পলাশবাড়ীর ঐতিহ্যবাহী ২০০ বছর আগের আম গাছ💞💞💞

in Steem For Traditionlast year

সবাইকে স্বাগতম


১০-০৭-২০২৩ ইং

রোজ সোমবার

আসসালামু আলাইকুম

আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় এবং আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। সবার প্রিয় কমিউনিটি যে আজকে আমি আপনাদের সামনে ছোট্ট একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমাদের সবার এলাকায় অনেকগুলো ঐতিহ্য রয়েছে যা হাজারো স্মৃতিচারক। আজকে আমি আপনাদের সামনে যে পোস্ট নিয়ে হাজির হয়েছি সেটি হলো ২০০ বছর আগের আমগাছ। তো বন্ধুরা চলুন দেরি না করে দানবীয় আম গাছটি নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক:----------


কভার ফটো

IMG_20230710_170123.jpg

২০০ বছর ঐতিহ্য বহন করে আসা আম গাছ
Picsart_23-07-10_16-29-19-762.jpg
আমাদের প্রত্যেকজনের এলাকায় সবচেয়ে বড় একটি গাছ থাকে যার বয়স প্রায় অনেক বছর হয়ে থাকে। তেমনি পলাশবাড়ী ইউনিয়নে ২০০ বছর আগের একটি আম গাছ রয়েছে। পলাশবাড়ীতে আমার বন্ধুর নানাবাড়ি আমরা প্রায় সেখানে গিয়ে থাকি। তোমাদের যাতায়াতের পথে এই গাছটি আমরা দেখতে পাই। বন্ধুর নানিকে জিজ্ঞেস করলে তিনি উত্তরে বলেন এই গাছের বয়স অনেক বছর।
Picsart_23-07-10_16-29-46-509.jpg
Picsart_23-07-10_16-29-57-604.jpg
নানী শশুর মশাই বলেছিলেন তাহারও জন্মের আগের এই গাছ। বর্তমান আমাদের নানির বয়স ৮০ বছরের কাছাকাছি। পলাশবাড়ীতে এই আম গাছটি দীর্ঘ বছর ধরে ঐতিহ্য বহন করে আসতেছে। দুপুরবেলা বিকেল বেলা ছেলেপেলেরা এই গাছের নিচে আড্ডা দেয় কিংবা ক্রিকেট ফুটবল খেলে থাকে। আমার মতে এই আম গাছটি গোপাল ভোগের। থোকায় থোকায় আম ধরে এই গাছে। গাছটি আকারে বেশ অনেক লম্বা এবং মোটা ডালগুলো রয়েছে আঁকাবাঁকা ভাবে।
Picsart_23-07-10_16-28-49-734.jpg
গাছটির শিকড় অনেক মোটা এবং ফুলে ফুলে রয়েছে গাছের শিকড়। গ্রীষ্মকালীন সময়ে এই গাছের নিচে ছোট ছোট বাচ্চারা ভিড় জমিয়ে থাকে। নানির কথা মতো উপরের ডালগুলো থেকে আম নিচে পড়লে ফেঁটে যায়। ঝড়ের দিনে ছোট ছোট বাচ্চারা এই গাছের নিচে আম কুড়াতে আসে। এই দানবীয় আম গাছটি পলাশবাড়ী প্রাইমারি স্কুলের সামনে অবস্থিত। গাছগুলোর অপোজিট সাইডে রয়েছে কবরস্থান। পার্বতীপুর থেকে পলাশবাড়ী মাত্র আড়াই কিলোমিটার দূরে অবস্থিত।
Picsart_23-07-10_16-29-07-100.jpg
Picsart_23-07-10_16-27-48-572.jpg
Picsart_23-07-10_16-28-17-789.jpg
Picsart_23-07-10_16-29-33-676.jpg
Picsart_23-07-10_16-28-37-717.jpg
Picsart_23-07-10_16-27-40-311.jpg
দানবীয় আম গাছটির ডালপালা গুলোতে অনেকগুলো আগাছা জন্ম নিয়েছে। এই গাছটি গ্রীষ্মকালীন সময়ে ঐ জায়গার লোকজনদের স্বস্তির প্রশান্তি দান করে। আমরা দুই বন্ধু গাড়ি থেকে নেমে গাছটির বেশ কয়েকটা ফটোগ্রাফি করে নেই। গাছটির সাথে আমার কয়টা পিকচার তুলে নিলাম। পরে বাড়ি এসে দেখি আমার মত প্রায় ৩০ জন লাগবে তারপর একটা গাছের সাইজ তৈরি হবে।
Picsart_23-07-10_16-27-56-732.jpg

তো বন্ধুরা এই ছিলো আমার আজকের ঐতিহ্যবাহী আম গাছ নিয়ে ছোট্ট একটি পোস্ট। আশা করি আপনাদের সবার ভালো লাগবে সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করি সকলে ভালো থাকবেন।


ডিভাইসরিয়ালমি ছি১৫
ফটোগ্রাফার@mdparvaj
বিষয়২০০ বছর পুরনো আম গাছ
স্থানপার্বতীপুর, জমির হাট

🙋‍♂️আমার পরিচয়🙋‍♂️

আমার নাম মোঃ পারভেজ আকতার, আমার স্টিমিট ইউজার আইডির নাম @mdparvaj আমি পড়ালেখার পাশাপাশি স্টিমিট প্লাটফর্মে কাজ করি। আমি দিনাজপুর জেলায় পার্বতীপুর থানায় জমিরহাট তকেয়া পাড়ায় বসবাস করি। আমি খেলাধুলা এবং ভ্রমণ করতে অনেক ভালোবাসি।


Vote for @bangla.witness

Sort:  
 last year 

আপনি অনেক বছরের পুরনো একটি আমগাছ নিয়ে অসাধারণ পোস্ট করেছেন। আমাদের এলাকায় এরকম পুরনো কিছু গাছ রয়েছে। ভাই গাছে কি আম আছে ? চমৎকার ফটোগ্রাফি করেছেন ভাই।শুভকামনা রইল

 last year 

দেশি আম গাছ তো তাই শেষ হইছে

 last year 

এত পুরনো একটি আম গাছ আপনার পোস্টের মাধ্যমে প্রথম দেখার সৌভাগ্য হল।আমগাছটি দেখতে আসলেই অনেক সুন্দর। আপনি এই পুরনো আমগাছটি সম্পর্কে অনেক তথ্য তুলে ধরেছেন। আপনার ফটোগ্রাফি গুলো ও দারুণ হয়েছে। ধন্যবাদ ভাইয়া

 last year 

ধন্যবাদ আপু

Loading...
 last year 

এই আম গাছ সম্পর্কে কিছুদিন আগে ফেসবুকে একটি পোস্ট পড়েছিলাম ৷ তবে দেখে ভালো লাগলো যে আপনিও এই আম গাছ সম্পর্কে আমাদের মাঝে বিভিন্ন তথ্য শেয়ার করেছেন ৷ অবশ্য আমারও ইচ্ছা আছে এই ২০০ বছর আগের আম গাছ ঘুরে দেখার জন্য ৷ সুন্দর লিখেছেন ধন্যবাদ ।

 last year 

ধন্যবাদ ভাই

 last year 

বাহ্ অনেক সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করেছেন ভাই।২০০ বছর আগের আম গাছ আমি আজকে প্রথম শুনলাম।এই গাছ হলো আমাদের ঐতিহ্য।আপনি দারুণ ফটোগ্রাফি করছেন ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।

 last year 

ধন্যবাদ ভাই

 last year 

পলাশবাড়ীর ২০০ বছর আগের আম গাছ নিয়ে অনেক সুন্দর একটা পোস্ট লিখেছেন। এই গাছটি আমাদের ঐতিহ্য। সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে লিখেছেন ভাই।

 last year 

ধন্যবাদ ভাই

 last year 

আপনার শেয়ার করা ছবিগুলো দেখেই বোঝা যাচ্ছে গাছটির বয়স অনেক বেশী। ঠাকুরগাঁও এও এমন একটি ২০০ বছরেরও বেশী পুরাতন আম গাছ রয়েছে। এরকম পুরাতন গাছ দেখতে অনেক ভালো লাগে। ধন্যবাদ আপনাকে

 last year 

ধন্যবাদ আপু

 last year 

পলাশবাড়ীতে ২০০ বছর আগের পুরনো একটি আম গাছ নিয়ে সুন্দর বর্ণনা দিয়েছেন। আমাদের গ্রামেও একটি অনেক দিন আগের পুরনো একটি আম গাছ আছে।আম গাছটির বয়স প্রায় ১০০ বছর হবে। কমবেশি প্রতিটি গ্রামেই এই রকমের পুরনো আম গাছ রয়েছে।

 last year 

ধন্যবাদ আপু

 last year 

এই রকম বিশাল ও পুরনো আমের গাছ আমাদের বাড়ির পাশেও ছিলো। কয়েক বছর আগে সেগুলো কেটে ফেলেছে। বন্ধুর নানা বাড়িতে গিয়ে কেমন মেয়ে দেখলেন? ২০০ বছরের পুরনো গাছ নিয়ে সুন্দর একটি পোস্ট করেছেন।

 last year 

সেই মেয়ে

 last year 

ওখানে সোহেলের শ্বশুর বাড়ি

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 58304.13
ETH 2575.50
USDT 1.00
SBD 2.43