ঐতিহ্যবাহী মরা করতোয়া নদী পূর্ণ খননের পরেও মরা 😥😥😥

in Steem For Traditionlast year (edited)
সবাইকে স্বাগতম

০৮-০৭-২০২৩ ইং

রোজ শনিবার

আসসালামু আলাইকুম

আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় এবং আল্লাহ তায়ালার অশেষ রহমতে আমিও ভাল আছি। সবার প্রিয় কমিউনিটিতে আজকে আমি ছোট্ট একটি পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেটি হলো ঐতিহ্যবাহী করতোয়া নদী। তো বন্ধুরা দেরি না করে আজকের বিষয়টা নিয়ে আলোচনা করা যাক।

কভার ফটো
1688820408073.jpg
মরা করতোয়া
IMG_20230708_181430.jpg

আমাদের বাংলাদেশ সবুজে শ্যামলে শস্যে ভরা নদীমাতৃক দেশ। আমাদের বাংলাদেশে অনেকগুলো নদী রয়েছে এবং অনেকগুলো উপনদী রয়েছে অনেকগুলো শাখা রয়েছে। রয়েছে পানি সাপ্লাই করার জন্য ক্যালেন। সব মিলিয়ে পানির কোনো অভাব ছিলো না। আমরা ছোট থেকে করতোয়া নদীকে হালকা ভাবে নিয়েছিলাম। ২০১৫ সালের দিকে এ নদী ছিলো আমাদের কাছে মরা নদী। এই নদীটি ছিলো আকারে একবারই ছোট গভীরতা ৪-৫ ফুট এবং নদীর প্রস্তু ছিলো আট দশ ফুট।

একই জায়গায় ৮ বছর পর করতোয়া নদীতে

Picsart_23-07-08_18-20-16-615.jpg

Picsart_23-07-08_18-23-06-188.jpg

Picsart_23-07-08_18-03-41-523.jpg

Picsart_23-07-08_18-05-10-577.jpg

Picsart_23-07-08_18-07-02-591.jpg

Picsart_23-07-08_18-11-56-157.jpg

Picsart_23-07-08_18-04-16-099.jpg

Picsart_23-07-08_18-05-52-661.jpg

তখন সবাই নদীতে ধান চাষ করতো কারন আমাদের মরা করতোয়াতে বছরে ছয় থেকে সাত মাস পানি থাকে। যে সময়টাতে পানি থাকেনা কৃষকেরা যার জমির সাথে নদী তারা ধান আবাদ করে থাকে। যখন ডালিয়া ব্রিজ থেকে পানি ছেড়ে দেওয়া হয় তখন আমাদের এদিকে বন্যা শুরু হয়ে যায়। আর বন্যার সময় আমরা অনেক মজা করতাম এই নদীতে। একটা সময় নদী খনন করিয়ে দেওয়া হলো সরকারি বাজেট থেকে। সেই সময়টা থেকে নদীতে প্রচুর পরিমাণে পানি এবং মাছ আসতো যা থেকে আমরা সুবিধা ভোগ করতাম।

IMG_20230708_182901.jpg

এই সময়টাতে নদীতে প্রচুর পরিমাণে মাছ এসেছিল। আমরা ছোট ছোট বাচ্চারা সেই নদীতে গিয়ে মাছ মারতাম। এই ছোট নদী দিয়ে আমরা অনেক কলা গাছের ভেলা ভাসিয়েছিলাম। তখন আমাদের অনেক ছোট ছোট ভেলা বানানোর লাগতো কারণ নদী অনেক ছোট। যখন বন্যা শুরু হয় তখন ধানক্ষেতের উপর দিয়ে পানি স্রোত অতিবাহিত হয়।

জীবিত করতোয়া নদী
IMG_20230708_155406.jpg

ডালিয়ার পানি ছাড়ার সময় নিচু এলাকাগুলোতে বন্যা সৃষ্টি হয়। আর এই বন্যাগুলোকে ঠেকানোর জন্য দুইটি বিকল্প পদ্ধতি বের করা হয়েছিলো তার মধ্যে একটি ছিল পার্বতীপুর এর ক্যানেল। পরবর্তীতে ক্যানেল এবং আমাদের করতোয়া নদী খনন করা শুরু হলো। আমাদের মরা করতোয়া খনন কাজ অনেকটাই এগিয়ে গিয়েছিলো।

IMG_20230708_155629.jpg
IMG_20230708_155612.jpg
IMG_20230708_155854.jpg
IMG_20230708_160002.jpg
IMG_20230708_155911.jpg
IMG_20230708_160301.jpg
IMG_20230708_155927.jpg

সেই সাথে পার্বতীপুর এর ক্যানেল খনন কাজে বাধা-বিপত্তি চলে আসলো। সেখানে বাধা হওয়ার কারণ হলো ফুলবাড়ীর কয়লার খনির জন্য। কয়লা খনি এখন বিপদের সম্মুখীন তাই সেই উদ্যোগটি বাতিল করে দেওয়া হয়। তারপর পানি নিষ্কাশনের জন্য আমাদের মরা করতোয়াটি পুনরায় আবার খনন করা হয়। আমাদের করতোয়া নদী পুনরায় খনন করার পর আবার মৃত নদী হিসেবে আখ্যায়িত হলো। এই গ্রীষ্মকালীন সময়ে আমাদের কত নদীতে পানিতে ভরা নতুন মাছে ভরা নদী ছিলো।

IMG_20230708_161029.jpg

এই নদীটি একেবারেই ছোট ছিলো। নদীটি খনন করার সময় হাজারো মানুষেরা আর্তনাদ করেছিলো। সাধারণ লোকজনদের আর্তনাদের কারণ হলো তারা দীর্ঘ সময় ধরে নদীতে চাষাবাদ করে খাচ্ছিলো। মরা নদী যেভাবে ছিলো ঠিক উল্টো ভাবে ম্যাপে ছিলো সঠিক নদী। মরা করতোয়া আগের মতনই রয়েছে কিন্তু অপর দিক দিয়ে সঠিক নদী খনন করা হয়েছে।

IMG_20230708_161147.jpg
IMG_20230708_161125.jpg
IMG_20230708_161101.jpg

তো বন্ধুরা এই ছিলো আমার আজকের ঐতিহ্যবাহী করতোয়া নদী নিয়ে ছোট্ট একটি পোস্ট। আশা করি আপনাদের সবার ভালো লাগবে সকল সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করি।

ডিভাইসরিয়ালমি ছি১৫
ফটোগ্রাফার@mdparvaj
বিষয়ঐতিহ্যবাহী করতোয়া নদী
স্থানপার্বতীপুর, জমির হাট

🙋‍♂️আমার পরিচয়🙋‍♂️

আমার নাম মোঃ পারভেজ আকতার, আমার স্টিমিট ইউজার আইডির নাম @mdparvaj আমি পড়ালেখার পাশাপাশি স্টিমিট প্লাটফর্মে কাজ করি। আমি দিনাজপুর জেলায় পার্বতীপুর থানায় জমিরহাট তোকেয়াপাড়ায় বসবাস করি। আমি খেলাধুলা এবং ভ্রমণ করতে অনেক ভালোবাসি।


Vote for @bangla.witness

Sort:  
 last year 

বড়দের মুখে শুনেছিলাম এই নদীতে আগে অনেক পানি ছিলো। বর্ষাকালে রাস্তাঘাট সব ডুবে যেতো। একবার নাকি আমাদের এই অঞ্চলকে ৫নং বিপদ সংকেতও দিয়েছিলো। যাই হোক এখন আর সেই নদীর সেই রুপ দেখা যায় না। করতোয়া নদী সম্পর্কে সুন্দর লিখেছেন।

 last year 

ধন্যবাদ ভাই

 last year 

ঐতিহ্যবাহী মরা করতোয়া নদী নিয়ে অনেক সুন্দর একটি পোস্ট করেছেন।সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে সাজিয়ে গুছিয়ে লিখেছেন ভাই। অসাধারণ হয়েছে পোস্ট। ধন্যবাদ ভাই।

 last year 

ধন্যবাদ ভাই

 last year 

বর্ষাকালেও করো তো আর ওদের অবস্থা এরকম থাকলে সেটি যে মৃতপ্রায় একটি নদী হয়ে গিয়েছে তা বোঝায় যায়। আপনি অনেকগুলো ছবি সহ সুন্দর একটি পোস্ট উপস্থাপন করেছেন আমাদের মাঝে। ধন্যবাদ আপনাকে।

 last year 

ধন্যবাদ আপু

 last year 

করোতোয়া নদীর বর্তমান অবস্থা নিয়ে অসাধারণ একটি পোস্ট শেয়ার করেছেন ভাই। করোতোয়া নদী আসলেই মরে গেছে। অনেক ভালো লিখেছেন ভাই। ফটোগ্রাফি গুলো ভালো হয়েছে। শুভকামনা রইল আপনার জন্য

 last year 

ধন্যবাদ ভাই

 last year 

ঐতিহ্যবাহী মরা করতোয়া নদী নিয়ে দারুণ লেখছেন ভাই। মরা করতোয়া নদী কখনো দেখি নাই। আজকে প্রথম আপনার পোস্টে মরা নদী দেখলাম।আপনি দারুণ ফটোগ্রাফি করছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 last year 

ধন্যবাদ ভাই

 last year (edited)

করতোয়া নদীর বর্তমান অবস্থা সম্পর্কে অনেক সুন্দর উপস্থাপন করছেন ভাই। করতোয়া নদী খনন করার পর ও মৃত অবস্থায় আছে। ফটোগ্রাফি দারুণ হয়েছে। অসংখ্য ধন্যবাদ ভাই।

 last year 

ধন্যবাদ ভাই

Loading...
 last year 

করতোয়া নদী আমাদের চাষবাদের জন্য অনেক উপকার করে থাকে। বিশেষ করে বর্তমান নদীতে শ্যালো মেশিনের সাহায্যে পানি উঠে জমিতে সেচ দেওয়া যায় যা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু বর্তমানে নদী ভরাট হয়ে যাইতেছে যার কারণে কৃষি ব্যবস্থাপনায় একটি বড় হুমকি পড়তেছে।

 last year 

ধন্যবাদ ভাই

 last year 

এর থেকে ক্যানলেই বেশি পানি লক্ষ্য করা যায়৷ আর প্রসস্থও মনে হয় ক্যানেলই বেশি৷ করতোয়া যে এখনও টিকে আছে এই টাই বিশাল৷ আমার জন্মের পর থেকেই এর এই হাল দেখে আসছি৷

 last year 

হুম ভাই

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 58471.44
ETH 2587.53
USDT 1.00
SBD 2.44