আমাদের যশাই হাটের কিছু পাইকারি হাঁস বিক্রেতা।

in Steem For Tradition11 months ago (edited)

সোমবার,
তারিখঃ ০৭ আগষ্ট ২০২৩

আসসালামু আলাইকুম,

"স্টিম ফর ট্রাডিশন" কমিউনিটির সকল ভাই ও বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি পরমকরুনাময় আল্লাহ তায়ালার অশেষ মেহেরবানিতে সকলেই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। "স্টিম ফর ট্রাডিশন" কমিউনিটিতে আজ আমি আমাদের হাটের কিছু পাইকারি হাঁস বিক্রেতা নিয়ে পোস্ট উপস্থাপন করতে যাচ্ছি। আশা করি সকলের কাছে ভালো লাগবে।

IMG_20230806_105847.jpg
কিছু পাইকারি হাঁস বিক্রেতার চিত্র ধারণ।
mine.PNGপাইকারি হাঁস বিক্রেতাঃmine.PNG

আমাদের দেশ কৃষিপ্রধান। কৃষির পাশাপাশি আমাদের দেশের গ্রাম অঞ্চলে হাঁস পালন করা হয়। প্রতিটি গ্রামের কম-বেশি সকল বাড়িতে হাঁস পালন করা হয়। হাঁস পালনে সুবিধা অনেক মুরগির থেকে। আমাদের দেশে কয়েক প্রজাতি হাঁস দেখতে পাওয়া যায়। তবে আগেকার দিনে গ্রাম অঞ্চলে দেশী হাঁস বেশি পাওয়া যেত। কিন্তু বর্তমানে আধুনিক যুগে দেশি হাঁসের তুলনায় বিদেশি হাঁসের সংখ্যা বেশি।

IMG_20230806_105842.jpg

IMG_20230806_105900.jpg

আমাদের বাসা থেকে ৩ কিলোমিটার দুরে যশাই হাট অবস্থিত। আমাদের যশাই হাট সপ্তাহে ২ দিন লাগে। রবিবার ও বৃহস্পতিবার। হাটের দিন করে সকাল সকাল বাজারে হাঁস,মুরগি, কবুতর, খরগোশ ও ছাগল পাওয়া যায়। তবে অন্য পশুপাখির থেকে হাঁস বেশি পাওয়া যায়। আমাদের হাটে হাঁসের পাইকারি বিক্রেতার পরিমান বেশি।

IMG_20230806_104359.jpg

IMG_20230806_104345.jpg

যশাই হাটে বিভিন্ন এলাকার পাইকারি আসে। তারা বিভিন্ন জায়গা থেকে হাঁস অল্প মূল্যে ক্রয় করে হাটে নিয়ে আসে। আবার বিভিন্ন গ্রাম থেকে যে লোকগুলো হাঁস বিক্রি করতে আসে তাদের কাছ থেকে অনেক হাঁসে পাইকারি তা অল্প টাকায় ক্রয় করে ক্রেতার কাছে বেশি টাকায় বিক্রি করে থাকেন। আমাদের যশাই হাটে দেশি হাঁসের তুলনায় বিদেশি হাঁসের পরিমান অনেক বেশি। তবে দেশি হাঁস নাই বললেই চলে।

IMG_20230806_105830.jpg

IMG_20230806_105819.jpg

আমি গতকাল সকালবেলা মুরগি কিনতে গিয়ে দেখি যশাই হাটে হাঁসের পরিমান অনেক বেশি। অনেক পাইকারি বিক্রেতা এসে বিভিন্ন স্থান থেকে যাদের অনেকের নিজেস্ব খামার রয়েছে। আমার এক ভাতিজা হাঁস ক্রয় করতে গিয়ে সারা হাট আমাকে নিয়ে ঘুরছে। তার হাঁস পছন্দ হয়েছিল কিন্তু কালকের হাঁসের বাজার দর খুবই চড়া ছিল। ছোট ছোট হাঁস যার বয়স ২-৩ মাস হবে সেই হাঁসের দাম ৬০০ টাকা জোড়া। আবার ৪-৫ মাস বয়সের হাঁসের দাম ৮০০ থেকে ১০০০ টাকা জোড়া। এই হাঁসের বিক্রেতারা তারা স্বল্প মূল্যে হাঁস ক্রয় করে অধিক দামে বিক্রি করছে। এ থেকে তারা যে লভ্যাংশ পায় তা দিয়ে তাদের সংসার চলে।

IMG_20230806_103640.jpg

আমার লেখায় কোন প্রকার ভুল-ভ্রান্তি হয়ে গেলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সকলে সুস্থ ও ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।

ফোনের বিবরণঃ
ক্যামেরাওয়ান প্লাস
পোস্টের ধরণপাইকারি হাঁস বিক্রেতা
ক্যামেরা৬৪ মেগাপিক্সেল
ফটোগ্রাফার@md-sajalislam
অবস্থানপার্বতীপুর, দিনাজপুর, বাংলাদেশ।


3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpvDGTmz6yM4BdeUwpQ8vMxtR3sQse9kG46R2Lk4NBaGfzPmL5tiA85DdFd7TDvbMGaNMAY2RBgSWfNp5kM1Qjr3515gWKvjxzADBcu4.png
Vote for @bangla.witness

ধন্যবাদান্তে,
@md-sajalislam

Sort:  
 11 months ago 

যশাই হাটে হাঁস খুব সহজে পাওয়া যায়। হাটের দিন করে পাইকারি বিক্রেতারা হাঁস বিক্রি করতে আসেন।তবে হাঁস কিনতে হলে একটু সকাল সকাল যেতে হয়। কারণ দুপুরের পর এসব দোকান যশাই হাটে থাকে না। কিছুদিন আগে যশাই থেকে আমার আব্বু হাঁস কিনে এনেছিলেন। তবে এখন আর দেশী হাঁস পাওয়া যায় না। সুন্দর একটি বিষয় তুলে ধরেছেন। ধন্যবাদ আপনাকে।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 11 months ago 

কিন্তু বর্তমানে আধুনিক যুগে দেশি হাঁসের তুলনায় বিদেশি হাঁসের সংখ্যা বেশি।

ঠিক বলেছেন ভাই বর্তমানে দেশী হাঁসের তুলনায় বিদেশি হাঁসের সংখ্যা বেশি।
এই যশাই হাটে আমি বেশ কয়েকবার গিয়েছি। পাইকারি হাস বিক্রেতারা বিভিন্ন গ্রাম ঘুরে ঘুরে অল্প দামে হাঁস ক্রয় করে তারপরে এখানে এসে বিক্রি করে। অসাধারণ একটি পোস্ট শেয়ার করেছেন। শুভকামনা রইল।

 11 months ago 

বাংলাদেশ কৃষি প্রধান দেশ। এদেশের মানুষ কৃষির উপর নির্ভরশীল। গ্রাম অঞ্চলের মানুষ হাঁস-মুরগি পালন করে সংসারে বাড়তি আয় করে। সেই হাঁস মুরগি এসব পাইকারি হাট থেকে কেনা যায়। আপনি অনেক সুন্দর উপস্থাপন করেছেন ভাই। ফটোগ্রাফি দারুণ হয়েছে। অসংখ্য ধন্যবাদ ভাই

 11 months ago 

আমাদের এই দিকে তেমন হাঁসের বাজার বসে না, তাই হাঁসের দামও অনেক বেশি, হাঁসের গোস্তো আমার খুবই প্রিয়, এতো বড় হাঁসের বাজার দেখে খুবই ভালো লাগলো, বাজারটি নিয়ে অনেক বিস্তারিত আলোচনা করেছেন, পোস্টি পরে খুবই ভালো লাগলো, অনেক সুন্দর ফটোগ্রাফি ও করেছেন, শুভকামনা রইলো আপনার জন্য।

 11 months ago 

আমি যতটুকু জানি যে ,যশাই হাটে হাঁস মুরগির দাম তুলনামূলক কম। কারণ সেখানে অনেক পাইকার হাঁস মুরগি বিক্রি করতে আসে। যশাই হাটে বিভিন্ন জাতের হাঁস ও মুরগি পাওয়া যায়। সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করেছেন ভাইয়া। ফটোগ্রাফি গুলো আমাকে ভালোই লেগেছে। ধন্যবাদ আপনাকে।

 11 months ago 

যশাই হাট অনেক পুরনো একটি হাট। যশাই হাট সাধারণত রবিবার ও বৃহস্পতিবার হয়ে থাকে। এই দুই দিন হাটে হাঁস বিক্রেতা পাইকারি দামে হাঁস বিক্রি করে। তবে অন্যান্য হাটের তুলনায় যশাই হাটে সস্তা দামে হাঁস পাওয়া যায়।

 11 months ago 

বর্ষাকালে হাটবাজারে হাঁস কেনাবেচা বেশি হয়ে থাকে। কেননা বর্ষাকালে পানি বেড়ে যাওয়ায় অনেকে হাঁস হারিয়ে ফেলেন। অতিরিক্ত পানি আসার কারণে অনেক সময় হাঁস পানির স্রোতে হারিয়ে যায় যার কারনে হাঁসের মালিক আগে হাঁস গুলো বিক্রি করে দেওয়ার চেষ্টা করেন। আপনার ছবিতে দেখতে পাচ্ছি এই বাজারে অনেক গুলো রাজ হাঁস উঠেছে। আমাদের এক সময় এই রাজ হাঁস ছিল। এই হাঁসের ডিম আসলেই অনেক বড়। অনেক ধন্যবাদ আপনাকে।

 11 months ago 

যশাই হাট আনার পরিচিত। আমাদের বাসা থেকে যশাই হাট প্রায় কয়েক কিলোমিটার দূরে। এই হাটে অনেক পাইকারী বিক্রেতা হাসঁ বিক্রি করে। তবে এখন দেশি হাসঁ তেমন বেশি পাওয়া যায় না।আপনার প্রতিটি ফটোগ্রাফিই দারুণ হয়েছে। লিখেছেন ও অনেক সুন্দর। ধন্যবাদ ভাইয়া ভিন্নধর্মী একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.028
BTC 57483.55
ETH 3066.62
USDT 1.00
SBD 2.29