মোদের কেন্দ্রীয় পার্বতীপুর বাস টার্মিনাল🥰🥰🥰

in Steem For Traditionlast year
সবাইকে স্বাগতম

২০-০৭-২০২৩ ইং

রোজ বৃহস্পতিবার

আসসালামু আলাইকুম

আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় এবং আল্লাহ তায়ালার অশেষ রহমতে আমিও ভালো আছি। সবার প্রিয় কমিউনিটিতে আজকে আমি ছোট্ট একটি পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটি হলো পার্বতীপুর বাস টার্মিনাল। তাহলে বন্ধুরা চলুন দেরি না করে আজকের বিষয়টা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা যাক:-----


IMG20230717165108.jpg
পার্বতীপুরের বাস টার্মিনাল
IMG20230717165149.jpg

বাংলাদেশের মধ্যে পার্বতীপুর হলো একটি সুপরিচিত জায়গা। আমাদের পার্বতীপুরকে পুরো বাংলাদেশ এবং কি ইন্ডিয়া পর্যন্ত ভালোভাবে চিনে। আমাদের পার্বতীপুরের রেলওয়ে স্টেশন বাংলাদেশের মধ্যে দুই নাম্বার এ রয়েছে। আমাদের পার্বতীপুরে রয়েছে বাংলাদেশ উত্তরবঙ্গের একমাত্র পেট্রোলিয়াম কর্পোরেশন। পেট্রোলিয়াম কর্পোরেশন দ্বারা উত্তরবঙ্গে তেল সরবরাহ এবং মজুদ করা থাকে।

IMG20230717165222.jpg
IMG20230717165224.jpg

আর রয়েছে আমাদের পার্বতীপুর বাস টার্মিনাল। আমার দেখা মতে রংপুর বিভাগে সবচেয়ে বড় একটি বাস টার্মিনাল যা আমাদের পার্বতীপুরে রয়েছে। আমাদের পার্বতীপুর থেকে প্রায় চারদিকে বাস চলাচলা করে। আমাদের বিশাল আকারের পার্বতীপুরে অসংখ্য বাস ভিড় জমায় টার্মিনালে। আমাদের এই পার্বতীপুর বাস টার্মিনাল অনেক বড়। আমাদের পার্বতীপুর বাস টার্মিনাল থেকে চারদিকে গাড়ি যাতায়াত করে যেমন, পার্বতীপুর টু রংপুর, পার্বতীপুর টু সৈয়দপুর, পার্বতীপুর টু ফুলবাড়ী, পার্বতীপুর টু দিনাজপুর।

IMG20230717165123.jpg

এই লাইনগুলোতে দিনে রাতে অনেক গাড়ি যাতায়াত করে। ১৫ মিনিট পরপর একটা করে বাস টার্মিনালে ঢুকে এবং একটা করে বের হয়। পার্বতীপুর থেকে প্রায় হাজার হাজার মানুষ বাসে করে যাতায়াত করে। আমাদের পার্বতীপুর বাস টার্মিনালের আয়তনটা অনেক বড়। বাস টার্মিনালের চারপাশে রয়েছে অনেকগুলো মেকানিক এর দোকান। মেকানিক গুলোর দোকানে বাস, ট্রাক, মাইক্রো, মোটরসাইকেল, মেশিন চালিত গাড়ি গুলো মেরামত করা হয়।

IMG20230717165219.jpg
IMG20230717165206.jpg
IMG20230717165204.jpg
IMG20230717165153.jpg
IMG20230717165147.jpg
IMG20230717165145.jpg
IMG20230717165141.jpg
IMG20230717165137.jpg
IMG20230717165133.jpg
IMG20230717165119.jpg
IMG20230717165104.jpg

বাস টার্মিনাল এর মাঝে রয়েছে সুন্দর একটি গাছ যা চারপাশে বসার জন্য ব্যাধি করে দেওয়া হয়েছে।বাস টার্মিনালটি চার লাইনে বিভক্ত করার জন্য মাঝ বরাবর আরো অনেকগুলো গাছ লাগানো হয়েছে। আমাদের পার্বতীপুর কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে রয়েছে অসংখ্য হোটেল এবং ছোটখাটো পানের দোকান এবং সাইডে রয়েছে ফলমূলের দোকান। সব মিলিয়ে আমাদের পার্বতীপুর শান্তি সম্পূর্ণ একটি এলাকা।

IMG20230717165111.jpg

তো বন্ধুরা ছিলো আমার আজকের ছোট্ট একটি পোস্ট। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। সকল সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করি সকলে ভালো থাকবেন ধন্যবাদ।

ডিভাইসরিয়ালমি ছি১৫
ফটোগ্রাফার@mdparvaj
বিষয়পার্বতীপুর বাস টার্মিনাল
স্থানপার্বতীপুর, জমির হাট

🙋‍♂️আমার পরিচয়🙋‍♂️

আমার নাম মোঃ পারভেজ আকতার, আমার স্টিমিট ইউজার আইডির নাম @mdparvaj আমি পড়ালেখার পাশাপাশি স্টিমিট প্লাটফর্মে কাজ করি। আমি দিনাজপুর জেলায় পার্বতীপুর থানায় জমিরহাট তকেয়াপাড়ায় বসবাস করি। আমি খেলাধুলা এবং ভ্রমণ করতে অনেক ভালোবাসি।


Vote for @bangla.witness

Sort:  

The buses look very old. Like from the 70s.

 last year 

You are right bro

 last year 

পার্বতীপুর বাস টার্মিনাল নিয়ে আপনি অনেক সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন। পার্বতীপুর থানায় এটি একটি জনসমাগম পূর্ণ এলাকা। বহু বছর আগে আমি বাসস্ট্যান্ডে গিয়েছিলাম। অনেক সুন্দর কিছু ছবি শেয়ার করেছেন ধন্যবাদ।

 last year 

ধন্যবাদ আপু

Loading...
 last year 

তুমি যে বাস টার্মিনালে কেনো গিয়েছিলা সেটা কিন্তু আমি জানি। যার সাথে দেখা করার জন্য গেছিলা তারো যদি একটা ছবি দিতা তাহলে ভালো হইতো। ছবিগুলো সুন্দর হয়েছে। সুন্দরভাবে পোস্ট উপস্থাপন করেছ ছোট ভাই।

 last year 

কুত্তা টা

IMG20230718171737.jpg

 last year 

পার্বতীপুর বাস টার্মিনাল নিয়ে সুন্দর একটি পোস্ট লিখেছেন। এই বাস টার্মিনালে আমি দুইবার গিয়েছি।বাস টার্মিনালের বেশ সুন্দর কিছু ছবি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন।লিখেছেন ও অনেক সুন্দর। ধন্যবাদ ভাইয়া

 last year 

ধন্যবাদ আপু

 last year 

পার্বতীপুর বাস টার্মিনাল সবার পরিচিত একটি বাস স্টান।পার্বতীপুর বাস টার্মিনাল থেকে অনেক জায়গায় যায়।তবে বাস স্টানের গাছ গুলো দেখতে খুব ভালো লাগে।আপনি অনেক সুন্দর বিস্তারিত আলোচনা করছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 last year 

ধন্যবাদ ভাই

 last year 

এই বাস টার্মিনালটি যে প্রত্যাশা নিয়ে তৈরি করা হয়েছিল 20 বছর আগে সেটি পূরণ হয়নি। এর অধিকাংশ জায়গায় ফাঁকা থাকে। এই বাস টার্মিনালে অনেক সময় কাটিয়েছি।বিশেষ করে রাতের বেলা অনেক ভালো লাগে। অসাধারণ একটি পোস্ট শেয়ার করেছেন শুভকামনা রইল

 last year 

ধন্যবাদ ভাই

 last year (edited)

পার্বতীপুর বাস টার্মিনাল নিয়ে অনেক সুন্দর একটি পোস্ট উপস্থাপন করেছেন। পার্বতীপুর বাস টার্মিনাল থেকে সব জায়গায় বাস যায়। পার্বতীপুর বাস টার্মিনালে মানুষের উপচে পড়া ভীড়। বাসের ছবিগুলো বেশ সুন্দর হয়েছে। আপনার জন্য শুভকামনা রইলো।

 last year 

ধন্যবাদ ভাই

 last year 

পার্বতীপুর বাস টার্মিনাল অনেক মনোরম পরিবেশ সম্পূর্ণ। আমি পার্বতীপুর বাস টার্মিনাল ঘুরে দেখেছি। অনেক ভালো লেগেছে। আপনি অসাধারণ ফটোগ্রাফি করেছেন ভাই। সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করেছেন অনেক ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ ভাই।

 last year 

আপনাকেও ধন্যবাদ ভাই

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 58083.18
ETH 2578.52
USDT 1.00
SBD 2.42