|
আমি পিকচার দুটিকে আরো সুন্দর করে তোলার জন্য পেন্সিল দিয়ে হালকা করে কালার করে দেই। পিকচার অংকন করার পর যখন ঘষাঘষি করে নিলাম তখন পিকচারটি আমার কাছে একেবারে অসাধারণ লাগছিল নিজের পিকচারের উপর নিজেই মুগ্ধ হয়ে গেলাম। যাই হোক অনেক চেষ্টার পর ছবিতে তাদের ভাবমূর্তি ফুটিয়ে তুললাম আসলেই এখন দেখা যাচ্ছে তারা বেশ অভিমান করে রয়েছে একে অপরের প্রতি।
👩❤️👨ধাপ:০৭👩❤️👨 |
---|
আমার মতামত:- বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর নতুনভাবে শুরু হয় তাদের জীবন। তাদের দুইটি সুন্দর মনের মিলনের মাধ্যমে সংসারের যাবতীয় সৌন্দর্য এবং তাদের সংসার সুন্দর ভাবে গড়ে তুলতে পারে। সংসারে টুকটাক ঝগড়া অশান্তি লেগে থাকে তাতে করে একে অপরের প্রতি কতদিন আর দূরে থাকতে পারে তাদের যদি সুন্দর মনের মিলন ঘটে তাহলে যে কোন প্রকার বাধা বিপত্তি ঝগড়া সবকিছু পেরিয়ে তারা সুন্দরভাবে তাদের সংসার গুছিয়ে নিতে পারবে। মানে একটা সুন্দর সংসার সাজিয়ে তোলার জন্য স্বামী আর স্ত্রীর কঠিন ত্যাগ স্বীকার করতে হয়। পরিবারের সুখ শান্তি ভারণ প্রসনের সব দায়িত্ব স্বামীর।স্বামী বলতে বুঝায়:-যেই ব্যক্তি সুখের আশায় নিজের স্বাধীনতার বিলীন ঘটায় তাকে স্বামী বলে। স্ত্রীর ভালোবাসা ও প্রেরণা একজন পুরুষের জীবনে নিয়ে আসতে পারে পুর্ণতা। আর ইসলাম নারীকে সর্বোচ্চ সম্মান দিয়েছে।
এই ছিল আমার আজকের অভিমানী স্বামী স্ত্রীর চিত্রাংকন। আশা করি আপনাদের সবার ভালো লাগবে সকালে সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করি সকলে ভালো থাকবেন।
Vote for @bangla.witness
ধন্যবাদ সবাইকে
@mdparvaj
বাহ চমৎকার রাগ করেন আপনি। স্বামী স্ত্রীর মান অভিমানের চিত্র খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। এবং প্রতিটি ধাপ সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন। অনেক ধন্যবাদ
ধন্যবাদ ভাই
আপনি অনেক চমৎকার আর্ট করেছেন। আমি কখনো বিবাহ বন্ধনে আবদ্ধ হই নাই তাই হয়তো এই আটের মর্ম আমি বুঝতে পারবো না। বুঝাই যাইতাছে আপনি অনেক অস্বাভাবিক সুন্দর আট করেন। আহা কি অভিমান দুজনের মাঝে।
হুম ভাইয়া, আপনাকে অনেক ধন্যবাদ
ধন্যবাদ আপু
অনেক সুন্দর ভাবে ছবি টি আর্ট করছেন,আপনার আর্ট দেখে খুব ভালো লাগলো আমার, আপনি প্রতিটা ধাপ গুলো অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করেছেন ভাই, আপনার আর্ট টি অসাধারণ হয়েছে। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুন্দর একটা আর্ট পোস্ট করার জন্য।
ধন্যবাদ
অনেক সুন্দর ছবিটি আর্ট করেছেন আপনি। খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন দেখে খুব ভালো লাগলো অভিমানী ছবি।এটি বিস্তারিতভাবে আপনি তুলে ধরেছেন আমাদের মাঝে খুব সুন্দরভাবে ধন্যবাদ ভাই এত সুন্দর একটি ছবি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ধন্যবাদ
আপনার আকাঁ ছবিটি অসম্ভব সুন্দর হয়েছে। ছবির প্রতিটি ধাপ ও আপনি খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর একটি অংকন আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপু
বিবাহ বন্ধনে আবদ্ধ স্বামী স্ত্রীর অভিমানের চিত্রাংকন নিয়ে অনেক সুন্দর একটি পোস্ট করেছেন।বাহ্ আপনি তো অনেক সুন্দর ছবি আঁংকন করেছেন।অসাধারণ হয়েছে আপনার অংকনটি।ধন্যবাদ।
ধন্যবাদ