জেলেরা অনেক কষ্ট আর অক্লান্ত পরিশ্রম করে জীবিকা নির্বাহ করে।

in Steem For Traditionlast year

সোমবার,
তারিখঃ ০৮ মে ২০২৩ ইং

আসসালামু আলাইকুম,

"স্টিম ফর ট্রাডিশন" কমিউনিটির সকল ভাই ও বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি পরমকরুনাময় আল্লাহ তায়ালার অশেষ মেহেরবানিতে সকলেই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। "স্টিম ফর ট্রাডিশন" কমিউনিটি কমিউনিটিতে জেলেদের জীবিকা নির্বাহ নিয়ে পোস্ট উপস্থাপন করতে যাচ্ছি। আশা করি সকলের কাছে ভালো লাগবে।

IMG_20230416_152833.jpg
জেলেদের জীবিকা নির্বাহের চিত্র ধারণ।
mine.PNGজেলেঃmine.PNG

যারা মাছের উপর নির্ভর করে জীবিকা নির্বাহ করে সাধারণত তাদের জেলে বলা হয়।গ্রামের ভাষায় এদেরকে অনেকে জালিয়া বলে থাকে। জেলেদের প্রধান কাজ মাছ ধরা।হোক সে পুকুর, নদী কিংবা সাগর। বাংলাদেশ নদীমাতৃক দেশ। এদেশে অসংখ্য নদ-নদী বিদ্যমান।

IMG_20230416_151317.jpgIMG_20230416_151045.jpg
mine.PNGজেলেদের জীবিকা নির্বাহঃmine.PNG

আমাদের দৈনন্দিন খাদ্য প্রানিজ আমিষের প্রায় ৬০ শতাংশ আসে মাছ থেকে।আর বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা সত্বেও জেলেরা আমাদের মাছের যোগান দিয়ে আসছে।তারা ঝড়-বৃষ্টি,ঠান্ডা সবকিছু উপেক্ষা করে মাছের যোগান দেয়। তারা ঠান্ডা কিংবা গরম কোনো পানিকেই ভয় করে না।দেশে প্রায় ১৪লাখের মতো জেলে রয়েছে।যেহতু মাছের উপরেই জেলেদের নির্ভরশীলতা,তাই জেলেদের বসবাস নদীর পাড় ঘেষেই দেখা যায়। জেলেদের বসবাস করা জায়গাকে বলা হয় জেলেপাড়া।জেলেরা শুধু পুকুরেই নয় তারা নৌকায় করে নদী সাগরে মাছ ধরে থাকে।আমাদের দেশের জেলেরা সাধারণত হিন্দু সম্প্রদায়।

IMG_20230416_151718.jpgIMG_20230416_151436.jpg
mine.PNGবানিজ্যকভাবে জেলেরা লাভবানঃmine.PNG

সাধারণত কিছু কিছু জেলে রয়েছে তারা গ্রামে গ্রামে ঘুরে ঘুরে পুকুর কিংবা নদে মাছ শিকার করে। তারা যেসব এলাকা বা গ্রামে ঘুরে পুকুরে মাছ শিকার করে তার বিনিময়ে তারা কিছু মাছ ভাগে নেয় অথবা কেউ তাদের মাছ শিকার করে দেওয়ার জন্য ২০০-৩০০ টাকা করে পারিশ্রমিক দেয়। এভাবে তারা সারাদিন যে কয়েকটা পুকুরে মাছ শিকার করে তার বিনিময়ে টাকা পায় তারা ভাগাভাগি করে নেয়। এছাড়াও তারা কখনও করে যে মাছ ভাগে পায় সে মাছ গ্রামে অথবা বাজারে বিক্রি করে টাকা উপার্জন করে। এভাবে তারা লাভবান হোন। এটাই তাদের মুল পেশা।

IMG_20230416_152358.jpgIMG_20230416_151728.jpg

অনেকে আছে যারা মানুষের পুকুর লিজ নিয়ে মাছ চাষ করে জীবিকা নির্বাহ করে। আবার অনেকে আছে অন্যের পুকুরের মাছ ক্রয় করে তা জাল দিয়ে শিকার করে সেই মাছ বাজারে বা হাটে বিক্রি করে তা থেকে যে লাভ পায় তা দিয়ে সংসার পরিচালনা করেন।

আমার লেখায় কোন প্রকার ভুল-ভ্রান্তি হয়ে গেলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সকলে সুস্থ ও ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।

ফোনের বিবরণঃ
ক্যামেরাওয়ান প্লাস
ধরণজেলেদের জীবিকা নির্বাহ।
ক্যামেরা৬৪ মেগাপিক্সেল ক্যামেরা
ফটোগ্রাফার@md-sajalislam
অবস্থানপার্বতীপুর, দিনাজপুর, বাংলাদেশ।


3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpvDGTmz6yM4BdeUwpQ8vMxtR3sQse9kG46R2Lk4NBaGfzPmL5tiA85DdFd7TDvbMGaNMAY2RBgSWfNp5kM1Qjr3515gWKvjxzADBcu4.png
Vote for @bangla.witness

ধন্যবাদান্তে,
@md-sajalislam

Sort:  
 last year 

জেলেরা অনেক কষ্ট করে তাদের জীবিকা নির্বাহ করে,আগে জেলেদের অনেক সম্মান ছিল, জেলেদের মাছ ধরা দৃশ্য গুলো দেখতেও খুব ভালো লাগে, আপনি অনেক সুন্দর একটা পোস্ট উপস্থাপন করেছেন ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই।

Loading...
 last year 

জেলেরা মাছ ধরে তাদের সংসার চালায়। তারা শীত কিংবা গরমের উপেক্ষা না করে ভোর বেলায় চলে যায় মাছ ধরতে। মাছ ধরা য় তাদের পেশা। সুন্দর লিখেছেন ভাও🥰🥰

 last year 

জেলেদের নিয়ে অনেক সুন্দর একটা পোস্ট করেছেন।আসলেই এরা অক্লান্ত পরিশ্রম করে জীবিকা নির্বাহ করে।তারা গ্রামে গ্রামে ঘুরে তারা মানুষের পুকুরের মাছ ধরে দেয়। সুন্দর একটি পোস্ট উপস্থাপন করার জন্য ধন্যবাদ ভাই।

 last year 

জেলেদের মাছ ধরা দৃশ্য দেখতে খুব ভালো লাগে।জেলেরা অনেক কষ্ট করে ঝড় বৃষ্টির মধ্যে মাছ ধরে। এবং কনকন শিতের মধ্যে পানি নেমে মাছ ধরে। মাছ ধরে তারা বাজারে বিক্রি করে। মাছ বিক্রি করে তারা তাদের জীবিকা নির্বাহ করে। আপনি জেলেদের নিয়ে খুব অসাধারণ লিখেছেন ভাই। ধন্যবাদ

 last year 

আপনি জেলেদের জীবিকা নির্বাহ নিয়ে খুব সুন্দর একটি পোস্ট করেছেন। জেলেরা অনেক পরিশ্রম করে জীবিকা নির্বাহ করে থাকে। বেশিরভাগ সময় তাদের পানিতেই থাকতে হয় মাছ ধরার জন্য। অনেক ধন্যবাদ আপনাকে পোস্টটি করার জন্য।

 last year 

জেলেদের পেশাটা অনেক কষ্টকর। বিশেষ করে শীতকালে তারা প্রচন্ড ঠান্ডার মধ্যেও পানিতে নেমে মাছ ধরে। তাদের মাছধরা দেখে হয়তো আমরা অনেক আনন্দ পাই এবং তৃপ্তি নিয়ে খেতে পারি কিন্তু তাদের কষ্টটা বুঝি না। অনেক ভালো লিখেছেন ভাই শুভকামনা রইল।

 last year 

জেলেদের পেশা অনেক কষ্টের, বিশেষ করে তারা শীতকালে ঠান্ডা পানিতে নেমে মাছ ধরে, সেই মাছ বিক্রি করে সংসার চালায়। জেলেদের জীবন জীবিকা নিয়ে খুবই সুন্দর উপস্থাপন করেছেন ভাই। সুন্দর ফটোগ্রাফি করছেন। অনেক ভালো লাগলো, অসংখ্য ধন্যবাদ।

 last year 

জেলেদের জীবন যাপন অনেক কষ্টের হয়। হাজারো কষ্টের মাঝে থাকলেও তাদের জীবিকা নির্বাহের জন্য মাছ ধরে। জেলেরা মাছ ধরার পর বাজারে বিক্রি করে টাকা ইনকাম করে।

 last year 

জেলেদের জীবিকা নির্বাহ আসলেই অনেক কষ্টকর।তারা ঝড়বৃষ্টি, ঠান্ডা সবকিছুকে উপেক্ষা করে আমাদের আমিষের অভাব পূরন করে।আপনার তোলা জেলেদের মাছ ধরার ছবিগুলো অসাধারণ হয়েছে। পোস্টটিও আপনি খুব সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করেছেন।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.029
BTC 60704.11
ETH 2452.38
USDT 1.00
SBD 2.62